Simun saed

Simun saed Calling people towards the ideals of Allah and the Messenger of Allah,

জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে কজন মানুষ হকের পক্ষে আওয়াজ তুলেন তাদের মধ্যে মধুপুরের পীর সাহেব অন্যতম। হযরত মারাত্ম...
23/01/2025

জালিমের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে কজন মানুষ হকের পক্ষে আওয়াজ তুলেন তাদের মধ্যে মধুপুরের পীর সাহেব অন্যতম। হযরত মারাত্মক দুর্ঘটনার স্বীকার হয়েছেন আল্লাহ যেন হযরতকে দ্রুত শেফা দান করেন !!

আমরা তো জানি রিমান্ডে ডিম থেরাপি দেওয়া হয়, এখন কি হাই কমট থেরাপি দেওয়ার ব্যবস্থা করা হবে নাকি।
09/12/2024

আমরা তো জানি রিমান্ডে ডিম থেরাপি দেওয়া হয়, এখন কি হাই কমট থেরাপি দেওয়ার ব্যবস্থা করা হবে নাকি।

বর্তমান অবস্থা !!আমেরিকা থেকে এক বিজ্ঞানী বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। এক জায়গায় দাঁড়িয়ে তিনি সিঙারা খেলেন। খেয়ে ভালো ল...
26/08/2024

বর্তমান অবস্থা !!

আমেরিকা থেকে এক বিজ্ঞানী বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। এক জায়গায় দাঁড়িয়ে তিনি সিঙারা খেলেন। খেয়ে ভালো লাগলো, তাই একটা নিজের দেশে যাওয়ার সময় নিয়ে গেলেন।

নিজ দেশে গিয়ে সিঙারাটি তার বসকে দিয়ে বললেন, স্যার এটা ময়দা দিয়ে বানানো, কিন্তু ভিতরে আলু কলিজা বাদাম এগুলো কিভাবে ঢুকলো বুঝলাম না।

বিজ্ঞানীর বস সিনিয়র বিজ্ঞানী তাকে কষে একটা থাপ্পর দিয়ে ড্রয়ার থেকে একটি জিলাপি বের করে বললেন- ২০ বছর আগে আমি বাংলাদেশ গিয়ে জিলাপি খেয়ে একটা সাথে নিয়ে এসেছিলাম। ২০ বছর যাবত এখনো এটা বুঝতে পারিনি ময়দা দিয়ে বানানো বাঁকা জিলাপির ভিতরে চিনি ঢুকানো হলো কিভাবে! এখন তুমি আর এক নতুন প্যাচাল নিয়ে আসছো!!

ভালো লাগলে ফলো করে পাশে থাকেন।

17/02/2024

সেন্টমার্টিন

সেন্টমার্টিন ছেরা দিপ। প্রিয় শরীফ মুহাম্মদ ইউনূস স্যার ও বন্ধুদের সাথে।
13/02/2024

সেন্টমার্টিন ছেরা দিপ। প্রিয় শরীফ মুহাম্মদ ইউনূস স্যার ও বন্ধুদের সাথে।

11/07/2023

রঘুনাথপুর আনন্দবাজার জসিম প্লাজার ছাদে মুরগি ফ্রাই পার্টি ।

রঘুনাথপুর আনন্দবাজার জসিম প্লাজার ছাদে মুরগি ফ্রাই পার্টি চলছে, আপনাদের দাওয়াত চলে আসেন।
11/07/2023

রঘুনাথপুর আনন্দবাজার জসিম প্লাজার ছাদে মুরগি ফ্রাই পার্টি চলছে, আপনাদের দাওয়াত চলে আসেন।

অনেকদিন থেকেই মনে হচ্ছে, আহা! যদি কাওমী মাদ্রাসার শিক্ষক হতে পারতাম আর সেখানে শিক্ষক থাকা অবস্থায় আমার মৃত্যু হতো!ঢাকা ব...
24/05/2023

অনেকদিন থেকেই মনে হচ্ছে, আহা! যদি কাওমী মাদ্রাসার শিক্ষক হতে পারতাম আর সেখানে শিক্ষক থাকা অবস্থায় আমার মৃত্যু হতো!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হতে (১৯৯২-৯৩) অদ্যাবধি অসংখ্য প্রভাবশালী শিক্ষকের শেষবিদায় দেখেছি। কেন্দ্রীয় মসজিদে প্রায় সবার জানাযা হয়েছে এবং কোনো জানাযাতেই উল্লেখ করার মতো শিক্ষার্থী উপস্থিত ছিল না।

যারা ছিল, তাদের চোখেও প্রিয় হারানোর বেদনায় ঝরা অশ্রুধারা দেখিনি। কেন্দ্রীয় মসজিদে, জাতীয় ঈদগাহে, কেন্দ্রীয় শহীদ মিনারে অনেক বরেণ্য রাজনীতিক, শিক্ষাবিদ, সংগ্রামী, সমাজকর্মী, সংস্কৃতি কর্মী, সাহিত্যিক, সাংবাদিকের শেষযাত্রাও দেখেছি।

আনুষ্ঠানিকতা ও সামাজিকতার দাবিতে এসেছেন অনেকেই, কিন্তু মৃতের রুহের মাগফিরাতে অশ্রুভেজা হাত উত্তোলিত হতে দেখেছি কমই। অনেক জানাযায় তো কাতারে দাঁড়ানো লোকদের মধ্যেও হাস্যরসে মেতে ওঠা ছবি গণমাধ্যমে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের কোনো সাবেক বা বর্তমান শিক্ষকের মৃত্যুর খবরে সাবেক শিক্ষার্থীরা তো সেভাবেই আসেই না এমনকি ছাত্রাবাসে অবস্থানকারীরাও সবাই অংশগ্রহণ করে না। অথচ কেন্দ্রীয় মসজিদ হতে সবগুলো হল এক কিলোমিটারের মধ্যেই।

ঢাকায় একজন খ্যাতিমান শিক্ষক ও লেখক নিজের ফ্লাটে নিঃসঙ্গ মৃত্যুবরণ করেছেন। তাও জানা গেছে কয়েকদিন পর। আরেকজন বরেণ্য শিক্ষক ও রাষ্ট্রপতির জানাযায় গুটিকতেক লোকই উপস্থিত হয়েছিলেন।

বিপরীতে কাওমী মাদ্রাসার ব্যাপার পুরোটাই ভিন্ন রকম। কোনো শিক্ষকের ইন্তিকালের খবরে শিক্ষার্থীদের মধ্যে হাহাকার পরে যায়। মাইলের পর মাইল কষ্টকর ভ্রমণ শেষে শিক্ষার্থীরা জানাযায় হাজির হয়। তাঁদের চোখে অশ্রু, মুখে তাসবীহ, হৃদয়ে স্বজন হারানো প্রগাঢ় বেদনা।
এমনভাবে বিদায় নিতে বিরাট ভাগ্যের প্রয়োজন।
মাঝে মাঝে এমন ভাগ্যবান হতে প্রচণ্ড লোভ হয়।

আহা! আহা!

ছবি: সিলেটের মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী রহ.-এর জানাযায় আগত সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনরা। ছবিটি ফেইসবুক হতে নেয়া।

লেখক: ইব্রাহিম খলিল
সহযোগী অধ্যাপক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ঘূর্ণিঝড় মুখার কারণে স্থগিত করা হল ৫ বোর্ডের এসএসসি পরীক্ষা।
12/05/2023

ঘূর্ণিঝড় মুখার কারণে স্থগিত করা হল ৫ বোর্ডের এসএসসি পরীক্ষা।

১৪/০৫/২৩ রবিবার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত।
12/05/2023

১৪/০৫/২৩ রবিবার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত।

Address

Narandiya, Titas
Cumilla

Telephone

+8801819562640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simun saed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share