Comilla Adarsha Sadar

Comilla Adarsha Sadar কুমিল্লা আদর্শ সদর এবং কোতোয়ালি মডেল থানা কুমিল্লা প্রশাসন ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা সদর উপজেলা

কুমিল্লায় পানিতে ডুবে আরও ২ শিশুর ম ‘ত্যু। এ নিয়ে একই দিনে পানিতে ডুবে ৪ জনের মৃ’ত্যু হয়েছে।বিকেলে কুমিল্লা আদর্শ সদরের ...
22/05/2024

কুমিল্লায় পানিতে ডুবে আরও ২ শিশুর ম ‘ত্যু। এ নিয়ে একই দিনে পানিতে ডুবে ৪ জনের মৃ’ত্যু হয়েছে।

বিকেলে কুমিল্লা আদর্শ সদরের নোয়াপাড়ায় দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তাদের একজনের নাম সজল, পিতার নাম লিটন মিয়া। আরেক জন হলো মুসু মিয়ার নাতি।

🌹হোটেল নুরজাহান 🥀পদুয়ার বাজার❣️ বিশ্বরোড কুমিল্লা 🇧🇩
15/02/2024

🌹হোটেল নুরজাহান 🥀পদুয়ার বাজার❣️ বিশ্বরোড কুমিল্লা 🇧🇩

15/02/2024

কুমিল্লা বাংলাদেশের পূর্বাঞ্চলের একটি মেট্রোপলিটন শহর, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। এটি কুমিল্লা জেলার প্রশাসনিক কেন্দ্র, চট্টগ্রাম বিভাগের অংশ। কুমিল্লা হল চট্টগ্রামের পরে পূর্ব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি বাংলাদেশের তিনটি প্রাচীনতম শহরের মধ্যে একটি।

কান্দিরপাড় কুমিল্লা
04/11/2023

কান্দিরপাড় কুমিল্লা

ফৌজদারী এলাকায় রাস্তার কাজ চলছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন
18/10/2023

ফৌজদারী এলাকায় রাস্তার কাজ চলছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন

17/09/2023
দেশের সবচেয়ে আলোচিত বিষয়, কুমিল্লা বিভাগের নামকরণ প্রসঙ্গে।কেন কুমিল্লা নামেই বিভাগ হওয়া জরুরী ? #কুমিল্লার_ইতিহাস:১....
03/09/2023

দেশের সবচেয়ে আলোচিত বিষয়, কুমিল্লা বিভাগের নামকরণ প্রসঙ্গে।
কেন কুমিল্লা নামেই বিভাগ হওয়া জরুরী ?
#কুমিল্লার_ইতিহাস:
১. ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলায় যখন জেলা ব্যবস্থা চালু করে তখন ১৮ জেলার একটি ছিল কুমিল্লা।
২. হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। যার স্মৃতি চিহ্ন এখনো কোটবাড়ি ও ময়নামতি এলাকায় রয়ে গেছে।
৩. বিশাল আয়তনের কুমিল্লা থেকে ১৭৮১ সালে বৃহত্তর নোয়াখালী এবং ১৯৮৪ সালে চাঁদপুর ও ব্রাক্ষনবাড়িয়া জেলা কে পৃথক করা হয়।

#ঐতিহাসিক_ঘটনা:
১. ১৭৬৪ সালে ত্রিপুরার রাজার বিরুদ্ধে শমসের গাজীর নেতৃত্বে পরিচালিত কৃষক আন্দোলন এ অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা। যা পরবর্তীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেরনা যুগিয়েছিল।
২. সাম্প্রদায়িক দাংগার ঘটনাকে কেন্দ্র করে ১৯২১ সালে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্না গান্ধী কুমিল্লা জেলায় বিচরন করেন।
৩. ১৯৩১ সালের ১৪ ডিসেম্বর ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষ গুলি করে ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্সকে হত্যা করে। স্বাধীনতা আন্দোলনে কোন নারীর অংশগ্রহণ সেবারই প্রথম ঘটে।
৪. ভাষা আন্দোলন , স্বাধীনতা যুদ্ধ সহ অনেক আন্দোলন সংগ্রামে অবদানের জন্য এই জেলা ইতিহাসে ঠাই করে নিয়েছে।]

#যোগাযোগ_ব্যবস্থা:
১. উন্নত যোগাযোগব্যবস্থার জন্য কুমিল্লাকে প্রাচ্যের হংকং এর সাথে তুলনা করা হয়। এ জেলাটি দেশের তিন বৃহত্তম জেলা ঢাকা, চট্রগ্রাম, সিলেটের মধ্যবর্তী ও নিকটবর্তী হওয়ায় এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।

#জাতীয়_অর্থনীতিতে কুমিল্লার অবদান:
১. প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জেলার জ্বালানি গ্যাসের উপর ভর করেই ঢাকা ও চট্রগ্রাম অঞ্চলে ভারী শিল্পকারখানা গড়ে উঠেছে। এ জেলার ৬ টি গ্যাস ক্ষেত্রের মধ্যে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে ঢাকা অঞ্চলে এবং বাখরাবাদ গ্যাস ক্ষেত্র থেকে চট্রগ্রামে গ্যাস সরবরাহ করে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখা হয়েছে।
২. যে সড়কটি একদিন বন্ধ থাকলে দেশের অর্থনীতি স্থবির হয়ে যায় সেই লাইফ লাইন নামে খ্যাত ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিংহভাগ এ জেলার উপর দিয়ে বয়ে গেছে।
৩. তাছাড়া কুমিল্লা জেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশ ঘেষে ঘড়ে উঠেছে অসংখ্য শিল্পকারখানা রয়েছে কুমিল্লা ইপিজেড ও কৃষিবান্ধব অর্থনীতি।
৪. কুমিল্লা জেলা থেকে আক্তার হামিদ খানের হাত ধরেই এদেশে সমবায় সমিতি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার করে শুষ্ক মৌসুমে ইরি চাষের প্রচলন হয়েছিল যা পরবর্তীতে অভাব অনটন লাঘবে দেশের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।
৫. বিদেশে সবচেয়ে বেশি শ্রমশক্তি রপ্তানি হয় কুমিল্লা জেলা থেকে এবং দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় কুমিল্লা জেলার মানুষ।

#শিক্ষা_ব্যবস্থা:
১. দেশের ২য় শিক্ষাবোর্ড কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনেই এক সময় সমগ্র চট্রগ্রাম ও সিলেট বিভাগের শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিত। বর্তমানে এ জেলার শিক্ষার হার ৬০.৬%।
২. কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর্মি সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বেসরকারি মেডিকেল কলেজসমূহ, কুমিল্লা মেডিকেল কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ সহ এমন অসংখ্য স্বনামধন্য প্রতিষ্ঠানে দেশের শিক্ষা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

#জনসংখ্যা :
৬০ লাখ জনসংখ্যা অধ্যুষিত কুমিল্লা জেলা ঢাকা ও চট্রগ্রামের পর দেশের ৩য় জনবসতিপূর্ণ অঞ্চল। এ জেলার প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১৪৫৩ জন মানুষ।

#বিখ্যাত_ব্যক্তি:
কুমিল্লা জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম লিখতে গেলে আমার হাত ধরে আসবে হয়তো লেখা শেষ হবেনা তাই আমি শুধু আগের প্রজন্মের গুটি কয়েক ব্যক্তির নাম লিখে দিচ্ছি।
★ মহাস্থবির শীলভদ্র (৫২৯-৬৫৪) – বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিহারের প্রধান
★নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী
★সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর
★বুদ্ধদেব বসু
★ছান্দসিক কবি আব্দুল কাদির
★উপমহাদেশের প্রখ্যাত শিল্পি শচীন দেব বর্মন
★ধীরেন্দ্রনাথ দও
★ রাহুল দেব বর্মন
★ মেজর গনি
★আক্তার হামিদ খান সহ কুমিল্লার অনেক প্রখ্যাত ব্যক্তির মুখ দেখেছে বাংলাদেশ।

#পর্যটন:
কুমিল্লাতে বহুসংখ্যক পর্যটন আকর্ষন রয়েছে। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি। এসব বিহার, মুড়া ও প্রাসাদ থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামগ্রী উদ্ধার করা হয়েছে যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

#কুমিল্লা ক্যান্টনমেন্ট:
বাংলাদেশের প্রথম ক্যান্টনমেন্
কুমিল্লা ক্যান্টনমেন্ট। ১ম বিশ্বযুদ্ধের পর এই এলাকার উপর সামরিক চেইন বজায় রাখা।

#পিকনিক স্পট:
কোটবাড়ী শালবন বিহারে রয়েছে চমৎকার পিকনিক স্পট যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শীত মৌসুমে মানুষ পিকনিক করতে এসে ঐতিহাসিক দর্শনসমূহ পরিদর্শন করে শিক্ষা নিয়ে যায়। বিভাগ হতে হবে কুমিল্লা বিভাগ নামে।

Address

Comilla 3500
Cumilla
3502

Telephone

+8801713889373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comilla Adarsha Sadar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Comilla Adarsha Sadar:

Share