20/06/2025
আল্লাহর অশেষ রহমতে আমাদের ছোট্ট রাজকন্যা এখন সুস্থ 🧡
জন্মের এক সপ্তাহ পর জানতে পারি আমাদের মেয়ের শরীরে জন্ডিস হয়েছে, মাত্রা ছিল ২২। খুব কঠিন ছিল সেই মুহূর্তগুলো—ভীতিকর, অনিশ্চিত আর দুশ্চিন্তায় ভরা। দুই দিন ধরে হাসপাতালের ফটোথেরাপি রুমে তাকে একা রেখে আসতে হয়েছে বারবার, বুক ফেটে কান্না এলেও শক্ত থাকতে হয়েছে।
আজ সেই অন্ধকার কাটিয়ে আমাদের ছোট্ট আরাইজা আবার কোলে ফিরেছে, সুস্থ হয়ে আমাদের বাসায় ফিরেছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।
সবাই তার জন্য দোয়া করবেন যেন সে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এবং একটা সুন্দর জীবন পায়।
আলহামদুলিল্লাহ 💖