গোসাই পুষ্কুরণী ছাত্র ও যুব কল্যাণ সংঘ

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • গোসাই পুষ্কুরণী ছাত্র ও যুব কল্যাণ সংঘ

গোসাই পুষ্কুরণী ছাত্র ও যুব কল্যাণ সংঘ গোসাই পুষ্কুরণী ছাত্র ও যুব কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন

আসসালামু ওয়ালাইকুম!!! আগামী ২৫/১২/২৪ ইং তারিখ রোজ বুধবার গোসাই পুস্কুরনী কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যোগে এবং গোসাই পুস...
24/12/2024

আসসালামু ওয়ালাইকুম!!!
আগামী ২৫/১২/২৪ ইং তারিখ রোজ বুধবার গোসাই পুস্কুরনী কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যোগে এবং গোসাই পুস্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘের তত্বাবধানে গোসাই পুস্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে।

উক্ত মাহফিলে সর্বস্তরের জনগণকে উপস্হিত থাকার জন্য এবং আর্থিকভাবে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো। বিশেষ করে গ্রামের সকল ছাত্র ও যুবক দেরকে আগামীকাল দুপুরের পর হইতে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত স্কুলের মাঠে উপস্হিত থেকে মাহফিলকে সুন্দর এবং সাফল্যমন্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।।

১৬ই ডিসেম্বর মহান বিজয়ের দিবস প্রত‍্যয়ে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, ঐক্য, উন্নয়ন, ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচন...
16/12/2024

১৬ই ডিসেম্বর মহান বিজয়ের দিবস প্রত‍্যয়ে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, ঐক্য, উন্নয়ন, ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা ও পরামর্শ সভা।
আয়োজনে ছিল- গোসাইপুষ্কুরনী ছাত্র ও যুব কল্যাণ সংঘ।

আলহামদুলিল্লাহ!!!!   আমরা আপনাদের নিকট যে মানবিক আবেদন করেছিলাম আলী হোসেন এবং দেলোয়ার কন্ট্রাক্টরের বোনের চিকিৎসার জন্য।...
28/10/2024

আলহামদুলিল্লাহ!!!!
আমরা আপনাদের নিকট যে মানবিক আবেদন করেছিলাম আলী হোসেন এবং দেলোয়ার কন্ট্রাক্টরের বোনের চিকিৎসার জন্য। সেখানে ১৪,৫০০/-(চৌদ্দ হাজার পাঁচশত) টাকা আপনারা সহযোগিতা করেছেন৷ যেটা ১৫,০০০/- টাকা ফিগার করে গতকাল রাতে আমি, Mozumder Rayhan Rafi Mozumder মোহাম্মদ মাসুম সহ আলী হোসেন কাকার নিকট হস্তান্তর করেছি। ওনাদের পরিবার অনেক খুশি হয়েছেন।
যারা এই সহযোগিতায় অংশীদার হয়েছেন তাদের নিকট গোসাই পুষ্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘ কৃতজ্ঞ। আগামীর দিনগুলোতে আপনাদের পাশে পাবো এই প্রত্যাশা।

বিঃদ্রঃ ছবি তুললে হয়তো তারা আমাদের সহযোগিতার টাকাটা নিতে ইতস্তত বোধ করবে তাই ছবি তোলা হয় নাই।।

একটি শোক সংবাদ গোসাই পুষ্কুরনী মজুমদার বাড়ী নিবাসী জনাব  হাজী মোঃ মোসলেম ওরুপে আসলাম, রুস্তমের বাবা অদ্য রোজ শুক্রবার  স...
11/10/2024

একটি শোক সংবাদ

গোসাই পুষ্কুরনী মজুমদার বাড়ী নিবাসী জনাব হাজী মোঃ মোসলেম ওরুপে আসলাম, রুস্তমের বাবা অদ্য রোজ শুক্রবার সন্ধ্যা ০৭ঃ০০ ঘটিকার সময় ওনার নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। সবাই মরহুমের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।

জানাযার সময় পরে জানিয়ে দেওয়া হবে।।

আলহামদুলিল্লাহ!!!!  আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই  ২০০০/-( দুই হাজার) টাকা পাঠিয়েছেন।আমাদ...
21/09/2024

আলহামদুলিল্লাহ!!!!
আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই ২০০০/-( দুই হাজার) টাকা পাঠিয়েছেন।আমাদের বর্তমান সংগ্রহ ৯,৫০০/-(নয় হাজার পাঁচশত) টাকা।

গোসাই পুস্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ!!!!  আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয় ছোট ভাই Abu Hanif ২০০০/-( দুই হাজার) টাকা পাঠিয়েছেন।আমাদের বর্ত...
21/09/2024

আলহামদুলিল্লাহ!!!!
আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয় ছোট ভাই Abu Hanif ২০০০/-( দুই হাজার) টাকা পাঠিয়েছেন।আমাদের বর্তমান সংগ্রহ ৭,,৫০০/-(সাত পাঁচশত) টাকা।

গোসাই পুস্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ!!!!  আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে গ্রামের বড় পুকুরপাড়ের  প্রিয় বড় ভাই ফজলুল হক মজুমদার ১,০০০/-( এক হাজা...
19/09/2024

আলহামদুলিল্লাহ!!!!
আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে গ্রামের বড় পুকুরপাড়ের প্রিয় বড় ভাই ফজলুল হক মজুমদার ১,০০০/-( এক হাজার) টাকা পাঠিয়েছেন।আমাদের বর্তমান সংগ্রহ ৫,৫০০/-( পাঁচ হাজার পাঁচশত) টাকা।

গোসাই পুস্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ!!!!  আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয়  ভাই Md. Fakhruddin Mazumder Fakhrul ১,০০০/-( এক হাজার) টাকা পা...
19/09/2024

আলহামদুলিল্লাহ!!!!
আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয় ভাই Md. Fakhruddin Mazumder Fakhrul ১,০০০/-( এক হাজার) টাকা পাঠিয়েছেন।আমাদের বর্তমান সংগ্রহ ৪,৫০০/-( চার হাজার পাঁচশত) টাকা।

গোসাই পুস্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ!!!!  আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয় ছোট ভাই Farhan Ahmed Fahad ১,০০০/-( এক হাজার) টাকা পাঠিয়েছেন।আম...
19/09/2024

আলহামদুলিল্লাহ!!!!
আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয় ছোট ভাই Farhan Ahmed Fahad ১,০০০/-( এক হাজার) টাকা পাঠিয়েছেন।আমাদের বর্তমান সংগ্রহ ৩,৫০০/-(তিন হাজার পাঁচশত) টাকা।

গোসাই পুস্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ!!!!  আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয় ভাই হাবীবুর রহমান আজাদ  Hb Rahman ২০০০/-( দুই হাজার) টাকা পাঠিয়...
19/09/2024

আলহামদুলিল্লাহ!!!!
আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয় ভাই হাবীবুর রহমান আজাদ Hb Rahman ২০০০/-( দুই হাজার) টাকা পাঠিয়েছেন।আমাদের বর্তমান সংগ্রহ ২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা।

গোসাই পুস্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ!!!!  আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয় ছোট ভাই Hasan Khan ৫০০/-( পাঁচশত) টাকা পাঠিয়েছে।আমাদের বর্তমান ...
19/09/2024

আলহামদুলিল্লাহ!!!!
আমাদের মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রিয় ছোট ভাই Hasan Khan ৫০০/-( পাঁচশত) টাকা পাঠিয়েছে।আমাদের বর্তমান সংগ্রহ ৫০০/-( পাঁচশত) টাকা।

গোসাই পুস্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

Address

Goshipuskoroni, Choto Sharifpur, Lalmai
Cumilla
3573

Telephone

+8801631584322

Website

Alerts

Be the first to know and let us send you an email when গোসাই পুষ্কুরণী ছাত্র ও যুব কল্যাণ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গোসাই পুষ্কুরণী ছাত্র ও যুব কল্যাণ সংঘ:

Share