
24/12/2024
আসসালামু ওয়ালাইকুম!!!
আগামী ২৫/১২/২৪ ইং তারিখ রোজ বুধবার গোসাই পুস্কুরনী কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যোগে এবং গোসাই পুস্কুরনী ছাত্র ও যুব কল্যান সংঘের তত্বাবধানে গোসাই পুস্কুরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে।
উক্ত মাহফিলে সর্বস্তরের জনগণকে উপস্হিত থাকার জন্য এবং আর্থিকভাবে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো। বিশেষ করে গ্রামের সকল ছাত্র ও যুবক দেরকে আগামীকাল দুপুরের পর হইতে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত স্কুলের মাঠে উপস্হিত থেকে মাহফিলকে সুন্দর এবং সাফল্যমন্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।।