25/09/2025
"মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস। চারপাশে সবসময় কিছু মানুষ থাকবে যারা তোমার সাফল্যের অপেক্ষায় নয়, বরং তোমার ব্যর্থতার অপেক্ষায় থাকে, তারা চায় তুমি হোঁচট খাও, থেমে যাও, কিংবা হাল ছেড়ে দাও। কিন্তু প্রকৃত বিজয়ী সেই, যে প্রতিকূলতাকে পাথেয় করে এগিয়ে যায় এবং সাফল্যের মাধ্যমে জবাব দেয়"।
সবাইকে সন্ধ্যা বেলার শুভেচ্ছা,
শুভ সন্ধ্যা....
Good Evening....