Md Roman Khandaker

Md Roman Khandaker বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দাউদকান্দি উপজেলা

প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবার্হী কিমিটির অন্যতম সদস্য সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী ড.খন্দকার মারুফ হো...
04/12/2025

প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবার্হী কিমিটির অন্যতম সদস্য সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন ভাই আগামীকাল শুক্রবার দাউদকান্দি সদরে বাজার বড় মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন ও দেশ নেত্রীর সুস্থতার জন্য দোয়ায় অংশ গ্রহণ করবেন।

জাতীয়তাবাদী যুবদলের সকল নেতা করমীদেরকে ১১.৩০ টায় দাউদকান্দি বিএনপির প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার আহবান রইলো।

সদস্য সচিব
দাউদকান্দি উপজেলা যুবদল।

মুমুর্ষবস্থায় এভারকেয়ার হাসপাতালে এডমিট দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখানে রাত ৯ টায় উপস্থিত হয়ে হাসপাতালে ভিজিট করা সিনি...
01/12/2025

মুমুর্ষবস্থায় এভারকেয়ার হাসপাতালে এডমিট দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখানে রাত ৯ টায় উপস্থিত হয়ে হাসপাতালে ভিজিট করা সিনিয়র নেতাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি ওনার অবস্থা অনেকটা স্থিতিশীল আছেন।

আমরা সবাই প্রিয় নেত্রীর জন্য দোয়া করি, আল্লাহ তায়ালা যেন ওনাকে সুস্থ করে দেন। আমিন🤲

30/11/2025

Daily routine….

আলহামদুলিল্লাহ মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিল শতভাগ সফল হয়েছে। ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ✌️☺️💗
29/11/2025

আলহামদুলিল্লাহ মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিল শতভাগ সফল হয়েছে।
ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ✌️☺️💗

আগামী কাল মেঘনা উপজেলা গণ মিছিলে অংশগ্রহণ করতে যুবদলের নেতাকর্মীদের গৌরিপুর চন্দ্রবান পাম্পে সকাল ১১.৩০ থাকার আহবান করা ...
28/11/2025

আগামী কাল মেঘনা উপজেলা গণ মিছিলে অংশগ্রহণ করতে যুবদলের নেতাকর্মীদের গৌরিপুর চন্দ্রবান পাম্পে সকাল ১১.৩০ থাকার আহবান করা হলো 🤝✌️

27/11/2025
27/11/2025

আগামীকাল ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর ও মেঘনা উপজেলার সকল মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।

ড.খন্দকার মারুফ হোসেন
সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

26/11/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি💕মহান আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেশ সেবায় সুযোগ দান করেন আমিন🤲

কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল ভাইয়ের নিশর্ত মুক্তি চাই দিতে হবে✊✊✊
24/11/2025

কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল ভাইয়ের নিশর্ত মুক্তি চাই দিতে হবে✊✊✊

কিবরিয়া ভাইয়েরা ছিল বলেই দু:সময়ে দলের অস্তিত্ব ছিল!রাজপথে হাজারো করমীরা রিস্ক নিয়ে কাজ করেছে আজ তাদেরি প্রতিহিংসার বলি হ...
18/11/2025

কিবরিয়া ভাইয়েরা ছিল বলেই দু:সময়ে দলের অস্তিত্ব ছিল!
রাজপথে হাজারো করমীরা রিস্ক নিয়ে কাজ করেছে আজ তাদেরি প্রতিহিংসার বলি হতে হচ্ছে!কিবরিয়া ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার চাই! দলের দুর্দিনের নেতা করমীদের পাশাপাশি সাধারণ মানুষের জীবনের নিরপত্তা চাই✊

খুনি হাসিনার ফাসির  রায়ে এদেশের মানুষের ১৭ বছরের জমানো ঘৃনার আনুষ্ঠানিক রুপ পেল ও দীর্ঘ  প্রতিক্ষার অবসান হলো ☺️এখন থেকে...
17/11/2025

খুনি হাসিনার ফাসির রায়ে এদেশের মানুষের ১৭ বছরের জমানো ঘৃনার আনুষ্ঠানিক রুপ পেল ও দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো ☺️এখন থেকে প্রতিক্ষায় থাকবে এই ফাসির রায় কার্যকর করার✊✌️

Address

Cumilla
3519

Telephone

+8801914525002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Roman Khandaker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share