Kalbela Somoy

Kalbela Somoy The Holy Quran

15/07/2023

কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না | আল্লাহ তায়ালা মানুষকে বানিয়েছেন কঠোর পরিশ্রমের জন্য

11/07/2023

কুরআনের সাথে যার সম্পর্ক হয় তার সম্মান বেড়ে যায়

10/07/2023

আজানের জবাব দেওয়া আমরা কি মনে করি?
আজানের জবাব কিভাবে দিতে হবে?
***i_Mohammad_Ali

08/07/2023

মালিক জান্নাতে একটি ঘর বানিয়ে দিও

27/06/2023

নামাজ পড়ার সময় টাকনুর উপর প্যান্ট পরি, নামাজ শেষে টাকনুর নিচে প্যান্টটা নামিয়ে দেই

26/06/2023

রাসুল সাঃ স্ত্রীগণ হযরত উমর (রাঃ) কন্ঠ শুনে অনেক ভয় পেংয়েছিল কেন?

22/06/2023

উমর ইবনে আবদুল আজিজ রাষ্টের কেমন প্রেসিডেন্ট ছিলেন? | বর্তমান সরকার এর থেকে শিক্ষা নেওয়া উচিত #মুফতি_মুহাম্মাদ_আলী ***i_Mohammad_Ali

20/06/2023

অনেক যুবক প্রশ্নকরে একটা মেয়েকে আমার খুব ভাল লাগে তাকে যেন আমি পাই এই দোয়া করা যাবে কিনা?? আল্লাহর কাছে কিভাবে চাইলে সফল

19/06/2023

রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া জায়েজ আছে কিনা??।।Shaikh ahmadullah

18/06/2023

অন্ধ ব্যক্তির বাস্তব গল্প হুজুর নিজেই কেঁদে দিলেন।

12/06/2023
12/06/2023

বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ

10/06/2023

জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি : কাদের | Jamaat has been fielded by BNP: Quader

মিথ্যা কথা ওনারা যে কি পরিমাণ বলতে পারেআওয়ামী লীগ এমপি বলে কথা।
02/06/2023

মিথ্যা কথা ওনারা যে কি পরিমাণ বলতে পারে
আওয়ামী লীগ এমপি বলে কথা।

01/06/2023

এরদোয়ানকেই বেছে নিল তুরস্ক
Recep Tayyip Erdoğan

31/05/2023

দক্ষিণ আফ্রিকায় পা রাখলেই গ্রেফতার পুতিন!

সরকারি চাকরিজীবীর অপেক্ষায় কিছু বেডির বর্তমান অবস্থা এমন 🙃🙏
30/05/2023

সরকারি চাকরিজীবীর অপেক্ষায় কিছু বেডির বর্তমান অবস্থা এমন 🙃🙏

দর্শক কাজটা কি ঠিক হলো ?  মতামত চাই !
30/05/2023

দর্শক কাজটা কি ঠিক হলো ? মতামত চাই !

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালা আমাদের ডাক কবুল করেছেন।
29/05/2023

আলহামদুলিল্লাহ,
মহান আল্লাহ তায়ালা আমাদের ডাক কবুল করেছেন।

28/05/2023

চুমুকাণ্ডে নতুন মোড় (ভিডিও)
24/05/2023

চুমুকাণ্ডে নতুন মোড় (ভিডিও)

22/05/2023

যারা মেধাবী, তারা যদি এভাবে শয়ে শয়ে দেশ ছাড়তে থাকেন, তাহলে দেশটাকে কারা এগিয়ে নেবে? ভবিষ্যতে কারা নেতৃত্ব দেবে?

25/05/2021

শুধুমাত্র গরম তেলে ছ্যাকাতেই নয়

উচিত কথাতেও অনেকের গায়ে ফোসকা পরে।

হিজাব বলতে কী বুঝায়, তা এখনও পরিষ্কার নয় আমাদের অনেকের কাছে। আমরা ভাবি, হিজাব পরে সব করা যায়। ছেলে বন্ধুদের সাথে গাঁ ঘেঁ...
22/02/2021

হিজাব বলতে কী বুঝায়, তা এখনও পরিষ্কার নয় আমাদের অনেকের কাছে। আমরা ভাবি, হিজাব পরে সব করা যায়। ছেলে বন্ধুদের সাথে গাঁ ঘেঁষাঘেঁষি করা যায়, লং ড্রাইভে ঘুরতে যাওয়া যায়, প্রেমিকের হাত ধরে কাটিয়ে দেওয়া যায় অলস বিকেল। তবুও দিনশেষে নিজেকে দাবী করা যায় ‘হিজাবী’ হিশেবে!

হিজাব পরে নাকি সব করা যায়! পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুঁজিবাদী দাসী হওয়া যায়, মাথায় এক টুকরো ত্যানা পেঁচিয়ে সিনেমার নর্তকী হওয়া যায়, সুন্দরী প্রতিযোগিতায় নামও লেখানো যায়।

অথচ হিজাব কেবল একটুকরো কাপড়ের নাম নয়। বরং তা হলো নারী-পুরুষের মধ্যকার এক বিশেষ অবস্থার নাম। যার দ্বারা নারী ও পুরুষের মধ্যে তৈরি হয় একটি অন্তরাল। মিটে যায় আবাধ মেলামেশা ও পাপাচারের রাস্তা।

একজন মেয়ে নিজেকে হিজাবের আওতায় আনার পর কখনোই গাইর মাহরাম ছেলেদের সাথে মেলামেশা করতে পারে না, রঙ্গিলা সাঁজ আর ঢঙ্গিলা সুর দিয়ে কথা বলতে পারে না ছেলে কাজিনদের সাথেও। বয়ফ্রেন্ড-জাস্টফ্রেন্ডের হিসেব তো দূর কী বাত!

আল্লাহ তা’আলা বলেন,
“পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না।” [সূরা আহযাব, ৩৩ : ৩২]
“তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করো, জাহিলী যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করে বেড়িয়ো না।” [সূরা আহযাব, ৩৩ : ৩৩]

যেখানে গায়ের মাহরামের সাথে নরম কণ্ঠে কথা বলা, তাদের সামনে সৌন্দর্য প্রদর্শন করাই নিষেধ সেখানে কীভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছু করা যেতে পারে?

সুতরাং, হিজাব পরে সব করা যায়-এ ধারণাটা মোটেই সঠিক নয়।
📚সূত্র:
📘হিজাব আমার পরিচয়

তাজদীদ পেজ থেকে

 #বিয়েকে সহজ করি, ব্যভিচার মুক্ত সমাজ গড়ি।▪️১৮ বছরের আগে বিয়ে দিলেই শুরু হয়ে যায় যে, এই ছোট ছেলে বা মেয়েকে কেন বিয...
22/02/2021

#বিয়েকে সহজ করি, ব্যভিচার মুক্ত সমাজ গড়ি।

▪️১৮ বছরের আগে বিয়ে দিলেই শুরু হয়ে যায় যে, এই ছোট ছেলে বা মেয়েকে কেন বিয়ে দিচ্ছেন? সে কি সংসারের কিছু বুঝবে? তার কি বুঝার বয়স হয়েছে? অথচ এদিকে ১৮ বছরের আগে ছেলে-মেয়ে প্রেম করছে, যেখানে সেখানে ঘুরতে যাচ্ছে, এমনকি তাদের অধিকাংশই শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, সেই দিকে আমাদের কোন চিন্তা নেই, নেই কোন মাথা ব্যাথা। চিন্তা তখনই শুরু হয় যখন ছেলে বা মেয়েকে কম বয়সে বিয়ে দিতে চাই।

আবার তখনই মাথা ব্যাথা শুরু হয়, যখন শুনতে পাই যে মেয়ে বা ছেলে কোন অপকর্মে লিপ্ত হয়েছে, বিয়ে না দেওয়ার কারণে।
আবার তখনই গিয়ে মাথায় হুঁশ আসে, যখন শুনতে পাই আমার মেয়ে ধর্ষিত হয়েছে আমার ছেলে ধর্ষক হয়েছে।

আর এইগুলো হওয়ার প্রধান কারণই হচ্ছে কম বয়সে বিয়ে না দিয়ে প্রতিষ্টিত হওয়ার জন্য বাধ্য করা।
অথচ আল্লাহ তায়ালা বলে দিয়েছেন,
(তোমাদের মধ্যে যাদের স্বামী-স্ত্রী নেই, তাদের বিবাহ দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।)
[সূরা নূর, আয়াত নং: ৩২]

আর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে,
অধিকাংশের পিতা-মাতাই এ ব্যাপারে অচেতন/বেখবর যে বিয়ের পূর্বে তার ছেলে বা মেয়ে কোন কাজে লিপ্ত রয়েছে। ছেলে বা মেয়ে তাদের চাহিদা পূরণ আর্থে , কি কি পদক্ষেপ নিচ্ছে, এবং কোন কোন অপকর্মের সাথে জড়িত হচ্ছে। অথচ প্রত্যেকের পিতা-মাতার ধারণা তার ছেলে বা মেয়ে (দুধে ধোয়া তুলসী পাতা) সে এরূপ করতেই পারেনা। অথচ সেই অপকর্মের পথ সুগম করে দিচ্ছে তাদের পিতা মাতা। এরূপ চিন্তা করতে করতে যখন ছেলে বা মেয়ে কোন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। আর ঐদিকে পিতা-মাতা শুনতে পায় তখন তাদের মাথায় জ্ঞান আসে এবং বলে আগে থেকে যদি খেয়াল করতাম...! কথায় আছে না ("চোর চলে গেলে বুদ্ধি হয়")

আর তার গুরুত্বপূর্ণ একটি হচ্ছে, (বয়স হওয়ার সাথে সাথেই স্মার্ট ফোন কিনে দিচ্ছে, কিন্তু বিয়ে দিচ্ছে না) এবং এর মাধ্যমে অধিকাংশ ছেলে-মেয়েই অপকর্মে লিপ্ত হচ্ছে কিন্তু পিতা-মাতা সেদিক খেয়াল রাখছে না।

তাই আসুন "বিয়েকে সহজ করে ব্যভিচার মুক্ত সমাজ গঠন করি"

21/02/2021

রাসুলুল্লাহ( ﷺ)বলেছেন, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, জিহ্বার জিনা হলো সেই জিহ্বা দিয়ে (অশ্লীল রগরগে) কথা বলা, হাতের জিনা হলো পরনারীকে (খারাপ উদেশ্যে) স্পর্শ করা, পায়ের জিনা হলো (ব্যভিচারের উদ্দেশে) অগ্রসর হওয়া এবং মনের জিনা হলো (ব্যভিচারের) ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা, আর এই সব কিছুকে কাজে রুপান্তর করে মানুষের গুপ্তাঙ্গ।

[সহিহ বুখারি ; ৬২৪৩,৬৬১২, সহিহ মুসলিম ; ২৬৫৭]

🥰🥰🥰❣️❣️
20/02/2021

🥰🥰🥰❣️❣️

20/02/2021

এক বোনের এত সুন্দর অনুভূতি!
এমন মেয়ে প্রতিটা ঘরে জন্মাক🙂

আগে ভাবতাম বিয়ের পর উনার সাথে কাপল পিক তুলবো, শাড়ি পাঞ্জাবি ম্যাচ করে। মানুষ দেখবে আমাদের, জানবে আমরা কত হ্যাপি কাপল। এখন ভাবি বিয়ের পর উনার সব হক আদায় করতে পারবো তো ঠিকঠাক? আমার আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়ে যান। আমাদের মধ্যকার ভালোবাসা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আমরা কত সুখী সেই নিয়ামাহ এর জন্য তো রবের কাছেই শুকরিয়া করবো, সেই নিয়ামাহ তো কেবল নিজেদের মাঝে।

আগে ভাবতাম বিয়ের ক্ষেত্রে পাত্র মোটামুটি হ্যান্ডসাম হলেও চলবে, তবে “দাঁড়িওয়ালা”? না না, আমার ওরকম হুজুর টাইপ পছন্দ না। এখন ভাবি, দাঁড়ি তো সবার আগে থাকতে হবে, যার দাঁড়ি নেই, সে তো হ্যান্ডসামই না! আমার নবীর সুন্নাহ ছাড়া কেউ কীভাবে প্রকৃত দ্বীনদার হয়! সে কীভাবে আমার ইহকাল ও পরকালের সঙ্গী হয়! সম্ভব নয়।

আগে ভাবতাম, বিয়ের পর সারারাত গল্প আড্ডায় গানে কাটিয়ে দেব। ভোর হবে চায়ের কাপে। এখন ভাবি সারারাত মিউজিক? আসতাগফিরুল্লাহ! রাতে তাড়াতাড়ি শুয়ে যাবো যেন দু’জন একসাথে তাহাজ্জুদটা পড়তে পারি। ফজরের সময় যখন পৃথিবীতে বারাকাহ নেমে আসবে, নামাজ শেষ করে তখন চট করে তাকে কড়া লিকারে চা করে দেব। সেই মুহূর্তে ঘুমানো চলবে না।

আগে ভাবতাম বিয়ের পর তাকে তার বার্থডেতে কোন কোন ভাবে কতরকম করে সারপ্রাইজ দেব। আর সে যতকিছুই হোক, আমার বার্থডে তো ভুলতে পারবে না। এখন ভাবি, মানুষটাকে নিয়ে বার্থডে নয়, বরং ইসলামের বিশেষ তাৎপর্যপূর্ণ দিনগুলোতে রোজা রেখে ইফতারের আগে একসাথে দোয়া করবো। হঠাৎ হঠাৎ তার প্রিয় খাবার রান্না করে চমকে দেব।

আর আমার বার্থডে! জীবন থেকে একটা বছর চলে যাবে, আমার রবকে ডাকতে পারার সময় শেষ হয়ে যাবে, আর আমি বিধর্মীদের মতো সেটা সেলিব্রেট করবো? নাউজুবিল্লাহ!

আগে ভাবতাম সেজেগুজে কপালে বড় টিপ দিয়ে তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবো। এখন ভাবি, টিপ? আসতাগফিরুল্লাহ! আমাকে দেখবে রাস্তার মানুষ? নিজের সৌন্দর্য তো শুধুই তার জন্য। দিনশেষে সেই একজনের জন্যই সাজবো যেন সে বাসায় ফিরেই পরিপাটি আমার খোঁপায় যত্ন করে গুঁজে দিতে পারে বেলী ফুলের মালা।

আগে ভাবতাম আমাদের বিবাহবার্ষিকী খুব ঘটা করে করবো। অনুষ্ঠানে সবাই আমাদের দেখে মুগ্ধ হবে, “এত সুন্দর কাপল!” এখন ভাবি, নিজেদের সম্পর্ক তো একান্ত নিজেদের ব্যাপার। সে সম্পর্কে অন্যের বদনজর লাগতে দেব নাহ। ভালোবাসা কি প্রদর্শন করিয়ে বেড়ানোর মতো এতই সস্তা?

ভালোবাসা এত সস্তা নয়। আর সে ভালোবাসাই তো প্রকৃত মূল্যবান যে ভালোবাসায় মিশে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ভালো তো হারাম সম্পর্কে থাকা মানুষগুলোও বাসে, সেখানে কি সুখ আছে? কারণ সেখানে আল্লাহর সন্তুষ্টি নেই। সুখ তো হালালে, সুখ তো আল্লাহর নিষেধ মেনে চলাতে, সুখ তো আল্লাহকে ভালোবাসায়, সুখ তো আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করায়।

আর যে আল্লাহর ভালোবাসা অর্জন করে নিতে পারে, প্রিয় জীবন সঙ্গীর সাথে তার সুগভীর ভালোবাসা তৈরী হয়ে যেতে কতক্ষণ? ❤️

-- মাহবুবা শাওলীন স্বপ্নীল

19/02/2021

বিশ্বনবী সাঃ বলেছেন :দাজ্জাল আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা তোমাদের নারীদেরকে ঘরের খাটের পায়ার সাথে শিকল দিয়ে বেঁধে রাখো।কারণ দাজ্জাল আসার আগে চারপাশে অনেক পরিমানে চাকচিক্য বেড়ে যাবে।যা দেখলে নারীরা খুব সহজে মজে যাবে।একবার চাকচিক্যর ভিতর মজে গেলে,কখনোই আটকিয়ে রাখতে পারবে না।আর বিশ্বনবীর ওই কথা আজ কাটায় কাটায় সত্য হয়ে যাচ্ছে।এখন আর মেয়েদের ইসলামের ভিতর রাখা যাচ্ছে না।বর্তমানের চাকচিক্য দেখে ছেলে-মেয়েরা এর ভিতর মজে যাচ্ছে।চাকচিক্য ভালো লাগে কিন্তু যেখানে শান্তি এবং সফলতা আছে।তার দিকে কোনো খেয়ালই নাই।ছেলেরা আদবের ভিতর নাই।ছেলেরা বড়দের সাথে বিয়াদবী করছে।পোশাকের দিক দিয়ে কারোর ঠিক না কিন্তু ইসলাম উভয়ের জন্য সমান করা হয়েছে।এরা কেউ কিছুই মানছে না।একে অপরের সাথে পিতা-মাতার অগোচরে কতই না খারাপ কাজ করছে।দিন দিন চাকচিক্যের মোহে পরে কতই না খারাপ কাজে জড়িয়ে পড়ছে।আর সুযোগবাদীরা তাদের স্বার্থ হাসিল করছে।

19/02/2021

আরিফ আজাদ ভাই এর কাছে প্রশ্ন ছিল- "নিজেকে পরিবর্তন করতে চাই কিন্তু পারছি না,কিভাবে শুরু করবো?"
-- তিনি জবাব দিলেন এভাবেঃ
১. স্মার্টফোন থেকে একটা লম্বা বিরতি নিন।
২. সালাত জামায়াতে আদায়ের চেষ্টা করুন।
৩. বড় আর ছোট, সবার সাথে মানবিক, দয়ালু, বিনয়ী হোন।
৪. সবাইকে সালাম দিতে শিখুন। হোক সে রিকশাওয়ালা কিংবা আপনার বাসার ঝাড়ুদার।
৫. টিভি দেখা অবশ্যই ছাড়তে হবে।
৬. যেসকল বন্ধুরা গার্লফ্রেন্ড, মুভি, নাটক, গান কিংবা দুনিয়াবি বিষয়ে আলোচনা করে, তাদের সঙ্গ ছেড়ে, যারা বেশি আখিরাত মুখী এবং যাদের আড্ডাগুলো হয় দ্বীন-মুখরিত, তাদের সঙ্গে মেশার চেষ্টা করুন।
৭. রাগ কন্ট্রোল করুন।
৮. সবকিছুর ওপরে দ্বীনকে প্রাধান্য দিন।
৯. বাবা-মা, ভাই-বোন, আত্মীয়দের হক আদায় করুন।বাবা-মা'কে কষ্ট দেওয়া যাবে না কোনোভাবেই।
১০. কুরআন তিলাওয়াত, যিকির আর দুয়া ভর্তি দিন পার করুন।

--ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য আসবেই!!
সংগ্রহীত।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Kalbela Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalbela Somoy:

Videos

Share

Category



You may also like