Ishaqur Rahman Tawhid

Ishaqur Rahman Tawhid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ishaqur Rahman Tawhid, Digital creator, Cumilla.

04/03/2023

Ishak ki korche....

01/03/2023

Scouting practice part 2

01/03/2023

Debidwar Mofijuddin mathe scouting practice ki vabe korano hoy dekhen nin...

27/02/2023
27/02/2023

Babar Sathe gurte giye ..

শ্বাসরূদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে তৃতীয় বারের মতো শিরোপা জয় পেলো প্রিয় টিম আর্জেন্টিনা।🇦🇷🇦🇷...
19/12/2022

শ্বাসরূদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে তৃতীয় বারের মতো শিরোপা জয় পেলো প্রিয় টিম আর্জেন্টিনা।
🇦🇷🇦🇷🤘🤟🤙
Congratulations Leo Messi ❤️❤️

শিক্ষণীয় !"""""""""""""""""সদ্য স্নাতক পাশ করা ছেলেকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন।বললেন, এখা...
18/12/2022

শিক্ষণীয় !
"""""""""""""""""
সদ্য স্নাতক পাশ করা ছেলেকে ভাল একটা উপহার
দেয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন।

বললেন, এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই।

তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তারা এটার কত দাম বলে।”

ছেলে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′ তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”

ছেলে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′′

বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন।

ছেলে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"

তখন বাবা তাঁর ছেলেকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে রাগ করবেনা।

বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে।

এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ করে না।”

(সংগৃহীত)

🇧🇩🎖️Win️🎖️🇦🇷 ✌️C𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 m𝐲 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 𝐭𝐞𝐚𝐦 𝐀𝐫𝐠𝐞𝐧𝐭𝐢𝐧𝐚...Group champion 🇦🇷🤟মনমুগ্ধকর খেলা একমাত্র আর্জেন্টিনাই উপহার ...
01/12/2022

🇧🇩🎖️Win️🎖️🇦🇷

✌️C𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 m𝐲 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 𝐭𝐞𝐚𝐦 𝐀𝐫𝐠𝐞𝐧𝐭𝐢𝐧𝐚...Group champion 🇦🇷🤟মনমুগ্ধকর খেলা একমাত্র আর্জেন্টিনাই উপহার দিতে পারে, গোল মিস তো কি হয়েছে নিরাশ হওয়ার কিছু নেই...শেষ হাসি টা তো আমরাই হাসলাম ⚽ 🇦🇷🇧🇩✌️🥀

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishaqur Rahman Tawhid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share