Life with shovo

Life with shovo আল্লাহ আমার জন্য যথেষ্ট।
সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন। 🖤💫

16/06/2025

ভালো থাকতে হলে ইনগোর করা শিখতে হয়।তর্কে না গিয়ে চুপ করে থাকা শিখতে হয়।কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নি। 🖤
- Life with Shovo.

13/06/2025

জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো ধের্য্য ধরে, কখনো দোয়া করে ও চেষ্টা করে। 🖤

08/06/2025

১০টি সহজ কাজ, যা বদলে দিবে আপনার জীবন -

১/ টাকাপয়সা খরচগুলোকে খেয়াল করুন। টাকাকে সম্মান করুন, সময়মতো সে-ও আপনাকে সাহায্য করবে।

২/ হাসুন, মন খুলে হাসুন। হাসি শুধু মুখে নয়, মনেও আলো আনে। এই হাসি চাপ কমায়, মন ভালো রাখে।

৩/ ঘুমানোর আগে অন্তত ৩০ মিনিট স্ক্রিন থেকে দূরে থাকার চেষ্টা করুন। এক পৃষ্ঠা হলেও বই পড়ুন।

৪/ ছোট ছোট জয়কে উদযাপন করুন। প্রতিদিন আগের চেয়ে অন্তত ১% বেটার হবার চেষ্টা করুন।

৫/ আজেবাজে খবর দেখা বন্ধ করুন।

৬/ নিজের যত্ন নিন। ভালো খাবার খান, পর্যাপ্ত ঘুমান, শরীরচর্চা করুন। আপনি সুস্থ থাকলে তবেই জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন।

৭/ প্রতিদিন কিছু না কিছু শিখুন। সেটা হতে পারে, একটা নতুন শব্দ, ছোট্ট কোনো জ্ঞান বা ইউটিউব ভিডিও দেখে শেখা নতুন কোনো বিষয়!

৮/ নিজেকে ক্ষমা করতে শিখুন। জীবনে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলে আটকে থাকবেন না। সেই ভুল থেকে শিখুন, ছেড়ে দিন, সামনে এগিয়ে যান।

৯/ কিছু না জানলে প্রশ্ন করুন। আমি সব জানি, এটা ভেবে বসে থাকবেন না। যে বেশি প্রশ্ন করে, সে-ই সবচেয়ে বেশি শিখে, কারণ প্রশ্ন থেকেই জ্ঞানের পথ খুলে যায়।

১০/ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করুন।
আপনার পথ আপনার মতোই, দেখুন আপনি আগে কোথায় ছিলেন, আর এখন কোথায় আছেন।

03/06/2025

একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই, যারা আছে চারপাশে সবাই সবার স্বার্থে পড়ে আসে। 🖤💥

✅আপনার জীবন, আপনার সিদ্ধান্ত ‼️আপনি কি এমন একজন, যিনি ভাবেন, “একদিন আমি সব ঠিকঠাক করে নেব”? • “আগামীকাল থেকে সকালে উঠে দ...
14/03/2025

✅আপনার জীবন, আপনার সিদ্ধান্ত ‼️

আপনি কি এমন একজন, যিনি ভাবেন, “একদিন আমি সব ঠিকঠাক করে নেব”?
• “আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো।”
• “পরের মাস থেকে নতুন কিছু শিখব।”
• “একটা ভালো কাজ শুরু করবো।”
• “পরের বার নিশ্চিতভাবে পরীক্ষা ভালো দেব।”

কিন্তু ‘একদিন’ কখনো আসে না। আর এই অপেক্ষা, এই ‘আগামীকাল’ আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক।

আপনার সমস্যার আসল কারণ কী?

১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন:
পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবিক কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা।

২. সঠিক মুহূর্তের অপেক্ষা:
“সবকিছু ঠিকঠাক হলে শুরু করবো”—এই ধারণা ভয়ানক। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন।

৩. ছোট পদক্ষেপে অগ্রগতি:
বড় কিছু করার জন্য ছোট শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, তাও অগ্রগতির প্রথম ধাপ।

৪. ব্যর্থতার ভয়:
ব্যর্থতা জীবনের অংশ। আপনার ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না।

আপনার জন্য আজকের বার্তা:

জীবন আপনাকে কখনোই ‘পরে’ বা ‘কাল’ বলে অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন।

আজ থেকেই ছোট কিছু করুন।
• যদি পড়াশোনা হয়, একটা পৃষ্ঠা পড়ুন।
• যদি ফিটনেস হয়, ৫ মিনিট ব্যায়াম করুন।
• যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন।

যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অসম্ভব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব।

আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি।

তাই, “আগামীকাল” নয়, “আজ” শুরু করুন। কারণ, জীবন অপেক্ষা করবে না।

25/02/2025

আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহর কাছে বলা সুন্নত।🌿

01/02/2025

আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাদের আপন বলে কেউ নাই। সবাই সবার স্বার্থে পড়ে আসে। তাই শুধুমাএ আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করুন।🖤

23/12/2024

ফুলের সৌন্দর্য তার মৃদু স্বভাবের ফল, জীবনের সৌন্দর্যও তাই। দয়া, ভালোবাসা, সহমর্মিতা ছড়িয়ে দাও, জীবন আরও সুন্দর হবে।🖤

22/12/2024

দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে কষ্ট হবে, পরিশ্রম করতে হবে ও ধের্য্য ধরতে হবে। দুনিয়াতে থেকে পরকালের জন্য প্রস্তুতি যে নিবে সেই আসল বুদ্ধিমান এই দুনিয়াতে।
মো: হাবিবুর রহমান শুভ। 💫💢🌿

11/12/2024

Assalamualaikum!🖤
I Hope 🤍
You Will Reply my Salam.😊🌸

09/12/2024

Your favourite Surah in Quran.🫀📖

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life with shovo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share