কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন

কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন একের সহযোগিতায় অন্যের জীবন,সমৃদ্ধ হোক আত্মার বাঁধন

✨ অভিনন্দন বার্তা ✨অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ @মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু ...
23/09/2025

✨ অভিনন্দন বার্তা ✨

অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ @মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত মাধ্যমিক শিক্ষা প্রসারে এক যুগান্তকারী বাতিঘর।পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক দিক দিয়েও বেশ এগিয়ে।আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় বারেশ্বর উচ্চ বিদ্যালয় কে হারিয়ে ফাইনালে প্রতিযোগিতা করার সুযোগ পাওয়ায় কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন এর পক্ষ থেকে সকল খেলোয়ারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আগামী দিনের দ্বারা অব্যাহত রেখে এগিয়ে যাবে।

 #শোক সংবাদ কোদালিয়া  উত্তরপাড়া রমিজ উদ্দিন (মেম্বার বাড়ি)নিবাসী মরহুম রুহুল আমিন সাহেবের ছোট ছেলে Ismail Bin Ruhul Am...
18/09/2025

#শোক সংবাদ
কোদালিয়া উত্তরপাড়া রমিজ উদ্দিন (মেম্বার বাড়ি)নিবাসী মরহুম রুহুল আমিন সাহেবের ছোট ছেলে Ismail Bin Ruhul Amin এবং Md Samdani'র ছোট ভাই,মোহাম্মদ বাছির আজ সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর পারিবারিক কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।

✨ অভিনন্দন বার্তা ✨ঐতিহ্যবাহী গ্রাম আজ্ঞাপুর দক্ষিণপাড়া হাজী বাড়ির শ্রদ্ধাভাজন জসিম উদ্দিন স্যারের যোগ্য সন্তান জনাব J...
14/09/2025

✨ অভিনন্দন বার্তা ✨

ঐতিহ্যবাহী গ্রাম আজ্ঞাপুর দক্ষিণপাড়া হাজী বাড়ির শ্রদ্ধাভাজন জসিম উদ্দিন স্যারের যোগ্য সন্তান জনাব Jamiul Hikhma Sajib

আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে চাঁদপুর সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের জন্য কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন -এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 💐

আপনার সততা, যোগ্যতা ও নিষ্ঠা উন্নয়নের অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে— এই প্রত্যাশা করছি। আপনার কর্মজীবনের প্রতিটি পদক্ষেপ হোক সফলতায় ভরপুর।

সোর্স :আলোকিত আজ্ঞাপুর

 #শোক সংবাদ: #কোদালিয়া দ.পাড়া নিবাসী জনাব তফাজ্জল হোসেন সাহেব, Rabiul Hassan এবং Remon Hassan এর বাবা। অদ্য দুপুর ১ ঘট...
13/09/2025

#শোক সংবাদ:
#কোদালিয়া দ.পাড়া নিবাসী
জনাব তফাজ্জল হোসেন সাহেব, Rabiul Hassan এবং Remon Hassan এর বাবা। অদ্য দুপুর ১ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা মরহুমে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।সকলে মরহুম তোফাজ্জল হোসেন সাহেবের জন্য প্রাণভরে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।🤲

 #জনাব মো দুলাল হোসেন মাস্টার লাইব্রেরিয়ান,@কালিকাপুর আব্দুল মতিন সরকারি ডিগ্রী কলেজ। #গ্রাম:কোদালিয়া  #পৃথিবীর প্রায়...
11/09/2025

#জনাব মো দুলাল হোসেন মাস্টার
লাইব্রেরিয়ান,@কালিকাপুর আব্দুল মতিন সরকারি ডিগ্রী কলেজ।
#গ্রাম:কোদালিয়া
#পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ কোনো না কোনো গুনে গুণান্বিত।তবে নানান বিশেষনে বিশেষায়িত প্রিয় দুলাল স্যার।তার মধ্যে উল্লেখযোগ্য হল মেধাবী শিক্ষার্থী তৈরিতে এই প্রিয় স্যারের অবদান অনস্বীকার্য। তিনার হাত ধরে ইকরা আদর্শ শিশু নিকেতন,কোদালিয়া। বুড়িচং, কুমিল্লা। এবং মাতৃছায়ায় ছাত্রাবাস কোদালিয়া'র মাধ্যমে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন প্রান্তে অত্যন্ত সুনামের সঙ্গে পড়াশোনা এবং চাকুরী জীবন পার করছেন।মেধাবী ছাত্রছাত্রী তৈরিতে তিনার পাঠদানের কৌশল ছিল অনন্য।বিশেষ করে হাতের লেখা সুন্দর এবং নানান প্রতিযোগিতায় কিভাবে সেরা ফলাফল অর্জন করা যায় ইত্যাদি। তাছাড়াও শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষাদানে ছিলেন অগ্রগামী।

ব্যক্তিগত পেশার বাইরে তিনি সামাজিকতায় বেশ পারদর্শী।দল মত নির্বিশেষে সমাজের যে কোন মানুষের আপদে-বিপদে,সুখে-দুঃখে সকলের পাশে থাকার চেষ্টা করেন।

আসুন আমরা এসব মানুষ গড়ার কারিগর এবং সমাজ সচেতন ব্যক্তিদেরকে যত্ন নেই এবং মূল্যায়ন সম্মান করি।

 #বৃহস্পতিবার রজনী পবিত্র জুমার রজনী।এই বরকতময় রজনী শেষে সামলাতুল ফজরের মধ্য দিয়ে,ভোরের স্নিগ্ধ আলো এবং হিমশীতল বায়োস্প...
04/09/2025

#বৃহস্পতিবার রজনী পবিত্র জুমার রজনী।এই বরকতময় রজনী শেষে সামলাতুল ফজরের মধ্য দিয়ে,ভোরের স্নিগ্ধ আলো এবং হিমশীতল বায়োস্পর্শে যে-দিনটির সূচনা হয়,তা হল জুমাবার।
#যা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত রহমতময় ও ফজিলতপূর্ণ এবং গরিবদের জন্য পবিত্র হজ্জের দিন।আসুন আমরা এই ফজিলতপূর্ণ দিনটির তাৎপর্য বাস্তব জীবনে প্রয়োগ করে আমাদের পারিবারিক,সামাজিক, রাষ্ট্রীয় ও পরকালীন জীবন সুখী ও সমৃদ্ধ করে তুলি।আমিন

30/08/2025

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়:
আগামীকাল ৩১/০৮/২০২৫ তারিখ: বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার, সময়: সকাল ১১:০০ টা।
প্যাকেজ মূল্য ৪৫০/-
সকল নিম্নবিত্ত পরিবারের মাঝে বিক্রয় কার্যক্রম চলবে।
সকলের অবগতির জন্য।
সোর্স: Uno Burichang

 #জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। তাঁর রুহের মাগফিরাত কা...
26/08/2025

#জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

#অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ থেকে ৪৯ বছর আগে তাঁর জীবনাবসান হয়। তিনি বিংশ শতাব্দির বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি কবি। শৈশব থেকে কঠিন জীবন-সংগ্রাম করে বড় হয়েছেন। যে কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তাঁর সহজাত। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন। তাঁর রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য-সংস্কৃতির ভান্ডারকে করেছে সমৃদ্ধ। তাঁর কবিতা, গান আজও মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয়। তাঁর আপোষহীন সংগ্রাম তাঁকে বিদ্রোহী কবির খ্যাতি এনে দিয়েছে।

#মানব প্রেমের এক উজ্জল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তাঁর রচনা আমাদেরকে উদ্বুদ্ধ করে। তাঁর সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

 #নাম:এ কে এম এমদাদুল হক (মাস্টার) রাহিমাহুল্লাহ।গ্রাম:কোদালিয়া দক্ষিণপাড়া। #তিনি দীর্ঘ সময় কোদালিয়া সরকারি প্রাথমিক...
25/08/2025

#নাম:এ কে এম এমদাদুল হক (মাস্টার) রাহিমাহুল্লাহ।
গ্রাম:কোদালিয়া দক্ষিণপাড়া।
#তিনি দীর্ঘ সময় কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।তিনি ছিলেন হাজার হাজার শিক্ষার্থী তৈরির কারিগর।
#বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বুড়িচং উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেন।
#তিনি দুরারোগ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩রা আগস্ট ২০১৮ সালে তিনি ইন্তেকাল করেন।
#আল্লাহ সুবহানাতায়ালা তিনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন🤲

 #বীরশ্রেষ্ঠ মতিউর রহমান  #বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র।
20/08/2025

#বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
#বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র।

আলহামদুলিল্লাহ কোদালিয়ার কৃতি সন্তান,০২নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ -৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার,বিশিষ্ট সমাজসেবক জনাব Ro...
16/08/2025

আলহামদুলিল্লাহ কোদালিয়ার কৃতি সন্তান,০২নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ -৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার,বিশিষ্ট সমাজসেবক জনাব Romij Uddin মেম্বার সাহেব সহ কাফেলার সকলেই কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন এর মাধ্যমে আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন।আপনারা সকলে উনাদের নিরাপদ সফরের জন্য প্রাণভরে দোয়া করবেন।

মহান আল্লাহ যেন হজের মহান কাজ সম্পন্ন করে আমাদের মাঝে সুস্থভাবে ফিরে দেন। আল্লাহ তাআলা আপনার/আপনাদের হজ কবুল করুন এবং সমাজের কল্যাণে পূর্ণ উদ্যমে কাজ করার তাওফিক দান করুন। আমীন।"

12/08/2025

#সূরাআসরআয়াত:১-৩
#ওয়াল ‘আসর।ইন্নাল ইনছা-না লাফী খুছর।ইল্লাল্লাযীনা আ-মানূ -ওয়া -আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।
#অর্থ:কসম যুগের (সময়ের)।নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত।কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।

Address

কোদালিয়া , কালিকাপুর , বুড়িচং, কুমিল্লা
Cumilla
৩৫০০

Telephone

+8801700660709

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share