কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন

কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন একের সহযোগিতায় অন্যের জীবন,সমৃদ্ধ হোক আত্মার বাঁধন

 #প্রসঙ্গ:গোমতী নদীর পানির বর্তমান অবস্থা।  🟩কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করেই পানি বেড়েছে। বিপদ সীমা অতিক্রম করতে ৩ মিটার...
09/07/2025

#প্রসঙ্গ:গোমতী নদীর পানির বর্তমান অবস্থা।
🟩কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করেই পানি বেড়েছে। বিপদ সীমা অতিক্রম করতে ৩ মিটার বাকী।
#সোর্স:পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী,কুমিল্লা।
তারিখ:০৯ জুলাই ২৫
সকাল ০৯:০০ ঘটিকা:
উচ্চতা সীমা:৮.৩০ মিটার
🟩নদীর পানির বিপদসীমা: ১১.৩০ মিটার।

07/07/2025

আজ্ঞাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ৪,২২,৪৬৫/- কাজের টেন্ডার হয়েছে। কাজটি পেয়েছেন আরাগের বদিউল সাহেব।
অধ্যাপক Md Sadekur Rahman Khan সহ সংশ্লিষ্ট সকলকে কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি

DrZahir Ullah  Senior scientific officer (SSO) at Bangladesh Institute of Research and Training on  Applied Nutrition (B...
06/07/2025

DrZahir Ullah
Senior scientific officer (SSO) at Bangladesh Institute of Research and Training on Applied Nutrition (BIRTAN)
সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও),
বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষণা গবেষণা ইনস্টিটিউট(বারটান)।
🟩গ্রাম:ছিনাইয়া প.পাড়া, বুড়িচং,কুমিল্লা।
🟩আমাদের এই গোটা অঞ্চলের জন্য আপনি নিজ যোগ্যতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং অনুপ্রেরণার উৎস।আপনার এই বিশাল অর্জন আমাদের এই মফস্বল অঞ্চলের জন্য মহান সৃষ্টিকর্তা নিকট থেকে আলহামদুলিল্লাহ বিশাল পাওয়া এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক।আমরা আপনার এই বিশাল অর্জনে গর্বিত। কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন আপনার আগামীর সফলতা আরো উত্তরোত্তর বৃদ্ধি হোউক সেই কামনা করছি🤲

 #গুরুজনসম্মাননা বাকশীমুল,বুড়িচং,কুমিল্লা। #গুরুজন  সম্মাননা শব্দটির গভীরতা ব্যাপক।বাকশীমুলবাসী এই সম্মাননা প্রদানের মা...
06/07/2025

#গুরুজনসম্মাননা
বাকশীমুল,বুড়িচং,কুমিল্লা।
#গুরুজন সম্মাননা শব্দটির গভীরতা ব্যাপক।
বাকশীমুলবাসী এই সম্মাননা প্রদানের মাধ্যমে গোটা অঞ্চলে তথা বাংলাদেশে যে শুভ সূচনা করল-তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।যারা যুগান্তকারী পদক্ষেপটি হাতে নিয়ে সফল করেছেন তাদের সকলের প্রতি কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এ ধারা অব্যাহত রাখার জন্য বিশেষ অনুরোধ করছি।

03/07/2025

#অসুস্থতা
কোদালিয়া পশ্চিম পাড়া মরহুম হারিজ সাহেবের সহধর্মিনী সাবেক পোল্ট্রি ব্যবসায়ী হানিফ,প্রবাসী শাহআলমের মা বার্ধক্য জনিত কারণে অসুস্থ। সকালে তার সুস্থতার জন্য দোয়া করবেন🤲
#দোয়া কামনায়: minhaj hridoy

🟩নাম:জহুরুল হক রাহিমাহুল্লাহ। ডাক নাম জুজু মাস্টার  মাস্টার।তিনি ঐতিহ্যবাহী  সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।গ্রাম:গদা...
03/07/2025

🟩নাম:জহুরুল হক রাহিমাহুল্লাহ। ডাক নাম জুজু মাস্টার মাস্টার।তিনি ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
গ্রাম:গদাননগর, বুড়িচং, কুমিল্লা।ইকরা কেজির সূচনা লগ্ন থেকে এই স্কুলে শিক্ষকতা করেছেন।অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন।তাছাড়াও তিনি ছিলেন সদালাপী বিনয়ী ও জ্ঞানের প্রতি অনুরাগী।তিনার একটি বিশেষ গুণ ছিল - তার এলাকায় যেকোনো ছেলে মেয়েদের কখনো অন্যায় দেখলে শাসন করতেন। ফলে উঠতি বয়সি যে কেউ কোন ধরনের অন্যায় কাজ করতে ভয় করত। আর পড়াশোনার ক্ষেত্রে ছিল নো কম্প্রোমাইজ।

🟩কিন্তু দুঃখের বিষয় হল কালের পরিবর্তনে, এসব মানুষের সংখ্যা কমে যাওয়ায় উঠতি বয়সি ছেলেমেয়েরা আজ বেপরোয়া। আজকের এই দিন আমাদের এমন একজন জজু স্যার খুব বেশি প্রয়োজন।

🟩তবে মজার বিষয় হল তৎকালীন সময়ে তিনার হাতের কান মলা আর চুল টানা খায় নাই এরকম সংখ্যক ছেলে খুব কমই ছিল। আমরা সেই মহান জজু স্যারের আত্মার মাগফেরাত কামনা করছি।আল্লাহসুবাহানতায়ালা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন 🤲 আমিন।

বুড়িচং দক্ষিণ গ্রামের বৃদ্ধা মহিলা হত্যাকারী এই সেই কুলাঙ্গার
02/07/2025

বুড়িচং দক্ষিণ গ্রামের বৃদ্ধা মহিলা হত্যাকারী এই সেই কুলাঙ্গার

 #হাজী সলিম খান রাহিমাহুল্লাহ।গ্রাম:ছিনাইয়া খান বাড়ি।তিনি সর্বদা হাস্যজ্জল একজন ব্যক্তি ছিলেন, ছোট বড় সকলের সঙ্গে সর্...
01/07/2025

#হাজী সলিম খান রাহিমাহুল্লাহ।
গ্রাম:ছিনাইয়া খান বাড়ি।তিনি সর্বদা হাস্যজ্জল একজন ব্যক্তি ছিলেন, ছোট বড় সকলের সঙ্গে সর্বোচ্চ শালীনতা বজায় রেখে চলাফেরা করতেন।আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।আল্লাহ সুবহানাতায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন 🤲আমিন

★বেকারদের জন্য  সুবর্ণ সুযোগ! (কোর্স ফিঃ একদম ফ্রি)বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ এর উদ্যোগে "বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম ...
30/06/2025

★বেকারদের জন্য সুবর্ণ সুযোগ! (কোর্স ফিঃ একদম ফ্রি)

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ এর উদ্যোগে "বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি" এর কারিগরি সহযোগিতায় "রিজার্ভেশন ও টিকেটিং" বিষয়ে সার্টিফাইড কোর্সে ভর্তি চলছে।

চমৎকার এই সুযোগটি তৈরি করার জন্য বুড়িচং উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব ও বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সুযোগ্য সভাপতি প্রিয় Mohammad Saiful Hassan Ripon ভাই। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে খুব সমৃদ্ধ একটা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার বদান্যতায়। আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা উপকৃত হবে এবং এর মাধ্যমে এরা ওদের জীবন জীবিকা খুঁজে নিতে পারবে।

** সার্টিফাইড কোর্সের মাধ্যমে আপনি পাচ্ছেন-

-রিজার্ভেশন ও টিকেটিং বিষয়ে একাডেমিক দক্ষতা উন্নয়ন।
-সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে রিজার্ভেশন ও টিকেটিং ব্যবস্থাপনার ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি।
-ঢাকায় অবস্থিত সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে ইন্টার্নশিপ।
-"বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি" এর সার্টিফিকেট।
-সফল প্রশিক্ষণার্থীদের জব প্লেসমেন্ট করা হবে।
-উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ।
-৬ মাসের কোর্স (প্রতি শুক্র ও শনিবার)।
-প্রশিক্ষণার্থীরা দৈনিক ভাতা এবং প্রয়োজনীয় সুবিধা পাবেন।

★কোর্স ফিঃ একদম ফ্রি

★যোগ্যতাঃ

- ন্যূনতম এইচএসসি পাশ।
-আবশ্যিকভাবে নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।
-আবেদনকারী বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার হতে হবে।
-অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
-ভাইভায় নির্বাচিতরা কোর্সটি করার সুযোগ পাবে।

**প্রশিক্ষণ ভেন্যুঃ বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ

*ইন্টার্নশিপ - ঢাকায় অবস্থিত সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন ট্রাভেল এজেন্সি।

★ যোগাযোগের ফোন নম্বরঃ ০১৮৭৩৪৬২৭৯১
(অধ্যাপক কামরুল হাসান নাসিম, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ)

★আবেদনের লিংক-
https://forms.gle/VjdE9fsnb2K2FMFs8

** আবেদনের শেষ সময়ঃ ১০ জুলাই, ২০২৫

*আয়োজনেঃ বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ।

*অর্থায়নেঃ আইসিটি ডিভিশন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
*সহযোগিতায়ঃ উপজেলা প্রশাসন বুড়িচং এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন।

আপনার যে কোনো প্রয়োজনে মদিনা স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ,আছে আপনার পাশে।স্বত্বাধিকারী:  samdaniযোগাযোগ :01758977...
29/06/2025

আপনার যে কোনো প্রয়োজনে মদিনা স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ,আছে আপনার পাশে।
স্বত্বাধিকারী: samdani
যোগাযোগ :01758977176

শেয়ার দিয়ে ওনাকে পেতে সাহায্য করুন একটি নিখোঁজ সংবাদ..(দক্ষিণ গ্রাম দক্ষিণ পাড়া নিবাস)" মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের ছো...
27/06/2025

শেয়ার দিয়ে ওনাকে পেতে সাহায্য করুন

একটি নিখোঁজ সংবাদ..
(দক্ষিণ গ্রাম দক্ষিণ পাড়া নিবাস)
" মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের ছোট ভাই,
শামসুল হক আলমের সহধর্মিণী, ইকরামুল এর আম্মা
এবং আমার নানু - আজ সকাল ১০ ঘটিকা হতে নিখোঁজ । হারানোর সময় ওনার গায়ে ছিল নীল শাড়ী।
# অনেক চেষ্টা করেও কোনো খোঁজ মেলেনি। তাই সকলের স্মরনাপন্ন হয়েছি। আপনাদের সহযোগিতায় ওনার সন্ধান মিলতে পারে। যোগাযোগঃ01718463798(আলমগীর হোসেন)
(01782128111 শরিফ)

Address

কোদালিয়া , কালিকাপুর , বুড়িচং, কুমিল্লা
Cumilla
৩৫০০

Telephone

+8801700660709

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোদালীয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share