30/06/2025
★বেকারদের জন্য সুবর্ণ সুযোগ! (কোর্স ফিঃ একদম ফ্রি)
বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ এর উদ্যোগে "বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি" এর কারিগরি সহযোগিতায় "রিজার্ভেশন ও টিকেটিং" বিষয়ে সার্টিফাইড কোর্সে ভর্তি চলছে।
চমৎকার এই সুযোগটি তৈরি করার জন্য বুড়িচং উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব ও বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সুযোগ্য সভাপতি প্রিয় Mohammad Saiful Hassan Ripon ভাই। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে খুব সমৃদ্ধ একটা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার বদান্যতায়। আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা উপকৃত হবে এবং এর মাধ্যমে এরা ওদের জীবন জীবিকা খুঁজে নিতে পারবে।
** সার্টিফাইড কোর্সের মাধ্যমে আপনি পাচ্ছেন-
-রিজার্ভেশন ও টিকেটিং বিষয়ে একাডেমিক দক্ষতা উন্নয়ন।
-সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে রিজার্ভেশন ও টিকেটিং ব্যবস্থাপনার ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি।
-ঢাকায় অবস্থিত সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে ইন্টার্নশিপ।
-"বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি" এর সার্টিফিকেট।
-সফল প্রশিক্ষণার্থীদের জব প্লেসমেন্ট করা হবে।
-উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ।
-৬ মাসের কোর্স (প্রতি শুক্র ও শনিবার)।
-প্রশিক্ষণার্থীরা দৈনিক ভাতা এবং প্রয়োজনীয় সুবিধা পাবেন।
★কোর্স ফিঃ একদম ফ্রি
★যোগ্যতাঃ
- ন্যূনতম এইচএসসি পাশ।
-আবশ্যিকভাবে নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।
-আবেদনকারী বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার হতে হবে।
-অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
-ভাইভায় নির্বাচিতরা কোর্সটি করার সুযোগ পাবে।
**প্রশিক্ষণ ভেন্যুঃ বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ
*ইন্টার্নশিপ - ঢাকায় অবস্থিত সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন ট্রাভেল এজেন্সি।
★ যোগাযোগের ফোন নম্বরঃ ০১৮৭৩৪৬২৭৯১
(অধ্যাপক কামরুল হাসান নাসিম, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ)
★আবেদনের লিংক-
https://forms.gle/VjdE9fsnb2K2FMFs8
** আবেদনের শেষ সময়ঃ ১০ জুলাই, ২০২৫
*আয়োজনেঃ বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ।
*অর্থায়নেঃ আইসিটি ডিভিশন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
*সহযোগিতায়ঃ উপজেলা প্রশাসন বুড়িচং এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন।