19/01/2024
ফ্রিল্যান্সার সোহরাব, নাকি একজন ডিজাইনার? নতুন বছরে নতুন চিন্তা!
প্রায়ই চারদিকে শুনতে পাই, "আমি একজন ফ্রিল্যান্সার।" কিন্তু, এই ফ্রিল্যান্সার পদবির আড়ালে কী আছে, সেটা ঠিক বুঝি না। অনেকেই নিজের মূল দক্ষতার কথা না বলে আগে নিজেকে ফ্রিল্যান্সার ঘোষণা করেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং কাজ করার একটা পদ্ধতি, ঠিক চাকরির মতোই, ব্যবসার মতোই। এখানে গর্ব করার মতো কিছু নেই, বরং ক্লায়েন্টের কাছে আপনার দক্ষতা তুলে ধরাই আসল কাজ।
ধরুন, আপনি একজন দারুণ গ্রাফিক ডিজাইনার। কিন্তু ক্লায়েন্টের সাথে পরিচয়ে প্রথমে বলবেন, "আমি একজন ফ্রিল্যান্সার।" এতে কিন্তু ক্লায়েন্টের কাছে আপনার দক্ষতা সম্পর্কে কোনো ধারণা জন্মায় না। বরং বলুন, "আমি একজন গ্রাফিক ডিজাইনার, বা বলুন, একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার।" এতে করে ক্লায়েন্ট বুঝতে পারেন আপনার কাজের ক্ষেত্র, আপনার দক্ষতা।
এই নতুন বছরে, আসুন নিজেকে আলাদাভাবে উপস্থাপন করি। নিজের মূল দক্ষতাকেই প্রথমে তুলে ধরি। যদি লেখক হন, বলুন, "আমি একজন লেখক," উদ্যোক্তা হলে বলুন, "আমি একজন উদ্যোক্তা।" ফ্রিল্যান্সিং কাজ করার পদ্ধতি, সেটা তো পরের কথা।
এবার নতুনদের কথা বলি। ২০২৪-এ ফ্রিল্যান্সিং জগতে আপনার পদচারণা, তো শুভেচ্ছা! কিন্তু মনে রাখবেন, ক্লায়েন্ট চায় আপনার দক্ষতা, আপনার কাজ। সেটাই তুলে ধরুন প্রথমে। চকচকে পদবির চেয়ে নিজের কাজের গুণমানই আপনাকে আলাদা করবে।
এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়: বরং 'ফ্রিল্যান্সিং কিভাবে শিখব?' এর চেয়ে 'কিভাবে 'xyz' দক্ষতা শিখব?' জিজ্ঞাসা করুন! আপনি যদি লেখক হতে চান, তাহলে শিখুন লেখালেখির কলাকৌশল। ডিজাইনার হতে চান, তাহলে শিখুন গ্রাফিক ডিজাইনের নিয়ম-কানুন। ফ্রিল্যান্সিং তো সেবারের পরের ধাপ, যেখানে আপনি সেই শেখা দক্ষতা কাজে লাগাবেন।**
ক্লায়েন্টের চাহিদা বুঝুন, নিজেকে নতুন করে আবিষ্কার করুন।