20/04/2025
পর্তুগালে ফ্যামেলি কিভাবে আনবেন
--------------------------------------------------------------
মোহাম্মদ শাহজাহান ✍ তৃতীয় আপডেট 20/04/2025
ইমিগ্রান্টদের স্বর্গরাজ্য পর্তুগালে রেসিডেন্ট কার্ড হওয়ার সাথে সাথে ফ্যামেলির সবার (মা ,বাবা, স্ত্রী , ছেলে, মেয়ে) জন্য আবেদনের কাজ আরম্ভ করা যায়| এটা কে পর্তুগালে বলে ফ্যামেলি রিইউনিফিকেশন| আমরা যারা ফ্যামেলি নিয়ে এসেছি আমাদের অনেকেরই বিষয় টি জানা|যাদের জানা নেই তাদের জন্য আজকে এ বিষয়টি নিয়ে একটু উপস্থাপনের চেষ্টা|
প্রথমে কার্ড আসার পর যাদের আনবেন (যেমন মা বাবা স্ত্রী ছেলে মেয়ে )তাদের সবার নাম ,জন্ম তারিখ দিয়ে AIMA র এই 00351965903700 , +351808202653 নাম্বারগুলো তে কল করে মার্কাসা নিবেন | এখানে ইংলিশ বা হিন্দিতে কথা বলতে পারবেন|
বর্তমানে ফ্যামিলির মার্কাসা নেওয়া খুবই কঠিন হওয়াতে অনেকেই উকিলের মাধ্যমে কাজটি করে নিচ্ছেন|
মার্কাসা নেওয়ার পরই ডকুমেন্টের প্রস্তুতির কাজ|
ফ্যামেলির পারমিশনের জন্য যে সমস্ত কাগজ
AIMA কে দিতে হবে ⤵️
যাদের আবেদন করবেন তাদের প্রত্যেকের পাসপোর্টের কালার কপি (স্বামী বা স্ত্রী হলে পাসপোর্ট স্বামী বা স্ত্রীর নাম থাকতে হবে, যদি পাসপোর্টটি বিবাহের পর হয় )
★ জন্ম নিবন্ধন ইংলিশ কপি ,বাচ্চাদের ক্ষেত্রে | মা বাবার ক্ষেত্রে যিনি আনবেন উনার জন্ম নিবন্ধন কপি (180 দিন মেয়াদের)
★ বিবাহের সনদ বা ম্যারেইজ সার্টিফিকেট ইংলিশ (স্বামী বা স্ত্রী হলে )(180 দিন মেয়াদের)
★পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (৯০দিন মেয়াদের)
★মা বাবার বয়স ৬৫ কম হলে বেকার হিসেবে ইউনিয়ন অথবা ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট , ডাক্তার দ্বারা কাজের অক্ষম এর সার্টিফিকেট|
★ অথোরাইজেশন বা ডিক্লেয়ারেশন, যদি ছেলে মেয়ে থাকে (180 দিন মেয়াদের) |নিচে ডিক্লেয়ারেশন এর কপি দেওয়া আছে | উক্ত ডকুমেন্ট গুলো প্রথমে নোটারী এবং ফরেন মিনিস্ট্রির ইলেকট্রনিক শত্যায়ন করার পর পর্তুগালে এনে শুধুমাত্র নোটারি এবং ট্রান্সলেশন করার পর AIMA দেওয়ার জন্য উক্ত ডকুমেন্ট প্রস্তুত হবে।
স্পনসর/পর্তুগালে যিনি আবেদন করবেন চাকরীজিবি হলে ⤵️
★ পাসপোর্ট
★ রেসিডেন্ট কার্ড
★ কাজের কন্টাক্ট
★ সর্বশেষ তিনটা সেলারি স্লিপ
★বাৎসরিক আয়ের হিসাব অনুযায়ী আইআরএস এর কপি
(গতবছরের মিনিমাম স্যালারির আইআরএস অথবা এর চেয়ে বেশি)
★মালিকের ডিক্লেয়ারেশন
★বাসার কন্টাক্ট / বাসার মালিকের ডিক্লেয়ারেশন/জুন্তা
★মা বাবার বয়স ৬৫ কম হলে মাসে মাসে টাকা পাঠানোর 3 - 6 টা রিসিপ্ট
★ পূরণ কৃত TERMO DE RESPONSABILIDADE FORM ⤵️
https://aima.gov.pt/pt/impressos-e-minutas
Modelo 4 - Termo Responsabilidade
ব্যবসায়ি হলে⤵️
★পাসপোর্ট
★ রেসিডেন্ট কার্ড
★ আইআরএস Liquidacao এর কপি
★ ব্যবসার সর্বশেষ ব্যালেনশিট , পাগামেন্ত দি
ইভা
★ শপ এর কন্টাক্ট পেপার
★ ফিন্যান্স থেকে No davida পেপার
★ সোশ্যাল থেকে No davida পেপার
★ ব্যবসার এক্টিভিটি পেপার
★ বাসার কন্টাক্ট /বাসার মালিকের ডিক্লেয়ারেশন/ জুন্তা
★পূরণ কৃত TERMO DE RESPONSABILIDADE FORM
https://aima.gov.pt/pt/impressos-e-minutas
Modelo 4 - Termo Responsabilidade
চাকরিজীবি হলে সর্বশেষ ৩ মাসের সেলারী স্লিপ এ অভিবাসন অধিদপ্তরের নির্ধারিত মাসিক আয়ের নিম্ন বর্ণিত হিসাব থাকতে হবে | ব্যবসায়ি হলে সর্বশেষ ৩ মাসের ব্যালেনশীট /পাগামেন্ত দি ইভা - একাউন্টেন্টের মাধ্যমে এইনিম্ন বর্ণিত হিসাবের উপরে রাখতে হবে|
★ প্রতি বয়স্ক ১৮ বছরের উপর সদস্যের জন্য স্পনসর / পর্তুগালের ব্যক্তির প্রতি মাসের সেলারী/ব্যবসায়ি আয় 870 €+435€=1305€ |প্রতি বাচ্চা জন্য + 261 € | মানে ওয়াইফ ও এক বাচ্চা আনতে হলে 1566€ এই হারে সর্বশেষ তিনটা সেলারী স্লিপ| বিভিন্ন কারণে পরবর্তী বছরের IRS কিছুটা কম হলেও সমস্যা হবে না | আইআরএস একেবারেই কম হলে ব্যাংকে জমাকৃত টাকা উপস্থাপন করা যেতে পারে| ব্যবসায়িদের ও এই হারে ব্যালেনশীটে ইনকাম দেখাতে হবে। আইআরএস একদম কম হলে লাষ্ট তিন মাসের ইনকাম বা ব্যালেনশীট হিসাব মতো দেখিয়ে সাথে কিছু টাকা জমা কৃত ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জমা দিতে পারবেন। নির্ধারিত মার্কাসার দিন AIMA উপরোক্ত ডকুমেন্ট জমা করার পর তিন মাসের মধ্যে হাতে হাতে অথবা বাসার ঠিকানায় ফ্যামেলি পারমিশন পাওয়ার পর এটা সহ নিচের ডকুমেন্ট গুলো ⤵️
★ ভিসা আবেদন ফর্ম
★ সেনজেন ভিসা সাইজের দুই কপি নতুন কালার ছবি (3.5cm × 4.5cm matt paper white background, মুখ মন্ডল 70% zoom, কান দেখা যেতে হবে
★ আবেদনকারীর পাসপোর্ট ,
★ জন্ম নিবন্ধন কপি বাচ্চাদের ক্ষেত্রে ও পর্তুগালের যিনি মা বাবাকে আনবেন উনার জন্ম নিবন্ধনের কপি
★ বিবাহ সনদ বা ম্যারেইজ সার্টিফিকেট , ★পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট(৯০দিন মেয়াদের )
★ আইআরএস কপি , তিন বছরের না থাকলে যা আছে তাই
★ লাষ্ট তিন মাসের সেলারী স্লিপ
★ জব কন্টাক্ট
★ মালিকের ডিক্লেয়ারেশন
★ আবেদনকারীর পাসপোর্টের কালার কপি
★ স্পনসর /পর্তুগালের ব্যক্তির পাসপোর্টের ১ থেকে ৪৮ পৃষ্ঠা সাদা-কালো কপি
★ AIMAর পারমিশন লেটার ৯০ দিনের ,
★ ব্যাংক স্টেটমেন্ট লাষ্ট 6 মাসের
★ সেনজেন ট্রাভেল ইন্সুরেন্স 4-6 মাসের
★ ইন্ডিয়ান ভিসার কপি
★ ইন্ডিয়ান ভিসা নিয়ে সকল আবেদনকারী ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ম্যারেইজ সার্টিফিকেট, বার্থ সাটিফিকেট বাংলাদেশ এম্বেসী দিল্লি থেকে শত্যায়ীত করে VFS গ্লোভাল দিল্লিতে উপরোক্ত সকল ডকুমেন্ট সাবমিট করতে হয়, আবেদনের ফি 2754 রুপি +ভিসা ফিস 8070 রুপি (প্রাপ্ত বয়স্কদের ), ১৮ বছরের নিচের আবেদনের ফি 2754 রুপি +ভিসা ফিস ফ্রি|
এর পূর্বে VFS গ্লোভাল এ ফাইল জমা দেওয়ার ডেইট নিতে হয়, ডেইট নেওয়ার লিঙ্ক https://visa.vfsglobal.com/ind/en/prt/application-detail
VFS এই ভিসার আবেদনটি পর্তুগাল এম্বেসী দিল্লিতে পাঠাবে ভিসা রেডি হলে এম্বেসী আবেদন কারীর প্রদত্ত ইমেইলে ভিসা এপ্রুভাল ইমেইল পাঠাবে এখন আবেদন কারী নিজে অথবা কাউকে VFS এ ফাইল জমার রিসিট, পাসপোর্ট, পাওয়ার অপ এট্যার্নি লেটার দিয়ে ভিসা গ্রহণ করতে পারবেন অথবা ঢাকা VFS থেকে ও ভিসা গ্রহণ করতে পারবে খুবই সহজে জমা দিয়ে ১২-১৫ দিনের মধ্যে , ফিস ও খুবই কম 9152 টাকা।
রেসিডেন্ট কার্ডের জন্য মার্কাসা লিংক ভিসা লিংক দেয়া থাকে| google এটা টাইপ করলি রেসিডেন্ট কার্ডের মার্কাচার ডেট ও তারিখ পাওয়া যায়|
পর্তুগালে আসার আগে স্টুডেন্ট বাচ্চাদের , বোর্ড সার্টিফিকেট ফরেন মিনিস্ট্রি ইলেকট্রনিক শত্যায়িত করে, স্কুল সার্টিফিকেট( ইংলিশ ) বিভিন্ন শ্রেণির সার্টিফিকেট ,স্কুল প্রধান সিল ও সিগনেচার সহ নিয়ে এসে পর্তুগালে বাংলাদেশ এম্বেসী শত্যায়ন ও নোটারী ট্রান্সলেশন করে নিলে শুরুতে পর্তুগালে স্কুলে ভর্তির প্রক্রিয়া সহজ হয়ে যায় |
সাথে বাংলাদেশের টিকার দেওয়ার হলুদ বইটি ইংলিশ করে নিয়ে এসে শুধু পর্তুগিজ ট্রান্সলেশন করে সহজে পর্তুগালের স্বাস্থ্য কেন্দ্রে রেজিস্ট্রার হওয়া যাবে|
ডিপেন্ডেন্ট এর রেসিডেন্ট কার্ডের আগে ফিন্যান্স সোশ্যাল এবং এস এন এস নাম্বার এগুলোর বাধ্যবাধকতা নাই| তাই খুব সহজে রেসিডেন্ট কার্ড হওয়ার পরে নিচে প্রদত্ত সার্ভিস সেন্টার এ NIF NISS SNS এগুলো করে নিতে পারবেন| এই তিনটি নাম্বারের যা বাকি থাকবে তাও রেসিডেন্ট কার্ড হওয়ার পর করে নিতে পারবেন|
* Espaço Cidadão de Braga - Município,
* Espaço Cidadão de Lagos,
* Espaço Cidadão da Loja de Cidadão de Cascais,
* Espaço Cidadão da Loja de Cidadão do Saldanha,
* Espaço Cidadão da Loja de Cidadão das Laranjeiras - Lisboa,
* Espaço Cidadão da Loja de Cidadão de Setúbal,
* Espaço Cidadão de Loures - LoureShopping,
* Espaço Cidadão de Oeiras Parque,
* Espaço Cidadão de Olhão e,
* Espaço Cidadão da União das Freguesias de Cedofeita, Santo Ildefonso, Sé, Miragaia, São Nicolau e Vitória.
রেসিডেন্ট কার্ড আসার পর রেসিডেন্ট কার্ড অ্যাড্রেসএর এলাকার HELTH সেন্টার এর ইমেইলে কার্ড দিয়ে ইমেইল করে HELTH/SNS নাম্বার আবেদন করতে হয়|
(বাংলা লেখা কষ্টকর ,অনেক বানান ভুল আছে|
তথ্যের সংশোধন কমেন্টের মাধ্যমে জানাবেন)
জাযাকাল্লাহ খাইর,
মোহাম্মদ শাহজাহান ✍
VFS Global