Europe Information With Khokon

Europe Information With  Khokon Study and settle in Portugal as well as in Europe,travel around the world & love to talk about sports
(5)

 #ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন  ।মোঃ এনামুল খান  ৯ বছর পর ইতালি থেকে দেশের উদ্দেশ্যে ফিরছিলেন। হার্ট অ্যাটাক করে ম...
26/08/2025

#ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন ।
মোঃ এনামুল খান ৯ বছর পর ইতালি থেকে দেশের উদ্দেশ্যে ফিরছিলেন। হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ।

কথা ছিল এসেই বিয়া করবেন। তা আর হলো না।
মোঃ এনামুল খান কিশোরগঞ্জের তাড়াইলের এলাকার স্থায়ী বাসিন্দা ।
আল্লাহর রব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুক ।

ভাই এতো কিসের আবেগ হ্যা! তাই বলে বাংলাদেশ থেকে তরকারি রান্না করে ইতালি নিয়ে আসতে হবে?! হ্যা আপনি চাইলে পছন্দের মাছ মাংস ...
31/07/2025

ভাই এতো কিসের আবেগ হ্যা! তাই বলে বাংলাদেশ থেকে তরকারি রান্না করে ইতালি নিয়ে আসতে হবে?! হ্যা আপনি চাইলে পছন্দের মাছ মাংস নিয়ে আসতেই পারেন তবে সেটা মসলা ছাড়া শুধু লবন,হলুদ দিয়ে হাল্কা ভেজে ফ্রোজেন করে বক্স করে যেন নষ্ট না হয় বা মসলার কোন স্মেল বের না হয় তাই বলে ঝোল করে তারকারি রান্না করে নিয়ে আসতে হবে,,এসব জাস্ট ছেচড়ামি ছাড়া কিছু না🤐 কয়েক বছর আগেও ৪০ কেজি কাচা গরুর মাংস সহ এক বাংলাদেশি মহিলা কে আটকিয়েছিলো🙂মনে হয় ইতালিতে এগুলা পাওয়া যায় না😶

২৯ জুলাই ২০২৫ ইং, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম ফ্লাইট BG-355-এ আসা যাত্রীদের সঙ্গে বহন করা তরকারির ঝোল ও দুর্গন্ধে বাজে অবস্থা হয়ে পড়ে বিমানের কার্গো সেকশন ও রোম এয়ারপোর্টের বেল্ট এরিয়া। এতে করে ফিরতি ফ্লাইট BG-356 (রোম-ঢাকা) ছাড়পত্র পেতে রোম এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে প্রায় সোয়া ৪ ঘণ্টা বিলম্ব ঘটে।এই ঘটনা এখন প্রাই বিশ্ব পর্যায়ে চলে গেছে🙂

ফলাফল? বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট ,বিমান চলাচলে অনিশ্চয়তা, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি জাতির শিষ্টাচার নিয়ে হাস্যকর আলোচনা।🤐

পর্তুগালের বিবর্তনের ইতিহাস পর্যায়ক্রমিকভাবে নিচে দেওয়া হলো:প্রাচীন যুগ (খ্রিস্টপূর্ব-৭১১ খ্রিস্টাব্দ)খ্রিস্টপূর্ব ২০০...
28/07/2025

পর্তুগালের বিবর্তনের ইতিহাস পর্যায়ক্রমিকভাবে নিচে দেওয়া হলো:

প্রাচীন যুগ (খ্রিস্টপূর্ব-৭১১ খ্রিস্টাব্দ)

খ্রিস্টপূর্ব ২০০০-৩০০ খ্রি.

ইবেরিয়ান উপদ্বীপে বিভিন্ন কেল্টিক ও ইবেরিয় জাতির বসবাস।

কার্থেজ ও গ্রিক বণিকদের উপস্থিতি।

২১৮ খ্রি.

রোমানরা ইবেরিয়ান উপদ্বীপ দখল শুরু করে, 'লুসিতানিয়া' নামে প্রদেশ তৈরি হয়।

রোমান শাসনে শহর ও সড়ক নির্মাণ, প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা, এবং লাতিন ভাষার প্রচলন।

৪০৯-৫৮৫ খ্রি.

রোমান সাম্রাজ্যের পতনের পর, জার্মান গোত্র ভিসিগথরা উপদ্বীপে প্রবেশ ও আধিপত্য প্রতিষ্ঠা করে।

মুসলিম শাসন (৭১১-১১৩৯)

৭১১ খ্রি.

উত্তর আফ্রিকার মুসলমান (মুর) বাহিনী ইবেরিয়ান উপদ্বীপ দখল করে।

আল-আন্দালুস নামে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, রাজধানী হয় কর্ডোবা।

৭১৮-৭২২ খ্রি.

খ্রিস্টান পুনরুদ্ধার যুদ্ধ বা রিকনকুইস্তা শুরু হয়। উত্তরে আস্তুরিয়াস থেকে মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টানরা প্রতিরোধ গড়ে তোলে।

১০৯৫-১১৩৯ খ্রি.

আফোনসো হেনরিকেস (Afonso Henriques) উত্তরাঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে ক্রমান্বয়ে ভূমি দখল করেন।

এর মাধ্যমে স্বাধীন পর্তুগালের ভিত্তি স্থাপন হয়।

রাজতান্ত্রিক পর্তুগাল (১১৩৯-১৯১০)

১১৩৯ খ্রি.

আফোনসো হেনরিকেস নিজেকে প্রথম পর্তুগিজ রাজা হিসেবে ঘোষণা করেন।

১১৪৩ সালে লেওনের রাজ্যের সঙ্গে চুক্তির মাধ্যমে স্বাধীন রাজ্যের মর্যাদা নিশ্চিত হয়।

১২৪৯ খ্রি.

আফোনসো তৃতীয় পুরো পর্তুগাল মুসলিম শাসন থেকে পুনর্দখল করেন, আধুনিক পর্তুগালের ভৌগোলিক কাঠামো গঠিত হয়।

১৩৮৫-১৫৮০ খ্রি. (সুবর্ণ যুগ)

আভিস রাজবংশের আমলে পর্তুগাল সাম্রাজ্য বিস্তার করে।

১৪১৫ সালে রাজা প্রথম জোয়াও (João I) উত্তর আফ্রিকায় সেউটা জয় করেন।

১৪৯৮ সালে ভাস্কো-দা-গামার ভারত আবিষ্কার।

১৫০০ সালে পেদ্রো আলভারেস কাবরাল ব্রাজিল আবিষ্কার করেন।

সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে পর্তুগিজ উপনিবেশ ও প্রভাব।

১৫৮০-১৬৪০ খ্রি. (স্প্যানিশ শাসন)

রাজবংশগত সংকটে পর্তুগালের সিংহাসন স্পেনের দখলে যায়।

পর্তুগাল সাম্রাজ্যের প্রভাব কমতে শুরু করে।

১৬৪০ খ্রি. (স্বাধীনতা পুনরুদ্ধার)

ব্রাগানজা রাজবংশের মাধ্যমে স্পেন থেকে স্বাধীনতা পুনরুদ্ধার।

আধুনিকীকরণের যুগ (১৭৫৫-১৯১০)

১৭৫৫ খ্রি. (লিসবনের মহাভূমিকম্প)

লিসবনে ভয়াবহ ভূমিকম্প, যা শহর পুনর্নির্মাণ এবং প্রশাসনিক সংস্কারকে প্রভাবিত করে।

১৮২২ খ্রি. (ব্রাজিলের স্বাধীনতা)

ব্রাজিলের স্বাধীনতা লাভের ফলে পর্তুগালের বৃহত্তম উপনিবেশ হারানো।

১৮২৮-১৮৩৪ খ্রি. (অভ্যন্তরীণ সংঘাত)

গৃহযুদ্ধ (মিগেলিস্ট যুদ্ধ) পর্তুগালে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে।

গণতান্ত্রিক ও আধুনিক যুগ (১৯১০-বর্তমান)

১৯১০ খ্রি. (রাজতন্ত্রের পতন)

প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, রাজা দ্বিতীয় মানুয়েল নির্বাসিত হন।

১৯২৬-১৯৭৪ খ্রি. (স্বৈরশাসনের যুগ)

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একনায়কত্ব প্রতিষ্ঠা, সালাজারের নেতৃত্বে 'এস্তাদো নোভো' শাসন (১৯৩৩-১৯৭৪)।

১৯৭৪ খ্রি. (কার্নেশন বিপ্লব)

শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে একনায়কতন্ত্রের পতন।

গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়, উপনিবেশগুলো স্বাধীনতা লাভ করে।

১৯৮৬ খ্রি. (ইউরোপীয় ইউনিয়নে যোগদান)

পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য হয়, অর্থনৈতিক উন্নতি ও আধুনিকীকরণ শুরু হয়।

২০০২ খ্রি. (ইউরো মুদ্রা গ্রহণ)

পর্তুগাল জাতীয় মুদ্রা এসকুডোর পরিবর্তে ইউরো মুদ্রা চালু করে।

বর্তমান পর্তুগাল

ইউরোপীয় ইউনিয়নের সক্রিয় সদস্য, উন্নত অবকাঠামো, স্থিতিশীল গণতন্ত্র, পর্যটন এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি।

পর্তুগালের ইতিহাসে ধারাবাহিকভাবে ভূমধ্যসাগরীয়, ইউরোপীয় এবং বিশ্বব্যাপী ঐতিহাসিক পরিবর্তন প্রতিফলিত হয়েছে, যার মধ্য দিয়ে আধুনিক পর্তুগাল গড়ে উঠেছে।

🇩🇪 জার্মানিতে নিয়ম মানা শুধু আইন না, এটা সংস্কৃতি।🔹 রাত ১০টা থেকে সকাল ৬টা – Ruhezeit (শান্তির সময়)🔹 রবিবার – শ্রম নয়, ব...
27/07/2025

🇩🇪 জার্মানিতে নিয়ম মানা শুধু আইন না, এটা সংস্কৃতি।

🔹 রাত ১০টা থেকে সকাল ৬টা – Ruhezeit (শান্তির সময়)
🔹 রবিবার – শ্রম নয়, বিশ্রাম
🔹 ময়লা ফেলতে হয় আলাদা করে – রিসাইক্লিং এর কড়া নিয়ম
🔹 ট্রাফিক আইন খুবই গুরুত্বপূর্ণ – রাস্তা ফাঁকা থাকলেও লাল বাতিতে পার হওয়া উচিত না
🔹 সময়ানুবর্তিতা – প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ে শুরু ও শেষ হওয়া জার্মান কালচারের অংশ

✅ এসব নিয়ম শুধু আইনের জন্য নয়, সমাজকে সম্মান জানিয়ে চলার জন্য।

📌

Spain, France সহ পুরা ইউরোপবাসী "আল্লাহ-আল্লাহ" করি, আল্লাহ আমাদের রহম করুন 🤲সোর্স: ইনফমিগ্রান্টেস বাংলা  ゚          ゚  ...
26/06/2025

Spain, France সহ পুরা ইউরোপবাসী "আল্লাহ-আল্লাহ" করি, আল্লাহ আমাদের রহম করুন 🤲

সোর্স: ইনফমিগ্রান্টেস বাংলা

゚ ゚ ゚viral

🇵🇹 পর্তুগাল: স্বপ্ন না, অভিবাসীদের জন্য এক কঠিন বাস্তবতা!পর্তুগাল সহজ শর্তে রেসিডেন্স কার্ড দেয়, পাঁচ বছর বৈধভাবে বসবাস ...
26/06/2025

🇵🇹 পর্তুগাল: স্বপ্ন না, অভিবাসীদের জন্য এক কঠিন বাস্তবতা!

পর্তুগাল সহজ শর্তে রেসিডেন্স কার্ড দেয়, পাঁচ বছর বৈধভাবে বসবাস করলে নাগরিকত্বের সুযোগ মেলে। রেসিডেন্স কার্ড পেলে স্ত্রী-সন্তানদেরও এখানে আনা যায়। এসব শোনে ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা মানুষজন, এমনকি থার্ড ওয়ার্ল্ড থেকেও অনেকে ভীড় জমিয়েছে এই দেশে।

কিন্তু এসে দেখা গেল—এটা যেন এক পাগলের দেশ, স্বেচ্ছাচারিতার দেশ।

আইনের নামে চলছে ভিন্ন এক খেলা। আইন-কানুন যতসব অভিবাসীদের ঘিরে। সরকারের রাজনৈতিক স্বার্থ ও ইমিগ্রেশন অফিসারের মর্জি অনুযায়ী আইন চলে—বিচার বা ব্যাখ্যার কোনো জায়গা নেই। ভুক্তভোগী শুধু সাধারণ অভিবাসীরা। হাজার হাজার ইউরো কামানোর সুযোগ নেই, ন্যূনতম বেতনেই পরিবার চালানো দায়, চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা।

কার্ড পাওয়ার আশায় এসেছিল মানুষ—নাগরিকত্ব, পাসপোর্টের আশায়। কিন্তু সরকারের স্বেচ্ছাচারিতায় কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে, কেউ মানসিকভাবে বিপর্যস্ত।

একজন সারাজীবন অন্য দেশ থেকে প্রসেস চালিয়ে এক মাসে কার্ড পেয়ে গেল, আর এখানেই থেকে কাজ করে, ট্যাক্স দিয়ে দিন গুনতে থাকা অভিবাসী বছরের পর বছরেও কিছু পাচ্ছে না। আইন অনুযায়ী ৯০ কার্যদিবস পর তথ্য জানার অধিকার থাকলেও তারা তা অগ্রাহ্য করে চলেছে। এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়?

গতকাল বহু মানুষকে গণহারে রিজেক্ট করে মেইল পাঠানো হয়েছে। যারা দুই থেকে আড়াই বছর ট্যাক্স দিয়েছে, ফিঙ্গার ফি দিয়েছে—তাদের কষ্টের টাকা আত্মসাৎ করে এখন বলা হচ্ছে: “দেশ ছাড়ো!” এটা কি অন্যায় নয়?

একটা রাস্তা ভাঙা থাকলে আগে থেকে সতর্কবার্তা থাকে, অথচ আপনারা সকালে ঘোষণা দিয়ে বিকেলেই ‘সেফ এন্ট্রি’ বন্ধ করে দিলেন!

নাগরিকত্বের আইন ছিল—৫ বছর বৈধভাবে থাকলে আবেদন করা যাবে। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ১০ বছর, তাও ব্যাকডেট দিয়ে! এটা কি কোনো সভ্য দেশে সম্ভব? একটা ডেডলাইন না দিয়ে হুট করে এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বেচ্ছাচারিতা, এবং অভিবাসীদের প্রতি চরম অবিচার।

হাজার হাজার মানুষের রেসিডেন্স কার্ড মেয়াদোত্তীর্ণ। প্রিয়জনদের দেখতে যেতে পারছে না কেউ। ফ্যামিলি রিইউনিফিকেশন কার্যত বন্ধ। নাগরিকত্বের আবেদন অনেকের দুই বছরের বেশি সময় ধরে পেন্ডিং পড়ে আছে—কোনো জবাব নেই।

তারা অভিবাসীদের নিয়ে রীতিমতো খেলছে।

অথচ, এই অভিবাসীরাই পর্তুগালের ভঙ্গুর পর্যটন-নির্ভর অর্থনীতিকে টেনে তুলেছে।
নিচে কিছু চিত্র:

📌 অভিবাসীদের অবদান (২০২৪–২৫):
• সোশ্যাল সিকিউরিটিতে অবদান: ৩.৬৫৪ বিলিয়ন ইউরো (জাতীয় বাজেটের ১২%)
• পেনশন সিস্টেমে অবদান: ১৭%
• মোট বৈধ অভিবাসী: ১.৫৪৬ মিলিয়ন (জনসংখ্যার ১৪%)
• কেবল ২০২৪ সালের প্রথম ৯ মাসে সোশ্যাল সিকিউরিটিতে ৯৮২,৮২০ শ্রমিক দিয়েছে ২.৬ বিলিয়ন ইউরো

এরা কী পেয়েছে বিনিময়ে?

❌ অবহেলা
❌ হেনস্তা
❌ অধিকার হরণ
❌ অনিশ্চিত ভবিষ্যৎ



অনেকে ভাবছেন, সরকার পরিবর্তন হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা ভাবা বড় ভুল।
সরকার কবে বদলাবে কেউ জানে না। আর বদলালেও, সেই সরকার অভিবাসীবান্ধব হবে—তার কোনো গ্যারান্টি নেই।

বর্তমানে ইউরোপজুড়ে চলছে ডানপন্থী আর মধ্য-ডানপন্থীদের উত্থান।
তাদের মূল স্লোগান—
“সীমান্ত বন্ধ করো, সংস্কৃতি বাঁচাও!”

🔻 কিছু বাস্তব উদাহরণ:
🇮🇹 ইতালি – জর্জিয়া মেলোনি
🇭🇺 হাঙ্গেরি – ভিক্টর ওরবান
🇳🇱 নেদারল্যান্ডস – গির্ট উইল্ডার্স
🇸🇪 সুইডেন – Sweden Democrats (সরকারে প্রভাবশালী)
🇵🇹 পর্তুগাল – লুইস মন্টেনেগ্রো (AD, মধ্য-ডান)



📌 তাই, এখনই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার করা উচিত।
অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকার দিন শেষ।
আমরা পরিশ্রমী, আমরা সহনশীল—কিন্তু আমরা বোকা নই।

~লিসবন, পর্তুগাল
২৬.০৬.২০২৫

🇵🇹 সরকার যেসব গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত নিয়েছে (জুন ২০২৫):১. নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করা হচ্ছে • দেশের সাথে “বাস্তব...
23/06/2025

🇵🇹 সরকার যেসব গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত নিয়েছে (জুন ২০২৫):

১. নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করা হচ্ছে
• দেশের সাথে “বাস্তব সম্পর্ক” থাকতে হবে, শুধু এখানে জন্ম বা থাকা যথেষ্ট নয়।
• ছেলে-মেয়েরা নাগরিকত্ব পাবে শুধু তখনই, যখন তাদের বাবা-মা’র বৈধ রেসিডেন্স থাকবে এবং কমপক্ষে ৩ বছর ধরে দেশটিতে বসবাস করছে।
• আর নাগরিকত্ব কোনো “স্বয়ংক্রিয় বা ডিফল্ট” নিয়মে মিলবে না, আবেদনকারীকে স্বতঃস্ফূর্তভাবে আবেদন করতে হবে।



২. নাগরিকত্বের জন্য বসবাসের সময়সীমা বাড়ানো
• পর্তুগিজ ভাষাভাষী দেশ থেকে আসা লোকদের জন্য: ৭ বছর বৈধ রেসিডেন্সের প্রয়োজন।
• অন্য দেশ থেকে আসাদের জন্য: ১০ বছর বৈধ রেসিডেন্স লাগবে।
• বসবাসের সময় গণনা শুরু হবে যখন রেসিডেন্স পারমিট ইস্যু হবে, তখন থেকে।



৩. পর্তুগিজ ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক ব্যবস্থা জানার প্রমাণ দিতে হবে
• নাগরিকত্বের জন্য আবেদনকারীকে:
• ভাষা ও সংস্কৃতির জ্ঞান থাকতে হবে।
• পর্তুগালের রাজনীতি ও আইনের মৌলিক ধারণা থাকতে হবে।
• মৌখিক ও লিখিত টেস্ট দিতে হবে।
• গণতান্ত্রিক আইনের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।



৪. যারা অপরাধ করেছে, তারা নাগরিকত্ব পাবে না
• যদি কাউকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাহলে তিনি নাগরিকত্ব পাবেন না, দণ্ডের মেয়াদ যতই হোক।



৫. সেফার্দি ইহুদিদের জন্য বিশেষ নাগরিকত্ব নিয়ম বন্ধ
• যারা ইনকুইজিশনের সময় দেশ থেকে বিতাড়িত হয়েছিল, তাদের বংশধরদের জন্য বিশেষ নিয়ম ছিল (২০১৫ সাল থেকে)। এখন সেই নিয়ম বন্ধ হচ্ছে

৬. পূর্বপুরুষের ভিত্তিতে নাগরিকত্বে সীমা
• এখন থেকে শুধু দাদু-নানু পর্যন্ত পূর্বপুরুষদের ভিত্তিতে নাগরিকত্বের আবেদন করা যাবে। দাদা-নানার বাবা (great-grandparents) পর্যন্ত চলবে না

৭. গুরুতর অপরাধ করলে নাগরিকত্ব হারানো যাবে
• যাদের সম্প্রতি নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং তারা ৫ বছরের বেশি সাজার অপরাধে দোষী প্রমাণিত হলে, বিচারক তাদের নাগরিকত্ব বাতিল করতে পারবেন।
• যেমন: হত্যা, ধর্ষণ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ইত্যাদি

৮. রেসিডেন্স পারমিটের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে
• যাদের রেসিডেন্স কার্ড ৩০ জুনে শেষ হওয়ার কথা ছিল, তাদের জন্য মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
• এই সময়ের মধ্যে AIMA (ইমিগ্রেশন এজেন্সি) নতুন চ্যানেল খুলবে যাতে আবেদনকারীরা আবেদন করে ফি দিতে পারেন।

৯. নতুন সীমান্ত পুলিশ ইউনিট গঠন
• এখন থেকে PSP (জাতীয় পুলিশ) এর অধীনে একটি নতুন ইউনিট থাকবে, যারা:
• সীমান্তে নজরদারি করবে,
• অবৈধভাবে থাকা লোকদের ফেরত পাঠাবে।
• পুরনো SEF ফিরিয়ে আনা হবে না এবং AIMA পুলিশ হিসেবে কাজ করবে না

১০. রিঅগ্রুপমেন্ট এবং ভিসা নীতিতে কড়াকড়ি
• রিঅগ্রুপমেন্ট (পরিবার আনতে চাইলে):
• আবেদনকারীর কমপক্ষে ২ বছর রেসিডেন্স থাকতে হবে।
• শুধু কম বয়সী সন্তানদের জন্য আবেদন করা যাবে।
• অন্য আত্মীয়দের জন্য আবেদন করতে হলে, বিদেশ থেকেই ভিসা নিয়ে আবেদন করতে হবে।
• আবাসন, আর্থিক অবস্থা ও ভাষা জানা বাধ্যতামূলক।
• যারা সোশ্যাল সাপোর্ট বা ভাতা পান, তারা এখন থেকে রিঅগ্রুপমেন্ট করতে পারবেন না।
• CPLP দেশগুলোর জন্য:
• ভিসা থাকলেই চলবে, তবে নিরাপত্তা যাচাই হবে।
• এখন আর টুরিস্ট ভিসা থেকে CPLP রেসিডেন্স নেওয়া যাবে না। কনস্যুলার ভিসা দরকার।



১১. বিশেষজ্ঞ বা শিক্ষাবিদদের জন্য আলাদা বিভাগ
• “Talento Department” গঠন করা হচ্ছে AIMA-তে।
• বিদেশি গবেষক, শিক্ষক বা মেধাবীদের জন্য সহজ এবং দ্রুত প্রক্রিয়া চালু হবে।

জাতীয়তা (নাগরিকত্ব) আইনের পরিবর্তনআরেকটি বড় নতুনত্ব হলো পর্তুগালের জাতীয়তা আইনের পরিবর্তন। মন্ত্রীর ভাষায়, এই পরিবর্তনগু...
23/06/2025

জাতীয়তা (নাগরিকত্ব) আইনের পরিবর্তন

আরেকটি বড় নতুনত্ব হলো পর্তুগালের জাতীয়তা আইনের পরিবর্তন। মন্ত্রীর ভাষায়, এই পরিবর্তনগুলো জাতীয় সম্প্রদায়ের অংশ হওয়ার ক্ষেত্রে আরও কঠোর শর্ত এবং পর্তুগালের সঙ্গে একটি “সত্যিকারের, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক” থাকার প্রমাণের উপর ভিত্তি করে।

মন্ত্রী প্রথমে সেইসব পরিবর্তনের কথা বলেন যা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য (অর্থাৎ জন্মের সময় পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার নিয়ম)। এখন থেকে, একটি শিশুকে পর্তুগিজ নাগরিকত্ব পেতে হলে তার বাবা-মায়ের দেশের বৈধভাবে কমপক্ষে তিন বছর বসবাস করার প্রমাণ থাকতে হবে। এছাড়াও, এই ক্ষেত্রে নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে না, বরং বাবা-মা যদি নাগরিকত্ব চায়—তবেই তা দেওয়া হবে।



স্বাভাবিকীকরণ বা প্রাকৃতিককরণ (Naturalização) এর মাধ্যমে নাগরিকত্ব

যারা প্রাকৃতিককরণ (Naturalização) এর মাধ্যমে নাগরিক হতে চান, তাদের জন্য শর্ত ও সময়সীমা আরও কঠোর করা হয়েছে।
পর্তুগিজ নাগরিকত্ব পেতে হলে, আগে যেখানে ৫ বছর বৈধভাবে বসবাস করলেই চলত, এখন সেটা পরিবর্তন করে করা হচ্ছে—
• সিপিএলপি (CPLP - পর্তুগিজ ভাষাভাষী দেশসমূহ) এর নাগরিকদের জন্য ৭ বছর,
• এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ১০ বছর।
এই সময় গণনা শুরু হবে রেসিডেন্স পারমিট (título de residência) পাওয়ার দিন থেকে।



বংশানুক্রমে নাগরিকত্ব (Ascendência Portuguesa)

পর্তুগিজ বংশানুক্রমে নাগরিকত্বের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে শুধু বিসনাতি (great-grandchildren/প্রপৌত্র পর্যন্ত) এই অধিকার পাবে।
এছাড়াও, **পর্তুগিজ সেফার্দি ইহুদি (judeus sefarditas)**দের জন্য থাকা বিশেষ নাগরিকত্ব আইনের সুবিধা বাতিল করা হয়েছে।



আরও শর্তাবলী

একজন বিদেশি নাগরিক যদি পর্তুগিজ নাগরিক হতে চান, তাহলে তাকে প্রমাণ করতে হবে:
• পর্তুগিজ ভাষা ও সংস্কৃতির যথাযথ জ্ঞান,
• এবং পর্তুগিজ সমাজ ও রাজনৈতিক কাঠামো সম্পর্কে সচেতনতা,
• নাগরিক হিসেবে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান।

তবে, যদি কেউ কোনো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না।
এমনকি, যদি কেউ আগে নাগরিকত্ব পেয়ে থাকেন এবং পরে গুরুতর অপরাধ করেন, তবে তার নাগরিকত্ব বাতিলও করা যেতে পারে।

 #ইতালির রোম শহর থেকে ছবিটি তোলা এক বিদেশির কাঁধে! সম্ভবত বাংলাদেশি মুরগীর খাবারের ব*স্তা দিয়ে তৈরি ব্যাগ! 😂Collected — ...
02/05/2025

#ইতালির রোম শহর থেকে ছবিটি তোলা এক বিদেশির কাঁধে! সম্ভবত বাংলাদেশি মুরগীর খাবারের ব*স্তা দিয়ে তৈরি ব্যাগ! 😂
Collected — in Bangladesh.

ইউরোপীয় পাসপোর্ট Holder আয়ারল্যান্ডে migration সম্পর্কে সমস্ত বিবরণযারা পর্তুগিজ পাসপোর্ট পেয়ে আয়ারল্যান্ডে পাড়ি জম...
02/05/2025

ইউরোপীয় পাসপোর্ট Holder আয়ারল্যান্ডে migration সম্পর্কে সমস্ত বিবরণ

যারা পর্তুগিজ পাসপোর্ট পেয়ে আয়ারল্যান্ডে পাড়ি জমাতে চান, এই তথ্যগুলো সাহায্য করবে। যার পর্তুগিজ পাসপোর্ট আছে সে কোনো বিধিনিষেধ ছাড়াই আয়ারল্যান্ডে প্রবেশ করতে পারবে, কিন্তু যারা পরিবারের সদস্য তাদের কিছু নরম বিধিনিষেধ রয়েছে (যদি তাদের পর্তুগিজ পাসপোর্ট না থাকে)——-

1. Dependent’র ইউরোপিয়ান রেসিডেনট কার্ড থাকলে কোন ভিসার প্রয়োজন নাই, এয়ারপোর্টে থেকে তিন মাসের স্ট্যাম্পিং করে দেবে, আসার পর বাকি প্রেসসিং,
2. এপলাই করার পর ৬ মাসের ১ম কার্ড দেবে, পরে রিনিউ করার পর ৫ বছরের কার্ড দেবে।
3. চাকরির অফার পাওয়ার পর== জব অফার লেটার+প্রূফ অব এড্রেস লাগবে পিপিএস এপলাই করার জন্য।

1.PPS NUMBERS ( Tax Number ) :
একটি ব্যক্তিগত পাবলিক সার্ভিস (পিপিএস) নম্বর হল একটি অনন্য রেফারেন্স নম্বর যা আপনাকে আয়ারল্যান্ডে সামাজিক কল্যাণ সুবিধা, জনসেবা এবং তথ্য পেতে সহায়তা করে।একটি পিপিএস নম্বর সর্বদা 7টি সংখ্যার পরে একটি বা দুটি অক্ষর থাকে৷ একটি পিপিএস নম্বর পেতে, আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে—

1. পরিচয়
2.কেন আপনার একটি পিপিএস নম্বর প্রয়োজন
3. বাসার ঠিকানা

পিপিএস নম্বর আবেদনের লিঙ্ক -https://www.gov.ie/en/service/12e6de-get-a-personal-public-service-pps-number/ -for-a-pps-number-online-at-mywelfareie

2. আয়ারল্যান্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা:-
আয়ারল্যান্ডে প্রচুর ব্যাঙ্ক আছে কিন্তু AIB ব্যাঙ্কের অন্য যেকোন ব্যাঙ্কের চেয়ে বেশি ব্যাঙ্কিং শাখা রয়েছে। আরও অন্যান্য ব্যাংক আছে- আলস্টার ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ আয়ারল্যান্ড, বার্কলেস। আইরিশ ব্যাঙ্ক সিস্টেম ইউকে ব্যাঙ্কিং সিস্টেমের মত কাজ করে ।

সাধারণত যে কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে । আয়ারল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য —1.বয়স কমপক্ষে 18 বছর হতে হবে

2. বাড়ির ঠিকানার প্রমাণ এবং

3.একটি বৈধ আইডি copy জমা ( Passport copy ) দিতে হবে।এটি জমা দেওয়ার পরে যে কেউ একটি অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারেন

3.চাকরি খোঁজা: নতুন জায়গায় নতুন চাকরি পাওয়া সবসময়ই কঠিন। তাই সঠিক কাজের জন্য সঠিক জায়গা বা ওয়েবসাইট জানা জরুরী।

বিদেশিদের জন্য আয়ারল্যান্ডে কাজ খুঁজে পাওয়া সহজ হয়ে উঠছে কারণ দেশটির অর্থনীতি গত কয়েক বছর ধরে ক্রমাগত উন্নতি করছে। বিশ্বের অনেক বড় প্রযুক্তি এবং ফার্মা কোম্পানির এখন আয়ারল্যান্ডে তাদের ইউরোপীয় সদর দপ্তর রয়েছে। যারা বাংলাদেশী তারা সহজেই চাকরি পাবেন। আয়ারল্যান্ডে ইংরেজি-ভাষী চাকরি খোঁজা শুরু করার জন্য এখানে কয়েকটি সাইট রয়েছে:

* IrishJobs.ie
* Indeed Ireland
* JobsIreland.ie

4.নিশ্চিত করুন যে আপনি আয়ারল্যান্ডে বসবাসের খরচ বহন করতে পারেন:
ডাবলিন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে 49তম ব্যয়বহুল শহর ব।
এটি ইংরেজিভাষী দেশ তাই বেশিরভাগ বাংলাদেশি পর্তুগিজ পাসপোর্ট পাওয়ার পর সেখানে যেতে পছন্দ করেন। যেহেতু United Kingdom ইইউ থেকে বের হয়ে গেছে তাই এখন United Kingdom যাওয়া অসম্ভব ।

আয়ারল্যান্ডে পণ্য বা পরিষেবা আনুমানিক খরচ
1 বেডের অ্যাপার্টমেন্ট, সেন্ট্রাল ডাবলিন €1,400
1 বেডের অ্যাপার্টমেন্ট, কর্ক কোং (শহরের বাইরে) €550
3 বেড হাউস, সেন্ট্রাল ডাবলিন €2,100
3 বেড হাউস, কর্ক কোং (শহরের বাইরে) €1,200
সিটি সেন্টার বাস ভাড়া €2.75
মাসিক পাস: ডাবলিন সিটি বাস এবং লুয়াস €140
বাসমতি চাল 10 কেজি €27.85
দোকান থেকে কফি €3.00
ফাস্ট ফুড বার্গার €6.00
লিটার দুধ €1.05

5. বাড়ি/অ্যাপার্টমেন্ট:
ডাবলিন হল রাজধানী শহর এবং আয়ারল্যান্ডের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। যারা শহরের কেন্দ্রের কাছাকাছি বাস করতে চান তাদের জন্য এটি ব্যয়বহুল কিন্তু ডাবলিনের বাইরে এটি সস্তা। ইউরোপীয় পাসপোর্টধারী বাংলাদেশী জন্য বাড়ি পাওয়া বেশ কঠিন। ডাবলিনের ঘর ভাড়া ব্যয়বহুল এবং প্রতিযোগিতামূলক হতে পারে তাই বাংলাদেশী পরিবারগুলি ডাবলিনের বাইরের এলাকা পছন্দ করতে পারে, যেমন Blackrock, Donnybrook, Drumcondra, এবং Dundrum, অথবা কর্ক, Limerick, Waterford, বা Galway-এর মতো ছোট শহর। বাড়ি ভাড়া অনুসন্ধান শুরু করতে সাহায্য করার জন্য এখানে কিছু বাড়ি ভাড়া অনুসন্ধান সাইট রয়েছে:

MyHome.ie
Daft.ie

6. স্বাস্থ্য সেবা:
আয়ারল্যান্ডে সাধারণভাবে বসবাসকারী প্রত্যেকেই বিনামূল্যে বা কম খরচে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা পাওয়ার অধিকারী।বাংলাদেশি নাগরিকদের জন্য এটা সত্যিই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডে GP এর সাথে নিবন্ধন করা সহজ।

প্রথম ধাপ হল, একটি জিপি ক্লিনিক খুঁজে বের করা যেখানে আপনি সহজেই ভ্রমণ করতে পারবেন। প্রথমে, আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার জিপি ক্লিনিক নতুন রোগী নিচ্ছে। তারা যদি নতুন রোগীদের নিবন্ধন করে, তাহলে আপনি আপনার নাম নিবন্ধন করতে পারেন।এই সময়, একজন নতুন রোগী হিসাবে, আপনাকে আপনার ব্যক্তিগত বিবরণ, স্বাস্থ্য তথ্য এবং আপনার শেষ ক্লিনিকের বিবরণ সহ একটি ফর্ম পূরণ করতে হবে।

6.1. মেডিকেল কার্ডের জন্য আবেদন :
একটি মেডিকেল কার্ড বা জিপি ভিজিট কার্ড পাওয়ার দ্রুততম উপায় হল অনলাইনে আবেদন করা। আপনার আবেদনে আপনাকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে—-

1.পিপিএস নম্বর
2.জন্ম তারিখ
3.আয় এবং ব্যয়ের বিবরণ

মেডিকেল কার্ডের জন্য আবেদন করতে আপনি ইমেল বা postal service’র মাধ্যমে আবেদন করতে পারেন

ইমেল ঠিকানা:[email protected]

আপনি নিশ্চিত করুন , যে সমস্ত relevant supporting documents এবং ফটোগুলি অন্তর্ভুক্ত করেছেন ই-মেইল ৷

Search 1000s of houses, apartments and properties for sale or to rent - from all leading estate agents

আলহামদুলিল্লাহ!! চোখের শান্তি। ❤️দাবানলে পুড়ছে ই*'স'*রা*য়ে*ল!"আর তোমার প্রতিপালক যখন জনপদসমূহকে শাস্তি দেন, তখন তিনি ত...
01/05/2025

আলহামদুলিল্লাহ!! চোখের শান্তি। ❤️
দাবানলে পুড়ছে ই*'স'*রা*য়ে*ল!

"আর তোমার প্রতিপালক যখন জনপদসমূহকে শাস্তি দেন, তখন তিনি তাকে অত্যন্ত কঠোরভাবে শাস্তি দেন। নিশ্চয়ই তাঁর শাস্তি অত্যন্ত কষ্টদায়ক ও কঠোর”
(সূরা হুদ, ১১:১০২)

কলম, স্ক্যাল্পেল, কাস্তে বা তুলির সাহায্যেই তৈরি হচ্ছে আগামীকালের পৃথিবী। আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা! শু...
01/05/2025

কলম, স্ক্যাল্পেল, কাস্তে বা তুলির সাহায্যেই তৈরি হচ্ছে আগামীকালের পৃথিবী। আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা! শুভ মে দিবস।

Address

Barura
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Europe Information With Khokon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Europe Information With Khokon:

Share