12/11/2023
খুব সুন্দর হওয়া ভালো না, কিন্তু ভালো হওয়া খুব সুন্দর ।
খুব সুন্দর মানুষের সাথে ভালোবাসা হয় না,
কিন্তু যার সাথে ভালোবাসা হয় সে খুব সুন্দর হয়ে যায়।
সৌন্দর্য সব সময় যে দেখে তার মনে আর চোখে হয়।
কারন যারা ভুল ধরে তারা তাজমহলেও ভুল ধরে ।
ঈশ্বরের কাছে কিছু চাইলে সেটা না পেলে মন খারাপ করা উচিৎ না, কারন সে এমন কিছু দেয় না যেটা আপনার ভালো লাগে,
কিন্তু সে এমন কিছু দেয় যেটা আপনার জন্য ভালো।
সৃতি আর ওয়াদার মধ্যে পার্থক্য কি জানেন?
সৃতি যেটা আমাদের ভেঙ্গে ফেলে !!
আর ওয়াদা যেটা আমারা ভেঙ্গে ফেলি !!
মায়ের সম্পর্ক সব চেয়ে শক্ত সম্পর্ক,
কারন বাকি সব সম্পর্ক আমাদের জন্মের পর তৈরি হয় ।
আর এক মা ই যার সাথে আমাদের সম্পর্ক জন্ম হবার ১০ মাস আগে থাকেই তৈরি হয় ।
স্বার্থ অনুযায়ী যতই সম্পর্ক তৈরির চেষ্টা করেন ঐ সম্পর্ক কখনোই থাকবে না ।
আর ভালোবাসা থেকে তৈরি সম্পর্ক আপনি যতই চেষ্টা করেন ঐ সম্পর্ক ভাঙ্গবে না ।
খুব সুন্দর ছবি কিন্তু নেগেটিভ থেকে তৈরি হয়, তাও অন্ধকার ঘরে ।
এর জন্য যখনি জীবনে অন্ধকার আসবে মনে করবেন ঈশ্বর আপনার জন্য খুব সুন্দর কিছু ছবি তৈরি করতেসে ।
একটা খুব সুন্দর মন হাজারো খুব সুন্দর চেহারার থেকে ভালো ।
এর জন্য জিবনে চলার পথে এমন কিছু মানুষ বাছাই করেন যাদের মন চেহারার থেকে বেশি সুন্দর ।
আপনার দুর্বলটা, অবস্থা তাকেই বলেন যে সবসময় শক্ত খুটি হিসেবে আপনার পাশে দারিয়ে থাকে,
কারন সম্পর্ক হোক বা মোবাইল যখন নেটওয়ার্ক থাকে না তখন সবাই গেম খেলে ।
যে আপনার নিঃশব্দতায় আপনার কষ্টের কারন না বুঝবে,
তার কাছে আপনি কষ্টের কথা বললে আপনার মুখের ক্যালোরি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না ।
যদি কেউ আপনাকে ঘৃণা করে তাহলে দুইটা কারন হতে পারে !!
এক. আপনার ভিতর এমন কিছু আছে যেটা সে পছন্দ করে না ।
দুই. আপনার ভিতর এমন কিছু আছে যেটা ওর ভিতরে নাই।
কাঁচ আর সম্পর্ক দুইটাই খুব নরম হয়
দুইটার মধ্যে খুব অল্প পার্থক্য,
কাঁচ ভুলে ভাঙ্গে আর সম্পর্ক ভুল বুঝাবুঝির কারনে ।
কেউ ঠিক বলেছে,
জীবন দুই দিনের একদিন আপনার পক্ষে একদিন আপনার বিপক্ষে। যেদিন আপনার পক্ষে থাকবে ঐদিন অহংকার করবেন না,
আর যেদিন আপনার বিপক্ষে হবে সেদিন ধৌয্য হারাবেন না ।
যে নিজের উপর অহংকার করে তাদের জন্য এই কথা গুলোঃ
জন্ম তোমাকে তোমার মা দিয়েছে, নাম তোমার পরিবারের লোকেরা,
শিক্ষা তোমাকে তোমার শিক্ষক দিয়েছে,
সম্পর্ক দিয়েছে তোমার পরিবারের মানুষ,
কাজ করা তুমি কারো না কারোর থেকে শিখেছো,
আর সব শেষে কবরস্থান / চিতায় চার কাঁধের উপর যেতে হবে ।
তাহলে এই জীবনে তোমার কি যা নিয়ে তুমি অহংকার করো ।
সবাইকে খুশি করা সম্ভব না,
কিন্তু এটাও খেয়াল রাখতে হবে আপনার কারনে কেউযেন কষ্ট না পায় ।
কোন মানুষ এত ধনী হতে পারবে না যে তার অতীত কিনতে পারবে !
আর কোন মানুষ এত গরিব হতে পারে না যে
সে তার ভবিষ্যৎ বদলাতে না পারবে ।
দুনিয়ার আজব সব কাহিনী, ছোট বেলায় ভাই বলে মা আমার মা আমার
আর বড় হয়ে লড়াই করে মা তর মা তর ।
ভুল জীবনের একটা পৃষ্ঠা মাত্র, আর সম্পর্ক জীবনের সম্পূর্ণ বই,
দরকার হলে ভুলের এক পৃষ্ঠা ছিরে ফেললে ভালো হবে,
কিন্তু একটা পৃষ্ঠার জন্য পুরা বইটা ছুরে ফেলবেন না ।
যেটা আপনার সেটা কখনো আপনার থেকে যাবে না
আর যেটা আপনার না সেটা কখনো আপনি পাবেন না ।