Gomti.tv-গোমতী.টিভি

Gomti.tv-গোমতী.টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gomti.tv-গোমতী.টিভি, Media/News Company, Cumilla.

নতুন পেজটিতে লাইক ও ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। আপনাদের আগের জনপ্রিয় gomti.tv পেইজটা সাসপেন্ড হয়ে গিয়াছে। তাই নতুন ভাবে আবার শুরু করছি‌ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট নিয়ে পাশে থাকবেন ধন্যবাদ❤️🌹👍🙏🇧🇩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট যেন ফিরে যাচ্ছে তার স্বর্ণালী সময়ের দিগন্তে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ...
06/06/2025

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট যেন ফিরে যাচ্ছে তার স্বর্ণালী সময়ের দিগন্তে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চমক দিয়েই শুরু করেছেন নিজের অধ্যায়। আর এবার তাঁর পরিকল্পনায় যুক্ত হয়েছে এক কিংবদন্তির নাম—মাশরাফি বিন মুর্তজা!

কী পরিকল্পনা?সাবেক সফলতম অধিনায়ক মাশরাফিকে বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগে কিংবা পরামর্শকের ভূমিকায় আনতে আগ্রহী বুলবুল। উদ্দেশ্য? জাতীয় দলের ভেতরের নেতৃত্ব সংকট দূর করা শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফেরানো নতুন প্রজন্মকে মাঠের লড়াইয়ে মানসিকভাবে তৈরি করা

ঘনিষ্ঠ সূত্র বলছে:“মাশরাফি শুধু এক অধিনায়ক ছিলেন না—তিনি একটা মানসিকতার নাম। তাঁকে বোর্ডে যুক্ত করা মানে তরুণদের জন্য একজন জীবন্ত প্রেরণা।”

দুই নেতা, এক স্বপ্নএকজন—বুলবুল, যিনি ৯০-এর দশকে পথ তৈরি করেছিলেন।আরেকজন—মাশরাফি, যিনি ২০০০-এর পর সেই পথে হেঁটে গড়েছেন সাহস আর সম্ভাবনার ইতিহাস।এবার তাঁরা একসঙ্গে—বোর্ড কক্ষে। এ যেন মাঠের বাইরে তৈরি হওয়া এক নতুন ইনিংসের শুরু!

ভক্তদের প্রত্যাশা:ক্রিকেট বিশ্লেষক থেকে সাধারণ দর্শক—সবাই চায় এই যুগলবন্দির বাস্তব রূপ দেখতে। ঘোষণা এখনও আসেনি, তবে প্রস্তুতি চলছে পুরোদমে। কেউ কেউ একে বলছেন "বাংলাদেশ ক্রিকেটের নতুন স্বর্ণযুগের সূচনা"।

আপনার মতামত কী? আপনি কি চান মাশরাফি বিসিবির দায়িত্বে আসুক? কমেন্টে জানান!

কুমিল্লা ক্রাইম বার্তা অনলাইন ফেসবুক পেইজে মিথ্যা  সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ। কুমিল্লা জেলার তিতাস উপজেলায় গত ২৩/...
29/05/2025

কুমিল্লা ক্রাইম বার্তা অনলাইন ফেসবুক পেইজে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ।

কুমিল্লা জেলার তিতাস উপজেলায় গত ২৩/০৫/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় তিতাস থানাধীন ০৭নং নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামস্থ বাদীর বসত বাড়ীর সামনে রাস্তায় হইতে অত্র মামলার এজাহার নামীয় আসামীগন ভিকটিম মোহাম্মদ সাজিম হাসান (২২), কে অপহরন করিয়া নিয়া আটক পূর্বক তাহার পরিবারের নিকট মুক্তিপন হিসাবে ১,৫০,০০০/-টাকা দাবী করে। পরবর্তীতে ২৬/০৫/২০২৫ইং তারিখ আসামীগন ভিকটিমকে নিয়া অত্র থানাধীন আসামানিয়া বাজারে আসিলে ভিকটিম চিৎকার দিলে স্থানীয় লোকজন ০২ জনকে আটক করিয়া তিতাস থানায় ফোন করিলে থানার টহল টিম ঘটনাস্থল হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক এজাহার নামীয় ০২জন আসামীকে আটক করে। আটককৃত আসামী মোঃ আবু মুছা (৩৫), পিতা-মৃত দুলাল মুন্সী, মাতা-নাছিমা বেগম, সাং-সিংগুলা (মুন্সী বাড়ী), ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন, উপজেলা দাউদকান্দি, জেলা-কুমিল্লা নিজেকে ক্রাইম বার্তার সাংবাদিক বলিয়া পরিচয় দেয়। উক্ত ঘটনার বিষয়ে পরবর্তীতে ভিকটিমের পিতা জাহিদ আটক আসামী আবু মুসা, ডাকাতি মামলার আসামী আঃ গাফ্ফারসহ অন্যান্য আসামীগন ভিকটিমকে অপহরন করে আসামী আবু মুসার বাড়ীতে আটকিয়ে মারধর, মুক্তিপন দাবী। যার সত্যতা পাওয়া যায় আসামি আবু মুসার ভাই জাহিদের বাবার নিকট বলে আমার ভাই টাকা চেয়েছে তা সত্য। মোবাইল নিয়ে যাওয়ার ঘটনায় ভিকটিমের পিতার এজাহারের প্রেক্ষিতে তিতাস থানার মামলা নং-১৭, তারিখ২৬/০৫/২০২৫ইং, ধারা-১৪৩/৩২৩/৩৬৫ /৩৮৫/৫০৬/৩৮৬/৩৪ পেনাল কোড রুজু করিয়া আসামীদ্বয়কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

বাংলাদেশের নাগরিক হিসেবে কেহ আইনের ঊর্ধ্বে নয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা ক্রাইম বার্তা একটি অনলাইন পেইজ থেকে বিভ্রান্তিমূলক, ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য তথ্য ছড়াচ্ছে। ক্রাইম বার্তার সম্পাদক রেজা আহমেদকে তিতাসের সাংবাদিক ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুজ্জামান কয়েক দফা ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি,তিতাসের সাংবাদিকদের ওসি শহীদুজ্জামান বলেন যদি আবু মুসা ক্রাইম বার্তার রিপোর্টার হয় তাহলে তাকে সম্পাদক এসে ছুটি নিয়ে যাক,কিন্তু তিনি ফোন রিসিভ করেনি, তার বিরুদ্ধেও আরো অনেক অভিযোগ আছে সে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করে।
যা খুবই দুঃখজনক। অনলাইন পেইজ থেকে পাঠানো পোষ্টের প্রতিবাদ জানাচ্ছে তিতাসের সর্বস্তরের
সাধারণ জনগণ। ভিকটিমের বাবা বলেন এই ধরনের ভুয়া ফেসবুক পেজ থেকে সংবাদ প্রচার করে মানুষের নামে বিভ্রান্ত ছড়ায় এবং তারা চাঁদাবাজি করে। তাদেরকে এখনই আইনের আওতায় আনা হোক।

20/05/2025

ব্রাহ্মণবাড়িয়া জেলার অ'সু'ভ্য মানুষগুলো সভ্য মানুষ হবে কবে

20/05/2025

অসাধারণ প্রতিভা

20/05/2025

কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার চান্দলার রামচন্দ্রপুরে পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মৃ'ত্যু।

17/05/2025

গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক ফজলুল হক পাটোয়ারীকে কেন ভয় পেতো সকল ছাত্র-ছাত্রীরা??

16/05/2025
22/04/2025

পাখির চোখে ধারন পাখির দৃশ্য

22/04/2025

আপনি কি শৈ ছবি এমন করেছেন

Address

Cumilla
3500

Telephone

+8801619189944

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gomti.tv-গোমতী.টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share