Yusuf Hujaifa

Yusuf Hujaifa Yusuf Hujaifa an international Hafeez, Nasheed artist,& new content creator's with our page.

13/06/2025

মিথ্যা কথা বলোনা বন্ধু
মিথ্যা ভালোনা
মিথ্যা কথার আশ্রয় নিলে
বরকত পাবেনা
সত্য নিয়ে হাঁটো বন্ধু
সদা সত্য বলো
মিথ্যা দিলে পাপ হয় আর মনটা
যে হয় কালো

আল্লাহর ভয় দিলে রেখে
মিথ্যাকে যাও ভূলে
তবেই তোমার জিন্দেগানি
ফুটবে ফুলে ফুলে !!
হাফেজ হবে আলেম হবে
সিনা হবে আলো
সত্যের পথে পা বাড়ালে
জীবন ঝলোমলো

মিথ্যে দিয়ে হয় না ভালো,
হয় না ঈমান দীপ্ত।
সত্যে তোমার ভূবন আলো
হয়ে যে ঈমান তৃপ্ত
নুরের আলোয় রাঙিয়ে তোমার
জীবন করো আলো
ভুবন মাঝে সত্যবাদী সবচেয়ে
বেশি ভালো

মিথ্যে নয় আর সত্য ভালো,
এই হোক আজ শপথ,
সত্য পথেই হাঁটবো সবাই,
এটাই আসল পথ
আল্লাহ বলেন— "সত্যবাদী,
আমার প্রিয় জন",
সত্য বলেই করবো জয়,
এ হোক শিক্ষা মন।

───❍ইউসুফ হুজাইফা
তাং:- ১৩/০৭/২৫

06/05/2025

তোমার ছোঁয়ায় শুরু হোক সকাল

শুভ সকাল প্রিয়, উঠো ভালোবাসায়,
তোমার মুখখানি যেন ভোরের রঙ ছায়ায়।
তোমার হাসি মানেই দিনটা রাঙানো,
তোমার চোখ মানেই স্বপ্নে হারানো।

তুমি না থাকলে সকালটা ফাঁকা,
তোমার নামেই মেলে আমার হৃদয়ের ঢাকা।
তোমার চুলে লেগে থাকা ভোরের হাওয়া,
আমায় ডাকে প্রেমের গভীর ছায়া।

তোমার স্পর্শ ছাড়া দিন চলে না যেন,
তুমি আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা, অমলিন পবন।
তোমাকে দিয়েই দিন শুরু হোক বারবার,
তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় উপহার।

───❍ইউসুফ হুজাইফা
••০-০৬-২০২৫

02/05/2025

"রাসূলের বাড়ি" ছড়িয়ে পড়ুক প্রতি আনাচে কানাচে।
সাদী ভাইয়ের নতুন চ্যানেলে গানটি ৫০+ ভিউ অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ।

ভিডিওটি Md Mahmudul Hasan ভাই চট্টগ্রাম থেকে পাঠিয়েছে 🥰

যারা আমার লেখা ফুরকানুল্লাহ সা'দী ভাইয়ের সুরও কন্ঠে "রাসেলের বাড়ি" নাশিদটি এখনো শুনেন নি আপনারা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে আসতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ।

01/05/2025

Wo Shehr e Mohabbat. 💖

27/04/2025

রাসূলের বাড়ি নাশিদটি দিয়ে সাদী ভাইয়ের চ্যানেলটি শুরু করেছে আপনাদের অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সহায়তা করবেন🧡 (ইনশাআল্লাহ)

নাশিদটি রিলিজ হয়েছে
দেখে আসতে পারেন ভালো লাগা জানাতে পারেন 🥰

গানঃ রাসূলের বাড়ি
গীতিকারঃ- ইউসুফ হুজাইফা
শিল্পী সুরকারঃ ফুরকানুল্লাহ সাদী
সাউন্ড কম্পোজঃ সুফিয়ান সাকি
ভিডিওঃ মোশন ওয়ার্ক
ডিরেক্টরঃ শাহিন রেজা সিফাত
অনুপ্রেরণায়ঃ আব্দুল হালিম চৌধুরী

05/03/2025

রহমের বৃষ্টিতে ভিজলো জামিন।

21/02/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚

08/02/2025

যে বুকে কালে গাঁথা তাদের কিসের ব্যথা
কিসের তাদের আছে পিছুটান,
শত প্রতিকূলতায় দাঁড়িয়ে থেকেও তারা
গেয়ে চলে আল্লাহর জয়গান।

অনেকদিন পর আমার লেখা গজল রিলিজ হলো দেখে আসুন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান। লিরিক:- ইউ...
02/02/2025

অনেকদিন পর আমার লেখা গজল রিলিজ হলো
দেখে আসুন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে।

শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান।

লিরিক:- ইউসুফ হুজাইফা
সুর:- Abu Bakar & MD Mahdi Hasan
শিল্পী:- আবু বকর & মাহদি হাসান ভাই 💖

Address

Chattogram Cumilla
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Yusuf Hujaifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yusuf Hujaifa:

Share

Category