13/06/2025
মিথ্যা কথা বলোনা বন্ধু
মিথ্যা ভালোনা
মিথ্যা কথার আশ্রয় নিলে
বরকত পাবেনা
সত্য নিয়ে হাঁটো বন্ধু
সদা সত্য বলো
মিথ্যা দিলে পাপ হয় আর মনটা
যে হয় কালো
আল্লাহর ভয় দিলে রেখে
মিথ্যাকে যাও ভূলে
তবেই তোমার জিন্দেগানি
ফুটবে ফুলে ফুলে !!
হাফেজ হবে আলেম হবে
সিনা হবে আলো
সত্যের পথে পা বাড়ালে
জীবন ঝলোমলো
মিথ্যে দিয়ে হয় না ভালো,
হয় না ঈমান দীপ্ত।
সত্যে তোমার ভূবন আলো
হয়ে যে ঈমান তৃপ্ত
নুরের আলোয় রাঙিয়ে তোমার
জীবন করো আলো
ভুবন মাঝে সত্যবাদী সবচেয়ে
বেশি ভালো
মিথ্যে নয় আর সত্য ভালো,
এই হোক আজ শপথ,
সত্য পথেই হাঁটবো সবাই,
এটাই আসল পথ
আল্লাহ বলেন— "সত্যবাদী,
আমার প্রিয় জন",
সত্য বলেই করবো জয়,
এ হোক শিক্ষা মন।
───❍ইউসুফ হুজাইফা
তাং:- ১৩/০৭/২৫