পিংকির কাব্য গাঁথা

পিংকির কাব্য গাঁথা Hello Everyone.. This is Layla Nour Pinkey & welcome to my digital heaven. Unleash your imagination and join the vibrant community!
(60)

your creative navigator reciting poetry, sharing motivational echoes, and weaving remix reels.

পরিবারের চেয়ে বেশি সময় কাটাই এই বাচ্চাগুলোর সাথে। এরাই আমাদের হাসির খোরাক।সত্যি কথা এ বছর কোন ক্লাস পার্টি করিনি, কারণ ত...
12/12/2025

পরিবারের চেয়ে বেশি সময় কাটাই এই বাচ্চাগুলোর সাথে। এরাই আমাদের হাসির খোরাক।সত্যি কথা এ বছর কোন ক্লাস পার্টি করিনি, কারণ তখন শিক্ষক দের জন্য সময় টা খুব একটা ভালো যাচ্ছিলো না।তবে আজ এই ছোট্ট পাখিগুলো কে নিয়ে সবাই মিলে চলে গেলাম পিকনিক করতে।চমৎকার একটা আনন্দ ঘন মুহূর্ত কাটালাম।
#পিংকিরকাব্যগাঁথা

রাখে আল্লাহ, মারে কে?  আলহামদুলিল্লাহ,অবশেষে  ৩২ ঘণ্টা পর শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্স পা...
11/12/2025

রাখে আল্লাহ, মারে কে?

আলহামদুলিল্লাহ,অবশেষে ৩২ ঘণ্টা পর শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য। পুরো জাতি শিশুটির জীবিত থাকার খবর শোনার জন্য উদ্গ্রীব হয়ে ছিলো।
#পিংকিরকাব্যগাঁথা

জিনিয়া হবে নাকি আবার?  আজ থেকে ছুটির আমেজ শুরু তাই মনটাও উড়ু উড়ু করছে। ❤️❤️
11/12/2025

জিনিয়া হবে নাকি আবার? আজ থেকে ছুটির আমেজ শুরু তাই মনটাও উড়ু উড়ু করছে। ❤️❤️

11/12/2025

চাইলেই যদি পাওয়া যেতো....
কন্ঠে - লায়লা নূর পিংকি।
#পিংকিরকাব্যগাঁথা

দেশে এতো পরিমান মেধাবী আর গবেষক আছে আগে জানতাম না 😂কোন পোস্টে কি কমেন্ট করতে হয় মেধাবীরা সেটাও জানেনা 😂আতঙ্কে আছি কবে যে...
11/12/2025

দেশে এতো পরিমান মেধাবী আর গবেষক আছে আগে জানতাম না
😂
কোন পোস্টে কি কমেন্ট করতে হয় মেধাবীরা সেটাও জানেনা 😂
আতঙ্কে আছি কবে যে আবার কখন কিসের জন্য দায়ী হয়ে যাই 🤣

11/12/2025

মাঝে মাঝে মানুষ ঠকেও শিখে....
#পিংকিরকাব্যগাঁথা

যত কটু কথা,ততই শক্ত আমি।কারো কটু কথায় ভেঙে পড়ি না।জানেন,আপনাদের কটু মন্তব্য আমাকে মেন্টালি আরো স্ট্রং বানায়। 😊এখন তো একট...
10/12/2025

যত কটু কথা,ততই শক্ত আমি।কারো কটু কথায় ভেঙে পড়ি না।জানেন,আপনাদের কটু মন্তব্য আমাকে মেন্টালি আরো স্ট্রং বানায়। 😊

এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে.... যেহেতু আমি একজন শিক্ষক ব্যাস আমাকে ছোট করার জন্য যেকোন পোস্টে হুমড়ি খেয়ে পড়েন। কমেন্টে এসে আপনাদের পারিবারিক যত শিক্ষা আছে সেটার প্রকাশ ঘটান,আপনার লেখার মাধ্যমে। বিশ্বাস করেন, আপনাদের এই সব কমেন্ট পড়ার সময় আমার নেই।যতটুকু অবসর সময় পাই সেটা আমি নিজেকে ভালো রাখার পিছনে ব্যয় করি।

আর এই যে পেইজে কাজ করা নিয়ে আপনাদের এত মাথা ব্যাথা।আমি কি করবো,না করবো তা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে করবো না।এটা একান্তই আমার পার্সোনাল মেটার।ভালো না লাগলে ব্লক করে দিন।শিক্ষক
হয়েছি তার মানে কি আমার নিজস্ব কোন পছন্দ থাকতে পারে না?
পরিশেষে বলবো,ভালো থাকেন এবং প্লিজ অন্যকেও ভালো রাখেন।জীবন খুবই ছোট।এক জীবনে কেন আপনি অন্যের কষ্টের কারণ হবেন?

#পিংকিরকাব্যগাঁথা

10/12/2025

ভালোবাসা মানে কাছে থাকা নয়....
ভালোবাসা হলো এক ধরনের অনুভূতি
❤️
কন্ঠে- লায়লা নূর পিংকি
#পিংকিরকাব্যগাঁথা

09/12/2025

তোমার কাছে হার মানে আমার সব ক্লান্তি.. ❤️
#পিংকিরকাব্যগাঁথা

কাজের বুয়াকে নিয়ে অনেক গর্ব করতাম। চোখ বন্ধ করে বিশ্বাস যাকে বলে। এক ছোটবোন আমাকে বলেছিলো - 'ভাইয়া। বুয়াদেরকে কখনও অন্ধভ...
09/12/2025

কাজের বুয়াকে নিয়ে অনেক গর্ব করতাম। চোখ বন্ধ করে বিশ্বাস যাকে বলে। এক ছোটবোন আমাকে বলেছিলো - 'ভাইয়া। বুয়াদেরকে কখনও অন্ধভাবে বিশ্বাস করবে না। নিরাপত্তার জন্য কিছুটা অবিশ্বাস মনে রেখে দিও।'

সেদিন আমি ওর কথাটাকে হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু নতুন এক বুয়া রাখার ৫ মাস পর যেদিন চুরি করলো। সেদিন আমার টনক নড়ে।

দেখুন! চুরি অর্থাৎ মাল হারানোর কষ্ট সহ্য করা যায়। মানুষ অনেক সময় বলে না? 'মালের উপর দিয়ে গিয়েছে! জানের সদকা।'

কিন্তু বুয়ার হাতে যদি প্রাণটাই হারাতে হয়? তখন? ওটা কীভাবে সহ্য করবেন?

বুয়াই একমাত্র ব্যক্তি যাদের ঐ এক্সেস থাকে - আল্লাহ্‌র ৩০দিন কারো বাসায় বিনা অনুমতিতে প্রবেশের। দারোয়ান থেকে বাড়ির মালিক। কেউই বাঁধা দেয় না।

চাইলেই, রান্নায় খাবারের সাথে বিষ, ঘুমের মেডিসিন মিশিয়ে যা খুশি তারা করতে পারে।

চাইলেই বাইরের কোন সহযোগীকে বাসায় এক্সেস দিয়ে ঘটিয়ে ফেলতে পারে ভয়ঙ্কর কোন অপরাধ।

তারপরেও আমরা এদেরকে বাসায় প্রবেশের এক্সেস দেই কেন? কারণ আমাদের ওদের প্রয়োজন রয়েছে। ওদেরও আমাদের প্রয়োজন রয়েছে।

আর এখানেই আসে বিশ্বাসের প্রশ্ন! তবে এই বিশ্বাসটা যেন অন্ধবিশ্বাস না হয়। যাচাই বাছাই-নিরাপত্তা নিশ্চিত না করেই শুধু 'ঠ্যাকার কাজ' সারার জন্য কাউকে নিয়োগ দেওয়া মানেই নিরাপত্তাহীনতার ঝুঁকি।

আমাদের মধ্যে কজনের কাছে তাদের গৃহকর্মীর ছবি কিংবা ন্যাশনাল আইডি রয়েছে?

খুব কমই মানুষ রাখে। কারণ তাদেরকে আমরা অতটা হার্মফুল মনে করি না। অন্তত খুন খারাবি করার ব্যাপারটা মাথায় আসে না। আর এখানেই আমরা ভুলটা করে ফেলি।

আবার বুয়ার ব্যাক হিস্ট্রোরি, পরিচয়পত্র সবকিছু থাকার পরেও যে দূর্ঘটনা ঘটবে না। বহু বছর ধরে চাকুরী করে, পরিবারের সদস্য হয়ে গিয়েছে। এমন ভাবার পরেও যে, বিশ্বাস ভাঙবে না। এরও গ্যারান্টি নেই। মানুষের চরিত্রটাই এমন।

আর ঠিক এই জায়গাতেই আসে সতর্ক থাকার প্রশ্ন। সতর্ক না থাকলেই বিপদের ঝুঁকি।

চারদিন আগে -
রাজধানীর মোহাম্মদপুরে এই পরিবার 'আয়েশা' নামক একজন গৃহকর্মী নিয়োগ দিয়েছিলো। আজ সকালে ঐ গৃহকর্মী কাজে আসে।

গৃহকর্তার অনুপস্থিতিতে তাঁর স্ত্রী ও কন্যাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এবং ছোট কন্যার স্কুল ড্রেস পড়ে এবং স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ছদ্মবেশে বাসা থেকে পালিয়ে যায়।

স্ত্রী ও কন্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই বাবা। উনি পেশায় একজন শিক্ষক। প্রতিদিনের মতই স্ত্রী সন্তানকে বাসায় রেখে গিয়েছিলেন স্কুলে। নবম শ্রেণী পড়ুয়া মেয়েটিও কিছুক্ষণ পর স্কুলে যেত, কারণ আজকে তার সর্বশেষ পরীক্ষা ছিলো। পরীক্ষা আর দেওয়া হলো না।

ঘটনার মোটিভ এখনও জানা যায়নি। কিন্তু এই বাবার এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। জীবিত থেকেও এই লোক মৃত। একটি হাসিখুশি পরিবার মূহুর্তেই ধ্বংস হয়ে গেলো।

এই সমাজে বেঁচে থাকতে হলে আমাদেরকে একে অপরকে বিশ্বাস করতে হয়। কিন্তু আমি এখন আর কাউকেই বিশ্বাস করি না। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য 'অবিশ্বাস' পুষে রাখি।

সতর্ক থাকুন। আল্লাহ্‌ আমাদের পরিবার-পরিজনকে হেফাজত করুন।

- অন্তর মাশঊদ
#পিংকিরকাব্যগাঁথা

09/12/2025

পরিস্থিতি কঠিন হলে ও সাহসই তোমার সেরা অ*স্ত্র ❤️
#পিংকিরকাব্যগাঁথা

চিন্তায় পজেটিভিটি রাখো,নেতিবাচক ভাবনা হাওয়ায় উড়িয়ে দাও।যা আসে ভালো কিছুর জন্যই আসে।মন ভালো থাকলে পথও সহজ লাগে। #পিংকিরকা...
08/12/2025

চিন্তায় পজেটিভিটি রাখো,নেতিবাচক ভাবনা হাওয়ায় উড়িয়ে দাও।যা আসে ভালো কিছুর জন্যই আসে।মন ভালো থাকলে পথও সহজ লাগে।
#পিংকিরকাব্যগাঁথা

Address

Sahsoja Mosjid Road, Mogultoly
Cumilla
3500

Telephone

+8801672209644

Website

Alerts

Be the first to know and let us send you an email when পিংকির কাব্য গাঁথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পিংকির কাব্য গাঁথা:

Share