10/12/2025
যত কটু কথা,ততই শক্ত আমি।কারো কটু কথায় ভেঙে পড়ি না।জানেন,আপনাদের কটু মন্তব্য আমাকে মেন্টালি আরো স্ট্রং বানায়। 😊
এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে.... যেহেতু আমি একজন শিক্ষক ব্যাস আমাকে ছোট করার জন্য যেকোন পোস্টে হুমড়ি খেয়ে পড়েন। কমেন্টে এসে আপনাদের পারিবারিক যত শিক্ষা আছে সেটার প্রকাশ ঘটান,আপনার লেখার মাধ্যমে। বিশ্বাস করেন, আপনাদের এই সব কমেন্ট পড়ার সময় আমার নেই।যতটুকু অবসর সময় পাই সেটা আমি নিজেকে ভালো রাখার পিছনে ব্যয় করি।
আর এই যে পেইজে কাজ করা নিয়ে আপনাদের এত মাথা ব্যাথা।আমি কি করবো,না করবো তা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে করবো না।এটা একান্তই আমার পার্সোনাল মেটার।ভালো না লাগলে ব্লক করে দিন।শিক্ষক
হয়েছি তার মানে কি আমার নিজস্ব কোন পছন্দ থাকতে পারে না?
পরিশেষে বলবো,ভালো থাকেন এবং প্লিজ অন্যকেও ভালো রাখেন।জীবন খুবই ছোট।এক জীবনে কেন আপনি অন্যের কষ্টের কারণ হবেন?
#পিংকিরকাব্যগাঁথা