রং বদল

রং বদল Welcome

15/04/2025
01/04/2025

ও জীবন জীবন রে,,
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর কনবে কে আমারে,,,

25/09/2023

আহারে

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়। _________________________১ জুলাই ২০১৭...
20/08/2023

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়।


_________________________

১ জুলাই ২০১৭ সালে ইউ এস এর আইওয়াতে জন্ম হয়েছিল মারিয়ানা সিফ্রিট এর। সুন্দর স্বাস্থ্যবান বাচ্চা ছিল সে। ৭ জুলাই, তার মা বাবার বিয়ের অনুষ্ঠানের মাত্র দু ঘন্টা পর তাকে হাসপাতালে ভর্তি করতে হল। ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন সে মেনিঞ্জাইটিসএইচ এস ভি-১ এ আক্রান্ত। যা কি না হারপিস মেনিঞ্জাইটিস ভাইরাসের সংক্রমণের কারণে হয়েছে। এই ভাইরাস সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা ট্রান্সমিটেড হতে পারে। মা থেকে সন্তানের মধ্যেও ছড়াতে পারে। কিন্তু মারিয়ানার বাবা মাকে পরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেল।

সুতরাং ডাক্তাররা অনুমান করলেন তাদের বাড়িতে কোন ব্যক্তি এসেছিল যে ওই রোগের ক্যারিয়ার ছিল এবং মারিয়ানার ঠোঁটে চুম্বন করেছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার দু দিনের মধ্যে মারিয়ানাকে ছয়বার ব্লাড ট্রান্সফিউসন করা হয়েছিল। কিন্তু তার কিডনি এবং লিভার কাজ করা বন্ধ করে দিয়েছিল।

১১ জুলাই নিকোল সিফ্রিট ফেসবুকে পোস্ট করলেন তাঁর বাচ্চার ব্রেন হার্ট লাং 'স্টপড ফাংশনিং'।

পরদিন ১২ জুলাই সকালে মারিয়ানার মৃত্যু হয়।

তাই বলি, কেউ যদি আদিখ্যেতা করে আপনার শিশুকে চুমু খেতে চায়, কান ধরে দরজার বাইরে বার করে দিন। শিশুর জীবনের বিনিময়ে কোন ভদ্রতা নয়।

----------------------------------------

20/08/2023

যে বন্ধু
একটু ভুল বোঝাবুঝির পর শত্রু হয়ে যায়
সে সব সময় শত্রু থাকে।
তারা শুধু বন্ধু হওয়ার ভান করছিল।
😶😶😶

13/08/2023

সব নারী এক না। 😊
কিছু নারী খালি পকেট দেখেও জীবন আসে। 🏵️🤗
সফলতা অন্যতম কারণ হয়। 🥰🥰
Respect সেই সকল নারীদের যারা ভালোবাসা আটকায়। ❤️❤️
টাকাপয়সা, সৌন্দর্যে না।

13/08/2023

বন্ধু ছাড়া জীবন চলে না। 🤘🤘🤘

11/08/2023

আসলেই। 😊

24/07/2023

সবার নুন্যতম এইসব কথা গুলো,
সব সময় মনে রাখা উচিত। 🏵️

19/07/2023

❤️

11/07/2023

এই শহরে ভালোবাসা খুঁজে পাওয়া কী এতো সহজ?

Address

Barura
Cumilla
3560

Alerts

Be the first to know and let us send you an email when রং বদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share