09/05/2025
ভারত পাকিস্তানের যুদ্ধ লাগছে আর কিছু বাঙালি মজা নিচ্ছে।
কেউ ভারতের পক্ষে আবার কেউ পাকিস্তানের পক্ষে।
আরে ভাই,থামেন আপনারা....
দুটোই পারমাণবিক শক্তিশালী শক্তিধর দেশ।
দুই দেশে যুদ্ধ লাগবে আর সেই যুদ্ধের প্রভাব আমাদের দেশে পরবে না সেটা ভাবার কোন দরকার নাই.....
দুই দেশই শক্তিশালী।
যুদ্ধ লাগলে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না.....
মাঝখানে আপনারা মজা নেয়া অতিউৎসাহী মানুষ সহ পুরো বাংলাদেশ পরবে বিপদে।
বিশ্ববাসীর কাছে অনুরোধ এই যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করুন, না হয় এই যুদ্ধে একদিন বিশ্বের বুকে কাল কাল হয়ে দাঁড়াবে।
❤️যুদ্ধ কখনো কারো জন্য সুখকর হয় না❤️
যুদ্ধ নয় 🙅♂️শান্তি চাই ✊