Afsar's Quest

  • Home
  • Afsar's Quest

Afsar's Quest আমি মানুষের কথা কই।
আমি বাংলাদেশের কথা কই।
(2)

19/07/2025

মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে যে মানবাধিকার মিশন চালু হচ্ছে,

বা সহজ করে বললে জাতিসংঘ ও বাংলদেশের মধ্যে ৩ বছরের যে MOUS সাইন হয়েছে, এ বিষয়ে আপনাদের মন্তব্য কি?

পাপিয়া বি লাইক,তোরা কামলা দিতে যাস কামলা দিবি, ভোট কেন দিবি।তোদের তো আমরা দেশের নাগরিক ই মনে করি না।😀প্রবাসীদের যে চোখে...
17/07/2025

পাপিয়া বি লাইক,

তোরা কামলা দিতে যাস কামলা দিবি, ভোট কেন দিবি।
তোদের তো আমরা দেশের নাগরিক ই মনে করি না।😀

প্রবাসীদের যে চোখে পাপিয়ারা দেখে।

16/07/2025

একটা নাম সাজেস্ট করেন,

গোপালগঞ্জ বদলাইয়া কি রাখা যায়?

মৃত্যুর আগে মেডাম জিয়ার এই খায়েসটা পূরণে ফুল সাপোর্ট রইল😌😍

14/07/2025

গতবছর এই সময়েও আওয়ামী, বিএনপি ও জামায়াত- এই তিনটি বৃহৎ রাজনৈতিক পক্ষ ছিল। গত ১৭ বছরে তো সবাই জানতো, লীগের পতনের পর বিএনপি-জামায়াত ছাড়া ক্ষমতায় আসার আর কেউ নেই।

বাস্তবে কি তাই হয়েছে? না। সব হিসাব পাল্টে গিয়েছে। ইন্টারিম ক্ষমতায় এসেছে। এনসিপির জন্ম হয়েছে। এখন পক্ষ বেড়ে হয়েছে চার।

তাই ক্ষমতার নেশায় নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে করতে দিনশেষে দেখবেন নতুন কোন পক্ষ এসে হাজির হয়ে গেছে।

আপনারা একে অপরকে এভাবে আঘাত করতে করতে নিজেদের অজান্তেই জন্ম দিবেন ভয়ংকর এক আঘাতের।

Dr. Tuhin Malik

14/07/2025

গ্রাম থেকে ঢাকা যাচ্ছি, চৌদ্ধগ্রাম হাইওয়েতে বাস থেমে গেছে।

পরবর্তীতে প্রত্যক্ষ করলাম মিসিল আসতেসে।
তবে বাসে বসে দেখা যাচ্ছিলো না, স্লোগান শুনা যাচ্ছিলো।

“ জামাত শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়! ১-২ টা শিবির ধর, ধরে ধরে জবাই কর, ইত্যাদি, ইত্যাদি।”

আমার পাশে মধ্য বয়সী এক ভাই স্লোগান শুনে বলতেসে ইউনূসের দুর্বল প্রশাসনের কারণে ছাত্রলীগের শুয়োর গুলা এখন প্রকাশ্যে মিসিল নিয়ে বের হইতেসে । এদের দৌড়ের উপর না রাখতে এরা এত সাহস পাইসে।

এগুলো বলতে বলতেই মিসিল আমাদের পাস দিয়ে যাচ্ছে, যা দেখলাম আমি একটা ধাক্কা খাওয়ার মতো অবস্থা।

ওদের হাতের ব্যানারে জিয়ার ছবি, তারেক রহমানের ছবি।
পরে বুঝলাম এটা ছাত্রলীগের মিসিল না, এটা ছাত্রদল আর যুবদলের মিসিল। কিন্তু স্লোগান গুলো ছাত্রলীগের।

ওরা ছাত্রলীগের স্লোগান ধার করে চলতেসে। এমনকি দুই একজন হয়তো এমনও পাওয়া যাবে যারা ছাত্রলীগ করত এখন ছাত্রদল করতেসে ।

কারণ এই দুইটা দলের ক্রাউড ওই একই শ্রেণীর টোকাই দিয়েই হয়।

পিনাকী মাঝেমধ্যে বলে না? বিএনপির বয়ান নাই, ন্যারেটিভ নাই, আসলেই নাই। বয়ান/ ন্যারেটিভ এগুলো তো বুদ্ধি ও চিন্তা শক্তির খেলা, কিন্তু ফিল্ডের জন্য যেই স্লোগান দরকার এদের তাও নাই।

যেই স্লোগানে হাসিনা পালাতে হইসে ওই একই স্লোগান দিতে হইতেসে।

হায়রে খোদা।

জিয়া রে পছন্দ করি দেখে জিয়ার পরিণতি ও শেখমুজীবের মতো হবে তা অনুমান করে কষ্ট লাগছে।

জিয়ার এই পরিণতি না করে টোকাই গুলা ক্ষান্ত হবে না। যেমন পরিণতি করেছিল ছাত্রলীগের টোকাইরা।

টোকাই পেট্রনাইজ বন্ধ করে বিএনপির উচিৎ থিঙ্ক ট্যাঙ্ক বিল্ড ও শিক্ষিত , মেধাবী ছাত্রদের ধারা ছাত্র সংগঠন গুলা পরিচালিত করা।

বাংলাদেশ ফার্স্ট, এই এক স্লোগানের সাথে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ন্যারেটিভ বিল্ড করতে পারলে, জামাত এনসিপি ধারে কাছেও আসতে পারবে না।

গো ফর ইট, টেরোরিজম, চাঁদাবাজি থেকে বেরিয়ে আসেন ভাই।

13/07/2025

আমি দুঃখিত।

যে ভিডিও ক্লিপটি দেখে গতকাল রাতে একটা পোস্ট করেছি, ফ্যাক্ট চেক করার পর দেখতে পাই ভিডিওটি ২০২৩ সালের। হাসিনার হেলমেট লিগ ছাত্রলীগ এই নোংরা কাজটি করেছিল।

সাম্প্রতিক সময়ের কোনো ভিডিও এটি নয় ।

শেখমুজীবী বাকশাল ও আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে দেশপ্রেমি জাতীয়তাবাদী চিন্তার উত্থান হয় জিয়াউর রহমানের হাত ধরেই।

কোটি মানুষ জিয়ার নেতৃত্ব ও দলের প্রতি আস্থা দেখিয়েছে জিয়ার অনেস্টি, দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধে স্যাক্রিফাইস ও স্বাধীনতা পরবর্তী অন্ধকার সময়ে কারিসম্যাটিক নেতৃত্বে দেশকে আলোতে নিয়ে আসার জন্য।

বাংলাদেশের বেশিরভাগ মানুষ হয়তো এই কারণগুলোর জন্যই জিয়া ও জিয়ার জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালবাসে।

কিন্তু দলের ক্ষমতার সুযোগ নিয়ে বিএনপির সন্ত্রাস চাঁদাবাজ গোষ্ঠী যদি দেশে খুন ও ত্রাসের রাজত্ব কায়েম করে আর সেগুলোকে যদি হাসিনার মতো পৃষ্ঠপোষণ করা হয়, তাহলে জিয়াউর রহমানের সব অবদান মলিন হয়ে যাবে।

মানুষ শেখমুজিবর মূর্তির মতো জিয়ার মূর্তিতে দড়ি পরায়ে নামাবে।

বিএনপির জন্য আওয়ামীলীগ হলো লিটমাস টেস্ট।

আওয়ামীলীগ কে ফলো করা বাদ দিয়ে, বরং গত ১৫ বছর আওয়ামীলী যা যা করেছে তা তা করা যাবে না।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত ৪ মাসের বিএনপির কার্যক্রম আর আওয়ামীলীগের কার্যক্রম আলাদা করা একরকম ডাল থেকে চাল আলাদা করার সমান।

সন্ত্রাসী চাঁদাবাজি খুন খারাবি, মানুষকে হুমকি দেওয়া, তুলে নিয়ে যাওয়া, এসব অন্ধ ক্ষমতার মোহ থেকে বেরিয়ে আস্তে হবে।

অন্যথায় বিএনপির বিরুদ্ধে ক্ষোভে মানুষ রাস্তায় নামবে, সেই সুযোগ নিবে আওয়ামীলীগ। মিডফোর্ডের ঘটনা জলযান্ত প্রমাণ।

অতীতেও তা অনেক হয়েছে।

বিএনপির এসব কর্মকাণ্ডের জন্য যদি আওয়ামীলীগ ব্যাক করে, তা বাংলাদেশের জন্য আবসার্ড হবে।

এই দেশে আবার আয়নাঘরের চাইতেও খারাপ জিনিস ফিরে আসবে। কালো RAB এর ডেথ স্কোয়াড ফিরে আসবে।

12/07/2025

জিয়াউর রহমানের ছবি নিয়ে যা হয়েছে তা absulate বাড়াবাড়ি।

বাংলাদেশ নামক রাষ্ট্রটা পথ দেখেছে জিয়ার হাত ধরেই।

বাংলাদেশ মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা যারাই পরিচালনা করছে ,রাষ্ট্র পরিচালনায় যদি মার্কিং করা হয়, বেগম জিয়া টেনে টুনে পাস্ করলেও হাসিনা এরশাদ পাস মার্ক ই পাবে না।

সেখানে দুর্ভিক্ষের কবলে ৫ লাখ নিহত হওয়া দেশকে একজন অরাজনৈতিক সেনাপ্রধান জিয়া দেশকে এমন জায়গায় এনে দিয়েছে বাংলাদেশ, বাংলাদেশের নামে পরিচয় দিতে পেরেছে। হেনরি কিসিঞ্জারের তলাবিহীন জুড়ি থেকে জিয়া সুজলা সুফলা বাংলার সপ্নই দেখায় নাই, বরং প্রমাণ করে দেখিয়েছে।

৫ বছর ৬ মাস ৩৬ দিন দেশ পরিচালনায় জিয়া ফাস্ট ক্লাস ফাস্ট গোল্ড মেডেলিস্ট হবে।

সারাদেশে চাঁদাবাজি, খুন, নদী দখল, বাজারঘাট দখল, ইত্যাদি এহেন কর্মকান্ডে বেনপির চোর বাটপার নেতাদের যেমন দায় আছে তেমনিভাবে এই প্রশাসনের দায়ও কমনা।

এই সরকার কি করে? কেন খুন হওয়ার ৩ দিন পর সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর আসামি ধরতে গেল? এর আগে প্রশাসন কই ছিলো?

কেন ১ বছর পর এসেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেভেলপ হলো না? এই ব্যর্থতা ইউনুস সরকারের নয়?

মানুষের জীবনের নিরাপত্তা দিতে না পারলে, সরকার ছেড়ে দিয়ে চলে যান, এরপর দেশের জনগণ দেখে নিবে কেউ যদি স্বৈরাচার হতে চায় তার পরিণতি কি হবে ।

শেখমুজীবের মূর্তির যে পরিণতি হয়েছে জিয়ার সেই পরিণতি না চাইলে ৯০ দশকের চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস ও ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের ক্ষোভ তো আপনি আটকায় রাখতে পারবেন না। মানুষ এখন গুলির ভয় করে না ।

সরি, মা কে হইতেসে?ইমেজ ক্রেডিট দিল্লি ষ্টার।
12/07/2025

সরি, মা কে হইতেসে?

ইমেজ ক্রেডিট দিল্লি ষ্টার।

ওস্তাদ, ৩২ গোষ্ঠী জয় বাংলা হয়ে যাচ্ছে 🫢🫢
12/07/2025

ওস্তাদ, ৩২ গোষ্ঠী জয় বাংলা হয়ে যাচ্ছে 🫢🫢

11/07/2025

সৃষ্টিকর্তা যখন করো অন্তরে মোহর মেরে দেয় তখন সে আর ভালো মন্দের তফাত করতে পারে না।

তার জলযান্ত উদাহরণ দেখেছি জুলাই মাসে, আগস্ট মাসে ।
এখনো তার এক রকম নজির দেখছি। কিছু মানুষ দলের মোহে এতটাই অন্ধ হয়ে গেছে, বিভৎস, নৃশংস জাহেলিয়া ছাড়িযয়ে যাওয়া হত্যাকাণ্ড, লাশের উপর ভিবৎস নৃত্যকেও কোনো না কোনোভাবে ডিফাইন করার চেষ্টা করছে।

ওই বেক্তির জায়গায় যদি লাশটা আপনার হত? আপনার বাবার, ভাইর, কিংবা চাচার হত? আর এই নৃশংসতাকে কেউ যখন ডিফাইন করত কেমন লাগতো?

সৃষ্টিকর্তা এদের হৃদয়েও নিশ্চয়ই মোহর মেরে দিয়েছে।

তাদের উপর থেকে সকল মানুষের রহমত তুলে নিয়েছে বিদায় মানুষ হয়তো তাদের মৃত্যুতে আলহামদুলিলাহ বলে সৃষ্টিকর্তার প্রসংশা করে।

11/07/2025

লাশের উপর নৃত্য করা, এটাও কিন্তু তাদের স্টাইল।

জুলাই গ্রাফিতি তে স্টুডেন্ট রা এমনিতে লিখে নাই, নৌকা ধানের শীষ, দুই সাপের এক বিষ।

চাঁদাবাজ দের প্রশ্রয় আর বহিষ্কার খেলা আর কত মহাজন?

11/07/2025

বড় বড় গাল করে কথা বলা রুমিন ফারহানার কাছে ইট পাথরের ৩২ নাম্বার ভেঙ্গে ফেলা ভিবৎস মববাজি।

কিন্তু তার দলের নেতা কর্মীরা যখন বিবৎসভাবে পাথর দিয়ে পিটিয়ে জলজ্যান্ত মানুষকে মেরে ফেলেছে এটা কে কি বলবে রুমিন?

“রুমিন ফারহানা বলতো মানুষ এখন নিরাপদে নাই, “আসলেই মানুষ নিরাপদে নাই । ১৭ বছর না খাওয়া শকুনদের কাছে মানুষ বড়ই অনিরাপদ।

এমনকি গত ১৫ বছরও সাধারণ মানুষরা নিরাপদে ছিলো না। আনলেস রুমিন ফারহানার মতো এক্সেপশন হন।

বাংলাদেশে সবচেয়ে কম দামি পণ্য হলো মানুষ।

জন্মের পর চোখ খুলে যখন দেখেন আপনি বাংলাদেশে জন্ম নিসেন, অলরেডি ইউ ফাকড আপ।

এরপর যা হবে তা মোটেও আনএক্সপেক্টেড না।

Address


Telephone

+8801825017260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsar's Quest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsar's Quest:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share