Mr. Music

Mr. Music DREAM BIG..START SMALL.. ACT NOW

দানি আলভেস (রাপ্টিডো): "কারাগার থেকে বের হওয়ার পর আমার মনে হয়েছিল যেন আমার পুরো পৃথিবী বদলে গেছে... কিন্তু একটা বিষয় এ...
14/04/2025

দানি আলভেস (রাপ্টিডো): "কারাগার থেকে বের হওয়ার পর আমার মনে হয়েছিল যেন আমার পুরো পৃথিবী বদলে গেছে... কিন্তু একটা বিষয় একই রয়ে গেছে: সেটা হলো মেসির সাথে আমার বন্ধুত্ব।
সে এক সেকেন্ডের জন্যও দ্বিধা করেনি! সে-ই প্রথম আমাকে ফোন করেছিল, সমবেদনা জানাতে নয়, বরং আমাকে হাসিয়ে মন ভালো রাখার জন্য!

সে আমাকে বলেছিল, "দানিতো, এল ক্লাসিকোতে ডিফেন্ডিংয়ের জন্য তোমার জেল ছিল ভালো প্রশিক্ষণ রাই না (হা হা হা) হাসি ! "
সে আমাকে জিজ্ঞাসা করেনি কি হয়েছে, বরং বলেছে, "তোমার এখন কি কি লাগবে আমাকে বলো আমি ব্যাবস্থা করছি"

আমাকে কিছু জিজ্ঞাসা না করেই সে আমার আইনজীবীর সমস্ত ফি পরিশোধ করে দিয়েছে... এবং তারপর সে আমাকে টেক্সট করেছে, "এটা ঋণ নয়... বন্ধুরা বন্ধুর জন্য এটাই করে!" তোমার যে কোন প্রয়োজনে আমাকে বলো।

সে আমার জীবন পুনর্গঠনে সাহায্য করার জন্য জোর দিয়েছিল - পরে আমি আবিষ্কার করেছি যে আমার কঠিন সময়ের সময়ও সে আমার পরিবারের সমস্ত খরচটাও বহন করেছে।

সে একদিন বার্সেলোনায় আমার সাথে দেখা করে, এবং,,,,,,,

সে আমাকে তার সাথে প্রশিক্ষণে যেতে বাধ্য করে - সে আমাকে বলেছিল, "তুমি এখনও ইতিহাসের সেরা ফুল-ব্যাক... এবার চলো দৌড়াই"

যখন আমার মনে হলো আমার শক্তি ফুরিয়ে যাচ্ছে, তখন সে আমাকে বলেছিল, "দানিতো, মনে রেখো বার্সেলোনায় আমরা কত পাস করেছি। এটা আর একটি আক্রমণ এবং আমরা জিতব! "সে কখনোই আমাকে মিডিয়াতে তার সাহায্যের কথা মিডিয়াতে বলতে দেয়নি - সে বার বার বলেছে: "প্রকৃত বন্ধুত্ব ক্যামেরার বাইরে!"

সে আমাকে শিখিয়েছে যে প্রকৃত মহত্ত্ব গোলের মধ্যে নয়... বরং হৃদয়ে যা তারা স্পর্শ করে, আজ... যখন আমাকে মেসির ক্যারিয়ারের সেরা কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমি বলি: "সে আমার বন্ধু ছিল যখন তাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল"

Leo Messi

This is the new Bangladesh....For Gaza ❤️❤️
12/04/2025

This is the new Bangladesh....For Gaza ❤️❤️

🔴🗣️স্টিভ চেরুন্ডোলো (লস অ্যাঞ্জেলেস এফসির কোচ): “আপনি যদি এখনকার মেসির কথা বলেন, কিংবা ১০ বছর আগের মেসির—দু’ক্ষেত্রেই নি...
11/04/2025

🔴🗣️স্টিভ চেরুন্ডোলো (লস অ্যাঞ্জেলেস এফসির কোচ): “আপনি যদি এখনকার মেসির কথা বলেন, কিংবা ১০ বছর আগের মেসির—দু’ক্ষেত্রেই নির্দ্বিধায় বলা যায়, তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

“মেসিকে থামানো কোনো একজন খেলোয়াড়ের পক্ষে সম্ভব নয়। তাকে থামাতে হলে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা লাগে, তবুও, পুরোপুরি থামানো যায় না— তাই আবারও বলছি, তিনি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার—এবং এটাই আমাদের মেনে নিতে হবে।”🐐💫

গত সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ফার্স্ট লেগ খেলতে লস এঞ্জেলসে গিয়েছিলেন মেসি। কয়েকজন মেসি হ্যাটার্স সেদিন ব্যাঙ্গাত...
11/04/2025

গত সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ফার্স্ট লেগ খেলতে লস এঞ্জেলসে গিয়েছিলেন মেসি। কয়েকজন মেসি হ্যাটার্স সেদিন ব্যাঙ্গাত্মক ফটোকার্ড নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল। ইন্টার মায়ামির হারের পর মেসি কে নিয়ে অনেক সমালোচনাও করা হয়।

আজ ফিরতি লেগে রিভেঞ্জ টা নিয়ে নিলেন মেসি। ৩ গোল দিয়ে ইন্টার মায়ামি কামব্যাক করেছে, এর মধ্যে মেসি ২ গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন।

লিওনেল মেসি অন্য সকল ফুটবলার এর চেয়ে আলাদা। মাঠে বাজে অভিজ্ঞতার শিকার হলে মেজাজ হারিয়ে ফ্যানসদের সঙ্গে কখনো খারাপ আচরণ করতে যান না। মিডিয়া তে এসেও এসব নিয়ে কথা বলেন না, পারফরম্যান্স ই তার হয়ে কথা বলে।

#মেসি

14/02/2024

Valentine Day Mashup Song 2024 ❤️
Happy Birthday Day ।Tag your love 💕



Highlight Prithivi Narayan Saah Laxmi Sunar Ariyan Khan

11/02/2024

Valentine Special Mashup Song Lyrics 2024। Part1

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Music posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share