
27/06/2025
আগে সমাজ মানে ছিল মানুষের মুখোমুখি মেলামেশা, একসাথে সময় কাটানো। কিন্তু এখন প্রযুক্তির হাত ধরে সমাজ বদলে যাচ্ছে দ্রুত গতিতে।
📱 যোগাযোগ এখন আগের চেয়ে অনেক সহজ। দূরের মানুষের সাথে এক ক্লিকে কথা বলা যায়। কিন্তু কাছের মানুষই যেন আজকাল দূরে চলে যাচ্ছে। সবাই মোবাইলে ডুবে থাকে, গল্প-আড্ডা হারিয়ে যাচ্ছে।
🎓 শিক্ষা এখন হাতের মুঠোয়—ইউটিউব, গুগল, অনলাইন ক্লাস। কিন্তু মনোযোগের অভাবও তৈরি হয়েছে।
🤖 প্রযুক্তি আমাদের কাজকে সহজ করেছে ঠিকই, কিন্তু মনে করেনি—আমরা একা হয়ে যাচ্ছি কিনা!
😔 সোশ্যাল মিডিয়া যেমন মানুষকে কাছাকাছি এনেছে, তেমনি মানসিক চাপ, হিংসা, তুলনার আগুনও বাড়িয়েছে। মানুষ এখন নিজের জীবনের চেয়ে বেশি ভাবছে অন্যের পোস্ট নিয়ে।
✅ প্রযুক্তি ভালো, যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করি। না হলে প্রযুক্তিই সমাজের মানবিকতা কেড়ে নিতে পারে।
👉 প্রযুক্তি নয়, মানুষই সমাজের মূল। সম্পর্ক, মূল্যবোধ আর ভালোবাসা যেন হারিয়ে না যায়, এই চেষ্টাটাই দরকার।