Daily Vlog

Daily Vlog নিশ্চয় চিন্তাশীল ব্যক্তিদের জন্যই আল্লাহ তাআলা কুরআনকে উত্তম নিদর্শন ও পাথেয় হিসেবে পাঠিয়েছেন।

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথেযখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট...
28/05/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু!

— ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে

আপনার জীবনে এমন কিছু কি ঘটেছে যেখানে আপনি হয়তো অনেকটা আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তায়ালা কবুল করেছেন হয়ে থাকলে কমেন্টে জানাতে পারেন ।
#তাহাজ্জুদ #ইসলামিক #ইসলাম #ইসলামেরকথা #সন্তান

15/04/2025

ফুলের বৃষ্টি 🥰🥰🥰🥰

মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা সম্প্রতি বই পেয়েছে। আজ সকালে তাকে পড়াতে গিয়ে বাংলা বইতে দেখলাম- রবীন্দ্রনাথ ঠাকুরের...
14/04/2025

মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা সম্প্রতি বই পেয়েছে। আজ সকালে তাকে পড়াতে গিয়ে বাংলা বইতে দেখলাম- রবীন্দ্রনাথ ঠাকুরের "দুই বিঘা জমি" কবিতাটি। কবিতাটি হার্ট-টাচিং। কিন্তু তার সাথে এঁকে দেওয়া ছবিটি দেখে অবাক না হয়ে পারলাম না। ভূমিদস্যু বাবু'র গায়ে পাঞ্জাবি আর মুখে দাঁড়ি আঁকা হয়েছে। কবি তার কবিতায় তো বাবুকে এভাবে চিত্রিত করেননি। এর রহস্য কী? কারা করলেন এমন? কেন করলেন?

এই দেশের প্রগতিশীল ছদ্মবেশে ইসলাম ও আলেম ওলামায়ে কেরামকে জাতির কাছে সব অপকর্মের দানব হিসেবে উপস্থাপন করে। যেগুলোর সাথে তাদের চিটেপোটাও সম্পর্ক থাকে না।

©© Mohammad Salimullah মোহাম্মদ সলিমুল্লাহ

সিলেট ওসমানী মেডিকেল কলেজের গর্বিত ছাত্র, মা ও শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ (ফিলিস্তিনি)গতরাতে গা*জা'য় নামাজরত অবস্থায় ই...
14/04/2025

সিলেট ওসমানী মেডিকেল কলেজের গর্বিত ছাত্র, মা ও শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ (ফিলিস্তিনি)
গতরাতে গা*জা'য় নামাজরত অবস্থায় ইস-রা-ইল বাহিনীর ব'র্ব'র বো'মা হা'ম'লা'য় শহীদ হন।
বোমার আঘাতে তাঁর পবিত্র দেহ লণ্ডভণ্ড হয়ে যায়।

তিনি হাজারো নবজাতকের জন্মে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
মায়েদের মুখে হাসি ফোটাতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন।
একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন তিনি।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁর শহাদত কবুল করুন।
তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
আমিন।🤲

Today Best Photo
14/04/2025

Today Best Photo

Natural Supplements thatthat's Help For Good Sleep
14/04/2025

Natural Supplements thatthat's Help For Good Sleep

14/04/2025

আপনি যত বড়ই সেলিব্রেটি, বিজনেসম্যান, স্পোর্টসম্যান অথবা ক্ষমতাধর ব্যক্তি হোন না কেন..?? মৃ*ত্যুর সাথে সাথে আপনার একমাত্র পরিচয়
"লা*শ"

09/04/2025
ছবিটা দেখার পর কি ভাবছেন? এরা কারা? এরাই হলো নিমক হারামিদের  উত্তরসূরী  ইহুদী।পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদ নয়, এরা ঠিক ...
07/04/2025

ছবিটা দেখার পর কি ভাবছেন?

এরা কারা?

এরাই হলো নিমক হারামিদের উত্তরসূরী ইহুদী।

পৃথিবীর কোথাও যখন তারা নিরাপদ নয়, এরা ঠিক এভাবেই এসেছিল ১৯৪০ সালে ফিলিস্তিনে, একটু আশ্র‍য় পাওয়ার আসায়।

আর ফিলিস্তিনিরাও দয়া দেখিয়ে নিজেদের জায়গা, খাবার, পরার কাপড় দিয়ে সাহায্য করলো।

পরিশেষে ফকির হয়ে এসে মালিকের বাড়ি দখল।বলছিলাম আন্তর্জাতিক গাদ্দার ঈসরাঈলিদের কথা। আল্লাহ তায়ালা ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাসকে হেফাজত করুন।

হে আল্লাহ্ ইসরায়েল কে শিঘ্রই তাদের পাপের শাস্তি দেন।

আমিন।

কপি পোষ্ট.....

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।মি...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

© – ফাইজান বিন হক

06/04/2025

Latest Update on গা'জা:

1. সেখানে জায়গায় জায়গায় নিষিদ্ধ ফ্লো'রিন বো*মা ব্যবহার করা হচ্ছে এবং প্রতি ২০ সেকেন্ডে একটি করে মি*সা*ইল লঞ্চ করা হচ্ছে। পুরো গা*জা বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে!

2. আলজাজিরা, CNN, NBC সহ সকল সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের গা*জা ছাড়ার জন্য আল্টিমেটাম দিয়েছে IDF (Ist*ael De*fence Fo*rce)

3. গা*জায় এখন খাবারের প্রয়োজন নেই, প্রয়োজন অক্সিজেনের। গা*জার বাতাসে নিষিদ্ধ ফ্লো'রিন বো*মা ব্যবহার করার ফলে সেখানের বাতাস নিশ্বাসের অযোগ্য হয়ে গেছে।

4. সেখানে যতদূর চোখ যায় শুধু ছাই আর ছাই, ধ্বংশস্তুপ আর ধ্বংশস্তুপ, কোথাও কোন প্রাণের সন্ধান পাওয়া যাচ্ছেনা।

5. মিডিয়া কর্মীদের কাভার করতে দেয়া হচ্ছে না ,গা*জায় চলছে অপারেশন!

টুইলাইট -
ALJAJERA TV

Address

Ranir Bazar Road Cumilla
Cumilla
35001

Alerts

Be the first to know and let us send you an email when Daily Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share