
22/05/2025
তুমি জন্মায়ে এতো বড় গেছো মা। তোমার পিতা মাতার কোন অবদান নেই, তুমি এতো বড়ো হয়ে গেছো একাই। আমি এক অভাগা বাবা।
তোমার যখন সন্তান হবে তখন বুঝবে কি কস্ট। আগামী দিনের জন্য তোলা রইলো। আমি কি পাপ করেছি। জন্মের সাথে সাথে কত খুশি হয়ে ছিলাম। এই দিনের জন্য মেয়ে মানুষ করেছি।
# পিতা-মাতার লাশের উপর দিয়ে পা ঠেলে পাচারকারী হাত গিয়ে শান্তিতে থাকবে ভাবছো, কখনো না আল্লাহর বিচার যে দিন শুরু হবে, মা - বাবা অশিক্ষিত হতে পারে, তোমাকে তো শিক্ষিত করে ছিলাম, তা কি শিক্ষা নিলে গো মা। ভালো স্কুল- কলেজে পড়িয়েছি। আমি বেশি পড়াশোনা করতে পারিনি সবার দায়িত্ব পালন করতে হয়েছে।
একটি বারও ভাবলেনা মা-বাবার কি হবে। সমাজে আমাদের মাথা নিচু করে দিলে। যাদের রক্তে মাংসে তৈরী তুমি, এইভাবে ঋণ শোধ করলে। আবেগের জীবন চলেনা। সময় হারিয়ে বুঝবে। মানুষ করতে চেয়েছিলাম, আমি মানুষ করতে পারিনি সত্যি। আমি কোনো কিছুর অভাব দেইনি এইটাই ভুল করলাম। যখন যা চেয়েছো তাই দিয়েছি পাপ করেছি। পাচার কারীর হাত কোথায় চলে গেলি। এখনো সময় আছে, ফিরে আয় মা