Personal Vlog by Eity

Personal Vlog by Eity Assalamu Alaikum.. Welcome to my profile.. Allah Subhanallah Tala watching me...
Alhamdulillah.. For Everything........................
(1)

গতকালকে আমার ছেলে,,, আবু সাইদ,,, এই মগ টি পুরস্কার হিসেবে পেয়েছে, ক্লাসে সবার মধ্যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় সে দ...
15/08/2025

গতকালকে আমার ছেলে,,, আবু সাইদ,,, এই মগ টি পুরস্কার হিসেবে পেয়েছে,
ক্লাসে সবার মধ্যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় সে দ্বিতীয় হয়েছে, আলহামদুলিল্লাহ,,
পুরস্কারটা কত টাকার, সেটা বড় কথা নয়,
আমার ছেলে যে দ্বিতীয় হয়েছে,
সেটাই বড় কথা,, আলহামদুলিল্লাহ মহান আল্লাহর নিকট,,, ❤️❤️❤️

#পুরস্কার

13/08/2025

Life is too short!
Forgive people! Help!
Be grateful! Love and smile! You will see!
Be happy!

12/08/2025

নিজের হাতে নষ্ট হওয়া সব থেকে দামী জিনিস কি ছিলো ?

পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব...
08/08/2025

পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই,
সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই,
কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই।

এদেশে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয়! সেই টাকা ফেরত পাওয়ার সময় নিজের দুঃখ বর্ণনা করে ফেরত চাইতে হয়। When lendi...
06/08/2025

এদেশে টাকা ধার দেওয়ার সময়
অন্যের দুঃখ শুনতে হয়! সেই টাকা ফেরত পাওয়ার সময় নিজের দুঃখ বর্ণনা করে ফেরত চাইতে হয়।
When lending money in this country, you have to listen to the sorrows of others! When you get the money back, you have to express your own sorrow and ask for it back.

আমি এখন এটাই রিয়েলাইজ করি,পায়ের তলার মাটি শক্ত হইলে! কাঁধে হাত রাখার মানুষের  অভাব হয় না!এটাই বাস্তব!
02/08/2025

আমি এখন এটাই রিয়েলাইজ করি,
পায়ের তলার মাটি শক্ত হইলে! কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না!

এটাই বাস্তব!

জীবন নানা নাটকীয়তায় ভরপুর, তবুও আমরা বেঁচে থাকতে চাই, মরে যেতে চাই না, #জীবন  #জীবনেরকথা
30/07/2025

জীবন নানা নাটকীয়তায় ভরপুর, তবুও আমরা বেঁচে থাকতে চাই, মরে যেতে চাই না,
#জীবন #জীবনেরকথা

ছবিতে যেটা দেখা যাচ্ছে, এটা Revlon Liquid Quick Dry – এটি একটি নেইল পলিশ ড্রায়ার।এর কাজ:এই লিকুইডটি নেইল পলিশ দেওয়ার পর ...
28/07/2025

ছবিতে যেটা দেখা যাচ্ছে, এটা Revlon Liquid Quick Dry – এটি একটি নেইল পলিশ ড্রায়ার।

এর কাজ:

এই লিকুইডটি নেইল পলিশ দেওয়ার পর ব্যবহার করা হয় যাতে নেইল পলিশটা দ্রুত শুকিয়ে যায়। সাধারণত যারা নেইল পলিশ ব্যবহার করেন, তাদের সময় বাঁচানোর জন্য এই ধরনের দ্রব্য খুব উপকারী।

ব্যবহারের নিয়ম:

1. নেইল পলিশ দেওয়ার পর ১-২ মিনিট অপেক্ষা করুন।

2. এরপর এই Liquid Quick Dry এর ১-২ ফোঁটা প্রতি নখে লাগান।

3. এটি নেইল পলিশের উপর একটা পাতলা স্তর তৈরি করে, যা পলিশটিকে দ্রুত শুকাতে সাহায্য করে।

বিশেষ দ্রষ্টব্য > আমি কিন্তু নেইল পলিশ ব্যবহার করি না।
যারা ব্যবহার করেন তথ্যটা তাদের জন্য।
ধন্যবাদ।

28/07/2025

কিছু লোক আপনার সাথে কথা বলা ছেড়ে দেয়, আপনার বদনাম করার জন্য।

Creator Storefront এখনও আনলক হয়নি!আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি যেন খুব শিগগিরই ফেসবুকের এই ফিচারগুলো অ্যাকটিভ করতে পারি আ...
26/07/2025

Creator Storefront এখনও আনলক হয়নি!
আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি যেন খুব শিগগিরই ফেসবুকের এই ফিচারগুলো অ্যাকটিভ করতে পারি
আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার সবচেয়ে বড় শক্তি।
আশা করি পাশে থাকবেন

সম্ভবত এটাই কারোর শেষ ছুটির আবেদন 😓 #মাইলস্টোন  #ভাইরাল
23/07/2025

সম্ভবত এটাই কারোর শেষ ছুটির আবেদন 😓
#মাইলস্টোন #ভাইরাল

Address

Uttara
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Personal Vlog by Eity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Personal Vlog by Eity:

Share