Nirob Md Saidul-As a Dream

Nirob Md Saidul-As a Dream Wellcome guys, Nirob Md Saidul-As a Dream এ আপনাতের স্বাগতম, নতুন সব বিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে।

25/04/2025

I got 200 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

Singapore’s Changi airport has been named world's best airport for 13th time can you amazing guys?               .
21/04/2025

Singapore’s Changi airport has been named world's best airport for 13th time can you amazing guys?

.

20/04/2025

খুবই কিউট একটি শামুক। কেউকি বলতে পারবে এই শামুকটির নাম কি?

#কিউট #শামুক, .

19/04/2025

আমার দেখায় সিঙ্গাপুরের অন্যতম সুন্দর মনমুগ্ধকর ভিউ এটি। সিঙ্গাপুরে অবস্থিত মেরিনা সাউথ পিয়েরে রুফল্যান্ডের অসাধারণ #ভিউ , রুফটপ থেকে পুরো সিটির ভিউটি #অসাধারন দেখায়।

আপনারা যারা করতে আসেন অথবা আসবেন বলে ভাবছেন,অবশ্যই এই টিতে ভিজিট জরবেন। সিঙাপুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

কিভাবে এই মনোমুগ্ধকর যায়গাটিতে আসবেন কমেন্ট বক্সে দেয়া আছে দেখেনিন ধন্যবাদ সকলকেই।

10/04/2025

Singapore's bueatyful lake side view. ❤️💗🥰

সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম মারিয়া আব্রামোভিচ, ১৯৭৪ সালে এক ভয়ংকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পৃথিবীকে, একটি এক্স...
23/03/2025

সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম মারিয়া আব্রামোভিচ, ১৯৭৪ সালে এক ভয়ংকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পৃথিবীকে, একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে। ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো। লোকজনে ভর্তি একটি রুমের ভেতর মারিয়া স্ট্যাচুর মতোন দাঁড়িয়ে ছিল। সামনে টেবিলে রাখা অপ্রাসঙ্গিক, অগুরুত্বপূর্ণ, একে অপরের সঙ্গে সম্পর্কহীন বাহাত্তরটি জিনিস। লিপস্টিক, কেক, ছুরি, কাঁচি, গোলাপ, পিস্তল সহ আরো অনেক কিছু। বলা হয়েছিল, রাত আটটা থেকে দুইটা পর্যন্ত ছয় ঘণ্টা মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে মারিয়ার সঙ্গে। অনুমতিপত্রে স্বাক্ষর ছিল মারিয়ার। প্রথম আড়াই ঘণ্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ। চুল আঁচড়ে দিয়েছিল, ভালোবেসেছিল।

সময় যতই গড়াল, লোকজন ততই হিংস্র হয়ে উঠল। শেষ দুই ঘণ্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয়, পরনের জামাকাপড় ছিঁড়ে নগ্ন করে ফেলা হয়, ছুরি দিয়ে শরীরে আঘাত করা হয়, এমনকি শেষদিকে একজন পিস্তল নিয়ে মারিয়ার গলা চেপে ধরে ট্রিগার টানতে যাচ্ছিল প্রায়!

মারিয়া কি ওদের কোনো ক্ষতি করেছিল? ওদের কারোর জায়গা জমি নিজের বলে দাবি করেছিল? ওদের কাউকে মারধর করেছিল? কারো সাথে প্রতারণা করেছিল? সে তো কাউকে চিনতও না। কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল, গায়ে থুথু ছিটিয়েছিল, পরনের পোশাক ছিঁড়ে ফেলেছিল, একের পর এক আঘাতে করেছিল ক্ষতবিক্ষত! এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে চলে যাচ্ছিল, তখন তাকে অপমান করা একটি লোকও চোখের দিকে তাকাতে পারছিল না তার, লজ্জায়।

১৯৯৮ সালে জার্মানিতে চৌদ্দজন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে একটি সাইকোলজিক্যাল পরীক্ষার জন্য নির্বাচন করা হয় যার নাম ছিল দাস এক্সপেরিমেন্ট। এরপর ওই লোকগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। ওদের কাছে সময় পনের দিন। এই পনের দিন ওদের একভাগ কারাগারের কয়েদি হিসেবে অভিনয় করবে, বাকিরা থাকবে কারাগারের গার্ড। সবার অজান্তে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটর করা হবে। শর্ত ছিল, কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না। অর্থাৎ কোনরকম ভায়োলেন্স অ্যালাউড না।

প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও ২ দিন পার হওয়ার আগেই গার্ডরা কয়েদিদের ওপর ক্ষমতা প্রয়োগ করা শুরু করে। শেষদিকে তো পুরো এক্সপেরিমেন্টেরই বারোটা বেজে যায়।

লক্ষ্য করুন, ওরা জানে ওরা কেউই আসল গার্ড নয়। যারা কারাগারে বন্দি, তারাও সত্যিকারের কয়েদি নয়। ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছে কয়েকটা দিনের জন্য। অথচ বাহাত্তর ঘন্টা পার হওয়ার আগেই শুধুমাত্র বন্দিদের ওপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য ওরা কারাগারের লাইট অফ করে, গ্যাস ছেড়ে, কয়েদিদের জামাকাপড় খুলে উলঙ্গ করে শোয়ার একমাত্র বিছানাটাও বের করে নেয় যাতে কেউ ঘুমাতে না পারে। শুধু তাই নয়, সময় গড়ানোর সাথে সাথে গার্ডের দল কয়েদিদের হাত পা বেঁধে নির্যাতন করে, তাদের মুখের ওপর প্রস্রাব করে, এক নারী কয়েদিকে ধর্ষণের চেষ্টা করে এবং এমনকি একজনকে মেরে ফেলেছিল প্রায়!

মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানতে পারবেন, মানুষ অন্যকে ঘৃণা করে, অপছন্দ করে, হত্যা করে নানা কারণে। ওর বুদ্ধি বেশি, আমার কম কেন? ওর টাকা বেশি, আমার কম কেন? ওর সম্মান বেশি, আমার কম কেন?

রিদম জিরো এবং দাস এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে, একটা মানুষের কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো কারণ লাগে না। একজন মানুষ কোনোরকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে, ক্ষতি করে, তার বদনাম রটায়, কেননা মানুষের স্বভাবই অমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। সে সবসময়ই হিংস্র, লোভী, বর্বর এবং ভণ্ড। তাহলে প্রশ্ন জাগে, এই দুনিয়ায় কি ভালো মানুষ বলে কেউ নেই? হ্যাঁ, আছে হাতেগোনা দুচারজন। বাকিরা সুযোগের অভাবে ভালো।

Source : Internet

23/02/2025

Hp cny alredy gone 🤦‍♂️but i am still missing this night, it was so amazing, just calm down baby.😊🤗

সিঙ্গাপুর তার মুকুট ধরে রেখেছে। 🇸🇬🇸🇬❤️❤️সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট দিয়ে প্রথম অবস্থানে রয়েছে,যেখানে ভ...
21/12/2024

সিঙ্গাপুর তার মুকুট ধরে রেখেছে। 🇸🇬🇸🇬❤️❤️

সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট দিয়ে প্রথম অবস্থানে রয়েছে,
যেখানে ভিসা-মুক্ত ভ্রমণের জন্য মোট 195টি স্থান রয়েছে যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।

বিশ্বব্যাপী 192টি গন্তব্যে ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে,সাথে জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয় স্থানে রয়েছে।

সিঙ্গাপর পাসপোর্ট বিশ্বের নাম্বার ওয়ান পাসপোর্ট, বিশ্বের যেকোনো দেশেই ভিসা ছাড়াই তারা চাইলেই যেতে পারে।

ভাবাযায় এতো ছোট্ট একটি দেশ সিঙ্গাপুর, এটি একটি জেলার সমপরিমাণ। এর পরেও এই সিঙ্গাপুর বিশ্বের সেরা দশ-টি ধনী দেশের মধ্যে একটি হচ্ছে সিঙ্গাপুর।

08/10/2024

Chinese Singaporen Girl's dance acting. Marina bay sends Sg.

চাইনিজ সিঙ্গাপুরিয়ান মেয়েদের ডান্স সুটিং মেরিনা বে সেন্ডস।

Address

Cumilla
3516

Alerts

Be the first to know and let us send you an email when Nirob Md Saidul-As a Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category