Muslim Ummah News

Muslim Ummah News এই কঠিন মূহুর্তে ফিলিস্তিনি অসহায় ভাই বোনদের পাশে থাকবেন 🤲
কারণ সময় আপনার আমার ও আসতে পারে।

মাত্র ১১৭০ টাকায় পারবেন আপনার জমি নামজারি করতে। বিস্তারিত:✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : নামজারি প্রক্রিয়া ও খরচ :নামজা...
15/07/2025

মাত্র ১১৭০ টাকায় পারবেন আপনার জমি নামজারি করতে।
বিস্তারিত:

✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

✅নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

✅ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

✅সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

✅ তথ্য ও সহায়তা :
নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন।

রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগরীর যুবদলের নেতা। মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমোনাই মিথ্যা বলে তামাক খায় পীর সাহেব চরম...
14/07/2025

রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগরীর যুবদলের নেতা।
মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমোনাই
মিথ্যা বলে তামাক খায় পীর সাহেব চরমোনাই।

মুজাহিদের বাচ্চারা হুশিয়ার সাবধান
গোলাম আযমের বাচ্চারা হুশিয়ার সাবধান
জামাত শিবিরের বাচ্চারা হুশিয়ার সাবধান।

এভাবেই উন্মুক্তভাবে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে, আর তার সাথে তাল মিলাচ্ছে হাজার হাজার যুবদলের নেতারা,
কি মনে করেন এই যুবদল যুবলীগ হতে কতক্ষণ লাগবে?
এই ছাত্রদল ছাত্রলীগ হইতে কত সময় লাগবে?
ক্ষমতা যদি হাতের মুঠোয় চলে আসে তাহলে এই দল লীগে পরিণত হতে সূর্য ওঠার অপেক্ষা করবে না,
এই ধানের শীষ নৌকায় উঠতে পাকার অপেক্ষা করতে হবে না।

চরমোনাইর পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ গত কয়েকদিন আগে একটি মন্তব্য করেন,
চাঁদা উঠাই পল্টনে, চলে যাই লন্ডনে।
এই বক্তব্যের অবশ্যই বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি আছে, কারণ কোন দলের হাজার হাজার নেতা ক্ষমতা পাওয়ার আগেই প্রকাশ্যে চাঁদাবাজি করা এবং চাঁদা না পেলে খুন করা এটা অবশ্যই ওই দলের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির ব্যর্থতা, এবং দল নিয়ন্ত্রণহীন হওয়ার বড় আলামত।
পীর সাহেব হুজুরের এই সমালোচনা সত্য মিথ্যার মানদন্ডে আলোচনা হতে পারে, কিন্তু হুজুরকে গালিগালাজ করে কথা বলা এবং স্লোগান তোলা অবশ্যই বরদাস্ত করা হবে না,
আমি চরমোনাই করি এই জন্য না, আমিও একজন হুজুর সেইজন্য, কারণ হুজুর ফোবিয়া এবং ইসলাম ফোবিয়া আওয়ামী লীগের সবচেয়ে বড় মহামারী ছিল এটা বিএনপির মধ্যেও ছড়িয়ে পড়ছে।

এই দৃশ্যগুলো বিএনপি'র জন্য ভালো কিছু নিয়ে আসবে না, তবে ভালো কিছু হতেও পারে কারণ এই দেশটাই ভালো না।

আমরা যতটুকু বুঝতে পারছি এই দল অলরেডি লীগের পথেই হাঁটছে, রঙিন ফারহানা আর ফজলু পাগলারা এই দল নিয়ন্ত্রণ করছে, জয় বাংলা স্লোগান এখন ধানের শীষের স্লোগান হয়ে উঠেছে, ৩২ নম্বর ভাঙ্গা এখন আপার কলিজা পোড়ায়,
এক ভাই ঠিকই বলেছেন, বিদেশে থেকে ভিডিও কলে বউ সামলানো কঠিন, তাহলে তিনি দল কিভাবে সামলাবেন?
এখনো সময় আছে, নয়নদের সামলান, নতুবা দুই নয়নে ক্ষমতার চেহারা দেখা হবে না। গুডবাই।

14/07/2025
😥😥😥😥😥
12/07/2025

😥😥😥😥😥

কিয়ামত দেখেন!! ইমাম নুরুল আমিন মাদানীচাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব।তিনি মদিনা বিশ্ববি...
11/07/2025

কিয়ামত দেখেন!!
ইমাম নুরুল আমিন মাদানী
চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব।
তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যিনি লেখাপড়া সম্পূর্ণ করেন।

আজ জুম্মার খুতবায় সুদ এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলায় খুতবা চলা অবস্থায় স্থানীয় এক বিএনপি নেতা চাপাতি দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

এরকম নজির অতীতে শুনেছেন??
আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।
#জুলাই_আন্দোলন #বাংলাদেশ_খেলাফত_মজলিস_নাসিরনগর

এই সেই নিহত ব্যবসায়ী সোহাগ, যাকে উলঙ্গ করে পাথর মেরে নির্মম ভাবে হত্যা করা হয়।
11/07/2025

এই সেই নিহত ব্যবসায়ী সোহাগ, যাকে উলঙ্গ করে পাথর মেরে নির্মম ভাবে হত্যা করা হয়।

11/07/2025

একজন মানুষকে মেরে ফেলার পর তার লাশকে এভাবে পাথর মারার দৃশ্য সহ্য করার শক্তি দুনিয়ার কোন সভ্য মানুষের নেই! কয়েক মিনিটের ভিডিও পুরোটা দেখতে পারি নি ।

জনাব তারেক রহমান সাহেব! দয়া করে আপনার দলের এদের থামান। ১০ মাসে আর কত অ*প *রা* ধ করলে আপনার কর্মীদের থামাবেন ?

আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম। শেখ হাসিনাও নিজেকে সবকিছুর উর্ধ্বে মনে করেছিল। তার পরিণতি চোখের সামনে রাখবেন ।

সামনে তো নির্বাচন আসছে।ভোট দেওয়ার আগে মনে রাখবেন—শুধু চাঁদার টাকা না দেওয়ার কারণে, কতটা হিংস্র হলে একজন মানুষকে রাস্তায় ...
11/07/2025

সামনে তো নির্বাচন আসছে।
ভোট দেওয়ার আগে মনে রাখবেন—
শুধু চাঁদার টাকা না দেওয়ার কারণে, কতটা হিংস্র হলে একজন মানুষকে রাস্তায় পিটিয়ে, ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা যায়!
কতটা পৈশাচিক হলে রক্তাক্ত লাশের ওপর নাচা যায়!

ভোটের কাগজে সিল দেওয়ার আগে যেন এই চিত্রগুলো চোখের সামনে ভেসে ওঠে।

"নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, গত দুই-তিন মাস ধরে মঈন প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করত সোহাগের কাছ থেকে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায় দুই মাস আগে দোকানের সামনে এসে হুমকি দিয়ে যায়—তোকে দেখে নেব। আজ সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈনসহ ৪-৫ জন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি, কারণ মঈন চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল।

বিশ্বজিৎ ঘটিয়ে ফেললো ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি। বলতে পারেন কেন আপনাদের দলেই এইসব পিশাচগুলির জায়গা হয়? যে আসে তাকেই নিয়ে নেন, কোন আদর্শের ভিত্তিতে এদেশে কেউ কোন দলের পদ পেতে পারে তার কি কোন আউটলাইন আছে? নাকি এদের নিয়েই দেশের সর্ববৃহৎ দলের অহংকার করেন?"

11/07/2025

সাবধান ! দেশে এখন কোন মানুষ নিরাপদ নয় ।
👇

11/07/2025

এই ঘটনা ১৪০০ বছর আগের আইয়ামে জাহেলিয়াত কেও হার মানালো !
এর বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করবেন ইনশাআল্লাহ

২৮ অক্টোবরের মত প্রকাশ্যে হত্যা করে লাশের উপর নৃত্য! এটা কোনভাবেই মেনে নেয়া যায়না। বিএনপি হাই কমান্ড  এমন পৈশাচিক কর্ম...
11/07/2025

২৮ অক্টোবরের মত প্রকাশ্যে হত্যা করে লাশের উপর নৃত্য!
এটা কোনভাবেই মেনে নেয়া যায়না।
বিএনপি হাই কমান্ড এমন পৈশাচিক কর্মকান্ডের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না নিলে জনগন মুখ ফিরিয়ে নিবে ,এটা নিশ্চিত।
সারাদেশে হত্যা চাঁদাবাজির এত নিউজ আসার পরও
সবকিছু বাদ দিয়ে দলের এই সংস্কার আগে প্রয়োজন।

এই পিকচারটা দ্রুত শেয়ার করুন । বিএনপির মুখোশ উন্মোচন করে দিন।

গা যা র শাহজাদি❤️💔❤️
11/07/2025

গা যা র শাহজাদি❤️💔❤️

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share