28/10/2025
এই লোকটা বিয়ে করছে এর সে বউ চলে গেছে, আবার আরেকজনকে বিয়ে করছে সেও ভাইরাল হয়ে চলে গেছে, আচ্ছা এখন যাকে বিয়ে করেছে তাকে নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন তার অতীত কি তার অতিতে কি ছিল আপনারা কেন এগুলা খুঁজে বের করতে যাচ্ছেন তাকে সংসার করতে দেন, কি চান যেমন যদিও খারাপ থাকে তাকে আমি দেখি নাই সে খারাপ জায়গায় চলে যাক নাকি আবার,, নিজের নিজের জীবন নিয়ে ভাবুন অন্যের জীবন নিয়ে পড়ে থাকার জন্য মানুষ এত সময় পাই কোথায়।
Mohammad Alam Hasan ভাইয়া আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইলো মিহাল কে এই ভাবে আগলে রাখবেন আপনি একজন বেস্ট বাবা হিসেবে।