Mahmuda Bhuiyan kajol

Mahmuda Bhuiyan kajol Stay with me �

19/11/2023
খুব ভালো উদ্যোগ❤️❤️
14/11/2023

খুব ভালো উদ্যোগ❤️❤️

12/11/2023

১৮+ বয়সেও যদি আপনি একা একা কোথাও না যান| বাবা-মায়ের পারমিশন ছাড়া বন্ধু-বান্ধবকে ঘুরতে যাওয়ার ওয়াদা না করেন তারমানেই আপনি ঘরকুনো, স্টুপিড বা বয়লার না| বাবা-মার সাথে যে আপনার একটা স্ট্রং রিলেশন আছে সেটাই মুখ্য| আপনি সম্মান করেন তাদের চিন্তাভাবনা কে| প্রায়োরিটি দেন তাদের পারমিশন কে| নইলে একা কোথাও বেড়িয়ে পরা আহামরি কঠিন কিছু না|

They are the lucky child of their parents ••
আমি এখনো এই কাজটা করি🙂🙂🙂

10/11/2023

"রিলেশনে জড়িয়ে যে পুরুষকে আপনি বিয়ের আগেই শুধরে নিতে পারেন নি,সে পুরুষকে বিয়ে করে বিয়ের পর ঠিক করে নেবেন এই স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন।
যে আপনাকে ভালোবাসে,সে আপনার জন্য তার ভুল সহজেই শুধরে নেয়। আর যে আপনাকে প্রয়োজন মনে করে সে কখনোই আপনার জন্য ভুল শুধরাবার নয়!
-কথাটি আজীবন মাথায় রাখবেন।
হ্যাঁ ৯০% নারীরা বিয়ের পর চেঞ্জ হয়ে যায়। বাপ মা'র সম্মান এবং ডিভোর্সীর ট্যাগ থেকে বাঁচার জন্যও অনেকেই চেঞ্জ হয়ে যায়।
আর ১০% এর মধ্যে ৯% মেয়েরা চেঞ্জ না হওয়ার জন্যই এবং স্বামীর পরিবারের দাবি মেনে না নাওয়ার জন্যেই ডিভোর্স হয়।
আর পরকীয়ার জন্য ডিভোর্স হয় ১% এর!
সতুরাং ভেবে দেখুন,আপনি কাকে ভালোবাসছেন?
এমন না যে ছেলেরা পরিবর্তন হয় না,
যেসব ছেলেরা বিয়ের পর স্ত্রীর জন্য পরিবর্তিত হয়, দুঃখজনক হলেও সত্য সমাজ তাদেরকে বউয়ের ভেড়া উপাধি দেয়!
তার চেয়ে ছেলেদের জন্য এটা দুঃখজনক যে,
ছেলেটা খারাপ থেকে ভালো হয়েছে কিনা এটার প্রশংসা এই ফালতু সমাজ করেনা।বরং সমাজ উসকিয়ে দিয়েই বুঝিয়ে দেয় ভালো ছেলেদের যেমন দাম নেই,তেমনি সমাজে ভালো মেয়েদেরও দাম নেই!"

09/11/2023

৫৩ তম অর্থনীতি ব্যাচ এর র্যাগ ডেতে প্রোগ্রামের কিছু অংশ!

09/11/2023

কাউকে পছন্দ হলে বিয়ের প্রস্তাব দিন। দ্রুত বিয়ে করে ফেলুন। প্রেমের সম্পর্ক ধীরেধীরে জীবনটাকে তিক্ত করে ফেলে। এ সম্পর্কে না জড়ানোই ভালো। তাছাড়া আমরা জানি যে, প্রেমিক প্রেমিকার চোখের দিকে তাকালে একটা অন্যরকম শিহরণ জাগানো অনুভূতি কাজ করে। বিয়ের পরেও আপনার একই অনুভূতি হবে। কিন্তু বিয়ের আগে তার চোখের দিকে তাকালে আপনার পাপ হবে। আর বিয়ের পরে তাকালে আল্লাহর রহমত বর্ষিত হবে। কাজেই বিয়ে করে প্রেমটাকে হালাল করে নিন। দীর্ঘদিন প্রেম করে বিয়ে করলে সে সংসারে নতুনত্বের স্বাদ থাকে না। সম্পূর্ণ নতুন একজনকে জানার, চেনার মাঝে যে আগ্রহ থাকে, দীর্ঘদিনের পুরনো প্রেমিকাকে বিয়ে করলে তাকে নতুন করে জানার জন্য বিবাহিত জীবনকে কাজে লাগাতে পারবেন না। কাজেই ভালো লাগালেই বাসায় জানান, বিয়ে করুন। দেখবেন একে অপরকে জানতে, চিনতে, সংসার জীবনটাকে আরো হাজারগুণ বেশি উপভোগ করতে পারছেন। জীবনে তিক্তটা অনেকাংশে কমে যাবে।

আল্লাহ বিবাহ-বহিভুর্ত সকল প্রেম-ভালোবাসাকে নিষিদ্ধ করেছে,কারন এতে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি। ৯০% এর চেয়ে বেশী প্রেম-ভালোবাসা যৌনতার দিকে গড়িয়েছে একটা প্রতিবেদনে উঠে এসেছে। যে সকল সম্পর্ক যৌনতার দিকে গড়িয়েছে যে সকল সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় নি।

একান্তই ব্যক্তিগত মতামত।
Copied

09/11/2023

জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি।

🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।
🚃 ঢাকা টু কক্সবাজার।
🚃 সিলেট টু কক্সবাজার।
🚃 চাঁদপুর টু কক্সবাজার।

কক্সবাজার রুটে ট্রেনের সময় সূচী।
১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায় কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়।
ট্রেন:- চট্টলা এক্সপ্রেস।

২.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়।
ট্রেন:- কক্সবাজার কমিউটার।

৩.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়।
ট্রেন:- চট্রলা এক্সপ্রেস।

৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেন:- দোহাজারী কমিউটার।

৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়।
ট্রেন:- দোহাজারী কমিউটার।

৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়।
ট্রেন:- চট্রলা এক্সপ্রেস।

৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়।
ট্রেন:- কক্সবাজার কমিউটার।

৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়।
ট্রেন:- চট্টলা এক্সপ্রেস।

৯.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ৭.৪৫ টায়
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৪ টায়।
ট্রেন:- মহানগর প্রভাতী।

১০.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ টায়
কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬.৩০ টায়
ট্রেন:- ট্যুরিস্ট কোচ।

১১.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে রাত ১১ঃ১৫ টায়
কক্সবাজার পৌঁছাবে ৭.১৫ টায়।
ট্রেন:- কোরিয়ান কোচ।

১২.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
ঢাকা পৌঁছাবে রাত ৯.০০ টায়।
আপাতত কোরিয়ান কোচ।

১৩.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ঃ৪৫ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৬টায়।
ট্রেন:- তূর্না এক্সপ্রেস।

১৪.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ১০ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৭ টায়।
আপাতত টুরিস্ট কোচ।

১৫.♦️সিলেট কক্সবাজার♦️
সিলেট ছেড়ে যাবে সকাল ৭.৩০
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৫ টায়।

১৬.♦️কক্সবাজার সিলেট♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ টায়
সিলেট পৌঁছাবে সকাল ৫.৩০ টায়।
Copied

08/11/2023

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥

"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

~সুবহানআল্লাহ❤
Copied

06/11/2023

এবার ঠিক আছে
love you pm🥰🥰🥰🥰

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmuda Bhuiyan kajol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmuda Bhuiyan kajol:

Share