Ruji's Diary

Ruji's Diary Nothing better then watching your prayers become "REALITY"✨

কখনো কোন পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়বেন না,সেটা হতে পারে অর্থ সম্পদ,হতে পারে আন্তরিকতা, ভালোবাসা,সম্মান।সবটা...
27/09/2025

কখনো কোন পরিস্থিতিতেই নিজের অধিকার, নিজের হক ছাড়বেন না,সেটা হতে পারে অর্থ সম্পদ,হতে পারে আন্তরিকতা, ভালোবাসা,সম্মান।

সবটা ইঞ্চি ইঞ্চি বুঝে নিবেন ঠিক যতটা আপনি প্রাপ্য। এই কথায় আমাকে স্বার্থপর মনে হতে পারে তবে সত্যি কি জানেন?
সত্যি হচ্ছে আপনি যখন ছাড়বেন তখনই সবাই মনে রাখে,২ দিন না যেতেই যখন হজম হয়ে যায় তখন আপনার দিকে আঙুল তুলতে ২ বার ভাবে না!
আর তখন শুরু হয় মানুষিক ভাবে নিঃস্ব হয়ে যাওয়ার মত অমানবিক কষ্ট। দিনশেষে সবই হারাতে হয় তখন।

অনেক সময় আমরা চুপ থেকে, মেনে নিয়ে, ছাড় দিয়ে সম্পর্ক, শান্তি কিংবা ভালোবাসা বাঁচাতে চাই। ভাবি—"আমি না হয় একটু কমই থাকলাম", "আমি না হয় ওদের কথাতেই মাথা ঝুঁকালাম"। কিন্তু জানেন তো, এই 'না হয়' গুলোই একসময় আমাদের অস্তিত্বকে মুছে দেয়।

অর্থ, সম্মান, আন্তরিকতা, ভালোবাসা—সবকিছুতেই আপনার একটি ন্যায্য স্থান আছে। সেই জায়গাটা কেউ ‘দিচ্ছে না’ বলেই আপনি নেবেন না?
না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

হ্যাঁ, আপনাকে হয়তো কেউ বলবে “তুমি স্বার্থপর”, “নিজেরটা ছাড়া কিছু বোঝো না”।
কিন্তু সত্যিটা হলো—
যখন আপনি ছাড়েন, তখন সবাই খায়।
যখন আপনি চুপ থাকেন, তখন সবাই আপনাকে ঠকায়।
আর যখন আপনি ভেঙে পড়েন, তখন কেউ ফিরে তাকায় না।

মানুষের স্বভাবই এমন—আপনি যতটা মাটি হবেন, তারা ততটা হেঁটে যাবে আপনার উপর দিয়ে।
আর যখন একদিন নিঃস্ব হয়ে পড়বেন, তখন শুধু একটা কথাই মনে আসবে—
"আমি কেন নিজেরটা ধরে রাখিনি?"

তাই, আজ নয় কাল নয়—
এই মুহূর্ত থেকেই শিখে নিন, নিজের প্রাপ্য জিনিসগুলো বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে চেয়ে নিতে, প্রয়োজনে জোর গলায় দাবি করতে।এটাই আত্মসম্মান।এটাই আত্মরক্ষা...

Good morning everyone 💞🌞
27/09/2025

Good morning everyone 💞🌞

Good night everybody ❤️‍🩹😴
26/09/2025

Good night everybody ❤️‍🩹😴

একটা মেয়ে কখনো তার অনুভুতি বুঝিয়ে বলতে পারে নাহ্! তাই তাদের কষ্ট কেউ বুঝতে পারে নাহ্.!😓💔
26/09/2025

একটা মেয়ে কখনো তার অনুভুতি বুঝিয়ে বলতে পারে নাহ্! তাই তাদের কষ্ট কেউ বুঝতে পারে নাহ্.!😓💔

কখনো কখনো আল্লাহ্ সব দরজা–জানালা বন্ধ করে দেন, কারণ বাইরে ঝড় বইছে।কখনো কখনো আল্লাহ আপনাকে নদীতে নিক্ষেপ করেন, কারণ আপনার...
26/09/2025

কখনো কখনো আল্লাহ্ সব দরজা–জানালা বন্ধ করে দেন, কারণ বাইরে ঝড় বইছে।
কখনো কখনো আল্লাহ আপনাকে নদীতে নিক্ষেপ করেন, কারণ আপনার শত্রু সাঁতার জানে না।

আবার কখনো আল্লাহ্ আপনাকে এক জায়গায় আটকে দেন, যেন বিপদ আপনার সামনে দিয়ে চলে যায় আর আপনাকে স্পর্শ করতে না পারে।
তাই মানসিকতা বদলান। আপনি ঠিক সেখানেই আছেন যেখানে থাকার দরকার ছিলো।

না খুব দ্রুত, না খুব ধীরে—আল্লাহর সময়ই সবচেয়ে নিখুঁত। তাঁর উপর ভরসা (তাওয়াক্কুল) রাখুন এবং ক্রমাগত দোয়া করুন যেন আল্লাহ্ আপনার জন্য সব সহজ করে দেন।

ভাগ্যিস শ্বশুর বাড়ি নামক একটা বিদ্যালয় ছিল,না হলে আমরা মেয়েরা জানতেই পারতাম না, যে আমাদের এতটা দো"ষ আছে,শশুর বাড়ি হচ্ছে ...
26/09/2025

ভাগ্যিস শ্বশুর বাড়ি নামক একটা বিদ্যালয় ছিল,না হলে আমরা মেয়েরা জানতেই পারতাম না, যে আমাদের এতটা দো"ষ আছে,শশুর বাড়ি হচ্ছে স্কুলের মত, যেখানে শিক্ষকের কোন অভাব নেই, আবার শিক্ষার ও শেষ নেই!.

Good morning beautiful guys 💞🌞Alhamdulillah for everything ✨🥀
26/09/2025

Good morning beautiful guys 💞🌞
Alhamdulillah for everything ✨🥀

Wishing  all friend's peaceful night and the sweetest dreams 🩵☺️
25/09/2025

Wishing all friend's peaceful night
and the sweetest dreams 🩵☺️

25/09/2025

তুমি অভিমানের পর্দা সরিয়ে দেখো আমি আর নেই.!💔🌸

মাঝে মাঝে ইচ্ছে করে ওই নীল আকাশে কোনো মুক্ত পাখির মতো উড়ে যেতে।যেখানে নেই কোনো বাঁধা , দূঃখ থাকলেও আছে মুক্তির অনুভূতি.....
25/09/2025

মাঝে মাঝে ইচ্ছে করে ওই নীল আকাশে কোনো মুক্ত পাখির মতো উড়ে যেতে।
যেখানে নেই কোনো বাঁধা , দূঃখ থাকলেও আছে মুক্তির অনুভূতি....✨🕊️

🫣🫣
25/09/2025

🫣🫣

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruji's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share