Churnalism By Siraj

Churnalism By Siraj "আল্লাহ্ ধৈর্য্যশীলদের সাথে আছেন "_কুরআন ৮:৪৬
"Allah is with the patient "_Quran 8:46

Good luck Bangladesh
15/10/2025

Good luck Bangladesh

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ   |
14/10/2025

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ
|

মেডিকেল ভর্তি পরীক্ষায় উনি নবম হয়েছিলেন। উনার ‘এ’ ব্যাচে থাকার কথা ছিল, কিন্তু ভর্তি হতে কয়েকদিন দেরী হয়ে গেল। আমার সাথে...
14/10/2025

মেডিকেল ভর্তি পরীক্ষায় উনি নবম হয়েছিলেন। উনার ‘এ’ ব্যাচে থাকার কথা ছিল, কিন্তু ভর্তি হতে কয়েকদিন দেরী হয়ে গেল। আমার সাথে একই ব্যাচে পরে গেলেন, ‘ডি’ ব্যাচ।

বন্ধু ছিলাম আমরা। একসাথে পড়াশুনা করতাম কয়েকজন মিলে। ইন্টারনশিপের সময় উনার মা আমাকে পাঠিয়ে দিলেন ছেলে দেখতে। ছেলে দেখেশুনে বলতে হবে বিবাহযোগ্য কিনা। ছেলে দেখলাম আর ভাবলাম, কি দরকার ছেলে দেখার, আরেক জায়গায় বিয়ে করার, আমরাই তো আছি।

তাই, ১৯৮৯ সালের ২৮ মে, সুন্দর এক বিকালে, বেলি ফুলের মালা আর অনেকখানি সাহস নিয়ে হাজির হলাম।উনার ইভিনিং ডিউটি ছিল, বললাম ডিউটি শেষে অপেক্ষা করতে। দুরুদুরু বুকে বলেই ফেললাম, “বিয়েটা কি অন্য জায়গায় না করলেই না?” উনি হেসে বললেন, “বাসায় কথা বল।“

১৯৯০ সালের ২৪ আগস্ট আমাদের বিয়ে হয়ে গেল। অসম্ভব ভালো এই রাধুনীকে আমি বিয়ে করে ফেললাম। শত ব্যস্ততা সত্ত্বেও উনার নিজের হাতে রান্না করা চাই, আমাকে মোটা বানানো চাই। প্রতি বছর তাই ওজন বাড়ছে, অসাধারণ এই মানুষটার জন্য মায়াও বাড়ছে।

Dr.Kaniz Hasina Sheuli
DMC K-40
Professor & Head of the Department of Pediatric Surgical Oncology
Dhaka Medical College Hospital

Dr.Abdul Hanif Tablu
DMC K-40

কুমিল্লাকে বিভাগ করার দাবিতে সমাবেশে করেছে জেলার সর্বস্তরের জনগণ। শুক্রবার বেলা ৩টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূ...
11/10/2025

কুমিল্লাকে বিভাগ করার দাবিতে সমাবেশে করেছে জেলার সর্বস্তরের জনগণ। শুক্রবার বেলা ৩টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন হাজারো মানুষ।

এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তারা। সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লাপ্রেমী মানুষ।

11/10/2025
No, problem. Will see next.
10/10/2025

No, problem. Will see next.

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেলেন বরিশাল পিরোজপুরের কৃষকের মেধাবীন মেয়ে মুনিয়া রেজাল্ট পাওয়া ...
10/10/2025

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেলেন বরিশাল পিরোজপুরের কৃষকের মেধাবীন মেয়ে মুনিয়া রেজাল্ট পাওয়া মাত্রই আনন্দে মুখরিত পুরো পরিবার মনিয়ার বাবা বলেন দেশবাসীর কাছে দোয়া চাই আমার মেয়েটার জন্য।

একখণ্ড ফুটবল বাংলাদেশ  #ফুটবল  #বাংলাদেশ
09/10/2025

একখণ্ড ফুটবল বাংলাদেশ #ফুটবল #বাংলাদেশ

মারু-ফিজ (Maru-Fizz)
07/10/2025

মারু-ফিজ (Maru-Fizz)

আমিনুল ইসলাম বুলবুল নাকি মাদ্রাসার স্টুডেন্টদের ক্রিকেট চালু করতে যাচ্ছে। এটা যদি ঠিকঠাক মতো শুরু করতে পারে এবং সবসময় কন...
07/10/2025

আমিনুল ইসলাম বুলবুল নাকি মাদ্রাসার স্টুডেন্টদের ক্রিকেট চালু করতে যাচ্ছে। এটা যদি ঠিকঠাক মতো শুরু করতে পারে এবং সবসময় কন্টিনিউ করতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেটে এই উদ্যোগটা কত বড় ইমপ্যাক্ট রাখবে সেটা কয়েকবছর পরেই বুঝা যাবে।

ওয়ানডেতে এক ইনিংসে সর্বনিম্ন ইকোনোমি রেটের মালিক ফিল সিমন্সওয়ানডে ক্রিকেটে ১০ ওভার বল করলে সাধারণত একজন বোলারের ইকোনোমি ...
06/10/2025

ওয়ানডেতে এক ইনিংসে সর্বনিম্ন ইকোনোমি রেটের মালিক ফিল সিমন্স
ওয়ানডে ক্রিকেটে ১০ ওভার বল করলে সাধারণত একজন বোলারের ইকোনোমি রেট ৪ এর নিচে হলে তা দুর্দান্ত বলে ধরা হয়। তবে ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ফিল সিমন্স যা করেছিলেন, তা ক্রিকেট ইতিহাসে আজও অনন্য।
সেই ম্যাচে সিমন্স বল হাতে করেছিলেন অবিশ্বাস্য এক কীর্তি। তিনি তার পূর্ণ ১০ ওভার বোলিং করে দেন মাত্র ৩ রান এবং তুলে নেন ৪ উইকেট। তার স্পেলের মধ্যে ছিল টানা ৮টি মেইডেন ওভার। ফলে তার ইকোনোমি রেট দাঁড়ায় ওভারপ্রতি মাত্র ০.৩।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি এখনও পর্যন্ত এক ইনিংসে সর্বনিম্ন ইকোনোমি রেটের রেকর্ড। এমন নিয়ন্ত্রিত ও বিধ্বংসী বোলিং পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই দেখা গেছে, আর সেটিই ফিল সিমন্সকে এনে দিয়েছে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইকোনমিক স্পেলের স্বীকৃতি। Phil Simmonds

Tariq Mridha ভাইয়ের প্রোফাইল থেকে নেওয়া। ময়লা নেয়ার জন্য কলিংবেল দিলো। আমি দরজাটা খুলতেই ছেলেটিকে দেখে বিস্মিত হয়ে  যাই।...
06/10/2025

Tariq Mridha ভাইয়ের প্রোফাইল থেকে নেওয়া। ময়লা নেয়ার জন্য কলিংবেল দিলো। আমি দরজাটা খুলতেই ছেলেটিকে দেখে বিস্মিত হয়ে যাই। গতকাল ময়লার ঝুড়িতে আমার এই টি শার্টটি ফেলে দেই। বেশ পুরোনো হয়ে গেছে। কিন্ত এটা ওর গায়ে দেখে আমার আর বুঝতে বাকি রইলো না। আমি জিজ্ঞেস করলাম তুমি এটা কোথায় পেয়েছো? ও জানালো ভাই ময়লার ভ্যানে। সে নাকি এটা বাসায় নিয়ে ধুয়ে আজ পরেছে। আমি জাস্ট ওর সামনেই কেঁদে দিলাম নির্লজ্জের মত। আমার নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হচ্ছিলো। ভাল একটা বাইক নাই আমার তাই কদিন ধরে আমার মন খারাপ। যাইহোক আমি ওকে বললাম তুমি এখানে দাড়াও। আমি রুমে গিয়ে আমার অনেকগুলো ভাল শার্ট প্যান্ট ওকে দিয়ে দিলাম। আমার ইচ্ছা করতেছিলো আলমারির সব ওরে দিয়ে দেই। #জীবনেরকথা #জীবনেরপথ #জীবনজীবিকা #জীবিকা

Address

Post Office Road, East Badda, Badda, Dhaka
Cumilla
1212

Alerts

Be the first to know and let us send you an email when Churnalism By Siraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Churnalism By Siraj:

Share