26/06/2025
প্রিয়,জীবন
তোমাকে আমার বলার আছে অনেক কিছু জানো চলতে চলতে এবার আমি ভিষণ ক্লান্ত। তুমি বলেছিলে সফল হতে জীবনে। কিন্তু আমি আমার গন্তব্যে আজ অব্দি পৌঁছাতে পারি নি।
সফলতার পথে যে অনেক রহস্য লুকিয়ে রাখা অনেক কাটা বিছানো। আমি হাঁটতে হাঁটতে কাটার আঘাত পেয়ে হুমড়ি খেয়ে পড়ি আবারও অনেক কষ্টে হাঁটা শুরু করি। সফলতা পেতে আমার আরও কতদূর এভাবে হাঁটতে তা ও আমি জানি না।
হয়তো সফলতা অনেকটাই কাছে নয়তো বা এখনও রয়েছে বহুদূরে। আমার মস্তিষ্ক শূন্য আঘাত পেয়ে জর্জরিত ব্যথা হয় শরীর ও মনে। তবুও আমি সব ব্যথা উপেক্ষা করে হেঁটে চলেছি নতুন সূর্য্য দেখার আশায়।
জীবন তুমি আমাকে বলেছিলে সফলতার অনুভূতি সুন্দর আমিও জানি যে সফলতার অনুভূতি সুন্দর। তবে এই কঠিন পৃথিবীতে সফল হওয়া অনেকটাই দুষ্কর। খুব কম মানুষই পারে সফল হতে।
ভাগ্যে যা আছে তাই হবে এই ভেবে আমি বসে থাকছি না ভাগ্যকে উপেক্ষা করে পেছনে না তাকিয়েই আমি দৌড়াচ্ছি সফল হওয়ার আশায় আমার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার আশায়.....✨💜
©️