Niha's Thoughts".

Niha's Thoughts". ~ ধূলিময় জীবন, বালি-ঝড়ো হাওয়া...
ছুটে চলেছি সত্যি ভেবে সব, একদিন ভাঙবে ভ্রম
আর হারিয়ে যাবে সব চাওয়া....!🦋

26/06/2025

প্রিয়,জীবন

তোমাকে আমার বলার আছে অনেক কিছু জানো চলতে চলতে এবার আমি ভিষণ ক্লান্ত। তুমি বলেছিলে সফল হতে জীবনে। কিন্তু আমি আমার গন্তব্যে আজ অব্দি পৌঁছাতে পারি নি।

সফলতার পথে যে অনেক রহস্য লুকিয়ে রাখা অনেক কাটা বিছানো। আমি হাঁটতে হাঁটতে কাটার আঘাত পেয়ে হুমড়ি খেয়ে পড়ি আবারও অনেক কষ্টে হাঁটা শুরু করি। সফলতা পেতে আমার আরও কতদূর এভাবে হাঁটতে তা ও আমি জানি না।

হয়তো সফলতা অনেকটাই কাছে নয়তো বা এখনও রয়েছে বহুদূরে। আমার মস্তিষ্ক শূন্য আঘাত পেয়ে জর্জরিত ব্যথা হয় শরীর ও মনে। তবুও আমি সব ব্যথা উপেক্ষা করে হেঁটে চলেছি নতুন সূর্য্য দেখার আশায়।

জীবন তুমি আমাকে বলেছিলে সফলতার অনুভূতি সুন্দর আমিও জানি যে সফলতার অনুভূতি সুন্দর। তবে এই কঠিন পৃথিবীতে সফল হওয়া অনেকটাই দুষ্কর। খুব কম মানুষই পারে সফল হতে।

ভাগ্যে যা আছে তাই হবে এই ভেবে আমি বসে থাকছি না ভাগ্যকে উপেক্ষা করে পেছনে না তাকিয়েই আমি দৌড়াচ্ছি সফল হওয়ার আশায় আমার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার আশায়.....✨💜

©️

12/06/2025

আমাদের সমস্যাগুলো আত্মকেন্দ্রিক, কেউ কারোরটা বোঝার ক্ষমতা রাখি নাহ>3🩷

😩
10/06/2025

😩

লেখা - সংগৃহীত

05/06/2025

দয়া করে গরুর সাথে নিজের পিক আপলোড দিবেন না,কোনটা গরু আর কোনটা আপনি চিনতে অসুবিধা হয়। 🙂

14/01/2025

- I believe in the line আল্লাহ চাইলে সব সম্ভব।🖤

14/01/2025

নারীর প্রতি পুরুষের শ্রদ্ধা দেখলেই তার পারিবারিক শিক্ষার আন্দাজ করা যায়।🌸💜

14/01/2025

নারী তখনি পূর্ণতা পায়।
যখন সে বাবার মতো যত্ন করা কোনো এক পুরুষ পায়।🌸❤️‍🩹

13/01/2025

আমি নিজে নিজেকে সংযত রাখতে পারি আর পারি বলেই, আমি সবমসময় হ্যাপি থাকি। আমি সব সময় অপরের থেকে কম আশা করি যেটা আমার লাগবে ওটা আমি নিজেই নিয়ে নি। কারণ অতিরিক্ত প্রত্যাশা কারো কাছ থেকে ভালো না যেটা আমার জন্য ভালো হবে, মনে হবে যে এই কাজটা করলে আমি সুখে থাকবো আমি ভালো থাকবো সেই কাজটাই আমি করি। আমি নিজেকে নিয়ে সুখে থাকতে চাই নিজেকে নিজের মতো করে চাই। নিজের যেটুকু জিনিস প্রয়োজন ওটা নিজেই নিয়ে নিতে চাই। এখনকার যুগে নিজেরটা নিজেদের দেখতে হয় সবাই উপরে ঠিক আপন দেখায় আসল আপন কেউ না।আর নিজে ভালো থাকলে আপনজনকে ভালো রাখা যাবে তাই সবার আগে নিজেকে ভালো থাকতে হবে আর নিজের ভালো থাকার জন্য যেটুকু প্রয়োজন ওটা নিজেই করতে হবে। 🌸💜

13/01/2025

"একজন নারীর ব্যাপারে ঠিক ততটাই বলুন, যতটুকু আপনার বোনের ব্যাপারে শোনার ধৈ'র্য্য আছে"।🥀🖤

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niha's Thoughts". posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share