Niha's Thoughts".

Niha's Thoughts". ~ ধূলিময় জীবন, বালি-ঝড়ো হাওয়া...
ছুটে চলেছি সত্যি ভেবে সব, একদিন ভাঙবে ভ্রম
আর হারিয়ে যাবে সব চাওয়া....!🦋

আফিয়ার লাশ পাওয়া গিয়েছে CMH-এ, DNA টেস্টের মাধ্যমে এই মাত্র। 😭😭কিন্তু সবচেয়ে হৃদয়বিদারক বিষয়টা জানেন?ওই যে জানালার পাশে...
24/07/2025

আফিয়ার লাশ পাওয়া গিয়েছে CMH-এ, DNA টেস্টের মাধ্যমে এই মাত্র। 😭😭

কিন্তু সবচেয়ে হৃদয়বিদারক বিষয়টা জানেন?

ওই যে জানালার পাশে গ্রিলের সঙ্গে একটা ছোট্ট দেহ লেগে ছিল, পুড়ে কয়লা হয়ে গিয়েছিলো...
ওটাই ছিলো আমাদের ছোট আফিয়া। 😭😭😭

আল্লাহ এই নিষ্পাপ ছোট্ট পরীটাকে এত কষ্ট দিয়ে কেন নিলো? 💔😔
মন ভেঙে যাচ্ছে... আফিয়া আমাদের মাঝে নেই আর।

---

#আফিয়ারজন্যদোয়া_করুন




💔
24/07/2025

💔

July 2024: রক্তের দাগে লাল...July 2025: আগুনে পোড়া পৃথিবী...❞একটা সময় ছিলো, যখন জুলাই মানেই বর্ষা হতো, সবুজ হতো প্রকৃতি,...
22/07/2025

July 2024: রক্তের দাগে লাল...
July 2025: আগুনে পোড়া পৃথিবী...❞

একটা সময় ছিলো, যখন জুলাই মানেই বর্ষা হতো, সবুজ হতো প্রকৃতি, হিম হতো বাতাস।
এখন জুলাই মানেই—রক্ত, মৃত্যু, আগুন, আর অস্থিরতা।

মানুষ বদলে গেছে, সময় বদলে গেছে...
কিন্তু প্রশ্ন হলো—আমরা কি বদলাতে পারছি আমাদের মনুষ্যত্ব?
নাকি শুধু আগুনে পুড়ে, রক্তে ডুবে একেকটা জুলাই কাটিয়ে দিচ্ছি?

🔻 সময় এখনই... ফিরে দেখো, ভাবো, জাগো...
এই আগুন একদিন আমাদের সকলকে গ্রাস করবে।

#মানবতা #অস্থির_পৃথিবী #ভুলে_যেও_না #চেতনা

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম বন্ধু তুই আসবি💔😅


#উত্তরাবিমানদুর্ঘটনা

🚨 রেড এলার্ট – উওরার ভয়াবহ বিমান দুর্ঘটনা! 🚨উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।একটি বিমান ক্লাসরুমে ব্লাস্ট হ...
21/07/2025

🚨 রেড এলার্ট – উওরার ভয়াবহ বিমান দুর্ঘটনা! 🚨

উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
একটি বিমান ক্লাসরুমে ব্লাস্ট হয়েছে, ফলে ১০০+ ছাত্রছাত্রী গুরুতর দগ্ধ হয়েছে।

🔥 শিশুদের পুরো শরীর পুড়ে গেছে।
যার ভাই/বোন মাইলস্টোন স্কুলে পড়ে, দয়া করে দ্রুত খোঁজ নিন।

🩸 রক্তের জরুরি প্রয়োজন
উত্তরার সব হাসপাতাল থেকে জানানো হয়েছে— শত শত ব্যাগ রক্ত লাগবে।

দয়া করে মানবিক কারণে সাহায্য করুন, রক্ত দিন, অন্যকে জানান।
আপনার এক ব্যাগ রক্ত একজনের জীবন বাঁচাতে পারে।

📍 আহতদের নিচের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে:

ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিট

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ

কুয়েত মৈত্রী হাসপাতাল

উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ

মনসুর আলী মেডিকেল কলেজ

📞 রক্ত দিতে চাইলে বা রক্ত প্রয়োজন হলে যোগাযোগ করুন:
01753-847808
01956-585939
01619-386184

🙏 দয়া করে এই পোস্টটি শেয়ার করুন। যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত দ্রুত সাহায্য পৌঁছাবে।

---

#উত্তরাবিমানদুর্ঘটনা

#জরুরি_রক্তপ্রয়োজন

#উত্তরাহাসপাতাল
#রক্তদান_জীবনদান


#শিশুদেরজন্য
#মানবিক_সহযোগিতা

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন।

০১৮১১৬৯৬০৩৩






— আমি যেমন তেমনি'ই আমার কাছে প্রিয় আমি কারো সাথে আমার Compare করতে ভালোবাসি না আমি টা আমার অনেক শখের আমার ভালো থাকা বা ন...
19/07/2025

— আমি যেমন তেমনি'ই আমার কাছে প্রিয় আমি কারো সাথে আমার Compare করতে ভালোবাসি না আমি টা আমার অনেক শখের আমার ভালো থাকা বা না থাকা আমার উপর Depend করে যদি কেউ মনে করে সে আমার থেকেও Better Deserve করে তবে সেটা তার চরিত্রের দোষ আমার না আমি একান্ত'ই আমার.....!!🌻🎀

জীবনের শেষ ঠিকানা – ভাত আর চাঁদা!🔹 একদিকে ক্ষুধার যন্ত্রণায় শেষ ‘তোফাজ্জল’ – ১৯শে সেপ্টেম্বর ২০২৪🔹 আরেকদিকে চাঁদার চাপে ...
12/07/2025

জীবনের শেষ ঠিকানা – ভাত আর চাঁদা!

🔹 একদিকে ক্ষুধার যন্ত্রণায় শেষ ‘তোফাজ্জল’ – ১৯শে সেপ্টেম্বর ২০২৪
🔹 আরেকদিকে চাঁদার চাপে হারিয়ে গেল ‘সোহাগ’ – ৯ই জুলাই ২০২৫
📍 দুজনেই বরগুনার ছেলে, কিন্তু ভাগ্য ছিল আলাদা। একজন মরলো ভাত না পেয়ে, আরেকজন চাঁদা না দিতে পারায়।

এই হলো আমাদের সমাজের বাস্তবতা!
কখনো আমরা ক্ষুধার কাছে হেরে যাই,
আবার কখনো হেরে যাই চাঁদাবাজদের কাছে!

~ এমন সমাজে আপনি কতটা নিরাপদ???

#বাংলাদেশ
#সমাজেরচিত্র
#হাসিরপেছনেরকষ্ট
#সত্যিকথা
#ভাতনাচাঁদা

একবার এক মেয়ের মাথা পাথর দিয়ে থেঁতলে দেয়া হয়েছিল। অতঃপর মেয়েটির প্রাণ থাকা অবস্থায় জিজ্ঞেস করা হলো, কে তোমার সাথে এমনটা ...
12/07/2025

একবার এক মেয়ের মাথা পাথর দিয়ে থেঁতলে দেয়া হয়েছিল। অতঃপর মেয়েটির প্রাণ থাকা অবস্থায় জিজ্ঞেস করা হলো, কে তোমার সাথে এমনটা করেছে? অমুক, না অমুক? পরিশেষে এক ইয়াহূদীর নাম উল্লেখ করা হলে মেয়েটি মাথা নাড়িয়ে ইশারায় হ্যাঁ সূচক সম্মতি জানায়। অতঃপর সেই ইয়াহূদীকে উপস্থিত করা হলে সে তার দোষ স্বীকার করে। সুতরাং, রাসূলুল্লাহ ﷺ সেই ইয়াহূদীর মাথাটিও অনুরূপভাবে দু’টি পাথরের মাঝে রেখে থেঁতলে দেয়ার নির্দেশ দিলেন। অতঃপর তার মাথাটিও অনুরূপভাবে পাথর দিয়ে থেঁতলে দেয়া হলো। [বুখারী ৬৮৮৪, মুসলিম ১৬৭২]
“আর হে বিবেকসম্পন্নগণ, কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে।” [সূরাঃ আল-বাকারাহ, আয়াতঃ ১৭৯]
সমাধান একমাত্র ক্বিসাস
মুক্তি একমাত্র শারিয়াতেই.....

#ইসলামেরআলো
#কিসাস



চাঁদপুরে জুমার নামাজের সময় ইমামকে চাপাতি দিয়ে কুপিয়েছে এক ব্যক্তি — কারণ শুধু তার বয়ান পছন্দ হয়নি!এই কোন সভ্যতা? এই স্বা...
11/07/2025

চাঁদপুরে জুমার নামাজের সময় ইমামকে চাপাতি দিয়ে কুপিয়েছে এক ব্যক্তি — কারণ শুধু তার বয়ান পছন্দ হয়নি!
এই কোন সভ্যতা? এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম?

ধর্মের নামে সহিংসতা কখনোই ইসলাম সমর্থন করে না।
একজন ইমামের উপর এই ধরনের হামলা শুধু ব্যক্তি না, পুরো সমাজ ও ইসলাম ধর্মের শান্তির বার্তার উপর আঘাত।
আসুন, এমন অন্ধ জেহাদী মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াই।


#চাঁদপুর #জুমা #ইসলাম_মানে_শান্তি



আমার এলোমেলো জীবনটাকে এভাবেই সাজিয়ে দেয় আমার মা....✨💜
11/07/2025

আমার এলোমেলো জীবনটাকে এভাবেই সাজিয়ে দেয় আমার মা....✨💜

পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার মৃ'তদেহ খুঁজে পায়!সবচেয়ে অবাক...
10/07/2025

পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar
পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার মৃ'তদেহ খুঁজে পায়!
সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সে যে দুনিয়াতে নাই,এইটা কেউ জানেই না! তার খোঁজ ও কেউ নেয় নাই!

সে দুনিয়া থেকে চলে গিয়েছে সম্ভবত ৭-৮ মাস আগে! এই এতোগুলা মাসে তার খবর ও কেউ নেয় নাই!!! অবিশ্বাস্য না?

ফেসবুকে তার লাস্ট পোস্ট ২০২৪ সালে, যেই ফ্ল্যাটে থাকতো সেটার ভাড়া বাকি ৮ মাসের, তার বাসায় থাকার সব খাবারের মেয়াদ ও শেষ হয়ে গিয়েছে আগেই!

তার ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো ছিলোনা, সে ফ্যামিলি থেকে আলাদা হয়ে একা থাকতে শুরু করে।

বুঝলাম ফ্যামিলি নাই, তাই বলে কোনো ফ্রেন্ড ও কি ছিলোনা?
একজন মডেল, তার কি কোনো সহকর্মী ও ছিলোনা?
কেউ কি কখনো জানতে চায় নাই 'আচ্ছা এই মেয়েটা কই? তার তো কোনো খোঁজ নাই!'

একটা মানুষ এতোটা 'একা' হতে পারে?
১০-১৫ দিন কাউকে না দেখলেও আমরা তার কথা চিন্তা করি, সেখানে ৭-৮ মাস আগেই যেই মানুষ টা দুনিয়া থেকে চলে গেছে তার খবর নেওয়ার চেষ্টা করলো না কেউ? এমনকি তার মা বাবাও না?
এতোটা পাষান কিভাবে হতে পারে??

৭-৮ টা মাস সে এভাবেই পড়ে রইলো,পুলিশ না গেলে আরো কয়েক মাস/বছর হয়তো এভাবেই পড়ে থাকতো! কেউ জানতো না, কেউ খবর নিতেও আসতো না!!

এতো দুর্ভাগ্যজনক 'বিদায়' আর কারো সাথে না হোক!
এতো বেশি 'একা' আর কেউ না হোক!!


Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niha's Thoughts". posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share