Travel With Towfiqur

Travel With Towfiqur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel With Towfiqur, Video Creator, Cumilla.

আমি বিশ্ব ঘুরে নিঃস্ব হবো, শুন্য হাতেই চলে যাবো।" আমি সঞ্চয়হীন এক মানুষ, তবুও জগৎ ঘোরার নেশায় আমি ভন ভন করে ঘুরছি সেই ২০০৫ সনের ডিসেম্বর থেকে। আমি জগৎ ঘুরি শুধু আল্লাহর সৃষ্ঠি দেখতে। বন্ধুঃ ঘর থেকে বের হও, একটু চোখ বুলিয়ে দেখ, জগতে তোমার অবস্থান কোথায়।

প্রকৃতির পথে হাঁটা, মনের প্রশান্তি।
29/06/2025

প্রকৃতির পথে হাঁটা, মনের প্রশান্তি।

পাহাড়ের চূড়ায় দাড়িয়ে, মনে হয় পৃথিবীটা আমার।
28/06/2025

পাহাড়ের চূড়ায় দাড়িয়ে, মনে হয় পৃথিবীটা আমার।

হিমালয়ের জন্য বিখ্যাত নেপাল। এই পথে যেতে যেতে মনে পড়ে বান্দরবানের আঁকাবাকা সড়কের কথা। তবে নেপালের পাহাড়গুলোর উচ্চতা বেশি...
27/06/2025

হিমালয়ের জন্য বিখ্যাত নেপাল।
এই পথে যেতে যেতে মনে পড়ে বান্দরবানের আঁকাবাকা সড়কের কথা। তবে নেপালের পাহাড়গুলোর উচ্চতা বেশি মনে হলো। এমনকি পাহাড়ি জনপথও বেশ উঁচুতে, যা বান্দরবান দেখা যায় না। পাহাড়গুলোও পাথুরে। বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মের শ্রমিকদের পাথর উত্তোলন করতে দেখা গেলো।
আড়াই ঘণ্টার যাত্রা শেষে আধা ঘণ্টার যাত্রাবিরতি বাগভাতিতে। খরস্রোতা নদীর পাশে একটি রেস্তোরাঁয় খাওয়ার জন্য বেছে নেওয়া হলো। নদীর পাশে গাছপালা বেষ্টিত সবুজ পাহাড়। নদী ও পাহাড়ের সমন্বয়ে পরিবেশটা মায়াবি। মনে মনে ভাবলাম, ভালো জায়গা বেছে নিয়েছেন রেস্তোরাঁ মালিক। পর্যটকদের বেশ ভিড়ও দেখা গেলো। রৌদ্রজ্জ্বল পরিবেশ হওয়ায় সবাই ক্যামেরার সামনে পোজ দিচ্ছিল।

অজানার পথে, জীবন খুঁজে পাই নতুন ভাবে।
26/06/2025

অজানার পথে, জীবন খুঁজে পাই নতুন ভাবে।

আকাশের নীলে হারিয়ে যাওয়ার মজাই আলাদা।
25/06/2025

আকাশের নীলে হারিয়ে যাওয়ার মজাই আলাদা।

ঘুরাঘুরির মাঝে লুকিয়ে থাকে সুখের রহস্য।
25/06/2025

ঘুরাঘুরির মাঝে লুকিয়ে থাকে সুখের রহস্য।

প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ, নতুন জায়গার সাথে পরিচয় ঘুরাঘুরি মনকে রিফ্রেশ করে দেওয়ার জন্য যথেষ্ট।
18/06/2025

প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ, নতুন জায়গার সাথে পরিচয় ঘুরাঘুরি মনকে রিফ্রেশ করে দেওয়ার জন্য যথেষ্ট।

ঘুরাঘুরি এবং নতুন নতুন স্থান আপনার মানসিক চিন্তা ভাবনার বিকাশিত করে। মনে শান্ত করে দেয়।
18/06/2025

ঘুরাঘুরি এবং নতুন নতুন স্থান আপনার মানসিক চিন্তা ভাবনার বিকাশিত করে। মনে শান্ত করে দেয়।

কুমিল্লার ভিতরে এই জায়গাটা কোথায় কে কে বলতে পারো বলতো... ☺️
18/06/2025

কুমিল্লার ভিতরে এই জায়গাটা কোথায় কে কে বলতে পারো বলতো... ☺️

সূর্যের কোমল আলোয় ঝলমলে চা গাছের পাতা, এক স্বপ্নিল দৃশ্য। প্রকৃতি যেন তুলির আঁচড়ে রঙ ছড়িয়ে দিয়েছে সবুজ মায়ায়।
12/06/2025

সূর্যের কোমল আলোয় ঝলমলে চা গাছের পাতা, এক স্বপ্নিল দৃশ্য। প্রকৃতি যেন তুলির আঁচড়ে রঙ ছড়িয়ে দিয়েছে সবুজ মায়ায়।

যতদূর চোখ যায় সুউচ্চ বৃক্ষের সারি। ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে একই সমান্তরালে লাগানো গাছগুলো। চমৎকার রাবার বাগানটি দেখে...
12/06/2025

যতদূর চোখ যায় সুউচ্চ বৃক্ষের সারি। ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে একই সমান্তরালে লাগানো গাছগুলো। চমৎকার রাবার বাগানটি দেখেত চাইলে আপনাকে যেতে হবে মৌলভীবাজারে। শ্রীমঙ্গলের রাবার বাগান থেকে ঘুরে আসতে পারেন ঈদের ছুটিতে।

বরুড়া উপজেলার অনেক জনপ্রিয় রেস্টুরেন্ট রেড উইং পার্কে।
12/06/2025

বরুড়া উপজেলার অনেক জনপ্রিয় রেস্টুরেন্ট রেড উইং পার্কে।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Towfiqur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel With Towfiqur:

Share

Category