Save our students.

Save our students. Save our students.

18/05/2025
10/05/2025
পাকিস্তান দাবি করেছে যে, তাদের যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের এস-৪০০ বিমান প্রতির...
10/05/2025

পাকিস্তান দাবি করেছে যে, তাদের যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পাকিস্তানের দাবির বিষয়ে ভারত কোনও মন্তব্য করেনি।

10/05/2025

অপারেশন বুনিয়ান আল- মারসুস

ভারতের বিভিন্ন স্থানে পাকিস্তানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য।

26/03/2025

জীবনে কতো মানুষ হারাইলাম, কতো মানুষের সাথে এক সময় ভালো সম্পর্ক ছিলো, আজ তাদের সাথে কথা হয়না যোগাযোগ নেই, কতো কাছের আত্মীয় স্বজনের সাথেও দূরের সম্পর্কের মতো হয়ে গেছে, কতো র ক্তে র সম্পর্কের মানুষের মুখামুখি হলেও কথা হয়না। কতো ভালো বন্ধুর সাথে আজ যোগাযোগ নেই দেখা নেই, যে যার যার মতো করে বেঁ চে আছে।
জীবনটা একটা সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাইনা..? ইচ্ছে করলেই কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তারপরেও কেনো জানি কেউ কারো খোঁজ রাখে না!
সবাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে অথচ ইন্টারনেটের যুগে যোগা যোগ করা অনেক সহজ
তারপর ও কেনো জানি আমরা কোনো বেঙ হয়ে যাচ্ছি! 4 বছর প্রবাসে থাকা অনেক বন্ধু কে মিস করি,জানি না কে কোথায় আচে কেমন আচে,অনেক পরিচিত লোক এ মারা গেছে,তাদের কে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসীব করে। আমিন।

18/03/2025

🚨 আগে এত চাকচিক্যময় আধুনিক সুযোগ সুবিধাময় মসজিদ ছিলোনা। মসজিদে মুসাফির ঘুমাতো। জুমআ বাদ শিরনি, জিলাপি থাকতো। রমাজানে থাকতো ইফতারের ব্যবস্থা। মুসল্লিদের ভিতর মোয়ামালাত হইতো।

এখন টাইলস হইছে, এসি হইছে, দামী সাউন্ড বক্স, উন্নত কার্পেট আর সাথে হইছে মসজিদে নামাজ শেষে তালা মারা সিস্টেম।

ওয়াক্ত শেষে মসজিদের বারান্দায় নামাজ পড়তে হবে। বেশি আধুনিক মসজিদের খাদেম আপনাকে ভেতরে ঢুকতে দেবেনা, মসজিদের ফিল্টারের পানি নিতে দেবে না। জামায়াতে নামাজ পড়বেন। কেউ কাউকে চিনবেন না। শহরের গিটেগিটে এখন মসজিদ, মাইক,ওয়াজ, মুসলমান, এয়ারকন্ডিশন,দামী কার্পেট,ঝাড়বাতি। কিন্তু কি যেন নেই।

অপার্থিব স্নিগ্ধতা, আধ্যাত্মিক পরিবেশ কিছু কি আছে?

16/03/2025

একটা ফ্রেন্ড ছিলো, যার সাথে অনেক ভালো সম্পর্ক ছিলো! একটা ফ্রেন্ড ছিলো, যার সাথে সব শেয়ার করা হতো! একটা ফ্রেন্ড ছিলো, যাকে ছাড়া দিন যাইতো না! একটা ফ্রেন্ড ছিলো, যে সব ছিলো, সব!
কোনো ভাবে সেই সম্পর্কের সুতো টা কে'টে গেছে! এখন আর কিছুই আগের মতো নাই, তবুও আমরা সেই ফ্রেন্ডটা রে খুব মিস করি!💔

16/03/2025

পিনাকী ভট্টাচার্য এত কথা বলেন, কিন্তু ২০০৮ সালে তার দায়িত্বে পপুলার ফার্মাসিউটিক্যালসের নকল ওষুধের কারণে ২৮৯ জনের মৃত্যুর বিষয়ে কেন কিছু বলে না? তার ভক্তরা কি জানে কেন তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন?

15/03/2025

আপনারা জঙ্গলে, নদীর পাড়ে ইফতার করেন ভালো কথা, সাথে মেয়ে নিয়ে যান কেনো?

সারাজীবন তো মূর্খদের রাজনীতি দেখলেন....এবার নাহয় একটু শিক্ষিত লোকের রাজনীতি দেখেন 😅একটু নিজেই ভাবেন তো...আপনার বয়স যদি ৮...
15/03/2025

সারাজীবন তো মূর্খদের রাজনীতি দেখলেন....
এবার নাহয় একটু শিক্ষিত লোকের রাজনীতি দেখেন 😅
একটু নিজেই ভাবেন তো...
আপনার বয়স যদি ৮৪ হতো তাহলে এইরকম একটা বিধ্বস্ত দেশ চালানোর মত দায়িত্ব কি আপনি নিতেন?
ড. মুহাম্মদ ইউনূসের জীবনে আসলে লাভের খাতায় যোগ করার কিছু নাই।
তারপরেও উনি দায়িত্ব নিলেন এবং একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন!!
🟣 জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশে নিয়ে এসেছেন!! আপনার কি মনে হয় দেশের দায়িত্বে অন্য কোন লীডার থাকলে ব্যাপারটা এতটা ইজি হতো? এতটা গ্রহনযোগ্যতা পেতো?
🟣 জাতিসংঘের মহাসচিবকে চৈত্র মাসের গরমে পাঞ্জাবী পরিয়ে হাজির করেছেন ১ লাখ রোহিঙ্গার সামনে! কথা বলেছেন সবার সাথে চাটগাইয়া ভাষায়!! প্রোডাক্ট ডিজাইনের ভাষায় আমরা এটাকে বলি Empathy. একটা মানুষ কতটা তাদের অডিয়েন্সকে নিয়ে ভাবলে এটা সম্ভব সেদিকে আর নাই গেলাম।
🟣 তিনি ঘোষণা দিলেন আঞ্চলিক ভাষায় আগামী ইদ যেন নিজের এলাকায় কাটাতে পারে রোহিঙ্গারা এবং উনাকেও যেন দাওয়াত দেয়। খেয়াল রাখবেন উনার পাশে কিন্তু গুতেরেস এইটা বলার সময়।
🟣 এই খবর ১৯৪টা দেশে প্রচারিত হয়েছে।
মনে আছে? ইউনুস সাহেব বলছিলেন এসেই
'আমরা কেন যাব? সবাই আসবে আমাদের কাছে।'
🟣 গুতেরেস আসছে, ইলন মাস্ক এ বছর খুব সম্ভাবনা আছে, সৌদি আরবের আরামকো আসতেসে, মালেশিয়া থেকে কোম্পানি আসতেসে।
এরপর আসছে চীন ও জাপান সফর।
গত সাত মাসে সারাদেশে ২০০-র বেশি আন্দো' লন হয়েছে...
এত কিছুর মাঝেও সরকার এইসব অর্জন অস্বীকার করার উপায় নেই!
দেশে এই পর্যন্ত নির্বাচন হয়েছে ১০ বার। ১০ বার সরকার বদলাইসে।
অনেকে এখনো নির্বাচন, নির্বাচন করে ফেনা তুলে ফেলতেছে!!
ড. মুহাম্মদ ইউনূস বেশিদিন ক্ষমতায় থাকলে আসলেই বি' পদ
- মানুষ বুঝে যাবে কারা আসলেই দেশের ভালো চায়
- লম্বা লম্বা বুলি ছাড়াও যে কতকিছু এচিভ করা যায় সেটা বোঝা
- ইউনূসের সামনে বাকিদের যোগ্যতা/ দক্ষতা মানুষ সহজেই তুলনা করতে পারবে
মালেশিয়ার মাহাথীর মোহাম্মাদ এর কথা অনেক শুনেছি।
আশেপাশে অনেক কেই দেখতাম শুধু আফসোস করে বলতঃ "আমাদের যদি একজন মাহাথীর মোহাম্মাদ থাকত!"
হয়ত সেই সুযোগটাই আমরা পেয়েছি!
জানি না কতদিন আমরা এটা ধরে রাখতে পারবো!
জানি না মূর্খদের রাজনীতির ভীড়ে....
এই শিক্ষিত লোকেটা দেশকে নিয়ে কতটা এগিয়ে যেতে পারেন ❤️

13/03/2025

আছিয়া আর আমাদের মাঝে নেই 🥲
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।।

Address

Chouddagram
Cumilla
3550

Telephone

01862781909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save our students. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share