Mr FUNNY PONY

Mr FUNNY PONY i'm Mr Pranto Mazumder Pony & that's it
❤️🙏 ওম নমঃ শিবায় 🙏❤️

কি যেন নাই__? 🙂
03/11/2025

কি যেন নাই__? 🙂

03/11/2025

১১ বছরের একটা মেয়ে Status দিয়েছে broken..💔

হয়তো Pencil ভেঙে গেছে!🙂

"নুর হোসেনের গুলিবিদ্ধ ছবিটা বের করে টেবিলে রাখা মাত্রই তার পোষ্য বিড়াল "মিনি" পাশে বসেই এক পলকে তাকিয়ে রইলো।""বিড়ালে...
03/11/2025

"নুর হোসেনের গুলিবিদ্ধ ছবিটা বের করে টেবিলে রাখা মাত্রই তার পোষ্য বিড়াল "মিনি" পাশে বসেই এক পলকে তাকিয়ে রইলো।"

"বিড়ালের ভাষা আমরা না বুঝলেও খোদা বুঝেন"

শহীদ নুর হোসেন
০৫ আগস্ট, ২০২৪ (যাত্রাবাড়ী)
সংগ্রহীত

02/11/2025

আফসোস পরিমনির ফ্ল্যাগপেজ ঠিক করার জন্য আমাকে কেউ মেনশন করলো না 😐

যারে খুঁজতে গতকাল রাতে নোট করে রাখলাম, "আল্লাহর রহমতে দুপুরে সে হাজির 😊😊আমি অনেকটা Ghajini মুভির মতো,  অনেক সময় অনেক কিছ...
01/11/2025

যারে খুঁজতে গতকাল রাতে নোট করে রাখলাম,

"আল্লাহর রহমতে দুপুরে সে হাজির 😊😊
আমি অনেকটা Ghajini মুভির মতো, অনেক সময় অনেক কিছু ভুলে যাই!
আমার কালি টুকি কদিন ধরে মিসিং ছিলো,
গতকাল রাত ২:৪৯ এ নোট করে রেখেছিলাম, সকালে বের হয়ে আগে তারে খুঁজে বের করবো, ভাগ্যক্রমে সকালে পারিনি বের হতে, দুপুরে ভাত খেতে বসেই দেখি সে হাজির, দেখলাম সে বাচ্চা ও দিয়েছে!" 🫠🫠

পোস্ট টা সংগৃহীত। আমার খুব মায়া লাগে আর খুব শ্রদ্ধা লাগে যারা এই বোবা প্রাণী গুলার এক বেলার খাবারের খবরো রাখেন ধন্যবাদ ভাই দীর্ঘায়ু হন আপনি
কারণ আপনি দুই দিন বেশি বাঁচলে তারাও হয়তো ২ দিন বেশি খাবার পাবে____!!

হায়রে মানুষ মানুষ না অমানুষ।তার মালিক মারা যায় নাম ছিলো কালিয়া!!মালিক মারা যাওয়ার ২দিন এর মাথায় বাচ্চা সহ রাস্তায় ফেলে দ...
01/11/2025

হায়রে মানুষ মানুষ না অমানুষ।
তার মালিক মারা যায় নাম ছিলো কালিয়া!!
মালিক মারা যাওয়ার ২দিন এর মাথায় বাচ্চা সহ রাস্তায় ফেলে দেয় কারন তাদের বাসায় নতুন সন্তান এর আগমন যদি বাচ্চা ও কালো হয় পেটে বাচ্চা থাকলে কালো বিড়াল দেখা ভালো না।ও বলে রাখা ভালো তারা সেই লেভেল এর শিক্ষিত কারন অনেক শিক্ষিত না হলে তো আবার সরকারি চাকরি USA থাকা সম্ভব না।দাড়ায়োন এর মায়া হলে গেরেজ এ রাখে কিন্তু এতো বড়ো বাড়ির মানুষের অনেক সমস্যা ও সন্তান নিয়ে ওই বাসার সামনে নাকি কান্না করতো শেষমেশ দাড়ায়োন ও বের করে দেয় কিন্তু বৃষ্টিতে একটা বাচ্চা মারা যায় ২টার অবস্থা অনেক খারাপ হয় আর তখন আমাকে খোজ দেওয়া হয় আমি রেসকিউ করলেও ওর বাচ্চাদের ২দিন ও বাচিয়ে রাখতে পারি না অনেক দুর্বল ছিলো।ওকে বাচাতে পেরেছি কিন্তু ও মালিকের অপেক্ষায় এখনো হয়তো মালিক এর জায়গা আমি নিতে পারবো না কিন্তু ওর মা হয়ে সারাজীবন পাশে থাকবো🤍🤍🤍

01/11/2025

বাঙালি গাছে মুইতা , ডেইলি ভালো ভালো ফল চায় |

কোনো প্রকার টেকা খুয়ানো ছারা এটা একদম ফেইসবুক এলগরিদম মতে ভাইরাল হওয়া পোস্ট। এই পেইজে টোটাল ২ টা পোস্ট ভাইরাল হইছে একটা ...
01/11/2025

কোনো প্রকার টেকা খুয়ানো ছারা এটা একদম ফেইসবুক এলগরিদম মতে ভাইরাল হওয়া পোস্ট। এই পেইজে টোটাল ২ টা পোস্ট ভাইরাল হইছে একটা এটা আরেকটা ভিডিও যেটা ভাইরাল হওয়ার কারণে মূলত মনিটাইজেশন পাইছি

আপনি শখ করে হোক বা দায়িত্ব নিয়ে বিড়াল পালছেন।কিন্তু হঠাৎ আপনার মৃত্যু হলো।কার হায়াত কতদিন এটাতো নিদিষ্ট করে বলা যায় না। ...
01/11/2025

আপনি শখ করে হোক বা দায়িত্ব নিয়ে বিড়াল পালছেন।কিন্তু হঠাৎ আপনার মৃত্যু হলো।কার হায়াত কতদিন এটাতো নিদিষ্ট করে বলা যায় না।
তখন আপনার প্রিয় বিড়ালটিকে আপনার পরিবার বাসায় আর রাখবে না সিদ্ধান্ত নিলো।একে তো সে তার নিজের কাছের জনকে হারালো সাথে এতোদিনের একমাত্র আশ্রয়।
আপনার পরিবারের সদস্যর মৃত্যুতে কখনো তার প্রিয় পোষ্যকে বাড়ি ছাড়া করবেন না🙏যতদিন বাঁচে স্মৃতি হিসেবে রেখে দিন🥲
-ছবি ও লেখা সংগৃহীত।
পোষ্টটা দেখে বুকের ভেতরটা কেমন করে উঠলো। তাই শেয়ার করলাম।

01/11/2025

পিছনে সমালোচনা করা লোকজন পিছনেই পরে থাকুক 🙃🧿😂

কাল রাত থেকে কুকুর টা মানুষ এর মত হাউ হাউ করে কাদছে 😓ভাবলাম হয়ত কোথাও আটকে গেছে বা ব্যাথা পেয়েছে। খুজতে গিয়ে জানলাম সদ্য...
31/10/2025

কাল রাত থেকে কুকুর টা মানুষ এর মত হাউ হাউ করে কাদছে 😓

ভাবলাম হয়ত কোথাও আটকে গেছে বা ব্যাথা পেয়েছে।

খুজতে গিয়ে জানলাম সদ্যই মা হয়েছিলো!!

কিন্তু বাচ্চা গুলোকে শেয়াল নিয়ে খে*য়ে ফেলেছে!!

সেই থেকে মানুষ এর মত হুহু করে কাদছে আর নিজের বাচ্চাকে খুজে ফিরছে৷ 😭 মা তো মাই হয়।

সংগ্রহীত

রাজশাহীর ইমরুল কায়েস এবং উম্মে খাদিজা প্রায় এক দশক ধরে বাংলাদেশের বন, নদী এবং জলাভূমি ঘুরে বেড়াচ্ছেন, তাদের লেন্সের মাধ্...
31/10/2025

রাজশাহীর ইমরুল কায়েস এবং উম্মে খাদিজা প্রায় এক দশক ধরে বাংলাদেশের বন, নদী এবং জলাভূমি ঘুরে বেড়াচ্ছেন, তাদের লেন্সের মাধ্যমে দেশের বন্যপ্রাণীর সৌন্দর্য ক্যাপচার করতে। এই তরুণ দম্পতি অবিশ্বাস্য ৪২৬ প্রজাতির পাখি এবং ৪০০-এর বেশি প্রজাতির প্রজাপতির ছবি তুলেছেন, পাশাপাশি দেশজুড়ে পাওয়া ব্যাঙ এবং সাপ। তাদের নিষ্ঠা সম্প্রতি পদ্মা নদীতে একটি মিঠাপানির কুমিরের পুনরাবিষ্কারের দিকে নিয়ে গেছে—যা আগে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।
তাদের যাত্রা শুরু হয়েছিল কলেজের ছাত্র হিসেবে, প্রকৃতি এবং ফটোগ্রাফির প্রতি যৌথ আকর্ষণ নিয়ে। পদ্মার চর এলাকা থেকে শুরু করে সিলেটের লাউয়াছড়া এবং মাধবকুন্ডের সবুজ বনাঞ্চল পর্যন্ত, তারা ট্রেকিং করেছেন, অপেক্ষা করেছেন এবং চরম আবহাওয়া সহ্য করেছেন—সবই দেশের ক্রমশ বিলুপ্ত হয়ে যাওয়া জীববৈচিত্র্য নথিভুক্ত করার জন্য। চারটি আগে তালিকাভুক্ত নয় এমন প্রজাপতি প্রজাতি—ওয়েভি ম্যাপলেট, ব্রাইট বাবুল ব্লু, অটাম লিফ এবং আনব্রোকেন সার্জেন্ট—এর ছবি তুলে তারা স্থানীয় কীটতত্ত্ববিদদের কাছ থেকে স্বীকৃতি লাভ করেছেন।
তাদের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি এসেছে এই অক্টোবরে, যখন উম্মে খাদিজা বিরল মিঠাপানির কুমিরের ছবি তুলেছেন, যা সংরক্ষণবাদীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তাদের যৌথ কাজ বন্যপ্রাণী গবেষক এবং প্রকৃতিপ্রেমীদের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে উঠেছে।
এখন উভয়ই বিশ্ববিদ্যালয়ের স্নাতক, ইমরুল এবং খাদিজা তাদের আবেগকে একটি টেকসই উদ্যোগে রূপান্তরিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছেন, বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে বাংলাদেশের সমৃদ্ধ কিন্তু ভঙ্গুর বাস্তুতন্ত্র সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছেন। তাদের গল্প প্রকৃতির প্রতি ভালোবাসা—এবং একে অপরের প্রতি—কীভাবে আজীবন আবিষ্কারের অনুপ্রেরণা জোগাতে পারে, তার একটি অসাধারণ উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে।

সংগ্রহীত

Address

Cumilla

Website

https://mrprantomazumderpo.wixsite.com/mrfunnypony

Alerts

Be the first to know and let us send you an email when Mr FUNNY PONY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr FUNNY PONY:

Share