Ashraful Alam Sourov

Ashraful Alam Sourov আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মদ।
(2)

একটি ফেসবুক পেজ কিভাবে তৈরি (Create) করবো ? একটি ফেসবুক পেইজ তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।📱 মোবাইল থেকে (Facebook...
22/10/2025

একটি ফেসবুক পেজ কিভাবে তৈরি (Create) করবো ?

একটি ফেসবুক পেইজ তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

📱 মোবাইল থেকে (Facebook App দিয়ে):
• Facebook App খুলে লগইন করো।
• ডান পাশে (☰) Menu তে ক্লিক করো।
• নিচে স্ক্রল করে “Pages” এ যাও।
• “Create” বা “নতুন পেজ তৈরি করুন” এ ট্যাপ করো।
• এখন:
• 📛 Page Name: যেমন “ Ashraful Alam Sourov "
• 🏷️ Category: লিখো "blog", “Sports”, “Cricket”, "Recipe ".
• 📝 Description: সংক্ষেপে লিখো তোমার পেজে কী ধরনের ক্রিকেট বিষয় থাকবে (যেমন – ক্রিকেট নিউজ, হাইলাইটস, বিশ্লেষণ ইত্যাদি)।
• Next চাপো এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করো (প্রোফাইল ছবি, কভার ছবি ইত্যাদি)।
• শেষে Create Page এ ক্লিক করো ✅
💻 কম্পিউটার থেকে (Browser দিয়ে):
• Facebook-এ গিয়ে লগইন করো।
• উপরে ডানদিকে Menu (☰) → Pages → Create new Page।
• একইভাবে নাম, ক্যাটাগরি ও বর্ণনা দাও।
• ছবি যোগ করে Create Page

22/10/2025

অন্যের লাইভে পরে থেকে সময় নষ্ট না করে,
নিজের ভিডিওতে মনোযোগ দিন।
এক্টিভ ফলোয়ারের পাশাপাশি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন।

জেনে রাখা ভালো। রবি সিমের কোড।
22/10/2025

জেনে রাখা ভালো।
রবি সিমের কোড।

জি-মেইল এন্ড ফেসবুকেরপাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবে না।
22/10/2025

জি-মেইল এন্ড ফেসবুকের
পাসওয়ার্ড কারো সাথে
শেয়ার করবে না।

মোবাইল ব্যাংকিং সার্ভিসের ডায়াল কোড সমূহ।
22/10/2025

মোবাইল ব্যাংকিং সার্ভিসের ডায়াল কোড সমূহ।

21/10/2025

বাংলাদেশের ক্রিকেট খেলা না দেখে ঘুমের বড়ি খেয়ে ঘুমানো ভালো।

আপনার পেইজে নন-ক্যাটাগরি ১০০০ ফলোয়ারের চেয়ে ক্যাটাগরির ১০০ ফলোয়ার উত্তম।
21/10/2025

আপনার পেইজে নন-ক্যাটাগরি ১০০০ ফলোয়ারের চেয়ে ক্যাটাগরির ১০০ ফলোয়ার উত্তম।

21/10/2025

বিয়ে কত্ত মজা।

I  ❤️ Mohammad.
21/10/2025

I ❤️ Mohammad.

20/10/2025
ফেসবুকে ফলোয়ার কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে — নিচে সবচেয়ে সাধারণ কিছু কারণ তুলে ধরা হলো। ১. অ্যাকাউন্ট নিষ্ক্রিয় (Ina...
20/10/2025

ফেসবুকে ফলোয়ার কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে — নিচে সবচেয়ে সাধারণ কিছু কারণ তুলে ধরা হলো।

১. অ্যাকাউন্ট নিষ্ক্রিয় (Inactive Followers)।
অনেক সময় যেসব মানুষ আপনাকে ফলো করেছিল, তারা ফেসবুকে কম সক্রিয় হয়ে পড়ে বা তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এতে ফলোয়ার সংখ্যা কমে যায়।

২. ফেসবুকের ক্লিনআপ (Facebook Cleanup / Fake Account Removal)।
ফেসবুক নিয়মিত ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্ট ডিলিট করে। যদি আপনার অনেক ফলোয়ার বট বা ফেক অ্যাকাউন্ট হয়, তাহলে এগুলো সরিয়ে ফেলার সময় ফলোয়ার কমে যায়।

৩. কনটেন্টের মান বা ধারাবাহিকতা কমে যাওয়া।
আগে আপনি নিয়মিত ভালো পোস্ট দিতেন, এখন কম দিচ্ছেন বা আগের মতো আকর্ষণীয় নয়— এতে মানুষ আনফলো করতে পারে।

৪. বিতর্কিত বা নেতিবাচক পোস্ট।
রাজনীতি, ধর্ম, বা ঝগড়াটে কনটেন্ট দিলে কিছু মানুষ বিরক্ত হয়ে আনফলো করে ফেলে।

৫. অতিরিক্ত বিজ্ঞাপন বা প্রোমোশনাল পোস্ট।
বারবার প্রোডাক্ট বা বিজ্ঞাপনমূলক কনটেন্ট দিলে মানুষ আগ্রহ হারায়।

৬. ফেসবুকের অ্যালগরিদম পরিবর্তন।
ফেসবুক নিয়মিত অ্যালগরিদম পরিবর্তন করে, ফলে কখনো কখনো আপনার পোস্ট অনেকের ফিডে কম দেখা যায় — এতে ফলোয়াররাও কমে যেতে পারে।

৭. নিয়ম ভঙ্গ বা স্প্যাম কার্যকলাপ।
যদি আপনি নিয়ম ভেঙে কিছু করেন (যেমন: কপিরাইট লঙ্ঘন, ভুয়া লাইক দেওয়া, একই কনটেন্ট বারবার পোস্ট করা), তাহলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে কিছু ফলোয়ার মুছে দিতে পারে।

আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় এক বিয়ের অনুষ্ঠান শেষে এই মাত্র বাসায় পৌছালাম।
20/10/2025

আলহামদুলিল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়ায় এক বিয়ের অনুষ্ঠান শেষে এই মাত্র বাসায় পৌছালাম।

Address

Village: Haidonkandi, Post: Islamabad, PS: Titas, Dist:
Cumilla
3519

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Alam Sourov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashraful Alam Sourov:

Share

Category