22/10/2025
একটি ফেসবুক পেজ কিভাবে তৈরি (Create) করবো ?
একটি ফেসবুক পেইজ তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
📱 মোবাইল থেকে (Facebook App দিয়ে):
• Facebook App খুলে লগইন করো।
• ডান পাশে (☰) Menu তে ক্লিক করো।
• নিচে স্ক্রল করে “Pages” এ যাও।
• “Create” বা “নতুন পেজ তৈরি করুন” এ ট্যাপ করো।
• এখন:
• 📛 Page Name: যেমন “ Ashraful Alam Sourov "
• 🏷️ Category: লিখো "blog", “Sports”, “Cricket”, "Recipe ".
• 📝 Description: সংক্ষেপে লিখো তোমার পেজে কী ধরনের ক্রিকেট বিষয় থাকবে (যেমন – ক্রিকেট নিউজ, হাইলাইটস, বিশ্লেষণ ইত্যাদি)।
• Next চাপো এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করো (প্রোফাইল ছবি, কভার ছবি ইত্যাদি)।
• শেষে Create Page এ ক্লিক করো ✅
💻 কম্পিউটার থেকে (Browser দিয়ে):
• Facebook-এ গিয়ে লগইন করো।
• উপরে ডানদিকে Menu (☰) → Pages → Create new Page।
• একইভাবে নাম, ক্যাটাগরি ও বর্ণনা দাও।
• ছবি যোগ করে Create Page