Shefu daa's creation

Shefu daa's creation Digital Contain Creator

27/06/2025

Just awesome

22/04/2025

নীল তিমির লিঙ্গের দৈর্ঘ্য ২.৮ মিটার। নীল তিমির অণ্ডকোষের ওজনই প্রায় ৫০ কেজি করে, যা ইঙ্গিত দেয় প্রচুর পরিমাণ বী'র্য উৎপাদন করতে পারে। বী'র্যপাতের সময় এটি প্রায় ২০-৩০ লিটার বী'র্য নির্গত করে। এর মধ্যে মাত্র ১-২ লিটার প্রয়োজন হয় স্ত্রী তিমিকে সফলভাবে গর্ভধারণ করানোর জন্য। যখন আপনি সমুদ্রসৈকতে পানির স্বাদ নিচ্ছেন, তখন বাকি ২৯ লিটার এর কথা মনে রাখবেন।

16/04/2025

উগান্ডা থেকে কাকের দুধ আনছি।শুধু মাত্র সেই সব দুর্বল লোক দের জন্য..😌🫰🏻
যারা পোস্টে রিয়েক্ট দেওয়ার শক্তি পায় না🥹

13/03/2025



20/02/2025

Big shout out to my newest top fans! Sumiya Afrin Tithi

02/02/2025

শিক্ষনীয় গল্প

একটি হরিন যখন বাচ্চা জন্মের নিকটবর্তী সময়ে উপনীত হল, তখন সে জঙ্গলের একপ্রান্তে অবস্হান নিল।

হঠাৎ, যখন সে বাচ্চা জন্ম দিচ্ছিল, আকাশ বজ্রপাত ও ঝলকানি শুরু করল,বনে আগুন লাগল,হরিনটি উত্তর দিকে তাকিয়ে দেখে শিকারি তীর নিয়ে তার দিকে তাকিয়ে আছে।

সে ডানদিকে তাকিয়ে দেখলো একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে।

হরিন বিভ্রান্ত:
একদিকে সিংহ,অপরদিকে শিকারি,
আরেক দিকে আগুনের লেলিহান শিখা,
বাকি যে দিকটা ছিল সেখান দিয়ে বয়ে গেছে উত্তাল নদী।
ঝুঁকিগুলো সব দিকেই রয়েছে এবং তার কোনো উদ্ধারকারীও নেই।
এমতাবস্হায় হরিনটি কোন উপায় না দেখে সে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিকেই নজর দিলো।

এরপরেই বজ্রপাত শিকারীকে অন্ধ করে দিল।
শিকারীর লক্ষ্যভ্রষ্ঠ তীর এসে ক্ষুধার্ত সিংহের গায়ে লাগল।ভারী বৃষ্টিপাত আগুনকে নিভিয়ে দিল।হরিনটি শান্তিমতো তার সন্তান জন্ম দিলো।
এর থেকে শিক্ষা:
আপনার জীবনের এমন কিছু মূহুর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাঁধার সম্মুখীন হন।
তখন আপনি নিজে থেকে যা করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন এবং বাকী একজনকে ছেড়ে দিন যিনি সমস্ত মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন।
তিনিই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলা।

আরও একটি গুরুত্তপূর্ন কথা----
---এমনটি কখনো বলবেন না : হে প্রভু, আমি অনেক বিপদে আছি........
---বরং, বলুন: হে বিপদ, আমার একজন মহান রব আছেন।

আরবি গল্প অবলম্বনে।
©️

Everyone

02/02/2025

আমি বর্তমানে ১৭ নাম্বারে আছি আপনি এর মধ্যে কোন পেশায় রয়েছেনঃ- 🙂

১। সেনাবাহিনী
২। বিমানবাহিনী
৩। নৌবাহিনী
৪। বুদ্ধিজীবী
৫। বিজিবি
৬। সরকারি চাকুরীজীবি
৭। RAB
৮। ইমাম
৯। প্রবাসী
১০। শিক্ষক
১১। বীমাকর্মী
১২। বেকার
১৩। কৃষক
১৪। ক্ষুদ্র উদ্যোগতা
১৫। ব্যবসায়ী
১৬। চাকরিজীবী
১৭।আমার টাই আগে খুঁজতে আসলেন (I love You)
১৮। মোয়াজ্জিন
১৯। রাজনীতিবিদ
২০। চেয়ারম্যান

01/02/2025

তুই বেডা মানুষ তোর হালকা চাপ দাড়ি থাকবে মেয়েরা দেখে পাগল হবে, সেকেন্ডে সেকেন্ডে ক্রাশ খাবে, তুই ক্যান ক্লিন শেইভ করে ছিলা মুরগি হয়ে যাবি!🙂


01/02/2025

সাংগঠনিক দ্বায়িত্বকে _ যারা ক্ষমতা হিসেবে ব্যবহার করছেন!.., তাদের দ্বায়িত্ব এবং ক্ষমতা, বেশি দিনের জন্য নয়!

01/02/2025

~ পেয়ে হারিও না, পরম যত্নে আগলে রাখো, তুমি যেটা তুচ্ছ মনে করছো তা পাওয়ার জন্য মানুষ দু'হাত তুলে কাঁদে!☺️❤️‍🩹

01/02/2025

মানুষের থেকে "You Tube" অনেক ভালো..
অর্ধেক লিখলে বুঝে যায় আমি কি চাই..

🙂👍

21/06/2024

End of seasone 5..💔🥀😑


Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Shefu daa's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shefu daa's creation:

Share