Mst.Marufa Akter

Mst.Marufa Akter Assalamualaikum,I am a digital marketer

22/03/2025

#শেষ_দশকের_আমললিস্ট

🔹রমাদানের শেষ দশক দুআ কবুলের মোক্ষম সময়। এই সময়টা আমরা বেশি বেশি দুআ করবো। দুআর ক্ষেত্রে ৫০% হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নিজের জন্য, মা-বাবার জন্য, গোটা উম্মাহর জন্য, কবরবাসীর জন্য বেশি বেশি ইস্তেগফার করবো আল্লাহর কাছে। বাকি ৫০% এ ২৫% নিজের ব্যক্তিগত চাওয়াগুলো ও ২৫%:অন্যদের চাওয়াগুলো রাখবো। নিজের জন্য যা কল্যাণ চাইবো,অন্যের জন্যও একই কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দুআ করবো। মুসলিম উম্মাহর বিজয় চেয়ে আল্লাহর কাছে দুআ করবো। জালিমের উপর বেশি বেশি লানত দিবো।
🔹 শেষদিনগুলো সম্ভব হলে সারারাত জেগে ইবাদাত করাই শ্রেয়। দিনের বেলা কাজ কমিয়ে নিলে,ইশারের আগে কিছুটা ঘুমিয়ে নিলে রাত জাগা সহজ হবে ইনশাআল্লাহ।
🔹এক নাগাড়ে একই যিকর/ইবাদাত করার চেয়ে ইবাদাতে ভিন্নতা আনা ভালো। যেমন_২ রাকাআত নামাজ পড়লেন,তারপর কিছুক্ষণ ইস্তেগফার ও দুরুদ পাঠ করলেন। এরপর কুরআন তিলওয়াত করলেন। তিলওয়াতের পর আবারও কিছু তাসবীহ-তাহলিল করলেন। এভাবে ….
🔹 রাত ১২টার মধ্যে কুরআন তিলওয়াত করার চেষ্টা করবেন।
🔹বেশি বেশি ইস্তেগফার করবেন। কমপক্ষে ১ হাজার টার্গেট নিবেন।
🔹 ইস্তেগফার করে দুরুদে ইবরাহীম পড়বেন। নিজের জন্য একটা টার্গেট ফিক্সড করবেন।
🔹 সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর ১০০ বার অন্তত। সম্ভব হলে এরচেয়ে বেশি।
🔹 বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুৃম
🔹অন্তত ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্
🔹 তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কুরআনের সওয়াব। ১০ বার পড়লে জান্নাতে বাড়ি নির্মাণ।
🔹 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আজিম অন্তত ১০০ বার
🔹 মিসওয়াক করবেন। যয়তুনের ডাল দিয়ে মিসওয়াক করা উত্তম। এটা না পেলে যেকোনো ডালের মিসওয়াক দিয়ে হলেও সুন্নাহ আদায় করবেন।
🔹 যতবার অযু করবেন,ততবারই ২ রাকাআত তাহিয়্যাতুল অযুর নামাজটা পড়বেন।
🔹 গীবত করবেন না। হিংসা পুষে রাখবেন না। অন্যের হক্ব নষ্ট করবেন না। এগুলো দুআ কবুলের প্রতিবন্ধক।
🔹 শেষ দশকের প্রতিরাত সদকাহ্ করার চেষ্টা করবেন। রাতে নির্দিষ্ট একটা এমাউন্ট সদকাহ্-র জন্য সরিয়ে রাখবেন। পরদিন বা যখন সুযোগ হবে, সদকাহ্ করে ফেলবেন।
🔹রাতে সূরা মূলক পড়বেন।
🔹সূরা বাকারাহ'র শেষ দুই আয়াত পড়বেন।
🔹 হাদিসে বর্ণিত লাইলাতুলকদরের দুআটা বেশি বেশি পড়বেন।
🔹 শেষ রাতের অধিকাংশ সময়টা দুআতে দেওয়ার চেষ্টা করবেন।

18/03/2025

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান
রমজানের শেষ ১০ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম এক(টাকা) দান করুন,যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে,তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস সাওয়াব পাবেন।

২. প্রতিদিন ২ রাকাত নফল সালাত আদায় করুন,যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে,তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকাত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন ৩ বার সূরা ইখলাস পাঠ করুন,যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে,তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কুরআন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন , এ কথা গুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন,যারা আপনার কথা শুনে আমল করবে,আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইন্নাশাআল্লাহ্।কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহআলাইহি ওয়া সাল্লাম বলেছেন,ভালো কাজের পথপদর্শককারী আমলকারীর সমপরিমাণ সওয়াব পাবেন কিন্তু আমলকারীর সমপরিমাণ সওয়াবে কোনো ঘাটতি হবে না।(মুসলীম ২৬৭৪)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তওফিক দান করুক।
"আমিন"
©️

03/12/2024


যেকোন ডিজাইনের জন্য অর্ডার করুন
06/11/2024

যেকোন ডিজাইনের জন্য অর্ডার করুন

29/09/2024



আলহামদুলিল্লাহ আমার করা কিছু ডিজাইন
26/08/2024

আলহামদুলিল্লাহ আমার করা কিছু ডিজাইন


16/08/2024
হাতের এন্ড্রয়েড ফোনটি দিয়ে কি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবো?যদি এই প্রশ্নটি আগে হতো তাহলে বলতাম না কিন্তু যদি এখন প্রশ্ন ...
12/08/2024

হাতের এন্ড্রয়েড ফোনটি দিয়ে কি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবো?

যদি এই প্রশ্নটি আগে হতো তাহলে বলতাম না কিন্তু যদি এখন প্রশ্ন করেন তাহলে বলবো হ্যাঁ, আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই কাজ করতে পারেন। প্রকৃতপক্ষে, অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা কার্যকরভাবে তাদের প্রকল্পগুলি পরিচালনা করে, ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে এবং তাদের মোবাইল ডিভাইসের মাধ্যমে সমস্ত কাজ সম্পাদন করে একটি মোবাইল ফোনে এই কাজের কিছু টিপস:

একটি শান্ত এবং আরামদায়ক কর্মক্ষেত্র চয়ন করুন।

টাইপিং সহজ করতে একটি ব্লুটুথ কিবোর্ড ব্যবহার করুন।

আপনার একটি ভালো ইন্টারনেট সংযোগ আছে তা নিশ্চিত করুন।

সংগঠিত থাকুন এবং আপনার কাজ এবং সময়সীমার উপর নজর রাখুন।

ক্লায়েন্টদের সাথে স্পষ্টভাবে যোগাযোগ করুন এবং আগে থেকেই প্রত্যাশা সেট করুন।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst.Marufa Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mst.Marufa Akter:

Share