22/03/2025
#শেষ_দশকের_আমললিস্ট
🔹রমাদানের শেষ দশক দুআ কবুলের মোক্ষম সময়। এই সময়টা আমরা বেশি বেশি দুআ করবো। দুআর ক্ষেত্রে ৫০% হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নিজের জন্য, মা-বাবার জন্য, গোটা উম্মাহর জন্য, কবরবাসীর জন্য বেশি বেশি ইস্তেগফার করবো আল্লাহর কাছে। বাকি ৫০% এ ২৫% নিজের ব্যক্তিগত চাওয়াগুলো ও ২৫%:অন্যদের চাওয়াগুলো রাখবো। নিজের জন্য যা কল্যাণ চাইবো,অন্যের জন্যও একই কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দুআ করবো। মুসলিম উম্মাহর বিজয় চেয়ে আল্লাহর কাছে দুআ করবো। জালিমের উপর বেশি বেশি লানত দিবো।
🔹 শেষদিনগুলো সম্ভব হলে সারারাত জেগে ইবাদাত করাই শ্রেয়। দিনের বেলা কাজ কমিয়ে নিলে,ইশারের আগে কিছুটা ঘুমিয়ে নিলে রাত জাগা সহজ হবে ইনশাআল্লাহ।
🔹এক নাগাড়ে একই যিকর/ইবাদাত করার চেয়ে ইবাদাতে ভিন্নতা আনা ভালো। যেমন_২ রাকাআত নামাজ পড়লেন,তারপর কিছুক্ষণ ইস্তেগফার ও দুরুদ পাঠ করলেন। এরপর কুরআন তিলওয়াত করলেন। তিলওয়াতের পর আবারও কিছু তাসবীহ-তাহলিল করলেন। এভাবে ….
🔹 রাত ১২টার মধ্যে কুরআন তিলওয়াত করার চেষ্টা করবেন।
🔹বেশি বেশি ইস্তেগফার করবেন। কমপক্ষে ১ হাজার টার্গেট নিবেন।
🔹 ইস্তেগফার করে দুরুদে ইবরাহীম পড়বেন। নিজের জন্য একটা টার্গেট ফিক্সড করবেন।
🔹 সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর ১০০ বার অন্তত। সম্ভব হলে এরচেয়ে বেশি।
🔹 বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুৃম
🔹অন্তত ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্
🔹 তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কুরআনের সওয়াব। ১০ বার পড়লে জান্নাতে বাড়ি নির্মাণ।
🔹 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আজিম অন্তত ১০০ বার
🔹 মিসওয়াক করবেন। যয়তুনের ডাল দিয়ে মিসওয়াক করা উত্তম। এটা না পেলে যেকোনো ডালের মিসওয়াক দিয়ে হলেও সুন্নাহ আদায় করবেন।
🔹 যতবার অযু করবেন,ততবারই ২ রাকাআত তাহিয়্যাতুল অযুর নামাজটা পড়বেন।
🔹 গীবত করবেন না। হিংসা পুষে রাখবেন না। অন্যের হক্ব নষ্ট করবেন না। এগুলো দুআ কবুলের প্রতিবন্ধক।
🔹 শেষ দশকের প্রতিরাত সদকাহ্ করার চেষ্টা করবেন। রাতে নির্দিষ্ট একটা এমাউন্ট সদকাহ্-র জন্য সরিয়ে রাখবেন। পরদিন বা যখন সুযোগ হবে, সদকাহ্ করে ফেলবেন।
🔹রাতে সূরা মূলক পড়বেন।
🔹সূরা বাকারাহ'র শেষ দুই আয়াত পড়বেন।
🔹 হাদিসে বর্ণিত লাইলাতুলকদরের দুআটা বেশি বেশি পড়বেন।
🔹 শেষ রাতের অধিকাংশ সময়টা দুআতে দেওয়ার চেষ্টা করবেন।