
14/12/2023
কোন সভ্য সমাজে বসবাস করি আমরা,,
খুলনা খালিশপুর থানার পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবনের ভিতর কুকুর জবাই করে সেটার মাংস কে গরু ও ছাগলের মাংস বলে দীর্ঘদিন বিক্রি করে আসছিল একটি চক্র খুলনার বিভিন্ন স্থানে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ই ডিসেম্বর এই চক্রের প্রধান আসামী মোঃ ইমতিয়াজ আহমেদ তাজ ও তার সহযোগী, প্রেম, সিয়াম সহ চারজনকে গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ। এছাড়া এই চক্রের অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে,,
এদের কি করা উচিৎ???????