
18/07/2025
জুলাই আন্দোলনে NSU, MIU, EWU, AIUB, IUB, BRACU, UIU, ULAB, DIU, SEU, BUBT, AUB, SUB, UITS, IUBAT, BUFT, FIU, GUB, WUB, UAP, SU, BAIUST, NUB, ASAUB, IIUC, BGC, CUB, BCIU, RBU, PIU, TU, CCN, NIUB, MCU, BUB, EU, NIU, UB, PCIU, UCS, CIU, BBIU, BIU, EUB, INTU, ANU, LUC, ABU, MUB, SBU, ZNRU, BBU, MIU ...
—এই সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুক পেতে রাস্তায় নেমেছিল।
তাহলে প্রশ্ন উঠেই যায়—যারা দেশের জন্য লড়লো, আন্দোলনের সম্মুখভাগে ছিল, গুলি-টিয়ারগ্যাস-গ্রেপ্তার উপেক্ষা করে রাজপথে দাঁড়ালো—তাদের কেন আজও অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? তারা তো টাকা চায় নি। তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দেন শুধুমাত্র গুটিকয়েক ভার্সিটিতে ক্রেডিট ভাগ না করে।
তাদের কণ্ঠ, তাদের আত্মত্যাগ কি কম মূল্যবান? সম্মান হোক সমান!