Noman patowary vlog

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গা"!: জা বাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে...
25/07/2025

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গা"!: জা বাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে। আর দুআ কর‌ছে সমু‌দ্রের ঢেউ যেন এ গু‌লে‌া‌কে গাজা উপকূ‌লে পৌঁ‌ছে দেয়। আল্লাহ তাআলার প‌ক্ষে তা ক‌ঠিন কিছু নয়। তি‌নি শিশু মূসা‌কে ফেরাউনের ঘা‌টে পৌঁ‌ছে‌ দি‌য়ে‌ছি‌লেন।
আল্লাহ তায়ালা ভাইদের এ প্রচেষ্টাকে কবুল করুন।

■এটা থেকে আমরা বুঝতে পারি।
■মন থেকে চাইলে অনেক কিছুই করা সম্ভব। ❤️

হেরাম শরীফে এখনে শুয়ে আছে হযরত মুহাম্মদ (সাঃ)আলহামদুলিল্লাহ এশার নাজমাজের পরে
24/07/2025

হেরাম শরীফে এখনে শুয়ে আছে হযরত মুহাম্মদ (সাঃ)
আলহামদুলিল্লাহ এশার নাজমাজের পরে

মদিনার পাহাড়
24/07/2025

মদিনার পাহাড়

চলে যাচ্ছি দাম্মাম ছেড়ে মদিনা
23/07/2025

চলে যাচ্ছি দাম্মাম ছেড়ে মদিনা

দোস্ত তোরে অনেক মিস করবো। তোকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। 🥲🥲 আবার দেখা হবে ইনশাআল্লাহ
23/07/2025

দোস্ত তোরে অনেক মিস করবো। তোকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। 🥲🥲 আবার দেখা হবে ইনশাআল্লাহ

ছেলের গায়ে ঠান্ডা জাতে না লাগে তাই রাতে ৫/১০ বার কাঁথা গায়ে জড়িয়ে দেওয়া মা আজ ঐ ছেলেকে বরপে ডুবিয়ে রেখেছে… কারণ পরিবার...
22/07/2025

ছেলের গায়ে ঠান্ডা জাতে না লাগে তাই রাতে ৫/১০ বার কাঁথা গায়ে জড়িয়ে দেওয়া মা আজ ঐ ছেলেকে বরপে ডুবিয়ে রেখেছে… কারণ
পরিবারের একটি মাত্র ছেলে, দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে পড়াশোনা করতো, বাবা বিদেশে ছেলের মৃ**ত্যুর সংবাদ শুনে আত্মহারা, বাবা না আসলে ছেলের দা ফ ন হবে না, বরফ দিয়ে ঢেকে রাখছেন আত্মীয়-স্বজন !এই বাচ্চার মা বাবাকে আল্লাহ তুমি শোক সইবার ধৈর্য দাও

গতকাল ৬ সেকেন্ডের এই ছেলের ভিডিও টা দেখে, চোখ থেকে অশ্রু ঝরছিল। আজও সেই অবস্থা আমার,

গতকাল ভিডিও টাতে দেখলাম মা বলতেছে আমার অনেক কষ্টের ছেলে, আমি অনেক কষ্ট করে বড় করছি
আহ এই মার আর্তনাদ শুনে অনেক কান্না পাচ্ছে, বাবা না আগ পর্যন্ত ছেলে কে দাফন দিবে, এই কথা টা যখন আমি লিখতাছি ঠিকই, আমার অশ্রু ঝড়ছে
জানি না আপনাদের কি অবস্থা।

এই বাচ্চারা তো মাসুম
আল্লাহ তায়ালা সকল মা বাবা ও তাদের পরিবারদের ধৈর্য ধারার তওফিক দান করুক আমীন আমীন,

বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান কেনো এই শিক্ষিকা এই মা তা আবারো প্রমান করে গেলো। 🥲
22/07/2025

বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান কেনো এই শিক্ষিকা এই মা তা আবারো প্রমান করে গেলো। 🥲

⛔️বিষয়টা এলার্মিং!⛔️‘অ্যানোনিমাস মেইন পেইজ’ ‘Anonymous Main Page’ নামক একটি পেজ থেকে গতকাল পোস্ট করে বলা হয়, ‘একটি স্কুল...
21/07/2025

⛔️বিষয়টা এলার্মিং!⛔️
‘অ্যানোনিমাস মেইন পেইজ’ ‘Anonymous Main Page’ নামক একটি পেজ থেকে গতকাল পোস্ট করে বলা হয়, ‘একটি স্কুলের ভবন ধস হবে এবং বহু বাচ্চার জীবন চলে যাবে।’ এরপর আজ যখন উত্তরায় বিমান ধস হলো তারপর এই ভিডিও শেয়ার দিয়ে বলা হয়েছে ‘আমরা এই বিষয়ে আগে থেকেই বার্তা দিয়েছিলাম। এটি লজ্জাজনক যে আমাদের বার্তা প্রত্যাখান করা হয়েছে।’

এরপর আজ আবার তারা সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করে পোস্ট দিয়ে বলছে যে, ‘আগামী কয়েক সপ্তাহের ভেতরেই বাংলাদেশে বো*মা বিস্ফোরণ হবে। তাদের মূল টার্গেট হোটেল ও হাসপাতাল।’

তার মানে কী? তারা কীভাবে আগে থেকেই জানে? এই ঘটনাটা খতিয়ে দেখা হোক। এখনি প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আর যেন কোনো দুর্ঘটনা না দেখতে হয় দেশবাসীকে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। 🙏

আমাদের আগামী দিনগুলো হয়তো ভয়ানক হতে
যাচ্ছে 🙂

এই ঘটনা নাকি আসলেই সত্যি .??

এমন মৃত্যু মেনে নেওয়ার মতো না। যারা অসুস্থ আছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করুন 🥲😭
21/07/2025

এমন মৃত্যু মেনে নেওয়ার মতো না। যারা অসুস্থ আছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করুন 🥲😭

প্রতিটি হসপিটালের সামনে মাদরাসার ছাত্ররা অবস্থান করতেছেন আর জুরে জুরে বলছে আমার রক্তের গ্রুপ এই আমার রক্তের গ্রুপ এই কার...
21/07/2025

প্রতিটি হসপিটালের সামনে মাদরাসার ছাত্ররা অবস্থান করতেছেন আর জুরে জুরে বলছে আমার রক্তের গ্রুপ এই আমার রক্তের গ্রুপ এই কার কি রক্ত লাগবে বলুন আমরা রক্ত দিবো। এই মানবতার শিক্ষা টাই কওমি মাদ্রাসা থেকে দেওয়া হয় কেও স্বীকার করুক আর না করুক। কওমি মাদ্রাসার ছাত্ররা অতিতেও এভাবে দেশ জাতি ও জনগনের স্বার্থে করে যাচ্ছেন
আমাদের ছাত্র ভাইয়েরা ভবিষ্যতেও করে যাবেন ইনশাআল্লাহ আগামী দিনেও করবেন এটাই কামনা। আল্লাহ তাআলা সকলের খেদমতকে কবুল করুন
যেখানে ছোট একটা পানির বোতল এর দান ১৫/৩০ টাকা সেখানে একব্যাগ রক্ত বিনামূল্যে দেয়ার জন্য শতশত ছাত্রদের ভীড় ❤️
স্যালুট জানাই এইসব ভাইদের 🖤🤍

দুই সন্তান হারিয়ে না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা সেজদায় মাথা নত করে দেন আল্লাহর দরবারে!😰💔🇧🇩
21/07/2025

দুই সন্তান হারিয়ে না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা সেজদায় মাথা নত করে দেন আল্লাহর দরবারে!😰💔🇧🇩

এগুলো সহ্য করার মতো না। আল্লাহ যাদেরকে বাঁচাইয়া রাখছেন তাদের দ্রুত সুস্থ করে দিন। আর যারা মৃত্যুবরণ করছে তাদের কে জান্ন...
21/07/2025

এগুলো সহ্য করার মতো না। আল্লাহ যাদেরকে বাঁচাইয়া রাখছেন তাদের দ্রুত সুস্থ করে দিন। আর যারা মৃত্যুবরণ করছে তাদের কে জান্নাতের উচ্চ মুকাম দান করুন। #আমিন

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noman patowary vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share