Radio Jamuna News

Radio Jamuna News This news media is always for true justice Follow: http://Radio-jamunanews.com

শুভ জন্মদিন’ বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল    বাংলাদেশের ক্রিকেটের অন্যতম পুরোধা আমিনুল ইসলাম। ...
02/02/2018

শুভ জন্মদিন’ বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল


বাংলাদেশের ক্রিকেটের অন্যতম পুরোধা আমিনুল ইসলাম। যিনি সাধারণত বুলবুল নামে পরিচিত। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গে যার নাম ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে। টেস্ট স্ট্যাটাস লাভ করার পর ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৪৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের আজ ৫০তম জন্মদিন।

১৯৬৮ সালে আজকের দিনেই ঢাকায় জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের এই পথপ্রদর্শক। ছোট থেকেই ক্রীড়াপ্রেমিক বুলবুল ছিলেন অলরাউন্ডার। যেমন দুরন্ত ছিলেন ফুটবলে, তেমনি দুর্দান্ত ছিলেন ক্রিকেটে। তবে কঠিন ইনজুরির কারণে শুরুতেই শেষ হয়ে যায় তাঁর ফুটবল ক্যারিয়ার। তবে বুলবুল আঁকড়ে রাখেন ক্রিকেটকে। ১৯৮৮ সালে বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ দলের হয়ে তার ক্যারিয়ার শুরু হয়। সে সময় বাংলাদেশ খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ পায়নি।

২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশের অভিষেক টেস্টে তাঁরও টেস্ট অভিষেক ঘটে। ক্যারিয়ারের প্রথম মাচে ১৪৫ রান করে সাড়া জাগালেও নির্বাচকদের ‘নতুনদের সুযোগ দেওয়ার নীতির’ কারণে ফর্মে থাকা অবস্থায় জাতীয় দল থেকে বাদ পড়েন। পরে অভিমানে অবসর নেন জাতীয় দল থেকে। বাংলাদেশের হয়ে তিনি ১৩ টি টেস্ট এবং ৩৯টি ওয়ানডে খেলেন। টেস্টে তার শতক একটি, অর্ধশতক দুটি। ওয়ানডেতে শতক না থাকলেও তিনটি অর্ধশতক রয়েছে।

ঘরোয়া ক্রিকেটে আমিনুল ইসলামের ক্যারিয়ারের অধিকাংশ সময় কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে। শেষ মৌসুম কেটেছে বাংলাদেশ বিমানের হয়ে খেলে। বাংলাদেশের এই সাহসী ক্রিকেটার দেশের প্রথম খেলোয়াড় হিসেবে মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ড যান। কয়েকটি সফল মৌসুম কেটেছে সেখানে। দীর্ঘ দিনের ভালোবাসার পর বিয়ে করেন বন্ধুর ছোট বোন জুঁইকে। তাকে নিয়েই তার সুখের সংসার।

অবসর নেয়ার পর তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে একটি কোচিং প্রোগ্রাম করে স্থানীয় একটি দলে কোচ-পরবর্তী-খেলোয়াড় হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি চীনেও ক্রিকেট প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।

স্পোর্টসজোন-২৪ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের প্রথম এই অধিনায়কের ৫০তম জন্মদিনে অনেক অনেক শুভকামনা।

01/02/2018

আমরা হেরে যাচ্ছি বার বার....

মুশফিকের আউটের পর ব্যাটিং ধ্বসের আশঙ্কায় ছিলেন তামিমশ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ সফরকারী শ...
01/02/2018

মুশফিকের আউটের পর ব্যাটিং ধ্বসের আশঙ্কায় ছিলেন তামিম

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩৭৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দলের মুমিনুল হক ১৭৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। আগামীকাল আবারো এই দুই তারকা দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।

এর আগে সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন তামিম ও ইমরুল

কায়েস। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৭২ রান। রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা তামিম ৫৩ বলে ৫২ রান করে পেরেরার বলে বোল্ড হয়ে বিদায় নিলে ভাঙ্গে এই জুটি। এরপর তিন নম্বরে নেমে ইমরুর কায়েসের সাথে জুটি বাধেন মুমিনুল হক। এই জুটিতে আরো যোগ করেন ৪৮টি রান।

তবে দলীয় ১২০ রানে ব্যক্তিগত ৪০ রান করে সান্দকানের বলে এলবি হয়ে সাজঘরে ফিরেন ইমরুল কায়েস। যদিও রিপ্লে দেখা গিয়েছে যে, রিভিউ নিলে বেঁচে যেতেন এই ব্যাটসম্যান। কারন বল স্টাম্প মিস করেছিল।

দলীয় ৩৫৬ রানের মাথায় উইকেট রক্ষকের ক্যাচ বানিয়ে মুশফিককে আউট করে শ্রীলঙ্কার মাথা ব্যথা হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন সুরাঙ্গা লাকমল। নার্ভাস নাইন্টির শিকার হয়ে সেঞ্চুরী থেকে ৮ রান দূরে থাকতে ব্যক্তিগত ৯২ রান করে আউট হন তিনি।

তবে মুশফিক ফিরে গেলে বড় ধ্বসের আশঙ্কা করেছিলেন তামিম। কেননা পূর্বে এরূপ নজীর অনেক আছে বাংলাদেশের ক্ষেত্রে।

তামিম বলেন, দ্বিতীয় উইকেটে (আসলে তৃতীয়) আমরা যেভাবে পারফর্ম করেছি, আমার কাছে মনে হয় ওইভাবে শেষ করতে পারলে এটা ‘কমপ্লিট পারফর্মেন্স’ হতে পারতো। সত্যি কথা এটা নিয়ে চিন্তিত ছিলাম, যাতে কোনো ধ্বস না নামে। সধারণত কোনো বড় জুটি হলে আমাদের ক্ষেত্রে এমন হয়। ‘ একটু বেশি হয়। ‘

ব্যাটিং ধ্বসের আশঙ্কা থাকার কারণেই ব্যাটসম্যানদের বার্তা দিচ্ছিলেন বলে জানান তামিম। দিনের শেষের দিকে মুশফিক ৯২ রানে আউট হয়ে যাওয়ার পর কোনো রান না করেই ফিরে যান লিটন কুমার দাস।

লিটনের আউটটিকে দুঃখজনক হিসেবে আখ্যা দিয়ে তামিম বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে ব্যাটসম্যানদের এ বিষয়ে বার্তা দিচ্ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে মুশফিক আউট হওয়ার পর লিটন আউট হয়ে গেলো। ‘শেষের দিকে পর পর দুটি উইকেট হারালেও দিনটি বাংলাদেশেরই ছিলো। স্কোরবোর্ডের দিকে তাকালেই অবশ্য এর চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়। তামিম নিজেও মানছেন বিষয়টি।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে পারাতেই বেশি পরিতৃপ্ত তিনি। তিনি বলেন, ‘তারপরও আমরা মনে করি- এটা একটা দারুণ দিন ছিলো। আমরা আক্রমণাত্মক ছিলাম, ইতিবাচক ছিলাম, একেবারে প্রথম বল থেকেই। যা দেখাটা দারুণ অভিজ্ঞতা। ‘

ডেভিস কাপে ইরাককে হারাল বাংলাদেশস্পোর্টস্ জোন ২৪  Home  অন্যান্য খেলাধুলাঅন্যান্য খেলাধুলাডেভিস কাপে ইরাককে হারাল বাংলাদ...
01/02/2018

ডেভিস কাপে ইরাককে হারাল বাংলাদেশ

স্পোর্টস্ জোন ২৪


Home অন্যান্য খেলাধুলা
অন্যান্য খেলাধুলা
ডেভিস কাপে ইরাককে হারাল বাংলাদেশ
By স্পোর্টস ডেস্ক - February 1, 2018 0 52




আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ওমান টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় মাস্কট শহরে চলছে ‘২০১৮ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া জোন গ্রুপ-৪’। গ্রুপপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে হার মানলেও পরের ম্যাচে জয় পেয়েছে।

আজ বুধবার বাংলাদেশ দল ইরাকের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়লাভ করেছে। প্রথম এককে বাংলাদেশের শ্রী অমল রায় ৪-৬, ৬-৩, ৬-২ গেমে ইরাকের বরকত জেইনির বিপক্ষে জয়লাভ করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নে। দ্বিতীয় এককের বাংলাদেশের দীপু লাল ২-৬, ৪-৬ গেমে প্রতিপক্ষ ইরাকের আদেল মোস্তফা আল-সাঈদীর কাছে হেরে গেলে ইরাক ১-১ এ সমতা ফিরিয়ে আনে। পরবর্তীতে দ্বৈতের খেলায় বাংলাদেশের অমল রায় ও রঞ্জন রাম জুটি ৭-৬, ৬-৪ গেমে ইরাকের আলী খান হাশিম ও আদেল মোস্তফা আল সাঈদী জুটিকে হারিয়ে ২-১ ব্যবধানে জয় পায়।

‘২০১৮ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া জোন গ্রুপ-৪’ এ অংশগ্রহনকারী দল সমুহকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপ-‘এ’ তে রয়েছে সংযুক্ত আরব আমিরাত [১০৩], ইরাক [১১৪], ওমান [১০৯], মায়ানমার [১১২], বাংলাদেশ [১১৬] ও কিরঘিজস্তিান [১২৭]। গ্রুপ-‘বি’ তে রয়েছে সিঙ্গাপুর [১০৬], তুর্কমেনিস্তান [১১১], মঙ্গোলিয়া [১১৩], বাহরাইন [১১৫], তাজিকিস্তান [১১৭] ও গুয়াম।


প্রতিটি গ্রুপের দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং প্রতিটি গ্রুপ থেকে দুটি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্বে এক গ্রুপের চ্যাম্পিয়ন ও অপর গ্রুপের রানার-আপ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী দুটি দল গ্রুপ-৪ হতে গ্রুপ-৩ তে উন্নীত হবে এবং ২০১৯ সালে ডেভিস কাপ
গ্রুপ-৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

পরিকল্পনা সফল হওয়ায় খুশি তামিমশ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন গেছে স্বপ্নের মতো। টস জিতে ব্যাট করা বাংলাদ...
31/01/2018

পরিকল্পনা সফল হওয়ায় খুশি তামিম

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন গেছে স্বপ্নের মতো। টস জিতে ব্যাট করা বাংলাদেশ তুলেছে ৪ ‍উইকেটে ৩৭৪ রান। ওভারপ্রতি রান চারের উপরে। দারুণ খেলে টিকে আছেন ১৭৫ রান করা মুমিনুল। মুশফিক ৯২ রানে ফেরার আগে ‘মি. ফিফটি’ তকমা পাওয়া তামিমের অবদান ৫২। অন্যসময় ফিফটি করে আউট হলে নিজেকে কাঠগড়ায় দাঁড় করান তামিম। এবার করছেন না। ৫৩ বলে ৫২ রানের ইনিংসটির পর নিজেকে সফলই মনে করছেন বাঁহাতি ওপেনার।

‘যে পরিকল্পনায় খেলছিলাম, মনে হয়েছিল ইতিবাচক শুরু করলে ওরা চাপে পড়বে। সেটাই হয়েছে। যে পরিকল্পনা করেছি, কাজে লেগেছে। ওদের প্রধান বোলার যারা আছে, তাদের আক্রমণ করতে চেয়েছিলাম। সফলভাবেই করেছি। ফলে এমন পরিস্থিতিতে পড়েছে, আমরা ওদের যেখানে পড়তে দেখতে চেয়েছিলাম। সত্যি কথা বলতে, একটা পর্যায়ে তারা বুঝতে পারছিল না কোথায় বল করবে। আমাদের পরিকল্পনা ছিল আক্রমণ করার। আমরা সেটাতে সফল।’

হিমশীতল আবহাওয়ায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজ দেখা গেছে তামিমের মধ্যেও। ইমরুলকে সঙ্গী করে প্রথম দুই ওভারেই তোলেন ১৯ রান। লঙ্কান পেসার লাহিরু কুমারাকে পরপর তিন চারে দিকভ্রান্ত করে দেন তামিম।

সেটাই টেনে নিয়েছেন মুমিনুলরা। তামিমের দেখানো পথে হেঁটে একশর উপরে স্ট্রাইকরেটে সেঞ্চুরি করেছেন মুমিনুল। শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ২০৩ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে বৃহস্পতিবার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে (৯*) নিয়ে সংগ্রহ বাড়াতে নামবেন বাঁহাতি তারকা।

মুমিনুল অপরাজিত থাকায় প্রথম ইনিংসে বড় পুঁজির আশা করছেন তামিমও, ‘আমার কাছে মনে হয়, এমন পজিশনে আছি, যেখান থেকে অনেক রান করা সম্ভব। আমরা এমন অবস্থানে থাকি না। আমরা খুব ভাল একটা রেটে রান করেছি। কালও দারুণ শুরু করতে হবে। যদি সেটা পারি, যারা ড্রেসিংরুমে আছে, তারাও যদি অবদান রাখে, তাহলে বড় রান করতে পারব। এটাই আশা করছি।

মমিনুল দাপটে লংকানদের রানের পাহাড়ে চাপা দিচ্ছে বাংলাদেশ; দেখুন স্কোরবোর্ড…দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং ব্যর্থতা। মিরপুরে টানা...
31/01/2018

মমিনুল দাপটে লংকানদের রানের পাহাড়ে চাপা দিচ্ছে বাংলাদেশ; দেখুন স্কোরবোর্ড…

দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং ব্যর্থতা। মিরপুরে টানা দুই ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত। বাংলাদেশের উন্নতি নিয়ে প্রশ্ন উঠেছিল স্বাভাবিক কারণে। চট্টগ্রাম টেস্ট হয়ে উঠেছিল অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় সফল বাংলাদেশি ব্যাটসম্যানরা। মুমিনুলের হারা না ১৭৫ রানের ইনিংস, মুশফিকের ৯২ ও তামিমের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে ৩৭৪ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। মানে চট্টগ্রামে মজবুত অবস্থায় স্বাগতিকরা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বুধবার সকালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই সাবলিল ব্যাট করতে থাকে স্বাগতিকরা। প্রথম সেশনে দলকে ভালো শুরু করে দিয়ে দুই ওপেনারই সাজঘরে ফিরে যান। তামিম ইকবাল ৫৩ বল খেলে ৫২ রান করে আউট হন। আর লাঞ্চ বিরতির আগ মুহূর্তে লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লিউ হন ইমরুল কায়েস। তিনি করেন ৪০ রান। দলীয় ১২০ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর মুশফিকুর রহিম ও মুমিনুল হকের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ।

দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ কোনও উইকেট হারায়নি। এই সেশনে মুমিনুল হক তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন। তৃতীয় সেশনে মুশফিকুর রহিম ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়ে যান তিনি।

দলীয় ৩৫৬ রানে সুরঙ্গা লাকমলের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন মুশফিকুর রহিম। তিনি করেন ৯২ রান। মুশফিকুর রহিম ও মুমিনুল হক ২৩৬ রানের পার্টনারশিপ গড়েন। মুশফিক আউট হওয়ার পরের বলেই বোল্ড হন লিটন দাস।

মুমিনুল হক আজকের এই ইনিংসের মাধ্যমে নতুন একটি রেকর্ড গড়েছেন। টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ২০০০ রানের মালিক হলেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে ৪৭তম ইনিংসে তিনি ২০০০ রান অতিক্রম করলেন। এর আগে ৫৩ ইনিংসে ২০০০ রান পূর্ণ করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন তামিম ইকবাল। আজকের মাঠে নামার আগে টেস্টে মুমিনুল হকের মোট রান ছিল ১৮৬০। অর্থাৎ, ২০০০ রান করতে তার প্রয়োজন ছিল ১৬০ রান।

অন্যদিকে, আজ তৃতীয় উইকেট জুটিতে ২৩৬ রানের পার্টনারশিপ গড়েন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় উইকেট জুটিতে এটিই সেরা রানের জুটি। আর যেকোনও উইকেট জুটিতে এটি চতুর্থ। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। যেকোনও উইকেট জুটিতে সেটিই এখন পর্যন্ত সেরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৭৪/৪ (৯০ ওভার)

(তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুমিনুল হক ১৭৫*, মুশফিকুর রহিম ৯২, লিটন দাস ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৯*; সুরঙ্গা লাকমল ২/৪৩, লাহিরু কুমারা ০/৬৪, দিলরুয়ান পেরেরা ১/৯৮, রঙ্গনা হেরাথ ০/১০০, লক্ষণ সান্দাকান ১/৫৮, ধনঞ্জয়া ডি সিলভা ০/১১)।

মুমিনুলের সেঞ্চুরিতে আড়াইশো পেরিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশবুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ...
31/01/2018

মুমিনুলের সেঞ্চুরিতে আড়াইশো পেরিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ

বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। মুমিনুলের ব্যাট চকচক চট্টলার রোদে। ওর ব্যাট কথা বলেছে দারুণ। হাথুরুসিংহকে মেরেছে একের পর এক বাউন্ডারি। ব্যাটে সেই শিল্প। মাটি কাঁমড়ানো শট। ৯৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি।

আন্তর্জাতিক ক্রিকেটে ওর ক্যারিয়ার পাঁচ বছরের। ২৬ ওয়ানডে, ছয় টি-টোয়েন্টি খেললেও সম্প্রতি এই তরুণের গায়ে ‘টেস্ট ক্রিকেটারের’ তকমা লেপ্টে দিয়েছেন টাইগারদের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহে। ২৬ টেস্টে পাঁচটি সেঞ্চুরি করেছেন ‘প্রিন্স অব কক্সবাজার’। যার সবগুলোই দেশের মাটিতে।

স্পোর্টস্ জোন ২৪


Home বাংলাদেশ ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট
মুমিনুলের সেঞ্চুরিতে আড়াইশো পেরিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ
By Raian Sakil - January 31, 2018 0 33




বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। মুমিনুলের ব্যাট চকচক চট্টলার রোদে। ওর ব্যাট কথা বলেছে দারুণ। হাথুরুসিংহকে মেরেছে একের পর এক বাউন্ডারি। ব্যাটে সেই শিল্প। মাটি কাঁমড়ানো শট। ৯৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি।

আন্তর্জাতিক ক্রিকেটে ওর ক্যারিয়ার পাঁচ বছরের। ২৬ ওয়ানডে, ছয় টি-টোয়েন্টি খেললেও সম্প্রতি এই তরুণের গায়ে ‘টেস্ট ক্রিকেটারের’ তকমা লেপ্টে দিয়েছেন টাইগারদের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহে। ২৬ টেস্টে পাঁচটি সেঞ্চুরি করেছেন ‘প্রিন্স অব কক্সবাজার’। যার সবগুলোই দেশের মাটিতে।

সাদা পোশাকে দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হলেও দুই বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি নেই মুমিনুলের ব্যাটে। যদিও এর মাঝে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৫ মাস বিরতি ছিল। অবশেষে আজ দেখা মেলল শত রানের।

ক্যারিয়ারে দেশের বাইরে ছয় টেস্ট খেলে ৩৭.৯০ গড়ে ৪১৭ রান করেছেন মুমিনুল। আছে পাঁচটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৬৪ রান। দুবার ৬৪ রানের ইনিংস খেলেছেন তিনি। প্রথমবার ২০১৩ সালে কলম্বোতে, দ্বিতীয়বার সর্বশেষ ওয়েলিংটন টেস্টে।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫০/২ (ওভার ৫৬)। মমিনুল ১০৭ ও মুশফিক ৪৭ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ

সানজামুলের মাথায় উঠলো ৮৭ নম্বর টেস্ট ক্যাপ!গত মার্চের এই শ্রীলঙ্কার বিপক্ষেই কলম্বো টেস্টে দেখা পাওয়া গিয়েছিল ৮৬ সংখ্যা...
31/01/2018

সানজামুলের মাথায় উঠলো ৮৭ নম্বর টেস্ট ক্যাপ!

গত মার্চের এই শ্রীলঙ্কার বিপক্ষেই কলম্বো টেস্টে দেখা পাওয়া গিয়েছিল ৮৬ সংখ্যাটির। ঐ ম্যাচে দেশের ৮৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের। দুর্দান্ত জয়ের সেই ম্যাচটি বাংলাদেশের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ঐ ম্যাচের পর মাঝখানে হয়েছে আরও কয়েকটি টেস্ট। এই সময়ের মাঝে জাতীয় দলের টেস্ট ক্যাপ মাথায় চড়েনি আর কোনো ক্রিকেটারের গায়ে।

অবশেষে সেই ‘ধারাবাহিকতা’ ভাঙলেন সানজামুল ইসলাম। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন এই বাঁহাতি অফ স্পিনার, যা তার ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ।

চট্টগ্রাম টেস্টের দল নিয়ে জলঘোলা কম হয়নি। গত শুক্রবার চমকের জন্ম দিয়ে তরুণ নাঈম হাসানকে রেখে স্কোয়াড ঘোষণা করেন নির্বাচকরা। পরদিন অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির স্বীকার হলে তার বদলে স্কোয়াডে ডাকা হয় সানজামুল ইসলাম ও তানবির হায়দারকে। তবে ঠিক পরদিন আবার ডাকা হয় অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে, আর তাতে সব প্রাদপ্রদীপের আলো চলে যায় তার দিকেই। টেস্ট শুরুর আগেও অনেকেই ভাবেননি, অভিজ্ঞ রাজ্জাককে রেখে সানজামুলের মতো নতুন বোলারকে মাঠে নামাবে দল।

ঘরোয়া ক্রিকেটে সানজামুলের রয়েছে সমৃদ্ধ পরিসংখ্যান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত মোট ৬০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যেখানে তার সংগৃহীত উইকেটের সংখ্যা ২২৪টি। ব্যাট হাতেও কম যান না রাজশাহীর ছেলে সানজামুল। একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরিতে প্রথম শ্রেণির ক্রিকেটে তার মোট রান দের হাজারেরও বেশি।

একজন স্পিনার হিসেবে সানজামুল যাদের অগ্রগণ্য রেখে বড় হয়েছেন, নির্দ্বিধায় তাদের একজন আব্দুর রাজ্জাক। রাজ্জাক ছিলেন এই ম্যাচের দলেও। যদিও একাদশে টেকার লড়াইয়ে শেষমেশ জয়ী সানজামুলই। আর এই সানজামুলের মাথায় দেশের ৮৭তম টেস্ট ক্যাপটাও পরিয়ে দিয়েছেন রাজ্জাক। একটা সময় নিজে স্পিন অ্যাটাককে নেতৃত্ব দিতেন। ৩৫ বছর বয়সী রাজ্জাক সানজামুলের অভিষেকের ‘অদ্ভুত’ সাক্ষী হতে পেরেও ভালো বোধ করছেন নিশ্চয়ই।

বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হলেন মাহমুদুল্লাহ রিয়াদশ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ। আ...
31/01/2018

বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হলেন মাহমুদুল্লাহ রিয়াদ

শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হল মাহমুদুল্লাহ রিয়াদের। সাকিব আল হাসানের ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হওয়া টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক মাহমুদুল্লাহর।

মাহমুদুল্লাহর আগে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

এরমধ্যে সবচেয়ে বেশি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর। ৩৪ টেস্টে ৭ জয়, ১৮ হার ও ৯টি ম্যাচ ড্র হয় মুশফিকুরের নেতৃত্বে।
এরপর ১৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। অবশ্য তার নেতৃত্বে মাত্র ১টি জয় পায় টাইগাররা। পাশাপাশি ১৩টি হার ও ৪টি ম্যাচ ড্র ছিলো।

তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ ১৩টি ও ১২টি করে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে যথাক্রমে মোহাম্মদ আশরাফুল ও খালেদ মাসুদ। নেতত্ব থাকাকালীন দু’জনের কেউই বাংলাদেশকে জয়ের স্বাদ দিতে পারেননি। আশরাফুল ও মাসুদের নেতৃত্বে সমান ১২টি করে ম্যাচ হারে বাংলাদেশ। অ্যাশের নেতৃত্বে ১টি ম্যাচ ড্র করেছিলো বাংলাদেশ।

রেকর্ড থেকে মাত্র ২ রান দুরে মুশফিক!আগামী কাল বুধবার এ বছরের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ...
31/01/2018

রেকর্ড থেকে মাত্র ২ রান দুরে মুশফিক!

আগামী কাল বুধবার এ বছরের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর এ ম্যাচে টেস্টে অনন্য এক মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় মুশফিক।

মাত্র ২ রান করতে পারলেই টেস্ট ফরম্যাটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রানের মাইলফলক পূর্ণ করবেন তিনি।

এখন পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ ম্যাচের ২৩ ইনিংসে ৯৯৮ রান করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গড় ৪৫ দশমিক ৩৬। এর মধ্যে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এই ভেন্যুতে ২০১০ সালে একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন মুশি। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৪ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন তিনি। তারপরও টেস্টটি ১১৩ রানে হেরেছিলো বাংলাদেশ।


দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের এই ভেন্যুতে। তিনি ১৩ ম্যাচের ২৫ ইনিংসে ৮০৩ রান করেছেন। ১৪ ম্যাচের ২৫ ইনিংসে ৭০৭ রান নিয়ে তৃতীয় স্থানে সাকিব আল হাসান।

চট্টগ্রামের শুরু হতে যাওয়া টেস্টে ১ হাজার রান পূর্ণ করতে পারলে দেশের সবকটি টেস্ট ভেন্যুতে এ মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় ব্যাটসম্যান হবেন মুশফিক। বাংলাদেশের ভেন্যুগুলোর মধ্যে বর্তমানে টেস্ট ফরম্যাটে একমাত্র ১ হাজার রান করা ব্যাটসম্যান হলেন সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ম্যাচে ১২৩৩ রান রয়েছে সাকিবের।

বিশ্বকাপের শেষ ম্যাচে ভোরে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররাআইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের শেষ ও পঞ্...
30/01/2018

বিশ্বকাপের শেষ ম্যাচে ভোরে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের শেষ ও পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। দু’দলের মধ্যকার ম্যাচটি বাংলাদেশে সময়ানুযায়ী ভোর ৩.৩০ থেকে শুরু হবে।

ইংল্যান্ডের যুবাদের পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচের প্লে-অফে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন সাইফ-আফিফরা। আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবাদের চাওয়া আসরে নিজেদের শেষ ম্যাচটি জয় দিয়েই শেষ করা। অন্যদিকে একই লক্ষ্য প্রোটিয়া যুবাদেরও।

দলগত পারফরমেন্সে ভালো ফলের আশা মাহমুদউল্লাহরঅধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে এগিয়ে আছে ব...
30/01/2018

দলগত পারফরমেন্সে ভালো ফলের আশা মাহমুদউল্লাহর

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে এগিয়ে আছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিততে না পারলেও টেস্ট সিরিজে ভালো ফলের প্রত্যাশায় বাংলাদেশ। নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, দলগত পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্ট থেকে ভালো ফল পাওয়া সম্ভব। এজন্য সকল ক্রিকেটারদের সহযোগীতা চেয়েছেন সাকিবের পরিবর্তে চট্টগ্রাম টেস্টে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ।

চট্টগ্রামে আগামীকাল থেকে মাঠে গড়াবে দুই দলের টেস্ট সিরিজ। নিজেদেরকে ফেবারিট তকমা না দিলেও ঘরের মাঠে খেলা বলে নিজেদের এগিয়ে রেখেছেন অধিনায়ক,‘বাংলাদেশকে ফেবারিট হিসেবে আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। শ্রীলঙ্কা টেস্টে ভালো করছে। আমাদের হোম কন্ডিশনে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি আমরা এগিয়ে থাকব। আমি বিশ্বাস করি আমাদের যে টিম ব্যালেন্স আছে…যদিও সাকিব নেই, তারপরও দল ব্যালেন্স আছে। ভালোমানের স্পিনার এবং পেস বোলার আছে। এবং ইতিবাচক ব্যাটসম্যান আছে। আশা করছি আমরা যে কোনো মূহুর্তে ভালো কিছুর আশা করতে পারি।’

ভালো ফলের জন্য মাহমুদউল্লাহ দলগত পারফরম্যান্সের প্রত্যাশা করছেন। তার মতে পুরো দলের স্ট্রেন্থ হচ্ছে দলীয় ঐক্য এবং দলীয় পারফরম্যান্স। সেখানেই নজর মাহমুদউল্লাহর,‘সবাই দলগতভাবে ভালো পারফরম্যান্স করে তাহলে অধিনায়কত্ব করা খুব সহজ হয়ে যায়। আমরা সব সময় দল হিসেবে ভালো পারফর্ম করি। এবারও আমাদের লক্ষ্য থাকবে দলগতভাবে ভালো পারফর্ম করা। ওই জিনিসটা যদি করতে পারি তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। দলে কম-বেশি অভিজ্ঞ ক্রিকেটার আছে এবং জুনিয়র ক্রিকেটাররা সবাই বেশ সহায়ক। সেদিক থেকে আমি বলবো আমার জন্য ভালো হবে।’

ইনজুরির কারণে দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে পাচ্ছে না দল। সাকিবের অভাব পূরণ সম্ভব নয়। তারপরও নিজেদের উপর আস্থা রেখে সেই ক্ষতি পুষিয়ে নিতে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ। বলেছেন,‘সাকিব আমাদের জন্য বলাবাহুল্য যে কত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিবকে দলে না পাওয়া অবশ্যই বড় একটা ক্ষতি। দিনশেষে সব চ্যালেঞ্জগুলোই মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি আমাদের যে দলটা আছে যদি ইতিবাচক ক্রিকেট খেলি, সিদ্ধান্তগুলো সঠিক নিতে পারি এবং সেগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে একটা ভালো ফল আশা করতে পারব।’

বড় কোনো পরিকল্পনায় না গিয়ে ম্যাচের পরিস্থিতি বুঝে সেশন বাই সেশন পরিকল্পনা সাজানোর পক্ষে মাহমুদউল্লাহ। এক পা দু পা করে এগুতে পারলেই ভালো ফল পাওয়া সম্ভব বলে মনে করছেন মাহমুদউল্লাহ। তার ভাষ্য,‘টেস্ট ক্রিকেট ভিন্ন ফরম্যাট। পাঁচটা দিনই গুরুত্বপূর্ণ। প্রতিটি দিনই, বিভিন্ন সেশন বাই সেশনে অনেক চ্যালেঞ্জে থাকে। সেশন বাই সেশন খেলাটাই ভালো। স্টেপ বাই স্টেপ যাওয়াটাই ভালো।

আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশি ক্রিকেটাররা২০১৫ সালে স্পন্সরের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর ৪১ কোটি ৪১ লাখ টাকার বিনিময়ে গ্রামী...
30/01/2018

আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশি ক্রিকেটাররা

২০১৫ সালে স্পন্সরের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর ৪১ কোটি ৪১ লাখ টাকার বিনিময়ে গ্রামীণফোনকে হারিয়ে বিসিবির স্পন্সর হয় মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড। পরে তাদের কাছে স্পন্সরশিপ কিনে নেয় সেলফোন প্রতিষ্ঠান রবি। দুই বছরের ঐ চুক্তি শেষে ২০১৭ সালের জুনে আবারও স্পন্সর হয় রবি, টানা দ্বিতীয়বারের মতো। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চলছে রবির দ্বিতীয় মেয়াদে স্পন্সরশীপ।

৬০ কোটি টাকার এই স্পন্সর স্বত্ব কিনে নেওয়ার পর রবি থেকে শর্ত দেওয়া হয়, তাদের ছাড়া আর কোনো টেলিকম বা সেলফোন কোম্পানির হয়ে বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা। এতদিন এ নিয়ে সক্রিয় না থাকলেও সম্প্রতি এ ব্যাপারে ব্যবস্থা নিতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। অন্য টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ইতোমধ্যে চুক্তি বাতিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

বাংলাদেশের ক্রিকেটারদের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বাসেডর করা হয়ে থাকে ক্রিকেটারদের। এ থেকে তারা পান মোটা অঙ্কের অর্থও। কিন্তু রবি ছাড়া আর কোনো টেলিকম কোম্পানির সাথে চুক্তিতে নিষেধাজ্ঞা হওয়ায় এবার বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন ক্রিকেটাররা।

জানা গেছে, রবির এমন শর্তে ২০১৮ সালের চুক্তি নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হয়। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন করে কোনো তালিকা প্রকাশ না হলেও বিসিবি থেকে জানানো হয়েছে, চুক্তি করতে হবে টিম স্পন্সর শর্ত মেনেই। আন্তর্জাতিক চুক্তির রীতি অনুযায়ীই নাকি একই ধরণের একাধিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারেন না কেউ। আর তাই রবির শর্তে বাধ্য হয়ে ক্রিকেটারদের ইতোমধ্যে এ ব্যাপারে অবহিত করেছে বিসিবি।

আট বছর সাকিব-মাশরাফিদের আয় ১২০৭ কোটি টাকাযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, বিগত ৮ বছরে ১ হাজার ২০৭ কোটি ...
30/01/2018

আট বছর সাকিব-মাশরাফিদের আয় ১২০৭ কোটি টাকা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, বিগত ৮ বছরে ১ হাজার ২০৭ কোটি ৩ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ২২৯ কোটি ৭৬ লাখ টাকা আয় হয়েছে।

সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুর (নারায়ণগঞ্জ-২) এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিসিবি ২০০৯-১০ অর্থবছরে ১০৪ কোটি ৩ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৩৯ কোটি ৪৮ হাজার টাকা, ২০১১-১২ অর্থবছরে ১২৯ কোটি ৮২ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১০১ কোটি ১ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ১৫৬ কোটি ৮২ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ১৬৫ কোটি ২২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে ১৮১ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে।


তিনি বলেন, বিসিবিকে সরকার কোনো অর্থ দেয় না। সব কাজ তারা নিজস্ব অর্থায়নে নির্বাহ করে।

সংসদ সদস্য সালমা ইসলামের (ঢাকা-১) এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রতি বছর ক্রীড়াসামগ্রী ৮ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে ৫০ হাজার টাকা এবং ৬৪ জেলা ক্রীড়া সংস্থাকে ১ লাখ টাকা করে দেওয়া হয়। চলতি অর্থবছরে ৪৯০টি উপজেলা ক্রীড়া সংস্থাকেও ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনসমূহ এবং জেলা-উপজেলা পর্যায়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ হতে নিয়মিত প্রশিক্ষক প্রেরণ করা হয়।

আইপিএলে সাকিবকে কলকাতার ছেড়ে দেওয়া সম্পর্কে যা প্রতিবেদন করলো আনন্দবাজার পত্রিকা    আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সের...
29/01/2018

আইপিএলে সাকিবকে কলকাতার ছেড়ে দেওয়া সম্পর্কে যা প্রতিবেদন করলো আনন্দবাজার পত্রিকা



আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার বাছা দেখতে দেখতে মনে হচ্ছিল, সত্যিই কি ওরা কোনও গেমপ্ল্যান নিয়ে নিলামে নেমেছে, না কি কয়েকটা বড় নামের পিছনে টাকা খরচ করাই ছিল মূল লক্ষ্য?

আমার প্রথম প্রশ্ন হল, গৌতম গম্ভীরকে কেন ছেড়ে দেওয়া হল? কেকেআর-কে দু’টো আইপিএল ট্রফি দিয়েছে গম্ভীর। ও সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারে। কেকেআরের সেট আপের অংশ হয়ে উঠেছিল। আর গম্ভীরকে যদি ছেড়েই দেওয়া হয়, তা হলে কাকে নতুন অধিনায়ক করার পরিকল্পনা করেছে কলকাতা?

আমি অন্তত প্রথম দিনের নিলামের পরে টিমে এমন কাউকে দেখতে পাচ্ছি না, যে এই টিমটাকে নেতৃত্ব দিতে পারে।

ভারতীয়দের মধ্যে দেখলাম কেকেআর দলে নিয়েছে দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, নীতীশ রানা-দের। এদের মধ্যে কেউ কি কলকাতাকে আইপিএলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে? আমার অন্তত মনে হয় না। বিদেশিদের মধ্যে কেকেআর রেখেছে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন-কে। নিয়ে এসেছে মিচেল স্টার্ক-কে। এদের মধ্যেও আমি কোনও অধিনায়ক দেখতে পাচ্ছি না।

কেকেআর বেশ কয়েক জনের পিছনে এ দিন অনেক খরচ করেছে। যেমন লিন, স্টার্ক, কার্তিক, উথাপ্পা। আমার প্রশ্ন হল, স্টার্কের পিছনে কি ন’কোটি টাকার ওপর খরচ করা ঠিক হল? ও তো চার ওভারের বেশি বল করতে পারবে না। হ্যাঁ, বেন স্টোকসের জন্য আপনি বিশাল অর্থ খরচ করুন, একটা মানে আছে। স্টোকস অলরাউন্ডার। বলে না পারলে ব্যাটে পুষিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তার ওপর ফিল্ডিং। কিন্তু স্টার্ক তো চার ওভার বল করা ছাড়া আর কিছু বিশেষ করতে পারবে না। আর স্টার্ক কি মার খায় না? তা হলে?

তা ছাড়া আমার আরও একটা প্রশ্ন আছে। লিন এবং স্টার্ক— এরা কিন্তু বেশ চোট প্রবণ ক্রিকেটার। লিন তো চোট-আঘাতে ভুগেই চলছে। স্টার্কও মাঝে মধ্যেই চোট পেয়ে যায়। তাই এই দু’জনের পিছনে এ রকম বিশাল অর্থ খরচ করাটা কিন্তু একটা বড় ঝুঁকির ব্যাপার। সেই ঝুঁকিটা কেকেআর নিয়েছে। এর ফলটা কী হবে, সেটা সময়ই বলবে।

আমি যদি কেকেআর ম্যানেজমেন্টে থাকতাম, তা হলে অবশ্যই হাসিম আমলার জন্য ঝাঁপাতাম। বা ওকে না পেলে জো রুটের জন্য। এরা এলে ব্যাটিংটা শক্তিশালী হতো। পাশাপাশি টিমকে নেতৃত্ব দেওয়ার লোকও পাওয়া যেত।
আমার ভেবে খারাপ লাগছে যে, কেকেআর ওদের পুরো সেট ব্যাটিং লাইনটাই মোটামুটি ভেঙে দিল। গম্ভীর, মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, শাকিব আল হাসান— কেউ টিমটায় নেই। এদের জায়গা কার্তিক বা রানা এসে কত দূর কী করবে, সন্দেহ থাকছেই।

কেকেআরের বোলিং নিয়েও আমার কিছু বলার আছে। ওরা পেস বোলিংয়ে নতুন মুখের উপরে জোর দিয়েছে। কিন্তু আমার মনে হয়, উমেশ যাদবকে রেখে দিলে ভাল করত। উমেশ তো আগের আইপিএলে যথেষ্ট ভাল বল করেছে। তার ওপর অলরাউন্ডার হিসেবে ক্রিস ওক্‌সকেও রাখতে পারল না। সব মিলিয়ে আইপিএল নিলামের প্রথম দিনটা কেকেআরের ছিল না। -আনন্দবাজার

জরিমানা গুনতে হলো মাশরাফিকেশ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল চলাকালে লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসের সঙ্গে কথা কা...
28/01/2018

জরিমানা গুনতে হলো মাশরাফিকে

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল চলাকালে লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসের সঙ্গে কথা কাটাকাটির জেরে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে লঙ্কান ক্রিকেটার গুনাথিলাকাকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। শুধু তাই নয়, দুই ক্রিকেটারের নামের পাশেই যোগ করে দেয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

আইসিসির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ৬ষ্ঠ ওভারের সময় লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস রান নেয়ার সময় জোরে চিৎকার করে কথা বলছিলেন মাশরাফি। যেটাকে মনে হয়েছে খেলোয়াড় আচরণবিধির পরিপন্থি। এরপর বাংলাদেশের ব্যাটিং চলকালে গুনাথিলাকাও যে অপরাধ করেন, সেটাও ছিল ৬ষ্ঠ ওভারের ঘটনা। তামিম ইকবাল আউট হওয়ার পর যেভাবে চিৎকার করেছিলেন লঙ্কান এ ক্রিকেটার, যেটা ছিল আচরণবিধির পরিপন্থি।

যে কারণে ম্যাচ শেষে অনফিল্ড আম্পার চেত্তিহোদি শামসুদ্দিন এবং শরফুদ্দৌলা তাদের রিপোর্টে এ ঘটনার কথা উল্লেখ করেন। ম্যাচ শেষে রেফারি ডেভিড বুন শুনানির আয়োজন করেন। সেখানে খেলোয়াড় দু’জন তাদের অপরাধ স্বীকার করে নেন এবং শাস্তিও মেনে নেন।

আইসিসি খেলোয়াড় আচরণ বিধি প্রবর্তনের পর মাশরাফির এটা দ্বিতীয় ডেমেরিট পয়েন্ট। এর আগে ২০১৬ সালের ১০ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ডিমেরিট পয়েন্ট পান মাশরাফি। গুনাথিলাকা এ প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন।

টেলিভিশনে খেলা দেখানো কি এতই সহজ?টিভিতে খেলা দেখার মধ্যে আসলে আলাদা মজা আছে।সমস্ত ঘটনার তাৎক্ষনিক নিখুঁত বিশ্লেষণ,সত্যিই...
28/01/2018

টেলিভিশনে খেলা দেখানো কি এতই সহজ?

টিভিতে খেলা দেখার মধ্যে আসলে আলাদা মজা আছে।সমস্ত ঘটনার তাৎক্ষনিক নিখুঁত বিশ্লেষণ,সত্যিই দারুন! আজ তাহলে এর পেছনের দৃশ্যগুলো নিয়ে একটু কথা বলি।

ক্রিকেট মাঠে একটা ম্যাচ সম্প্রচারের জন্য মোটামুটি ২৮ টি ক্যামেরা সংযুক্ত করা হয়,স্পাইডার ক্যামসহ। এর মধ্যে ৭টিই থাকে মোশন ক্যামেরা,অতি নিখুঁত বিশ্লেষনের জন্য।

একটা ক্রিকেট ম্যাচ ব্রডকাস্ট করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কন্ট্রোল রুম। আসলে,একটা আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচারের চার দিন আগে থেকেই এ জায়গাটায় দারুন তোড়জোড় শুরু হয়ে যায়। এখানে সার্বক্ষণিক উপস্থিতি থাকে প্রোডিউসার, এক্সিটিউভ প্রোডিউসার, ১১ জন ইঞ্জিনিয়ারিং অপারেটর, ডিরেক্টর, ভিশন মিক্সার, ৩ জন সাউন্ডম্যান, ৫ জন গ্রাফিক অপারেটর, ৩ জন হক আই বিশেষজ্ঞ, ৫ জন স্যাটেলাইট অপারেটর, ৬ জন ইভিএস অপারেটর (রিপ্লে দেখানোর ক্ষেত্রে এরা কাজ করে), আটজন ফাইনাল এডিটর (রিগার বলা হয়) এবং একজন পরিসংখ্যানবিদের। স্নিকারের জন্যও আলাদা অপারেটরের দরকার পরে। এদের মধ্যে স্ট্যাটিস্টিশিয়ান, প্রোডিউসার এরা সাধারনত কমেন্টেটরদের সাথে বক্সে অবস্থান করেন। বক্সটা কন্ট্রোল রুমের ঠিক উপরে থাকে।


ইঞ্জিনিয়ারিং অপারেটরদের কাজ সবার আগে শুরু হয়।এরা মনিটরগুলি প্রস্তুত করা, ক্যামেরা এবং কমেন্ট্রিবক্সের সাথে কন্ট্রোল রুমের নিরবিচ্ছিন্ন সংযোগ স্থাপন, সাউন্ড চেকিং, আর বিদ্যুৎ ব্যবস্থার ইন্সটলেশন জাতীয় কাজগুলি করে থাকেন। মাঠে যতগুলা ক্যাবল ইউজ করা লাগে, তাদের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ২ মাইল। যাক, এরপর ম্যাচের সময় ভিশন মিক্সারের কাজ থাকে প্রচুর, ডিরেক্টরের সার্বক্ষণিক নির্দেশনা অনুযায়ী তাকে একটা সব শেষে চাহিদামতো দৃশ্য প্রস্তুত করতে হয়। যেটা টিভিতে সবাই দেখছে, স্যটেলাইট অপারেটরদের হাতে আসার পরে।

ম্যাচের সময় টিভির নিচের দিকে যেখানে সারাক্ষন স্কোর দেখানো হয়, সেটা আসলে ‘ফ্রুট মেশিন’ নামে একটা বিশেষ গ্যাজেটের মাধ্যমে পরিচালিত হয়। ডিরেক্টরের সার্বক্ষণিক শ্যেন দৃষ্টি কেউ এড়াতে পারে না! এখানে নিঃশব্দ থাকতে হয়। ম্যাচ শুরু হওয়ার তিন ঘন্টা আগেই এদের সবাইকে মাঠে উপস্থিত থাকা লাগে।যেতেও হয় শেষ হওয়ার ঘন্টা তিনেক পর।

রেকর্ড করা চলমান চিত্রগুলি স্টেডিয়াম থেকে টিভি পর্দায় আমাদের সামনে ৭ থেকে ১২ সেকেন্ড পরে আসে। রেকর্ডকৃত চিত্রগুলির মধ্যে অপ্রত্যাশিত কিছু না রাখার উদ্দেশ্যেই এ কাজটা করা হয়। এটাকে ব্রডকাস্টিং ডিলেয় বলা হয়।

ক্যামেরা ক্রুদের কথায় আসি।
বর্তমানে স্পোর্টস ক্যামেরা পার্সন হিসেবে কাজ করতে হলে, ইউএস ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের নীতি অনুযায়ী, ব্রডকাস্টিং এন্ড কমিউনিকেশনের এর উপর ব্যাচেলর ডিগ্রী থাকা আবশ্যক। বিভিন্ন প্রতিষ্ঠান আছে,যারা এ ডিগ্রী প্রোভাইড করে। এরপর ইন্টার্নশিপ কমপ্লিট করতে হয়, বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য। এছাড়া ভিডিও এডিটিং, লাইটিং, ডিজাইনিং, যোগাযোগ নীতি, মিডিয়া আইন এসবের উপরেও কিছু এডিশনাল কোর্স করা লাগে।

এই ফিল্ডে বর্তমানে চাহিদা ধীরে ধীরে বাড়ছে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন ক্যামেরা ক্রু বছরে ৫৯ হাজার ডলার পর্যন্তও আয় করতে পারে। অনেকে আবার সুনির্দিষ্ট কোন এজেন্সীতে জয়েন না করে ফ্রিল্যান্স ক্যামেরা ক্রু হিসেবে কাজ করে। আপাতদৃষ্টিতে একটা সুন্দর ম্যাচ দেখার ক্ষেত্রে এরাই আসলে মূল ভূমিকা পালন করে।

সত্যি বলতে, ম্যাচের দৃশ্য যতটা দারুন, পেছনের দৃশ্যগুলো তাঁর চেয়ে অনেক বেশি জটিলই বলা চলে।

নতুন দলে গিয়ে হাইদ্রাবাদকে নিয়ে যা বললেন মোস্তাফিজ!ক্যারিয়ারের শুরু থেকেই মোস্তাফিজ একজন কিংবদন্তি হিসেবে নিজেকে চিনিয়েছ...
28/01/2018

নতুন দলে গিয়ে হাইদ্রাবাদকে নিয়ে যা বললেন মোস্তাফিজ!

ক্যারিয়ারের শুরু থেকেই মোস্তাফিজ একজন কিংবদন্তি হিসেবে নিজেকে চিনিয়েছেন। মাঝে চোটের কবলে পড়ে হারিয়ে ফেলেছিলেন তার বোলিং চমক। কিন্তু ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই চেনালেন তার চিরচেনা রূপ। সেই গ্রিপ, সেই মারাত্নক কাটার, স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানের মনে সঞ্চার করলেন ভয়। তার বল এখন কোনো ব্যাটসম্যানই খেলতে চান না। তার উপরে দ্রুততম বাংলাদেশি হিসেবে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড করেন।

এমন কিংবদন্তিকে নিয়ে সবখানে টানাটানি লাগাটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসরগুলোর একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল। এবারের আইপিএলের নিয়মকানুনও খুবই কঠিন। তাই অধিকাংশ দলকেই খুব ভালো ভালো খেলোয়াড়কে ছেড়ে দিতে হচ্ছে। এমন কি মোস্তাফিজ ও সাকিবকেও ছেড়ে দিয়েছে তাদের দল। তবে মোস্তাফিজ তার আগের দলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি টুইট করেছেন। যার বাংলা করলে অর্থ দাঁড়ায় এ রকম

সানরাইজার্সদের সাথে দুই বছরের যাত্রা খুবই স্মৃতিময় ছিলো। আমাকে সহযোগিতার জন্য সানরাইজার্সের সকল সদস্য এবং ক্রিকেটারদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এখন মুম্বাই ইন্ডিয়ানদের সাথে একটি সুন্দর যাত্রা আশা করছি।”

তার এই টুইটে রিটুইট করেছেন ১০৫ জন।

Address

Chandina, Comilla, Chittagong
Cumilla
3510

Telephone

577159225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radio Jamuna News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share