27/09/2025
,,,,,,,,,,,,,ঘন ঘন শুক্রবার আসছে,,,,,,,,
ঘনঘন শুক্রবার আসছে বলে এটা নিয়ে মজা করবেন না।বাস্তবতায় ফিরে আসুন।একটা সপ্তাহ চোখোর নিমেষেই শেষ হয়ে যাচ্ছে।কিয়ামের আগের দিন গুলো দ্রুত ফুরিয়ে যাবে।এক সপ্তাহকে মনে হবে একদিন।আর এক মাসকে মনে হবে এক সপ্তাহ।বর্তমানে এটাই হচ্ছে।তৃতীয় বিশ্ব যোদ্ধ দরজায় করা নারছে।কি ভাবছেন আমাদের হাতে খুব সময় আছে।
যদি এমন ভেবে থাকেন তাহলে আপনি ঘুমন্ত অবস্থায় আছেন। উঠে বাস্তবতা দেখুন।দেখুন কিয়ামতের আলামত কতো আগেই শুরু হয়ে গেছে।সুতরাং এসব নিয়ে মজা না করে আল্লার কাছে ক্ষমা চেয়ে নিন..।
,,,,,,,,,,,,,আস্তাগফিরুল্লাহ,,