Md Mafijul Islam Amin

Md Mafijul Islam Amin service

হে আল্লাহ্! তোমারই জন্য সর্ববিধ উত্তম ও বরকতপূর্ণ প্রশংসা যা আকাশসমূহ, পৃথিবী ও উভয়ের মধ্যে যত কিছু রয়েছে সব কিছু পরিপূর...
20/06/2025

হে আল্লাহ্! তোমারই জন্য সর্ববিধ উত্তম ও বরকতপূর্ণ প্রশংসা যা আকাশসমূহ, পৃথিবী ও উভয়ের মধ্যে যত কিছু রয়েছে সব কিছু পরিপূর্ণ, এগুলি ছাড়াও তুমি যত চাও সমস্ত পরিপূর্ণ প্রশংসা, তুমি সকল স্তুতি ও মর্যাদার অধিকারী। তোমার বান্দা যে প্রশংসা করে তার চেয়ে তুমি অধিক প্রাপ্য, আমরা প্রত্যেকেই তোমার বান্দা, তুমি যা দান কর তা বন্ধ করার কেউ নেই। আর তুমি যা বন্ধ রাখ তা দানকারী কেউ নেই। কোনো সম্মানিত ব্যক্তি সম্মান কাজে আসবে না তোমার নিকট থেকেই প্রকৃত সম্মান। (মুসলিম)।

‘রাব্বি হাবলি মিনাস সলিহিন।’
31/05/2025

‘রাব্বি হাবলি মিনাস সলিহিন।’

21/05/2025

শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শপথ পাঠ।
আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো। অন্যায় ও দুর্নীতি করিবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না।’

‘হে মহান আল্লাহ/ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

27/04/2025

অহংকারে ভরলে মন,
হারায় তখন আপনজন।
নম্রতারই শক্তি বড়,
অহংকারে জীবন ঝর।

গর্ব করে, মাথা তোল,
অন্তরেতে বিষ ঢাল।
নম্র হয়ে থাকলে ভাই,
সুখের ধারা বইবে তাই।

15/04/2025
12/04/2025

মার্চ ফর গা*জা

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Zia, Md Rakib Sarker, Kalam Kalam, Md...
05/04/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Zia, Md Rakib Sarker, Kalam Kalam, Md Rofiq, Jamal Paglmon

মুনাফিক কারা? একটি সুপরিচিত হাদিসে বলা হয়েছে, “মুনাফিকের লক্ষণগুলির মধ্যে তিনটি হল, যদিও সে রোজা রাখে, নামায পড়ে এবং ন...
05/04/2025

মুনাফিক কারা?
একটি সুপরিচিত হাদিসে বলা হয়েছে, “মুনাফিকের লক্ষণগুলির মধ্যে তিনটি হল, যদিও সে রোজা রাখে, নামায পড়ে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে: যখন সে কথা বলে, তখন মিথ্যা বলে; যখন সে প্রতিশ্রুতি দেয়, তখন তা ভঙ্গ করে; এবং যখন তার কাছে আমানত রাখা হয়, তখন সে বিশ্বাসঘাতকতা করে ” (সহীহ আল-বুখারী ৩৩, সহীহ মুসলিম ৫৯)।

মোক্ষম জবাব:প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজকে ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একট...
04/04/2025

মোক্ষম জবাব:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজকে ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি ছবি উপস্থাপন করছেন।

ছবিটি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে ৩ জানুয়ারি ২০১৫ তারিখে মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে স্বর্ণ পদক উপহার দেবার।

বিষয়টার ব্যাখ্যা কি জানেন?

পুরোটাই ড. মুহাম্মাদ ইউনূস কে নিয়ে ভারতীয় গনমাধ্যমের প্রোপাগান্ডা, অবমাননা, ও মানহানীর জবাব।

অর্থাৎ ভারত বর্তমানে যার সমালোচনা করছে, তাকে তারাই জাতীয় বিজ্ঞান কংগ্রেসে স্বর্ণপদক দিয়েছিল ১০ বছর পূর্বে।

সেইসাথে ছবিটা ভারতের সঙ্গে ড. ইউনূস এর সম্পর্ক কে সুস্পষ্ট করেছে, এবং তিনি যে ভারতের কাছেও একজন সম্মানিত মানুষ সেটা স্বরণ করিয়ে দিয়েছেন।

ঈদ মোবারক
31/03/2025

ঈদ মোবারক

Address

Cumilla

Telephone

+8801816048909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mafijul Islam Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Mafijul Islam Amin:

Share