Nasrin Sultana

Nasrin Sultana There is a very fine line between touching the body and touching the soul....

He touched her soul and stole her entire heart forever ♾️

শুভ সন্ধ্যা সবাইকে ❤️
24/05/2025

শুভ সন্ধ্যা সবাইকে ❤️

06/05/2025

আজকেও মন'ডা ভালা না গাইস!🤔🤔

05/04/2025

সবকিছুই একদিন দ্বিগুন করে ফেরত দেয়া হবে! হোক সেটা ভালোবাসা অবহেলা কিংবা অভিশাপ!❤️

29/03/2025

With Nasrin Sultana – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

01/03/2025

With Nasrin Sultana – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

18/02/2025

আমি বাঁচতে চাই, তারা আমাকে বাঁচতে দেয় না, পরপারে যাবার পর আর আফসোস করবেন না। 😪🙏

17/02/2025
17/02/2025

কেমন সম্পর্ক আর কন্টিনিউ করা উচিত নয়?

আপনি কি এমন সম্পর্কে আছেন যা আপনাকে ভিতর থেকে খেয়ে ফেলছে?

দিনের পর দিন হাসছেন, কথা বলছেন, কিন্তু মনে হচ্ছে সব কিছুই মেকি, মিথ‍্যে, জোর করে করা।

বাইরে থেকে সব ঠিকঠাক দেখালেও ভিতরে যেন ফাঁকা একটা গর্ত।

এই টানাপোড়েন আসলে কতদিন সহ্য করবেন?

কিছু লক্ষণ বলছি যেগুলো নোটিশ করলে ডিসাইড করতে পারবেন সম্পর্কটা আর টেনে বেড়ানো উচিৎ কিনা…

১. আপনি নিজে যেখানে মূল্যহীন

যদি সব সময় আপনার ইচ্ছা, স্বপ্ন আর আবেগকে কেউ হেসে উড়িয়ে দেয়, তাহলে সেই সম্পর্ক ধরে রাখার কোনো মানে হয় না।

ভালোবাসা মানেই সম্মান।

যেখানে আপনার অস্তিত্বই ছোট করে দেখা হয়, সেখানে কিসের সম্পর্ক?

২. অতিরিক্ত চাপ যেখানে দম বন্ধ করে দেয়

কেউ যদি প্রতিনিয়ত আপনার উপর চাহিদার পাহাড় চাপিয়ে দেয়—“তুমি এমন কেন?”, “তুমি এটা করো না কেন?” “অমুক তো এটা করছে, তুমি কেন করলে না?”
সেখানে সম্পর্ক থাকবে কীভাবে?

সম্পর্ক মানে দু’পক্ষের বোঝাপড়া, একতরফা চাহিদা চাপানো নয়।

৩. বিশ্বাসের অভাব

একটা সম্পর্কের প্রাণ হলো বিশ্বাস। বারবার সন্দেহ, প্রতিনিয়ত প্রশ্নবাণ—“তুমি মোবাইল ইউজ করা বাদ দিবা?”, “তুমি এত ফ্রেন্ডলি আচরণ করো কেন সবার সাথে?” “ তুমি গোপনে উল্টাপাল্টা করতেছো নাকি? —এগুলো সম্পর্কের মেরুদণ্ড ভেঙে দেয়।

যদি বিশ্বাস না থাকে, সম্পর্ক কন্টিনিউ করার দরকার কী?

৪. নীরবতার দেয়াল

প্রথম দিকে ঘন্টার পর ঘন্টা গল্প করতেন, আর এখন শুধু নীরবতা। না কথা, না হাসি, না কান্না—শুধু শূন্যতা।

এই নীরবতা মানেই সম্পর্ক মরে যাচ্ছে।

৫. একতরফা প্রচেষ্টা

সব সম্পর্কই সমান প্রচেষ্টার দাবি করে। আপনি যদি সব সময়ই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন, আর অপরপক্ষ কোনো চেষ্টাই না করে, তবে সম্পর্কটা একদিন আপনার জন্য বোঝা হয়ে যাবে।

৬. অবজ্ঞা আর অপমান

যখন আপনার আবেগগুলোকে কেউ হালকাভাবে নেয়, আপনার কষ্টের দিকে না তাকিয়ে মজা করে, তখন সেই সম্পর্কের আর কোনো মূল্য থাকে না।

আপনার অনুভূতিগুলোর গুরুত্ব যদি কেউ না দেয়, তবে সেই সম্পর্কের ভিতর ভালোবাসা কই?

সম্পর্ক হলো দু’জন মানুষের মধ্যে একটা মানসিক মিলন, যেখানে একজনের কষ্ট বা আনন্দ আরেকজনের কাছে মূল্যবান।

যখন কেউ আপনার আবেগকে তুচ্ছ ভাববে, তখন সেটা শুধু সম্পর্ক নয়, বরং মনের ক্ষত হয়ে দাঁড়ায়।

সম্পর্কের মূল হল একে অপরের অনুভূতির প্রতি সম্মান রাখা, আর যখন সেটা হারিয়ে যায়, তখন সেই সম্

15/02/2025

With Soulmate – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

11/02/2025

ভালোবেসে বহুবার আমি আত্মসম্মান নিলামে তুলেছি। সামনে দাঁড়িয়ে দেখেছি নিজের অনুভূতিকে অন্যদের রংতামাশা হতে।
খেয়াল করেছি, মানুষ ভালোবাসতে গেলে কীভাবে আঘাত দেয়; কতখানি ঘা খেতে হয়।
তাইতো এখন আর ভালোবাসা নিয়ে মাথাব্যথা নেই আমার জীবনে।
না কেউ আমায় বাসবে সেই ভরসা আছে, না আমি কাউকে বাসব সেই ভয়।
একটা হৃদয় ভাঙলে হয়তো জোড়া লাগানো যায়,
তবে পাথর হয়ে গেলে সেখানে আর যাইহোক নতুন অনুভূতি জন্মায় না।🖤

09/02/2025

কাউকে ভালোবাসলে তার জন্য সময় বের করতে হয় না !
সময় নিজে থেকেই বেরিয়ে আসে...! ❤️

01/02/2025

With Nasrin Sultana – I'm on a streak! I've been a top fan for 2 months in a row. 🎉

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasrin Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share