Md. Arifur Rahman

Md. Arifur Rahman Md. Arifur Rahman

Eid Mubarak
06/06/2025

Eid Mubarak

08/05/2025

বিজ্ঞান বিষয়ক MCQ প্রশ্ন (উত্তরসহ)
1. প্রশ্ন: কোনটি নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ?
A) একটি পাথর নিচে পড়ে যায়
B) বেলুন ছেড়ে দিলে উড়ে যায়
C) রকেট উপরে ওঠে
D) চাকা ঘুরে
উত্তর: C) রকেট উপরে ওঠে
(কারণ: প্রতিক্রিয়া = সমক্রিয়া)
2. প্রশ্ন: কোন গ্যাস গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্রহণ করে?
A) অক্সিজেন
B) কার্বন মনোক্সাইড
C) নাইট্রোজেন
D) কার্বন ডাই অক্সাইড
উত্তর: D) কার্বন ডাই অক্সাইড
3. প্রশ্ন: মানব দেহে রক্ত সঞ্চালনের পাম্পের কাজটি করে—
A) ফুসফুস
B) হৃদপিণ্ড
C) মস্তিষ্ক
D) বৃক্ক
উত্তর: B) হৃদপিণ্ড
________________________________________
4. প্রশ্ন: পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াসে?
A) 90°C
B) 100°C
C) 120°C
D) 80°C
উত্তর: B) 100°C
5. প্রশ্ন: বিদ্যুত প্রবাহে বাধা সৃষ্টি করে কোন উপাদান?
A) পরিবাহী
B) উত্তাপ
C) প্রতিরোধক
D) চৌম্বক
উত্তর: C) প্রতিরোধক

05/05/2025

বিদেশের এক স্কুলের একজন প্রধান শিক্ষক পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ এরকম:

প্রিয় অভিভাবকবৃন্দ,
কয়েক দিনের মধ্যেই আপনাদের সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্য অর্জনের প্রয়োজন নেই।

একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে যায় না ৷

একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের থেকে বেশি জরুরি।

যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা স্রেফ একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

মনে রাখবেন, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আমলা বা বিচারকরাই একমাত্ৰ সুখী মানুষ নন! একটি পরীক্ষায় কম নম্বর পাওয়া কখনোই তাদের স্বপ্ন কেড়ে নিতে পারে না।

আপনি আপনার সন্তানকে আজই বলুন সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসবেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তাকে বিচার করবেন না!

প্লিজ, এই কাজটি করুন, আমার কথা শুনুন। দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

অশেষ শুভেচ্ছা,
প্রধান শিক্ষক

সংগ্রহীত

19/04/2025
13/04/2025

Assalamualikum

10/04/2025

সকল এসএসসি পরীক্ষার্থীদের প্রতি রইলো দোয়া এবং শুভকামনা

08/04/2025

Good night

06/04/2025

হে আল্লাহ তুমি গাজাবাসীকে রক্ষা করো

Address

Munshirhat, Chauddagram
Cumilla
3550

Alerts

Be the first to know and let us send you an email when Md. Arifur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Arifur Rahman:

Share