Cumilla Sangbad-কুমিল্লা সংবাদ

Cumilla Sangbad-কুমিল্লা সংবাদ কুমিল্লার প্রতি মুহূর্তের খবর জানতে (Cumilla Sangbad-কুমিল্লা সংবাদ) এর সাথে থাকুন

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল এবং ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেল...
28/11/2025

কুমিল্লার নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবদল এবং ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচ আসামিকে যা...
28/11/2025

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন।

কুমিল্লায় ৯ দিনব্যাপী বই মেলা শুরু--কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে ৯ দিনব্যাপী বইমেলা শুরু ...
28/11/2025

কুমিল্লায় ৯ দিনব্যাপী বই মেলা শুরু--

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকালে নগরীর টাউন হল মাঠে এ মেলা শুরু হয়।

প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনে নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা। এতে মানুষের ঢল নামে।
28/11/2025

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনে নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা। এতে মানুষের ঢল নামে।

কুমিল্লা কান্দির পাড় কেন্দ্রীয় জামে মসজিদের জুম্মার নামাজ আদায় করেন মনিরুল হক চৌধুরী, মনিরুল হক সাক্কু, মোস্তাক মিয়া, উৎ...
28/11/2025

কুমিল্লা কান্দির পাড় কেন্দ্রীয় জামে মসজিদের জুম্মার নামাজ আদায় করেন মনিরুল হক চৌধুরী, মনিরুল হক সাক্কু, মোস্তাক মিয়া, উৎবাতুলবারী আবু, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মোস্তফা জামান মোস্তফা সহ অন্যান্য নেতা কর্মীরা।

কুমিল্লায় বিএনপি মনোনীত প্রার্থীর নিকট নির্বাচনী লিফলেট বিতরণ করলেন এনসিপি
28/11/2025

কুমিল্লায় বিএনপি মনোনীত প্রার্থীর নিকট নির্বাচনী লিফলেট বিতরণ করলেন এনসিপি

ব্রেকিং নিউজ>>>>নির্বাচনের আগে কুমিল্লার নতুন পুলিশ সুপার হয়ে আসছেন জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম-সেবা। তিনি বর্তমানে ঢাক...
26/11/2025

ব্রেকিং নিউজ>>>>
নির্বাচনের আগে কুমিল্লার নতুন পুলিশ সুপার হয়ে আসছেন জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম-সেবা। তিনি বর্তমানে ঢাকা জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।

রাজমিস্ত্রীর ছেলে এমপি হলে আশ্চর্য হবেন?
26/11/2025

রাজমিস্ত্রীর ছেলে এমপি হলে আশ্চর্য হবেন?

কুমিল্লা মডার্ন হাই স্কুলে শিক্ষকদের দলাদলির  দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতিকুমিল্লা মডার্ন হাই স্কুলের দুই শিক্ষক গ্রুপের ...
23/11/2025

কুমিল্লা মডার্ন হাই স্কুলে শিক্ষকদের দলাদলির দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি

কুমিল্লা মডার্ন হাই স্কুলের দুই শিক্ষক গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়েছে। শিক্ষকদলের পক্ষ–বিপক্ষে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি করে।

শিক্ষকদের ব্যক্তিগত স্বার্থ ও মতবিরোধ যখন শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তখন প্রশ্ন দেখা দেয়—আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থান কোথায়? জাতির ভবিষ্যৎ সৃষ্টির দায়িত্ব যাদের হাতে, তাদের বিরোধে শিক্ষার্থীদের লেলিয়ে দেওয়া—এটা কতটা নৈতিক, কতটা গ্রহণযোগ্য?

শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার কথা ছিল জ্ঞান, চরিত্রগঠন ও মানবিকতার পাঠশালা। অথচ সেখানে দ্বন্দ্বের রাজনীতি ঢুকে পড়ায় শিক্ষার্থীরাই আজ বিভক্ত, বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত।

কুমিল্লায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা: আরও ৫ জনসহ মোট ১১ জন গ্রেফতারকুমিল্লায় মাদক মামলার আসামি ইমরান ...
23/11/2025

কুমিল্লায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা: আরও ৫ জনসহ মোট ১১ জন গ্রেফতার

কুমিল্লায় মাদক মামলার আসামি ইমরান হোসেন ওরফে ইমু/ইমনকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

গ্রেফতারকৃতরা হলেন—

১. ইমরান হোসেন ওরফে ইমু/ইমন (২৮)
পিতা: আব্দুল কালাম
মাতা: মৃত খোরশেদা বেগম
ঠিকানা: ধর্মপুর (শাহআলম মেম্বারের বাড়ির পেছনে), থানা–কোতয়ালি মডেল, কুমিল্লা।

২. সিয়াম (১৯)
পিতা: বাবুল ওরফে বাবলা
মাতা: মৃত সেফালি
ঠিকানা: ধর্মপুর কলেজ রোড, আবুল ডাক্তারের বাড়ি, থানা–কোতয়ালি মডেল, কুমিল্লা।

৩. পারভেজ (৩০)
পিতা: মৃত মিজানুর রহমান
মাতা: সাহেদা বেগম
ঠিকানা: মন্দবাগ রেলস্টেশন, থানা–কসবা, ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান ঠিকানা: ধর্মপুর (শাহাদাত মিয়ার বাড়ির ভাড়াটিয়া)।

৪. আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫)
পিতা: মৃত জহুর আলী
মাতা: সাফিয়া বেগম
ঠিকানা: ধর্মপুর রেলগেট।

৫. আব্দুর রহমান (৩৮)
পিতা: মৃত জহুর আলী
মাতা: সাফিয়া বেগম
ঠিকানা: ধর্মপুর রেলগেট।

৬. মাহফুজ (২৪)
পিতা: সুমন মিয়া
মাতা: আমেনা মিয়া
ঠিকানা: পশ্চিম বাগিচাগাঁও।

৭. চামেলী (২৮)
স্বামী: ফারুক
পিতা: আবুল কাশেম
ঠিকানা: ধর্মপুর মেম্বার বাড়ি।

৮. রুজিনা (৩০)
স্বামী: রহমান
পিতা: মফিজ
ঠিকানা: ধর্মপুর মেম্বার বাড়ি।

৯. পাখি (৩২)
স্বামী: মনসুর
পিতা: রেনু মিয়া
ঠিকানা: ধর্মপুর মেম্বার বাড়ি।

১০. সুমি আক্তার (১৮)
স্বামী: রবিন হোসেন ওরফে রিমান
পিতা: মনসুর আলী
ঠিকানা: ধর্মপুর মেম্বার বাড়ি।

১১. মো. মাহবুব আলম ওরফে মাসুম (45)
পিতা: মৃত আসমত আলী
মাতা: মৃত জামেলা খাতুন
ঠিকানা: বলরামপুর, থানা–কোতয়ালি মডেল, কুমিল্লা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, পুলিশের কাজে বাধা এবং হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Breaking news!!🔘 ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লার গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অব...
23/11/2025

Breaking news!!
🔘 ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লার গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা গেছেন। তার মরদেহ হিমঘরে রাখা হবে। মেয়ে তৃণা ২৫/২৬ তারিখে কানাডা থেকে দেশে আসার পর তার জানাযা এবং দাফন সম্পন্ন হবে।

23/11/2025

কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে এত বাজে সার্ভিস দেয় রিয়েল কোচ, যা ভাষায় প্রকাশ করার মত না। ড্রাইভাররা মাদকাসক্ত। চোখ বড় বড় নেশাখোরদের মত লাগে। সারা পথে মুখে বিড়ি টেনে গেছে। আর যাত্রীদের সাথে তো আছে বাজে আচরণ। এদের নিয়ন্ত্রণ করার কি কেউ নেই? পথে পথে যাত্রী হয়রানি আর দুর্ব্যবহার। ২ ঘন্টার পথ লাগাবে ৬ ঘন্টা। কোন জ্যাম ছাড়াই। পথে পথে যাত্রী তোলার কারণে এমনটা হয়। #রিয়েলকোচ #বাস ゚

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Sangbad-কুমিল্লা সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share