23/11/2025
কুমিল্লায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা: আরও ৫ জনসহ মোট ১১ জন গ্রেফতার
কুমিল্লায় মাদক মামলার আসামি ইমরান হোসেন ওরফে ইমু/ইমনকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. ইমরান হোসেন ওরফে ইমু/ইমন (২৮)
পিতা: আব্দুল কালাম
মাতা: মৃত খোরশেদা বেগম
ঠিকানা: ধর্মপুর (শাহআলম মেম্বারের বাড়ির পেছনে), থানা–কোতয়ালি মডেল, কুমিল্লা।
২. সিয়াম (১৯)
পিতা: বাবুল ওরফে বাবলা
মাতা: মৃত সেফালি
ঠিকানা: ধর্মপুর কলেজ রোড, আবুল ডাক্তারের বাড়ি, থানা–কোতয়ালি মডেল, কুমিল্লা।
৩. পারভেজ (৩০)
পিতা: মৃত মিজানুর রহমান
মাতা: সাহেদা বেগম
ঠিকানা: মন্দবাগ রেলস্টেশন, থানা–কসবা, ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান ঠিকানা: ধর্মপুর (শাহাদাত মিয়ার বাড়ির ভাড়াটিয়া)।
৪. আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫)
পিতা: মৃত জহুর আলী
মাতা: সাফিয়া বেগম
ঠিকানা: ধর্মপুর রেলগেট।
৫. আব্দুর রহমান (৩৮)
পিতা: মৃত জহুর আলী
মাতা: সাফিয়া বেগম
ঠিকানা: ধর্মপুর রেলগেট।
৬. মাহফুজ (২৪)
পিতা: সুমন মিয়া
মাতা: আমেনা মিয়া
ঠিকানা: পশ্চিম বাগিচাগাঁও।
৭. চামেলী (২৮)
স্বামী: ফারুক
পিতা: আবুল কাশেম
ঠিকানা: ধর্মপুর মেম্বার বাড়ি।
৮. রুজিনা (৩০)
স্বামী: রহমান
পিতা: মফিজ
ঠিকানা: ধর্মপুর মেম্বার বাড়ি।
৯. পাখি (৩২)
স্বামী: মনসুর
পিতা: রেনু মিয়া
ঠিকানা: ধর্মপুর মেম্বার বাড়ি।
১০. সুমি আক্তার (১৮)
স্বামী: রবিন হোসেন ওরফে রিমান
পিতা: মনসুর আলী
ঠিকানা: ধর্মপুর মেম্বার বাড়ি।
১১. মো. মাহবুব আলম ওরফে মাসুম (45)
পিতা: মৃত আসমত আলী
মাতা: মৃত জামেলা খাতুন
ঠিকানা: বলরামপুর, থানা–কোতয়ালি মডেল, কুমিল্লা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, পুলিশের কাজে বাধা এবং হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।