Smart Marketer

Smart Marketer I am a digital marketing expert, I have gained special skills for social media marketing
(3)

I am a digital marketer.I have also youtube marketing facebook marketing tiktok marketing Instagram marketing etc

আপনার বিজনেস কি থেমে আছে? পণ্য বা সার্ভিস পোস্ট করছেন, অথচ রিচ, লাইক বা সেল কিছুই বাড়ছে না? তাহলে সময় এসেছে আপনার ফেসবুক...
24/05/2025

আপনার বিজনেস কি থেমে আছে? পণ্য বা সার্ভিস পোস্ট করছেন, অথচ রিচ, লাইক বা সেল কিছুই বাড়ছে না? তাহলে সময় এসেছে আপনার ফেসবুক পেজকে BOOST করার!

আমাদের অনেকেই ভালো কনটেন্ট তৈরি করেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাই না, কারণ সেটা সঠিক মানুষের কাছে পৌঁছায় না। আর এখানেই বুস্টিং-এর ভূমিকা! একটি সঠিকভাবে পরিচালিত ফেসবুক বুস্টিং ক্যাম্পেইন আপনার পোস্টকে হাজার হাজার মানুষের টাইমলাইনে পৌঁছে দিতে পারে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে।

অন্য সবার মতো আপনিও হতে পারেন সফল বিজনেসম্যান – যারা সময় ও কৌশল কাজে লাগিয়ে নিজের ব্র্যান্ডকে লাখো মানুষের সামনে তুলে ধরেন। পেজ বুস্ট করলে আপনি টার্গেট করতে পারবেন বয়স, অবস্থান, আগ্রহ ও আরও নানা বিষয়ের ভিত্তিতে ঠিক সেই গ্রাহকদের, যারা আপনার পণ্য বা সেবার জন্য আগ্রহী।

আজই আপনার পেজের জন্য একটি প্রফেশনাল ক্যাম্পেইন চালান, এবং দেখুন কীভাবে আপনার বিজনেস গ্রো করতে শুরু করে!

Boost করুন, Grow করুন, জয় করুন অনলাইন মার্কেটিং দুনিয়া!

আপনার ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার থাকলেও, যদি তারা আপনার কনটেন্টে আগ্রহী না হয় – তবে সেই সংখ্যা শুধুই একটি সংখ্যা! তা...
23/05/2025

আপনার ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার থাকলেও, যদি তারা আপনার কনটেন্টে আগ্রহী না হয় – তবে সেই সংখ্যা শুধুই একটি সংখ্যা! তাই আজই সময়, অর্গানিক ফলোয়ার বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার।
অর্গানিক ফলোয়ার মানে হলো এমন মানুষ, যারা সত্যিকারের আগ্রহ থেকে আপনার পেজে যুক্ত হয়েছেন – কোনো পেইড বিজ্ঞাপন ছাড়া। তারা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে এবং আপনার ব্র্যান্ডকে বিশ্বাস করে।

কিন্তু কীভাবে পাবেন এমন ফলোয়ার?
সঠিক কনটেন্ট, ধারাবাহিকতা এবং টার্গেটেড এনগেজমেন্ট কৌশলই পারে আপনাকে এই সফলতা এনে দিতে।

চলুন, আমরা আপনার ব্র্যান্ডের কণ্ঠস্বরকে মানুষের হৃদয়ে পৌঁছে দিই – একদম অর্গানিক উপায়ে।
ফলো করুন আমাদের পেজ *Smart Marketer*, যেখানে আমরা শেখাই কিভাবে ফেসবুকে অর্গানিক ফলোয়ার বাড়িয়ে আপনি হয়ে উঠতে পারেন একজন সফল ডিজিটাল উদ্যোক্তা।

এই যাত্রায় আপনি একা নন – আমরা আছি আপনার পাশে!
\

🌟 **page Promote ** – এখন আপনার ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিন!ডিজিটাল মার্কেটিংয়ের এই যুগে কোটি কো...
19/05/2025

🌟 **page Promote ** – এখন আপনার ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিন!
ডিজিটাল মার্কেটিংয়ের এই যুগে কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো আর কঠিন নয়। Facebook Promote ফিচার ব্যবহার করে আপনি সহজেই আপনার পণ্য বা সেবাকে টার্গেটেড অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারেন। হোক সেটা নতুন রেস্টুরেন্ট, অনলাইন শপ, সার্ভিস বা ব্র্যান্ড—প্রমোশনই হতে পারে আপনার সাফল্যের প্রথম ধাপ।

✅ কম খরচে বেশি রেজাল্ট
✅ নির্দিষ্ট বয়স, এলাকা ও আগ্রহভিত্তিক টার্গেটিং
✅ রিয়েল টাইম ফলাফল পর্যবেক্ষণ

আজই আপনার পেজকে প্রমোট করে দেখুন পার্থক্য! আপনার বিজনেস যেন হারিয়ে না যায় ভিড়ের মধ্যে—আপনার কথাই যেন সবার নিউজফিডে শোনা যায়।

দান-ছদকা:বেতন এর টাকাকে মাসের শেষ পর্যন্ত অবশিষ্ট রাখার পরামর্শ- ঘটনাটি এক সৌদি-যুবকের। সে তার জীবনের প্রতি মোটেও সন্তুষ...
27/03/2025

দান-ছদকা:
বেতন এর টাকাকে মাসের শেষ পর্যন্ত অবশিষ্ট রাখার পরামর্শ-

ঘটনাটি এক সৌদি-যুবকের। সে তার জীবনের প্রতি মোটেও সন্তুষ্ট ছিল না। তার বেতন ছিল মাত্র চার হাজার রিয়াল। বিবাহিত হওয়ায় তার সাংসারিক খরচ বেতনের চেয়ে অনেক বেশি ছিল। মাস শেষ হওয়ার আগেই তার বেতনের টাকা শেষ হয়ে যেত, তাই প্রয়োজনের তাগিদে তাকে ঋণ নিতে হত। এভাবে সে আস্তে আস্তে ঋণের কাদায় ডুবে যাচ্ছিল। আর তার বেতনে এমন বিশ্বাস জন্ম নিচ্ছিল যে, তার জীবন এই অভাবেই কাটবে। অবশ্য তার স্ত্রী তার এ-অবস্থার প্রতি খেয়াল রাখত। কিন্তু ঋণের বোঝা এত ভারী হযেছিল, যেন নিশ্বাস নেওয়াও দুষ্কর।

একদিন সে তার বন্ধুদের এক মজলিসে গেল। সেদিন এমন একজন বন্ধু সেখানে উপস্থিত ছিল, যে অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি। যুবকের বক্তব্য এমন ছিল যে, আমার ওই বন্ধুর সকল পরামর্শকে আমি খুব গুরুত্ব দিতাম।

কথায় কথায় যুবক তার সকল অবস্থা বন্ধুকে বলল। বিশেষত আর্থিক সমস্যাটা তার সামনে তুলে ধরল। তার বন্ধু মনোযোগ সহকারে কথাগুলো শুনল এবং বলল, আমার পরামর্শ হল- তুমি তোমার বেতন থেকে কিছু টাকা ছদকার জন্য নির্ধারণ কর। যুবক আশ্চর্য হয়ে বলল, জনাব! সাংসারিক প্রয়োজন পুরনেই ঋণ নিতে হয়; আর আপনি আমাকে ছদকার জন্য টাকা নির্ধারণ করতে বলেছেন?

যাইহোক, যুবক বাড়িতে গিয়ে বিষয়টি স্ত্রীকে জানাল। তার স্ত্রী বলল, পরিক্ষা করতে সমস্যা কী? হতে পারে আল্লাহ্ তা’আলা তোমার জন্য রিযিকের দরজা খুলে দিবেন। যুবক বেতনের চার হাজার রিয়াল থেকে ত্রিশ রিয়াল ছদকার জন্য নির্ধারণের ইচ্ছা করল এবং মাসশেষে তা আদায় করতে শুরু করল।

সুবহানাল্লাহ! কসম করে বললে মোটেও ভুল হবে না, তার (আর্থিক) অবস্থা সম্পূর্ণ বদলে গেল। সে তো সবসময় টাকা-পয়সার চিন্তা টেনশনেই পড়ে থাকত; আর এখন তার জীবন যেন ফুলের মতো হয়ে গেছে। এত ঋণ থাকা সত্ত্বেও নিজেকে স্বাধীন মনে হত। মনের মধ্যে এমন এক অনাবিল শান্তি হচ্ছিল, যা বলে বুঝানো সম্ভব নয়।

কয়েক মাস পর থেকে সে নিজের জীবনকে সাজাতে শুরু করল। নিজের আয়কৃত টাকা কয়েক ভাগে ভাগ করল, আর তাতে এমন বরকত হল, যা পূর্বে কখনও হয়নি। সে হিসাব করে একটা আন্দাজ করল, কত দিনে ঋণের বোঝাটা মাথা থেকে নামাতে পারবে ইনশাআল্লাহ।

কিছুদিন পর আল্লাহ তা’লা তার সামনে আরও একটি পথ খুলে দিলেন। সে তার এক বন্ধুর সাথে প্রপাটি-ডিলিং এর কাজে অংশ নিতে শুরু করে। সে বন্ধুকে গ্রাহক/ক্রেতা এনে দিত, তাতে ন্যায্য প্রফিট পেত।

আলহ

অনেকের একটা প্রশ্ন থাকে যে বিজনেস পেজে কি পোস্ট করলে বেশি ভালো হয় ছবি নাকি ভিডিও। চলুন আজকে এই পোস্ট থেকে জেনে নিই আসলে ...
20/03/2025

অনেকের একটা প্রশ্ন থাকে যে বিজনেস পেজে কি পোস্ট করলে বেশি ভালো হয় ছবি নাকি ভিডিও।
চলুন আজকে এই পোস্ট থেকে জেনে নিই আসলে কোনটা ভালো 👇

১. ভিডিও বেশি এনগেজমেন্ট আনে

ফেসবুক অ্যালগরিদম ভিডিও কনটেন্টকে বেশি প্রাধান্য দেয়, বিশেষ করে শর্ট ভিডিও (রিলস, স্টোরি, ও সংক্ষিপ্ত ভিডিও পোস্ট)। ভিডিও পোস্ট করলে সাধারণত কমেন্ট, শেয়ার, ও ভিউ বেশি হয়।

২. ভিডিও বেশি সময় ধরে দর্শক ধরে রাখে

একটি ছবি কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রল করে চলে যায়, কিন্তু ভিডিও দর্শককে বেশিক্ষণ ধরে রাখতে পারে, যা ফেসবুকের জন্য ইতিবাচক সিগনাল দেয় এবং পোস্টের রিচ বাড়ায়।

৩. ভিডিওতে বার্তা স্পষ্টভাবে দেওয়া যায়

একটি প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বিস্তারিত বুঝানোর জন্য ভিডিও অনেক কার্যকর। ডেমো ভিডিও, কাস্টমার টেস্টিমোনিয়াল, বা "কিভাবে ব্যবহার করবেন" টাইপের ভিডিও বেশি আকর্ষণীয়।

৪. লাইভ ভিডিওতে রিয়েল-টাইম এনগেজমেন্ট হয়

ফেসবুক লাইভে সরাসরি দর্শকদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করা যায়, যা ট্রাস্ট বাড়ায়। গবেষণায় দেখা গেছে, লাইভ ভিডিও সাধারণ পোস্টের চেয়ে ৬ গুণ বেশি এনগেজমেন্ট আনে।

তাহলে কি ছবি শেয়ার করা উচিত নয়?

ছবিও গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইনফোগ্রাফিক, প্রোডাক্ট ফটো, মেমে বা কোটেশনের জন্য। তবে একই কনটেন্ট ভিডিও ফরম্যাটে বানালে তার পারফরম্যান্স সাধারণত ভালো হয়।

সেরা কৌশল: ছবি + ভিডিও মিক্স করুন

✅ রেগুলার পোস্টে: ভিডিও ৭০% + ছবি ৩০%
✅ স্টোরি: ভিডিও এবং ছবির কম্বিনেশন ব্যবহার করুন
✅ অ্যাড: ভিডিও অ্যাডের কনভার্সন রেট বেশি, তবে প্রোডাক্টের জন্য ছবিও দরকার হতে পারে।

**📢 আপনার ব্যবসার সফলতার চাবিকাঠি – একটি অপ্টিমাইজড Facebook Business Page! 🚀**  আপনার ব্র্যান্ড অনলাইনে তুলে ধরতে কি এক...
15/03/2025

**📢 আপনার ব্যবসার সফলতার চাবিকাঠি – একটি অপ্টিমাইজড Facebook Business Page! 🚀**

আপনার ব্র্যান্ড অনলাইনে তুলে ধরতে কি একটি পেশাদার ফেসবুক বিজনেস পেজ আছে? সঠিকভাবে সেটআপ এবং অপ্টিমাইজ করা পেজ আপনার ব্যবসার দৃশ্যমানতা বাড়াতে, গ্রাহকের বিশ্বাস অর্জন করতে এবং বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে!

✅ **পেজ সেটআপ:** ব্র্যান্ডের উপযোগী নাম, আকর্ষণীয় প্রোফাইল ও কভার ফটো, সঠিক ক্যাটাগরি ও বিবরণ
✅ **অপ্টিমাইজেশন:** SEO-ফ্রেন্ডলি সেটিংস, CTA বাটন সেটআপ, ইনসাইটস বিশ্লেষণ
✅ **কেন প্রয়োজন?**
🔹 ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ায়
🔹 অর্গানিক ও পেইড রিচ বৃদ্ধি করে
🔹 সম্ভাব্য কাস্টমারদের আকৃষ্ট করে

একটি পেশাদার ফেসবুক বিজনেস পেজ আপনার ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে! 📈

আপনার পেজ তৈরি ও অপ্টিমাইজ করতে আমাদের সাথে যোগাযোগ করুন 📩 এখনই ইনবক্স করুন!

Facebook Boosting: আপনার বিজনেসকে নতুন উচ্চতায় নিয়ে যান!বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক বুস্টিং একটি শক্তিশালী মার্কেটিং টুল...
11/03/2025

Facebook Boosting: আপনার বিজনেসকে নতুন উচ্চতায় নিয়ে যান!

বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক বুস্টিং একটি শক্তিশালী মার্কেটিং টুল। এটি আপনার পেজ, পোস্ট বা বিজ্ঞাপনকে লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। সঠিকভাবে বুস্টিং করলে আপনার ব্যবসার প্রবৃদ্ধি দ্রুত বাড়বে এবং কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে সহজেই পৌঁছানো সম্ভব হবে।

ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে আপনি নির্দিষ্ট বয়স, অবস্থান, আগ্রহ এবং পছন্দ অনুযায়ী টার্গেটেড কাস্টমারদের কাছে পৌঁছাতে পারেন। এতে কম খরচে ভালো রেজাল্ট পাওয়া যায়। বিশেষ করে, ছোট ব্যবসা বা স্টার্টআপদের জন্য এটি একটি কার্যকরী উপায়, কারণ এটি ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ায় এবং বিক্রি বাড়াতে সহায়তা করে।

আপনার পোস্ট যদি আকর্ষণীয় হয় এবং সঠিক অডিয়েন্সকে টার্গেট করা হয়, তাহলে ফেসবুক বুস্টিং থেকে সর্বোচ্চ রিটার্ন পাওয়া সম্ভব। তাই, সময় নষ্ট না করে আজই আপনার বিজনেসের জন্য ফেসবুক বুস্টিং শুরু করুন এবং দ্রুত সফলতার পথে এগিয়ে যান!

আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ‘Smart Marketer’ রয়েছে আপনার পাশে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে ব্যবসার প্রসার বাড়ান!

আসসালামু আলাইকুম  একটা ফলোয়ার গ্রো এর কাজ কমপ্লিট করলাম। কিছু কিছু আপু এত,,,মিষ্টি হয় তাদের সাথে কথা বললেই শান্তি লাগে, ...
08/03/2025

আসসালামু আলাইকুম

একটা ফলোয়ার গ্রো এর কাজ কমপ্লিট করলাম।
কিছু কিছু আপু এত,,,মিষ্টি হয় তাদের সাথে কথা বললেই শান্তি লাগে,
আসলে এই আপুটা অনেক ভালো।

আমি ভাবি আমার সব ক্লাইন্ট যদি এই আপুর মতো কিউট হতো তাহলে কত ভালো হতো কিন্তু সব মানুষ তো একরকম না কিছু মানুষ আছে যাদের মধ্যে মনুষ্যত্ববোধই নেই 😥

কমেন্ট ব্লক / লাইক ব্লক / রিয়েক্ট ব্লক কেন হয়?কখনো কি ভেবে দেখেছেন। 🤔আসুন এই পোস্ট থেকে জেনে নিই 👇ফেসবুকে কমেন্ট, লাইক ব...
03/03/2025

কমেন্ট ব্লক / লাইক ব্লক / রিয়েক্ট ব্লক কেন হয়?কখনো কি ভেবে দেখেছেন। 🤔

আসুন এই পোস্ট থেকে জেনে নিই 👇

ফেসবুকে কমেন্ট, লাইক বা রিয়েক্ট ব্লক হয়ে গেলে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। কিন্তু কেন এমন হয়?সেটা বুঝতে পারেন না।

✅ অতিরিক্ত একটিভিটি: খুব কম সময়ে অনেক বেশি লাইক, কমেন্ট বা রিয়েক্ট দিলে ফেসবুক সন্দেহ করতে পারে।
✅ স্প্যাম আচরণ: একই ধরনের কমেন্ট বারবার করলে বা সন্দেহজনক লিংক শেয়ার করলে ব্লক হতে পারে।
✅ কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ: যদি কোনো কমেন্ট বা রিয়েক্ট ফেসবুকের নিয়মের বিরুদ্ধে যায়, তবে সেটিও ব্লকের কারণ হতে পারে।
✅ অন্যদের রিপোর্ট: কেউ যদি আপনার কমেন্ট বা লাইক নিয়ে রিপোর্ট করে, তাহলে ফেসবুক সেটি পর্যালোচনা করে ব্লক করতে পারে।
✅ লাইক ব্লক : কেউ যদি কম সময়ে বেশি মানুষ খুব দ্রুত লাইক করে তখন লাইক ব্লক হয়ে যেতে পারে।

ব্লক এড়াতে কী করবেন?
🔹 স্বাভাবিক হারে লাইক, কমেন্ট ও রিয়েক্ট করুন।
🔹 একই ধরনের কমেন্ট বারবার করবেন না।
🔹 কোনো সন্দেহজনক লিংক বা স্প্যাম কনটেন্ট শেয়ার করা থেকে বিরত থাকুন।

আপনার প্রোফাইল নিরাপদে রাখুন এবং স্মার্টলি ফেজবুক ব্যবহার করুন

আলহামদুলিল্লাহ আরো একটা ফলোয়ার গ্রো এর কাজ কমপ্লিট করলাম, আসলে মানুষ ব্যবহারেই তার পরিচয় দেয়।  এই কাজটা ছিল একটা আপুর, আ...
02/03/2025

আলহামদুলিল্লাহ আরো একটা ফলোয়ার গ্রো এর কাজ কমপ্লিট করলাম,
আসলে মানুষ ব্যবহারেই তার পরিচয় দেয়।
এই কাজটা ছিল একটা আপুর, আপুটা খুব ভালো ছিল।এইরকম মিষ্টি আপুদের সাথে কাজ করতে খুব ভালো লাগে।

"রাজশাহী চলন্ত বাসে ডাকাতি এবং ধর্ষণ" ঘটনায় অভিযোক্ত বাস ড্রাইভার এবং হেলপার মোট তিনজনকে জামিনে ছেড়ে দিয়েছে পুলিশ, তাহলে...
21/02/2025

"রাজশাহী চলন্ত বাসে ডাকাতি এবং ধর্ষণ" ঘটনায় অভিযোক্ত বাস ড্রাইভার এবং হেলপার মোট তিনজনকে জামিনে ছেড়ে দিয়েছে পুলিশ,
তাহলে কি এই ঘটনার কোনো বিচার হবে না আস্তে আস্তে পুরো ঘটনা চাপা পড়ে যাবে? 😭
এভাবেই পার পেয়ে যাবে অপরাধীরা? 😭

🚀 আপনার ব্যবসার পোস্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে! 📢আপনার ফেসবুক পেজের পোস্ট কি যথেষ্ট মানুষ দেখছে না? 😟 তাহলে এখনই Fa...
19/02/2025

🚀 আপনার ব্যবসার পোস্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে! 📢

আপনার ফেসবুক পেজের পোস্ট কি যথেষ্ট মানুষ দেখছে না? 😟 তাহলে এখনই Facebook Post Boost করুন এবং আপনার ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়! 🌟

✅ বিজ্ঞাপনে কম খরচ, বেশি লাভ
✅ সঠিক দর্শকের কাছে সহজে পৌঁছানো
✅ ব্র্যান্ড ভিজিবিলিটি ও এনগেজমেন্ট বৃদ্ধি
✅ বিক্রির সম্ভাবনা বাড়ানো

ফেসবুক বুস্ট পোস্টের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে দ্রুত পৌঁছানো সম্ভব! আপনার কন্টেন্ট আরও বেশি মানুষ দেখবে, পছন্দ করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আপনার বিজনেসের প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্মার্ট মার্কেটিং এখনই শুরু করুন! 💼📈

আপনার পোস্ট বুস্ট করতে চান? 🤔 আমাদের সাথে যোগাযোগ করুন 📩 ইনবক্স করুন এখনই!🚀



Address

Moradnagur
Cumilla
3543

Alerts

Be the first to know and let us send you an email when Smart Marketer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share