Abdul Kader

Abdul Kader কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন। সবাই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন।�

29/11/2024

মা চালাক তো

মেয়ে তালাক।

অরজিনাল সভাপতি 😁😆
13/05/2024

অরজিনাল সভাপতি 😁😆

হালাল ইনকাম!একটু জমিদারি তো থাকবোই!❤️
02/05/2024

হালাল ইনকাম!
একটু জমিদারি তো থাকবোই!❤️

কুমিল্লার মধ্যে পিসি রেস্তোরার আলফাম আমার সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে একটা। কিন্তু সমস্যা যেটা, তাদের আলফাম প্রায় সময়ই ...
02/05/2024

কুমিল্লার মধ্যে পিসি রেস্তোরার আলফাম আমার সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে একটা।

কিন্তু সমস্যা যেটা, তাদের আলফাম প্রায় সময়ই থাকেনা। শুধু একটা উসিলা দরকার আলফাম বন্ধ রাখার।
ইভেন যেইদিন আলফাম থাকে, সেইদিনও একটু ভীড় হলেই আলফাম বিক্রি বন্ধ করে দেয়।

এমন সিমিলার আইটেম কি কুমিল্লার অন্য কোনো রেস্টুরেন্টে পাওয়া যায়? পাওয়া গেলে আর পিসিতে যাবো না।

বৃষ্টি ভেজা সকাল হেয়াকো বাজার
02/05/2024

বৃষ্টি ভেজা সকাল হেয়াকো বাজার

02/05/2024

কুমিল্লায় বজ্রপাতে চার উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৃথক সময়ে কুমিল্লা জেলার চান্দিনা, সদর দক্ষিণ, বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় চারজনের মৃত্যু হয়।

বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লা দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছুর রহমান (৫৮), চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান (৪৭),বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোরা গ্রামের কুদ্দুস মিয়ার আলম হোসেন এবং সদর দক্ষিণ উপজেলার গলিয়ার ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম ( ৫০) ।

01/05/2024

বেকিং নিউজ:-
মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি।

কৃষ্ণচূড়া
01/05/2024

কৃষ্ণচূড়া

নিজের ভাইরাল হওয়ার প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল
29/04/2024

নিজের ভাইরাল হওয়ার প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল

ব্যারিস্টার সুমন ভাইয়ের পেছনে দাড়িয়ে মুখ চেপে লাবণ্যময়ী হাসি দিয়ে জাতির নতুন করে ক্রাশে পরিণত হয়েছেন পিয়া জান্নাতুল। তিন...
28/04/2024

ব্যারিস্টার সুমন ভাইয়ের পেছনে দাড়িয়ে মুখ চেপে লাবণ্যময়ী হাসি দিয়ে জাতির নতুন করে ক্রাশে পরিণত হয়েছেন পিয়া জান্নাতুল। তিনিও একজন আইনজীবী পাশাপাশি বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী।

চলুন তার সম্পর্কে জেনে নিই

Peya Jannatul (পিয়া জান্নাতুল)

পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। জন্ম ১৪ অক্টোবর, ১৯৯১। একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। তার পেশা জীবন প্রায় সময়ই সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার তার তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়।

খুলনায় জন্মগ্রহণ করেন। পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকেন। তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন।

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে।
২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে বাহরাইনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল প্রিন্সেস’ প্রতিযোগিতায় অংশ নেন। একইবছর শিরোনামহীনের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ২০১৪ সালে তিনি একই সাথে বেশকটি চলচ্চিত্রে কাজ করছেন। এর মধ্যে রয়েছে, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসীর প্রেম।

মিস বাংলাদেশ (২০০৭)
ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি (দক্ষিণ কোরিয়া, ২০১১)
জেএওয়াই ফেইস ইন্টারন্যাশনাল - দ্বিতীয়স্থান (২০১২)
মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল (২০১৩)
টপ মডেল অব দ্যা ওয়ার্ল্ড (মিশর)

তথ্যসূত্র - উইকিপিডিয়া

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন  এবং অবশ্যই ঔষধ মনে করুন।   সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ প...
27/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।
সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।
-ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share