বিবেকের কাছে প্রশ্ন?

বিবেকের কাছে প্রশ্ন? বিবেকহীন মানুষ পশুর সমান নয় .. সে আসলেই পশু।

15/09/2025

ইউরোপ যাওয়ার পথে সবাইকে ধ'রে ছোট্ট একটা ঘরে ব/ন্দী করে রাখা হয়েছে। খাবার ও পানি তাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না। এখন আল্লাহ কে ডাকতেছে

প্লিজ, আপনার একটি শেয়ারের মাধ্যমে, হয়ত তাদের আত্মীয়-সজনদের কাছে আমার এই ভিডিও টা পৌঁছবে।

এখান থেকে সকল প্রবাসী ভাইদের শিক্ষা নেওয়া
উচিত; বিদেশে যাওয়ার আগে, খুব চিন্তা করে বাড়ি
থেকে বের হবেন।

আল্লাহ হিফাজত করুন 🤲😭

#বিদেশ #বিবেকেরকাছেপ্রশ্ন

05/09/2025

কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনার ইতিহাস এদেশে আগে কখনো দেখা যায়নি। অথচ আজ বাংলাদেশের মানুষ এক ভয়াবহ ও অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো।

চিন্তা করুন—কতটা উগ্র ও চরমপন্থী মানসিকতা হলে এমন অমানবিক কাজ করা সম্ভব!
আমি শুধু সবার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম।

⃣ রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“মৃত ব্যক্তির হাড় ভাঙা, জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতোই।”
— সুনান আবু দাউদ (৩২০৭), সুনান ইবন মাজাহ (১৬১৬)

⃣ রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“কোনো মুসলিমের লাশকে অসম্মান করা, জীবিত মুসলিমকে অসম্মান করার মতোই।”
— মুসনাদ আহমাদ (২৪০৪৯)

⃣ রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা জানাজার সাথে প্রতিযোগিতা করো না (অর্থাৎ অসম্মান কোরো না)। কেননা, জানাজার সাথে চলা মানে মৃতকে সম্মান করা।”
— সহীহ বুখারি (১৩১৫), সহীহ মুসলিম (৯৬২)

04/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Share THIS only, if u support DIPLOMA ENGINEERS.যারা আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের  সাথে  নাই, আমিও ...
27/08/2025

Share THIS only, if u support DIPLOMA ENGINEERS.

যারা আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের সাথে নাই, আমিও আর তাদের সাথে নাই।
কোটা আন্দোলনে আমাদের পলিটেকনিক শিক্ষার্থী ১৮ জন শহীদ হয়েছে। ওদের BSC শিক্ষার্থী কয়জন শহীদ হয়েছে ?
ন্যায় ও ইনসাফ এর পক্ষে সব সময় আছি ✊ কিন্তু যাদের দেখে যাদের অনুপ্রেরণায় সামনে আগানোর চেষ্টা করছিলাম এখন দেখি তারাই আমাদের বিরুদ্ধে 🙅‍♂️।

21/08/2025

আল্লাহ্ সবার সহায় হোক। 🙂🙂

#বিবেকেরকাছেপ্রশ্ন

12/08/2025

মাইলস্টোন কলেজের উপর বিমানবাহিনীর FT-7BGI যুদ্ধবিমান আছড়ে পড়ার আরো একটি ভিডিও এসেছে।
এই সিসি ক্যামেরা পজিশন পুরোপুরি মাইলস্টোন কলেজের পাশেই ছিলো এবং সুস্পষ্টভাবে দৃশ্যমান যে বিমানটি পাক খেয়ে আছড়ে পড়ে।

#মাইলস্টোন #বিবেকেরকাছেপ্রশ্ন #ঢাকা

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
02/08/2025

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

কি ছিলো তাদের জীবন..আর এখন কি হয়ে গেছে।আল্লাহ সবাইকে হেফাজত করুক।।
31/07/2025

কি ছিলো তাদের জীবন..আর এখন কি হয়ে গেছে।

আল্লাহ সবাইকে হেফাজত করুক।।

Doctor of the year😑😁🤣😂
31/07/2025

Doctor of the year😑😁🤣😂

আপনার কি Creator Storefront setup আসছে কমেন্ট করে জানাবেন। এটাও কিন্তু monetization এর মতো ইনকাম করার নতুন উপায়।👍👍👍👍
27/07/2025

আপনার কি Creator Storefront setup আসছে কমেন্ট করে জানাবেন।
এটাও কিন্তু monetization এর মতো ইনকাম করার নতুন উপায়।👍👍👍👍

মাত্র কদিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল বড় বোন নাফিয়া। আর সেই পথেই পাড়ি দিল ছোট ভাই নাফি।একদিন ধরে হাসপাতালের বেডে ন...
27/07/2025

মাত্র কদিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল বড় বোন নাফিয়া। আর সেই পথেই পাড়ি দিল ছোট ভাই নাফি।

একদিন ধরে হাসপাতালের বেডে নিথর পড়ে ছিল নাফি, যুদ্ধ করছিল জীবন আর মৃত্যুর মাঝখানে।

কিন্তু শেষমেশ, ওর কোমল চোখগুলোও চিরতরে বন্ধ হয়ে গেল।😪😪

একটি বাড়ি থেকে একসাথে দুই সন্তানের বিদায়...😪😪😪

একজন মায়ের বুক আজ শূন্য,
একজন বাবার বুক আজ নিঃস্ব।

এই শোক শুধু শব্দে প্রকাশ করা যায় না। এটা অনুভবেরও বাহিরে। এটা মৃত্যু নয়, এ যেন বেঁচে থেকেও প্রতিদিন মরার নাম।

বাবা-মা এখন কাকে বুকে নিবে? কার মাথায় হাত রেখে বলবে “ভয় পাস না, আমি আছি”?

এই দুই ভাইবোনের হাসিমুখ আজ আর শুধু ছবিতে রয়ে গেল…

স্কুলে শিক্ষা নিতে গিয়ে একঝাঁক স্বপ্নও ঝরে গেল।

আল্লাহ যেন এই দুই নিষ্পাপ সন্তানদের শহীদি মর্যাদায় জান্নাতের সু-উচ্চ স্হানে আসীন করুন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য ধারনের শক্তি দান করুন।

আমিন🤲

#ভাইবোন #বিমান_দুর্ঘটনা #বাংলাদেশ

  এই বাচ্চা টা রাস্তায় এক্সিডেন্ট করেছে।নাম: খাদিজা আক্তার সাদিয়া। যদি কেউ এই বাচ্চার পরিচয় জেনে থাকেন তাহলে কুমিল্লা মে...
10/04/2025


এই বাচ্চা টা রাস্তায় এক্সিডেন্ট করেছে।
নাম: খাদিজা আক্তার সাদিয়া।
যদি কেউ এই বাচ্চার পরিচয় জেনে থাকেন তাহলে কুমিল্লা মেডিকেল ইমারজেন্সিতে ইউনিটে যোগাযোগ করুন।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিবেকের কাছে প্রশ্ন? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share