Sanjaa's diary

Sanjaa's diary Assalamualaikum everyone I'm sanjana & welcome to my personal Vlog
(24)

পুরুষ নারীদের সম্মান দিতে শেখে তার বাবার কাছে থেকে । তার মায়ের প্রতি বাবার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা,যত্ন, আগলে রাখা ইত...
05/06/2025

পুরুষ নারীদের সম্মান দিতে শেখে তার বাবার কাছে থেকে । তার মায়ের প্রতি বাবার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা,যত্ন, আগলে রাখা ইত্যাদি দেখে । অপরদিকে মায়ের কাছে থেকে শেখে সুলভ আচরণ, সুন্দর ব্যবহার,নম্রতা,ভদ্রতা,ধৈর্য্য ইত্যাদি ॥ “পুরুষের কথাবার্তা, আচার-আচরণ , ব্যবহারই বলে দেয় যে সে কোন সম্মানী নারীর সন্তান , কোন ভদ্র লোকের ছেলে আর সে কেমন পরিবারের ও কোন পরিবেশে বেড়ে উঠেছে ।
সুতরাং একটা সংসারে নারী পুরুষের সমান দায়িত্ব আছে একজন আরেকজনকে ছাড়া পরিপূরক নয়। তাই এর দোষ তার দোষ এগুলি না বলে নারী পুরুষ উভয়কে মানিয়ে নিয়ে চলতে হয়।

04/06/2025

কিছু সত্য জানতে নেই!
কিছু আবেগের প্রশ্রয় দিতে নেই!
কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। 😇

নিজেকে কারো কাছে ‘Available' করাটা বাদ দিয়ে দাও, তুমি ভালো থাকবে। যখনই নিজেকে কারো কাছে সহজলভ্য করে দিবে, ঠিক তখনই তোমাক...
02/06/2025

নিজেকে কারো কাছে ‘Available' করাটা বাদ দিয়ে দাও, তুমি ভালো থাকবে। যখনই নিজেকে কারো কাছে সহজলভ্য করে দিবে, ঠিক তখনই তোমাকে অবহেলা করা শুরু করে দিবে!

সে ডাকলেই তুমি সাড়া দাও, তার একাকিত্বে তুমি তাকে সঙ্গ দাও। যত ব্যস্তই থাকো না কেন, তার প্রতিটা মেসেজের উত্তর তুমি খুব ফাস্ট রিপ্লাই করো। মোট কথা, তোমায় সে চাইলেই পাচ্ছে যখন তার প্রয়োজন হচ্ছে। এরপর দেখবে, সে তোমার একটা মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে! তার প্রতি তোমার আগ্রহ বেড়ে যাচ্ছে। তারপর তুমি দিনদিন তার প্রতি তীব্র ভাবে আসক্ত হয়ে যাবে! আর ঠিক তখনই বাঁধবে বিপত্তি!

দেখবেঃ
তোমার খারাপ লাগা মূহুর্তে সে নেই! তার সময়ের বড্ড অভাব তোমার বেলায়, তোমার ভীষণ একা লাগতেছে কিন্তু তুমি তাকে বলতে পারছো না–বুঝাতে পারছো না! সে তোমার কাছে নিজেকে Available করেনি বলেই তুমি তাকে নিজ প্রয়োজনে পাবে না।

তুমি তার বেলায় Available, কিন্তু সে তোমার বেলায় Available না! ব্যপারটা ঠিক কেমন হয়ে গেলো না?

যে মানুষটা তোমাকে প্রায়োরেটি দেয়, সেই মানুষটাকে তুমিও প্রায়োরিটি দাও। যে মানুষটা তোমার জন্য Available, তার কাছেই নিজেকে Available করে দাও। পরস্পর পরস্পরকে যখনই চাচ্ছো, পেয়ে যাচ্ছো।

দেখবে, জীবন থেকে একাকিত্ব, বিষন্নতা সব দূর হয়ে যাবে।মন ভালো থাকবে, সেই সাথে সম্পর্কও মধুর হবে।

You Must to be available for this person, who wanted you badly & Who also available for you.

ভালোবাসা মানেই শুধু নিজে ভালো থাকা নয়, অপর পাশের মানুষটাও ভালো আছে কিনা; তা নিয়েও ভাবতে হয়। যে মানুষটা নিজেকে তোমার জন্য Available করে দিয়েছে, নিজেকে উজাড় করে দিয়েছে,তার কাছে নিজেকে ছেড়ে দাও। ভালো থাকবে।

আর যে মানুষটা নিজের দিকটা সামলে রেখে তোমায় দূরে সরিয়ে রাখে, তার কাছে Available হওয়াটা বাদ দিয়ে দাও। তার মতো তোমার সময়েরও মূল্য আছে, এই ব্যস্তময় পৃথিবীতে নিজের মূল্যবান 'সময়' ভুল মানুষের পিছনে ব্যয় না করে, সঠিক মানুষের পিছনেই ব্যয় করো।

নিজের Weight নিজেকেই ধরে রাখতে হয়। আর এটা ইগো নয়, এটা তোমার আত্মসম্মানবোধ। যার কাছে তোমার অনুভূতির কোনো ছিটেফোঁটারও মূল্য নেই, তার কাছে নিজেকে উজাড় করে দেয়াটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় দুর্বলতা এবং বোকামি।🧡

©

যাদের নিজের কোন যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। Remember It's either you succeed or you succeed—n...
31/05/2025

যাদের নিজের কোন যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে।

Remember It's either you succeed or you succeed—no room for failure!
In this life, there are only two options: success or failure. But failure is not your portion.
Whatever you do, align it with your purpose—to win.
Go out there and win. All the best! ✨

মায়ের পূঁজি ছেলের দুর্বলতা!! কোনো মা যদি বুঝতে পারে ছেলে তার স্ত্রীর থেকে তাকে বেশি ভালো বাসে তাকে  বেশি বিশ্বাস করে, তা...
29/05/2025

মায়ের পূঁজি ছেলের দুর্বলতা!!
কোনো মা যদি বুঝতে পারে ছেলে তার স্ত্রীর থেকে তাকে বেশি ভালো বাসে তাকে বেশি বিশ্বাস করে, তার কথা বেশি গুরুত্ব দেয়...!
তাহলে একটা কথা মিলিয়ে নিয়েন সেই ছেলের সংসার জীবনেও টিকবে না,, কারণ মা জানে তার ছেলে তার প্রতি দুর্বল। সেটাই মা পূঁজি করে বউয়ের নামে গল্প শুনাবে..!
কথা তিতা হলেও সত্য,,,

একজন ছেলের অবশ্যই ব্যালেন্স করে চলা শিখতে হবে,,,,
এটাও মাথায় রাখতে হবে মা যদি জান্নাত হয় তেমনি স্ত্রী হচ্ছে সেই জান্নাতে যাওয়ারই সার্টিফিকেট,তার ক্লিয়ারেন্স ছাড়া আপনি কখনোই জান্নাতে যাবেন না। তাই ২জনকেই ব্যালেন্স করতে হবে,,এই ব্যালেন্স করাটা না জানলে কোনো ছেলের ই বিয়ে করাটা উচিত নয়।

ভাই দুইটা ভাত কাপড়ের জন্য কোন মেয়ে আপনার কাছে আসে না, তার বাপের বাড়িতে স্বামীর বাড়ি তুলনায় আরো অনেক বেশি ইচ্ছা, কাঙ্কা তার পূরণ করা হয়। যেই মেয়ে বাপের বাড়িতে এক গ্লাস পানিও তুলে খায় না, সেই মেয়ে স্বামীর বাড়িতে গিয়ে পুরো সংসার সামলায়।

কিন্তু আমাদের দেশের শ্বশুরবাড়ির লোকেরা ভাবে তারা দাসী আনছে ঘরের বউ না।

ওই সব শাশুড়ি দের বলছি যারা ছেলের মোহ ছাড়তে পারেন না এবং ছেলেদেরকেও বলছি যারা ঘরের বউকে প্রাপ্য সম্মান, সময়,অধিকার,দিতে পারবেন না, দয়া করে বিয়ে করবেন না।
শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আপনার বা আপনার পরিবারের লোকজনের নাই।

*(বিশেষ দৃষ্টান্ত: এই পোস্ট সকল ছেলেদের জন্য না।)*

"দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের দোষ ত্রুটি সমালোচনা করা।(হযরত আলী রা...
27/05/2025

"দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের দোষ ত্রুটি সমালোচনা করা।
(হযরত আলী রা:)

সকল মেয়েদের পার্সোনাল এটিএম কার্ড তার বাবা জাস্ট ক্লিক- ক্লিক- ক্লিক টাকা হাজির, যতই কষ্ট হোক মেয়ে সুখের জন্য বাবা সেই...
23/05/2025

সকল মেয়েদের পার্সোনাল এটিএম কার্ড তার বাবা জাস্ট ক্লিক- ক্লিক- ক্লিক টাকা হাজির, যতই কষ্ট হোক মেয়ে সুখের জন্য বাবা সেই টাকা হাজীর করে।

সেম সেটার উল্টো হয় স্বামীর বাড়ীতে সারাদিন সংসারের সকল কাজ করে,যে আপনি কিছু একটা চাইলেন, সেই ডায়লগ শুরু হয়ে যাবে,টাকা পয়সা নষ্ট করে,লুভি।

মোরাল অফ দ্যা স্টোরি:স্বামীর বাড়ির ভাতের অনেক দাম যা আপনি সারাজীবন কাজকর্ম করেও পোষাই দিতে পারবেন না,উল্টো দিকে বাপের বাড়ির ভাতের কোন দাম নেই। 🙂

(বিশেষ দৃষ্টান্ত: সকল ছেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, বাট দা রেশিও ইজ নিয়ার এবাউট ১৫-২০%🙃)

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjaa's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share